Tag: আমরাই কিংবদন্তী

  • ‘মিলেনিয়াম টাইগার’স তেজগাঁও’ কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যালের চ্যাম্পিয়ন

    ‘মিলেনিয়াম টাইগার’স তেজগাঁও’ কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যালের চ্যাম্পিয়ন

    কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যালের ফাইনালে “মিলেনিয়াম টাইগার’স তেজগাঁও” ৩ উইকেটে “লক্ষ্মীপুর রয়েল’স” কে পরাজিত করে প্রথম বারের মত টুর্নামেন্টের শিরোপা জয় করে।

    রাজধানীর শ্যামলীস্থ “শ্যামলী ক্লাব” ক্রিকেট মাঠে শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

    এর আগে প্রথম সেমিফাইনালে “মিলেনিয়াম টাইগার’স তেজগাঁও” ৭৭ রানে “মাইটি সিক্সার’স” কে পরাজিত করে। অপর সেমিফাইনালে “লক্ষ্মীপুর রয়েল’স” ১ উইকেটে “মিরপুর কিংস” কে পরাজিত করে।

    জমকালো এই আয়োজনে প্লেট পর্বে’র ফাইনালে “টিম ব্যাকবেঞ্চারস” ৯ উইকেটে “চট্টগ্রাম উইজার্ড” কে পরাজিত করে।

    আমরাই কিংবদন্তী (এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২) একটি অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপ, যেখানে সারা বাংলাদেশের এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ সালের ছাত্র-ছাত্রীদের একত্র করে একক প্লাটফর্মে এনে মানব কল্যাণে কাজ করার প্রয়াসে এগিয়ে চলেছে।

    বন্ধুদের একত্রিত করার প্রয়াসের ধারাবাহিকতা থেকে টানা ৪র্থবারের মত সারা দেশ থেকে ১৬ টি দল নিয়ে গত ৬, ৭, ১৩, ১৪, ২০, ২১, ২৮ জানুয়ারী ও ৩, ৪ ফেব্রুয়ারী ২০২৩ কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল, সিজন ৪ এর গ্রুপ পর্ব, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হয়; আয়োজনে বৈচিত্র্য আনতে এবারের প্লেট ফাইনাল ও সংযুক্ত করা হয়।

    উল্লেখ্যযে, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার তুষার ইমরান ও “আমরাই কিংবদন্তী” গ্রুপের এডমিন ও ক্রিয়েটর নাজমুল হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

    টুর্নামেন্টের “ফেয়ার প্লে” এর পুরস্কার পায় “লক্ষ্মীপুর রয়েল’স” দল।

    অনবদ্য খেলে এই টুর্নামেন্ট এর ম্যান অব দা টুর্নামেন্ট, সেরা ব্যাটসম্যান, ভ্যালুইয়েবল প্লেয়ার এর পুরস্কার পায় লক্ষ্মীপুর রয়েল’স এর অলরাউন্ডার “সোহেল” ও সেরা বোলার এর পুরস্কার পায় লক্ষ্মীপুর রয়েল’স এর “রাজিব”। ম্যান অব দা ফাইনাল পুরস্কার পায় মিলেনিয়াম টাইগার তেজগাঁও এর “ইশতিয়াক”।

    কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল, সিজন ৫; ও ১৬ দল নিয়ে-ই আয়োজন করার ঘোষণা দেন আয়োজক’রা। সিজন ৪ এ অংশগ্রহণকারী ১৬ টি দল থেকে প্রথম ১০ টি দল সিজন ৫ এ সরাসরি অংশগ্রহণ করতে পারবে। আর বাকি ৬ টি দল কোয়ালিফাইয়ার এ অংশগ্রহণকারী দল গুলো থেকে বাছাই করে নির্ধারণ করা হবে।

    দেশজুড়ে বন্ধুদের অংশগ্রহনে আয়োজিত এই ক্রিকেট খেলার মাধ্যমে নিজেদের ভাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধির মাধ্যমে পরবর্তী সময়ে মানব কল্যাণে কাজ করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

