Tag: আব্দুল্লাহ আল নোমান

  • ভাষা আন্দোলন বর্তমান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুধু ভাষার মধ্যে দিয়ে সীমাবদ্ধ ছিল না: নোমান

    ভাষা আন্দোলন বর্তমান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুধু ভাষার মধ্যে দিয়ে সীমাবদ্ধ ছিল না: নোমান

    বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জনাব আবদুল্লাহ আল নোমান বলেছেন, ভাষা আন্দোলন বর্তমান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুধু ভাষার মধ্যে দিয়ে সীমাবদ্ধ ছিল না। ৪৮ সাল থেকেই তৎকালীন পূর্ব পাকিস্তান এর বিরুদ্ধে এদেশের মানুষ আন্দোলন শুরু করে। এরপর থেকে রাষ্ট্রভাষা বাংলা করার জন্য আন্দোলন তীব্রতা কে তীব্র হয়।পরবর্তীতে ১৯৫২ সালে ভাষা আন্দোলনের চূড়ান্ত আন্দোলনকে থামানোর জন্য তৎকালীন পাকিস্তানি পাক-হানাদার বাহিনী একুশে ফেব্রুয়ারি ভাষা সৈনিকদের উপর গুলিবর্ষণ করলে সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেকেই প্রাণ হারায়। আজ আমরা তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত মহান একুশে ফেব্রুয়ারি বর্তমানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করছি। এটা আমরা বাঙালি জাতি হিসেবে অত্যন্ত গর্বের বিষয়। বিশ্বের কোন দেশ নেই যে ভাষা প্রতিষ্ঠা করার জন্য প্রাণ দিতে হয়েছে। একমাত্র বাঙালি জাতিকে ভাষার জন্য প্রাণ দিতে হয়েছে।

    তিনি আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকালে আন্তর্জা‌তিক মার্তৃভাষা দিবস উপল‌ক্ষে চট্টগ্রাম মহানগর বিএন‌পির আ‌লোচনা সভা চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হো‌সে‌নের সভাপতিত্বে সদস‌্য সচিব আবুল হা‌শেম বক্কর এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

    আব্দুল্লাহ-আল নোমান আরো বলেন, বর্তমান একুশে ফেব্রুয়ারি আমাদের মাঝে এসে জনগণের যে রাষ্ট্র ৭১ সালের মুক্তির সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত এদেশ। বর্তমান সরকার জনগণের মালিকানা ছিনিয়ে নিয়েছে। জনগণের সকল অধিকার খর্ব করেছে। জনগণ সকল অধিকার থেকে বঞ্চিত। বিএনপি ১০ দফা দিয়েছে। ২৭ দফার ভিত্তিতে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা দিয়েছে। এ সরকারের অধীনে কোন নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এই সরকারের নির্বাচন কমিশনের অধীনে কোন নির্বাচন হবে না।বর্তমানে এদেশের মানুষ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন চাই। জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি রাজপথে থাকবো। এই সরকারের পতনের মাধ্যমে জনগণের বিজয় সুনিশ্চিত হবে।

    সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ৫২’র ভাষা আন্দোলন, ৭১’র স্বাধীনতা যুদ্ধের আন্দোলন, ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলন, ১/১১ মঈন-ফখরুদ্দিন সরকার বিরুদ্ধে যে আ‌ন্দোলন সর্বোপরি বর্তমান ফ‌্যা‌সিষ্ট আওয়ামী সরকা‌রের বিরু‌দ্ধে আ‌ন্দোলন, সব‌কিছুর মূলমন্ত্র জনগ‌ণের অ‌ধিকার আদা‌য়ের আ‌ন্দোলন। আমার অ‌ধিকার আমার দেশ, সে অ‌ধিকার আদা‌য়ের জন‌্য আমরা সংগ্রাম কর‌ছি। বায়ান্ন সা‌লে আমারা ভাষার জন‌্য সংগ্রাম ক‌রে‌ছি, একাত্তর সা‌লে আমারা মু‌ক্তি‌যোদ্ধ ক‌রে‌ছি মানু‌ষের সাম‌্য, ন‌্যায় বিচার ও গণতা‌ন্ত্রিক অ‌ধিকার প্রতিষ্ঠার জন‌্য। যে স্বপ্ন নি‌য়ে মু‌ক্তি‌যো‌দ্ধের মাধ‌্যা‌মে যে স্বাধীনতা অ‌র্জিত হ‌য়ে‌ছে স্বাধীনতা পরব‌র্তি সে কাংঙ্খিত সুফল জনগন এখনো পায়‌নি। আজ‌কে আমরা রাষ্ট্র মেরাম‌তের ২৭ টি প্রস্তাবনার কথ বল‌ছি, রেইন‌বো ন‌্যাশ‌ানের কথা বল‌ছি। এই‌টি বাংলা‌দেশী জাতীয়তাবা‌দের মর্ডান সংস্ককরন।

    বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এম নাজিমুদ্দিন বলেন, এই সরকার নির্যাতন নিপীড়নের মাধ্যমে দেশ শাসন করছে। আন্দোলন ছাড়া এ সরকারের পতনের কোন বিকল্প নেই।সমস্ত রাজনৈতিক দল ও মতকে নিয়ে আমাদের ঐক্যবদ্ধ হয়ে দূর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে। যে আন্দোলনের মধ্য দিয়ে আমরা তাদের পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারব।

    চট্টগ্রাম মহানগর বিএন‌পির সদস‌্য স‌চিব আবুল হা‌শেম বক্কর ব‌লে‌ছেন, বায়ান্নর ভাষা আন্দোলনের যে চেতনা, আওয়ামী লীগ সেই চেতনা ধূলিসাৎ করে দিয়েছে। রাষ্ট্রভাষা আন্দোলনই ছিল আমাদের জাতিসত্ত্বা নির্মাণের প্রথম ভিত্তি। সেই আন্দোলনের চেতনা ছিল-স্বাধীন, সুস্থ, গণতান্ত্রিক, মুক্তসমাজ নির্মাণ করা। তারই ধারাবাহিতায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখেছিলাম। আজকে সেই আশা-আকাঙ্ক্ষা, চেতনা ধূলিসাৎ হয়ে গেছে।

    বিশেষ অতিথির বক্তব্যে আলহাজ্ব আবু সুফিয়ান বলেন, সরকার পতন আন্দোলন বেগমন করতে হবে। এই সরকারের দুর্নীতি- দুঃশাসনের বিরুদ্ধে এই দেশের মানুষ রাজপথে আছে।আওয়ামী লীগ সমস্ত মানুষের স্বপ্নগুলোকে ভেঙে-চুরে শেষ করে দিয়েছে।

    বিশেষ অতিথির বক্তব্যে ড. সিদ্দিক আহমেদ বলেন, ৫২’র ভাষা আন্দোলনের মাধ্যমে এই দেশ মুক্তি কামি জনতা পাকহানাদার বাহিনী থেকে মুক্ত হওয়ার স্বপ্ন দেখেছিলেন এবং তা ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন করে প্রমাণ করেছে।আওয়ামী লীগ দে‌শে রাজ‌নৈ‌তিক, অর্থ‌নৈ‌তিক সহ নানামূ‌খি সংকট তৈ‌রি ক‌রে‌ছে।এ সংকট থেকে আমাদের বেরিয়ে আসতে হলে আরো ঐক্যবদ্ধ হতে হবে।

    বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট এস এম বদরুল আনোয়ার বলেন, যতদিন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হবে না ততদিন পর্যন্ত এই দেশের নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হবে না। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই সরকারের অধীনে নির্বাচন সম্ভব না।

    বিশ্ববিদ্যালয় শিক্ষক পেশাজীবী নেতা প্রফেসর নজরুল কাদেরী বলেন,একুশে ফেব্রুয়ারি মহান ভাষা দিবসকে সামনে রেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে বেগবান করতে হবে।

    মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আ‌লোচনা সভা চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন সভাপতিত্বে সদস্য সচিব আবুল হাশেম বক্করের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান,পেশাজীবী নেতা এডভোকেট এসএম বদরুল আনোয়ার, ড. সিদ্দিক আহমেদ, ডা. খুরশিদ জামিল, সাংবাদিক জাহিদুল করিম কচি,

    কচি, চট্টগ্রাম মহানগর বিএনপির সি. যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ, যুগ্ম আহবায়ক এড. আবদুস সাত্তার, এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, আহবায়ক কমিটির সদস্য হারুন জামান, এড মুফিজুল হক ভূঁইয়া, নিয়াজ মো. খান, এস এম আবুল ফয়েজ, আর ইউ চৌধুরী শাহীন, আহমেদুল আলম চৌধুরী রাসেল,আনোয়ার হোসেন লিপু, গাজী মো. সিরজ উল্লাহ,মো. কামরুল ইসলাম, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, ম‌হিলা দ‌লের ফা‌তেমা বাদশা, ম‌নোয়ারা বেগম ম‌নি, থানা বিএনপির সভাপতি মন্জুর রহমান চৌধুরী, মামুনুল ইসলাম হুমায়ুন, হাজী বাবুল হক, মোশাররফ হোসেন ডেপটি, আবদুল্লাহ আল হারুন, থানা সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, হাজী বাদশা মিয়া, জসিম উদ্দিন জিয়া, মনির আহম্মেদ চৌধুরী, আবদুল কাদের জসিম, জাহাঙ্গীর আলম, মহানগর ছাত্রদ‌লের আহবায়ক মো. সাইফুল আলম, সদস‌্য স‌চিব শ‌রিফুল ইসলাম তু‌হিন প্রমূখ।

  • ডা. শাহাদাতের পক্ষে ফিরিঙ্গিবাজারে নোমানের গণসংযোগ

    ডা. শাহাদাতের পক্ষে ফিরিঙ্গিবাজারে নোমানের গণসংযোগ

    চসিক নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের সমর্থনে আজ বুধবার (১৮ মার্চ) ফিরিঙ্গিবাজার ওয়ার্ডে গণসংযোগ করেন সাবেক মন্ত্রী বিএনপি’র ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

    তিনি ফিরিঙ্গি বাজার ওয়ার্ডে বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সাথে নিয়ে সাধারন মানুষের সাথে সালাম ও কুশল বিনিময় করেন। তিনি কাউন্সিলর প্রার্থী সাদেকুর রহমান রিপন ও মনোয়ারা বেগমের পক্ষে ভোট চেয়ে প্রচারপত্র বিলি করেন।

    এ সময় তিনি বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছিল। ২৯ মার্চ চসিক নির্বাচনে মানুষের গণতান্ত্রিক অধিকার যেন কেউ কেড়ে নিতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। ডা. শাহাদাত হোসেনকে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ও বেগম খালেদা জিয়ার মুক্তি তরাণ্বিত করতে হবে।

    তিনি বলেন, আমরা ক্ষমতায় থাকতে চট্টগ্রাম মহানগরীতে যে উন্নয়ন করেছি, আওয়ামীলীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরেও তা করতে পারেনি। তারা বড় প্রজেক্টর নামে লুটপাট করেছে। বিএনপি ক্ষমতায় থাকলে জনগণের কথা চিন্তা করে।

    তিনি ২৯ তারিখ ডা. শাহাদাতকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।

    এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দীন, চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি এম এ হালিম, যুগ্ম-সম্পাদক কাজী বেলাল উদ্দীন, তথ্য ও গবেষণা সম্পাদক হামিদ হোসাইন, শেখ নুরুল্লাহ বাহার, কোতোয়ালি থানা বিএনপির সাধারন সম্পাদক জাকির হোসেন, ফিরিঙ্গি বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার খান, সাধারন সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী সাদেকুর রহমান রিপন, মহানগর মৎস্যজীবি দলের আহবায়ক হাজী নুরুল হক, বিএনপির নেতা আমিনুর রহমান মিয়া, আবুল কাশেম সওদাগর, সোহেল উসমান মামুন, রবিউল সাজ্জাদ প্রমুখ ।