    উল্লেখ্যযে “মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে” এই নীতিকথা থেকেই ১৫ নভেম্বর ২০১৭ থেকে যাত্রা শুরু করে বর্তমানে ৪৮ হাজার সদস্যের অনলাইন পরিবারটি আগামীর পথে এগিয়ে চলেছে। এই অনলাইন গ্রুপ এর মানবিক কার্যক্রমকে ত্বরান্বিত করতেই “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর যৌথ মূলধনী কোম্পানী ও ফার্মসমূহের পরিদপ্তর হতে নিবন্ধিত হয়।

    এই গ্রুপটি এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছিল; তারমধ্যে অন্যতম হচ্ছে দেশ জুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা, প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদান কর্মসূচীসহ বিবিধ কার্যক্রম।

    একটি অনলাইন ভিত্তিক গ্রুপ হয়েও বন্ধুরা শুধু অনলাইনেই সীমাবদ্ধ না থেকে দেশের, সমাজের বিভিন্ন কাজে এগিয়ে এসেছে বন্ধুদের গ্রুপটি। এর সাথে যুক্ত হয়েছে সমাজের কিছু সচেতন সু-নাগরিক, যারা এই গ্রুপটি কে প্রতিনিয়ত ভালো কাজে উৎসাহ দিচ্ছে।

    ধারাবাহিক ভাবে গ্রুপের পিছিয়ে পড়া সদস্যসহ দেশের প্রতিটি অঞ্চলের অসহায় মানুষদের পাশে চিকিৎসা সেবা সহ সকল মৌলিক সেবা পৌঁছে দিতে পরিকল্পনা করছে এই গ্রুপের সদস্যরা।

  • কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল, সিজন-৪ এর ট্রফি ও জার্সি উন্মোচন

    কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল, সিজন-৪ এর ট্রফি ও জার্সি উন্মোচন

    আমরাই কিংবদন্তী (এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২) একটি অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপ, যেখানে সারা বাংলাদেশের এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ সালের ছাত্র-ছাত্রীদের একত্র করে একক প্লাটফর্মে এনে মানব কল্যাণে কাজ করার প্রয়াসে এগিয়ে চলেছে।

    বন্ধুদের একত্রিত করার প্রয়াসের ধারাবাহিকতা থেকে টানা ৪র্থ বারের মত সারা বাংলাদেশ থেকে ১৬ টি দল নিয়ে আগামী ৬ জানুয়ারী ২০২৩; শ্যামলী ক্লাব ক্রিকেট মাঠে যাত্রা শুরু হতে যাচ্ছে “কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল, সিজন-৪” এর।

    শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি কনভেনশন হলে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ শরীফ। এছাড়াও প্রতিদলের টিম ম্যানেজার, অধিনায়ক এবং টুর্নামেন্টের আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিল।

    ষোলোটি দল চারটি গ্রুপে বিভক্ত হয়ে একে অপরের মোকাবেলা করবে। খেলা কাপ ও প্লেট পর্বে অনুষ্ঠিত হবে। চার গ্রুপের সেরা আটটি দল নিয়ে কাপ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে, পরবর্তীতে চার দলের কাপ সেমিফাইনাল এবং সর্বশেষ সেরা দুইয়ের লড়াই দিয়ে টুর্নামেন্ট শেষ হবে শুক্রবার ৩ ফেব্রুয়ারি ২০২২ শ্যামলী ক্লাব ক্রিকেট মাঠে। গ্রুপ, কোয়ার্টার ও সেমিফাইনাল পর্বের ম্যাচ গুলো হবে ৬, ৭, ১৩, ১৪, ২০, ২১, ২৭, ২৮ জানুয়ারী ও ৩ ফেব্রুয়ারি ২০২৩। প্রতি দিনের খেলা শুরু হবে সকাল ৮ ঘটিকায়।

    ২০২২ এর জানুয়ারি- ফেব্রুয়ারিতে আয়োজিত টুর্নামেন্টে (সিজন-৩) এ চ্যাম্পিয়ন হয়েছিল “টিম ব্যাকবেঞ্চারস” ও রানার আপ হয়েছিল “চট্টগ্রাম উইজার্ড”।

    ২০২১ এর জানুয়ারি- ফেব্রুয়ারিতে আয়োজিত টুর্নামেন্টে (সিজন-২) এ চ্যাম্পিয়ন হয়েছিল “মিরপুর কিংস” ও রানার আপ হয়েছিল “টিম ব্যাকবেঞ্চারস”।

    ২০২০ এর জানুয়ারি- ফেব্রুয়ারিতে আয়োজিত টুর্নামেন্টে (সিজন-১) এ চ্যাম্পিয়ন হয়েছিল “ডি এম স্মেসারস” ও রানার আপ হয়েছিল “নওয়াব অব ওল্ড ঢাকা”।

    উল্লেখ্য যে “মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে” এই নীতিকথা থেকেই ১৫ নভেম্বর ২০১৭ থেকে যাত্রা শুরু করে বর্তমানে প্রায় ৪৮ হাজার সদস্যের পরিবারটি আগামীর পথে এগিয়ে চলেছে।

    গ্রুপটি ধারাবাহিকভাবে সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছিল; তারমধ্যে অন্যতম হচ্ছে কোভিড-১৯ কালীন বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ কার্যক্রম, দেশ জুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা, প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ, অশহায় মানুষের মাঝে ধারাবাহিক খাবার বিতরণ এবং রক্তদান কর্মসূচীসহ বিবিধ কার্যক্রম।

    একটি অনলাইন ভিত্তিক গ্রুপ হয়েও বন্ধুরা শুধু অনলাইনেই সীমাবদ্ধ না থেকে দেশের, সমাজের বিভিন্ন কাজে এগিয়ে এসেছে বন্ধুদের গ্রুপটি। এর সাথে যুক্ত হয়েছে সমাজের কিছু সচেতন সু-নাগরিক, যারা এই গ্রুপটি কে প্রতিনিয়ত ভালো কাজে উৎসাহ দিচ্ছে।

    ক্রিকেট বাংলাদেশের একটু জনপ্রিয় খেলা হিসেবে, এর মাধ্যমে সদস্যদের আন্তরিকতা বৃদ্ধির মাধ্যমে আগামীর মানবিক কাজ আরো ত্বরান্বিত করার লক্ষ্য থেকে এই কার্নিভ্যাল এর আয়োজন।

    ধারাবাহিক ভাবে গ্রুপের পিছিয়ে পড়া সদস্যসহ দেশের প্রতিটি অঞ্চলের অসহায় মানুষদের পাশে চিকিৎসা সেবা সহ সকল মৌলিক সেবা পৌঁছে দিতে পরিকল্পনা করছে এই গ্রুপের সদস্যরা।

  • “আর এম জি রয়েলস ২০০০” কিংবদন্তী ফুটসাল কার্নিভ্যাল’র চ্যাম্পিয়ন

    “আর এম জি রয়েলস ২০০০” কিংবদন্তী ফুটসাল কার্নিভ্যাল’র চ্যাম্পিয়ন

    কিংবদন্তী ফুটসাল কার্নিভ্যাল, প্রথম আসরের শিরোপা জিতেছে “আর এম জি রয়েলস ২০০০”।

    শুক্রবার (১৬ ডিসেম্বর) রাজধানীর খিলখেত’স্থ মেট্রোপ্লেক্স স্পোর্টিং মাঠে অনুষ্ঠিত কিংবদন্তী ফুটসাল কার্নিভ্যাল এর প্রথম আসরে শিরোপা জয় করেছে “আর এম জি রয়েলস ২০০০”।

    সাতটি দল নিয়ে রাউন্ড রবিন লীগ ফরম্যাটে আয়োজনটি সম্পন্ন হয়।

    ফাইনালে “আর এম জি রয়েলস ২০০০” দল “টিম মাইটি সিক্সারস” কে ১-০ গোলে পরাজিত করেন। এর আগে প্রতিটি দল মুখোমুখি হয়ে, পয়েন্ট টেবিলের ১ম স্থান অর্জনকারী দল হিসাবে “টিম মাইটি সিক্সারস” সরাসরি ফাইনালে উত্তীর্ণ হয়। পয়েন্ট টেবলের ২য় ও ৩য় স্থান অর্জনকারী “ওল্ড স্টার” ও “আর এম জি রয়েলস ২০০০” এর মাঝে “কোয়ালিফাই টু ফাইনাল” অনুষ্ঠিত হয়, যেখানে ১-০ গোলে জয় লাভ করে “আর এম জি রয়েলস ২০০০” ফাইনালে উত্তীর্ণ হয়।