  • আধুনিক ও পরিচ্ছন্ন বাকলিয়া গড়তে শাহাদাতকে ভোট দিন : নোমান

    আধুনিক ও পরিচ্ছন্ন বাকলিয়া গড়তে শাহাদাতকে ভোট দিন : নোমান

    বিএনপির ভাইস চেয়্রাম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, চট্টগ্রামের বাকলিয়া নগরীর একটি প্রসিদ্ধ ও ঐতিহ্যবাহি এলাকা। এখানকার রাস্তাঘাট, অলিগলি সবই আমার চেনাজানা। দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা এ বাকলিয়াকে আমি শহরে রূপ দিয়েছিলাম। আমি এমপি থাকাকালীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান করেছি. গড়ে তুলেছি ঐতিহ্যবাহি শহীদ এনএমজে কলেজ। চট্টগ্রাম সিটি কর্পোশনের গুরুত্বপূর্ণ ওয়ার্ড হলেও এ এলাকায় কাঙ্খিত উন্নয়ন হয়নি।

    তিনি বলেন, বিএনপি মনোনিত মেয়র প্রার্থী ডা: শাহাদাত হোসেন আমার হাতে গড়া একজন কর্মী, তিনি একজন জনপ্রিয় রাজনীতিবিদ। তাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে তিনি বাকলিয়াকে পরিচ্ছন্ন ও আধুনিক এলাকা হিসেবে গড়ে তুলবে ।

    নোমান গতকাল শুক্রবার রাতে নগরীর ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে নুর মোহাম্মদ সওদাগর বাড়ী সংলগ্ন মাঠে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত কর্মী সমাবেশে এ বক্তব্য দেন।

    নোমান বলেন, ২৯ মার্চ সকাল থেকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার পাশাপাশি ভোটে বাধাদানকারী দুষ্কৃতিকারীদের প্রতিহিত করে ভোটারদের ভোট অধিকার আদায় করে নিতে হবে।

    সমাবেশে মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেন- বাকলিয়ার মানুষের সাথে আমার রক্তের সম্পর্ক। এখানে আমার জন্ম ও বেড়ে উঠা, এ বাকলিয়ার প্রতিটি অলিগলি রাস্তাঘাট আমার জানা শোনা। আমি যদি মেয়র নির্বাচিত হই অবহেলিত এই বাকলিয়ার উন্নয়নে নিজেকে উৎসর্গ করবো। তিনি আরো বলেন ২৯ তারিখ সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে আপনাদের মূল্যবান ভোট দিয়ে কারাবন্ধি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন বেগবান করবেন।

    পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল ছগির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজি মো. মহিউদ্দিন ও সাইফুল ইসলাম নিরবের পরিচালনায় কর্মী সমাবেশে বক্তব্য রাখেন- চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি অধ্যাপক নূরুল আলম রাজু, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, গাজী সিরাজ উল্লাহ, হালিশহর থানা বিএনপির সভাপতি মোশারফ হোসেন ডিপ্টি, সহ-সম্পাদক মো. শাহজাহান, হাসেম সওদাগর, আলমগীর নুর, বাকলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আফতাবুর রহমান শাহীন, সদস্য আলী ইউসুফ, আব্দুস সবুর সওদাগর, মো. ইউসুফ, শাহেদা বেগম পারভীন, বিএনপি নেতা হাজী মো. আইয়ুব, মো. ইলিয়াছ, সিরাজুল ইসলাম, বজল আহমদ, মো. হারুন, কামরুন্নেছা, মনোয়ারা বেগম, কহিনুর বেগম, মো, ইয়াকুব, মো. নূর উদ্দিন, জসিম উদ্দিন, মো. মুসা, জাহাঙ্গীর আলম, মো. সেলিম, মো. ফারুক প্রমুখ।