    আমরাই কিংবদন্তী (এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২) একটি অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপ, যেখানে সারা বাংলাদেশের এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ সালের ছাত্র-ছাত্রীদের একত্র করে একক প্লাটফর্মে এনে মানব কল্যাণে কাজ করার প্রয়াসে এগিয়ে চলেছে। বন্ধুদের একত্রিত করে সামাজিক ও মানবিক কাজে সম্পৃক্ত করার প্রয়াসে এবং বিশ্বকাপের আমেজকে সামনে রেখে প্রথম বারের মত এই আয়োজনটি করা হয়।

    উল্লেখ্যযে, এই আয়োজনে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার মোহাম্মদ আলফাজ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

    আয়োজনে চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি হিসেবে ৩০ হাজার টাকা ও চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্সআপ দল ২০ হাজার টাকা ও রানার্সআপ ট্রফি গ্রহণ করেন। সর্বাধিক গোলদাতার পুরস্কার গ্রহণ করেন “আর এম জি রয়েলস ২০০০” এর “সোহাগ”।

    আয়োজনে অংশগ্রহণকারী দল গুলো হলঃ মাইটি সিক্সারস, টিম বেকবেঞ্ছারস, ওল্ড স্টার, এভেঞ্জারস ক্লাব লিমিটেড, আর এম জি রয়েলস ২০০০, নওয়াব অব ওল্ড ঢাকা এবং কিংবদন্তী অগ্রযাত্রা।

    এই আয়োজনের স্পন্সর ছিল “মেঘরাজ রিসোর্ট- সাজেক, শী-আঞ্ছ ইঞ্জিনিয়ারিং এবং শরীফ শিক্ষা পরিবার”।

    দেশজুড়ে বন্ধুদের অংশগ্রহনে আয়োজিত এই ফুটবল খেলার মাধ্যমে নিজেদের ভাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধির মাধ্যমে পরবর্তী সময়ে মানব কল্যাণে কাজ করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

    উল্লেখ্যযে “মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে” এই নীতিকথা থেকেই ১৫ নভেম্বর ২০১৭ থেকে যাত্রা শুরু করে বর্তমানে ৪৮ হাজার সদস্যের অনলাইন পরিবারটি আগামীর পথে এগিয়ে চলেছে। এই অনলাইন গ্রুপ এর মানবিক কার্যক্রমকে ত্বরান্বিত করতেই “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর যৌথ মূলধনী কোম্পানী ও ফার্মসমূহের পরিদপ্তর হতে নিবন্ধিত হয়।

    এই গ্রুপটি এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছিল; তারমধ্যে অন্যতম হচ্ছে দেশ জুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা, প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদান কর্মসূচীসহ বিবিধ কার্যক্রম।

    একটি অনলাইন ভিত্তিক গ্রুপ হয়েও বন্ধুরা শুধু অনলাইনেই সীমাবদ্ধ না থেকে দেশের, সমাজের বিভিন্ন কাজে এগিয়ে এসেছে বন্ধুদের গ্রুপটি। এর সাথে যুক্ত হয়েছে সমাজের কিছু সচেতন সু-নাগরিক, যারা এই গ্রুপটি কে প্রতিনিয়ত ভালো কাজে উৎসাহ দিচ্ছে।

    ধারাবাহিক ভাবে গ্রুপের পিছিয়ে পড়া সদস্যসহ দেশের প্রতিটি অঞ্চলের অসহায় মানুষদের পাশে চিকিৎসা সেবা সহ সকল মৌলিক সেবা পৌঁছে দিতে পরিকল্পনা করছে এই গ্রুপের সদস্যরা।

  • দেশ ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার এসএসসি ২০০০ ব্যাচের

    দেশ ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার এসএসসি ২০০০ ব্যাচের

    ‘মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে’ এই শ্লোগোনে নোয়াখালীতে দেশ ও মানবতার কল্যাণে কাজ করে যাওয়ার শপথ নিয়েছেন এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থী।

    দেশব্যাপী এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ শিক্ষার্থীদের অনলাইন গ্রুপ ‘আমরাই কিংবদন্তী ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে শুক্রবার সকালে নোয়াখালী জেলা শহরের নোয়া কনভেনশন হলে আয়োজিত মিলনমেলায় এ শপথ বাক্য পাঠ করেন শিক্ষার্থীরা।

    শপথ বাক্যে দেশের ৫৫টি জেলা থেকে আগত এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের প্রায় ১০০০ জন প্রাক্তন ছাত্রছাত্রী ও তাদের পরিবারের সদস্যরা দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সব সময় দেশের এবং মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার অঙ্গিকার করেন।

    মিলনমেলায় অংশগ্রহণকারী প্রাক্তন ছাত্রছাত্রীরা বলেন, বন্ধুরাই হলো আমাদের প্রাণ। আমরা বন্ধুরা সবাই মিলে একটি মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছি। সারাদেশে অসংখ্য অসহায় মানুষ রয়েছে। আমরা তাদের পাশে দাঁড়ানোর শপথ করেছি। আমরা অতীতের ন্যায় আগামী দিনেও নিজের বন্ধন অটুট রেখে সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিসহ সমাজের অনগ্রসর মানুষের জন্যে সেবামূলক কাজ চালিয়ে যাবো।

    এর আগে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশের মধ্য দিয়ে মিলন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দিনব্যাপী মিলনমেলার অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে স্বপরিবারে বন্ধুদের গল্প-আড্ডা, স্মৃতিচারণ, বিভিন্ন প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।

    আয়োজকরা জানান, আমরাই কিংবদন্তী (এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২) নামে সংগঠনটি ২০১৭ সালের ১৫ নভেম্বর যাত্রা শুরু করে। পরবর্তীতে ২০১৯ সালে ৫ সেপ্টেম্বর আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন যৌথ মূলধনী কোম্পানী ও ফার্ম সমূহের পরিদপ্তর থেকে নিবন্ধিত হয়। এ গ্রুপের বর্তমান সদস্য সংখ্যা ৪৮ হাজার।

    গ্রুপটি বিনামূল্যে করোনাকালে ফ্রি অক্সিজেন ব্যাংক কার্যক্রম, চিকিৎসা সেবা ও ওষদ প্রদান; অসহায় মানুষদের মাঝে খাবার, পোষাক ও শতিবস্ত্র বিতরণ; বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতালের সাথে থ্যালাসেমিয়া রোগীদের নিয়মীত রক্তদান; বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সহায়তা প্রদান, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বন্ধুদের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়ানো, দেশজুড়ে পরিচ্ছন্নতা জনসচেতনতা কার্যক্রম, , ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ, এবং রক্তদান কর্মসূচীসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও সংগঠনের প্রজেক্ট অবলম্বনের মাধ্যমে মানুষের কর্মসংস্থান করা হয়।

     

  • রমজানে খাবার নিয়ে অসহায়দের পাশে “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন”

    রমজানে খাবার নিয়ে অসহায়দের পাশে “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন”

    এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২ সালে উত্তীর্ণ সাবেক শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত “আমরা কিংবদন্তী ফাউন্ডেশন” এর পক্ষ থেকে কোভিড ১৯ এর ভয়াবহতায় অসহায় ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। বর্তমান লকডাউন এর শুরু থেকে এই কার্যক্রম চলমান আছে এবং পুরো রমজান মাস জুড়ে পরিচালিত হবে।

    “মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে” এই নীতিতে ফাউন্ডেশন এর কার্যক্রম চলমান আছে। কার্যক্রমে প্রতিদিন ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অসহায় ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হচ্ছে। এতে খাবারের পাশপাশি সচেতনতা তৈরির জন্য মাস্কও বিতরণ করা হচ্ছে। বর্তমানে প্রতিদিন প্রায় তিন শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হলেও চাহিদা বৃদ্ধির কারনে ধারাবাহিকভাবে এটি বাড়ানোর পরিকল্পনা চলছে। ফাউন্ডেশনের অস্থায়ী রান্নাঘরটি মালিবাগ, চৌধুরীপাড়া থেকে পরিচালিত হচ্ছে।

    দেশের ও বিশ্বের চলমান করোনা’র (কোভিড-১৯) ভয়াবহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস থেকে “ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি” এই স্লোগানকে সামনে রেখে ১২ জুন ২০২০ থেকে শুরু করে খাবার বিতরণ কার্যক্রমটি চলমান আছে, যেটি প্রাথমিকভাবে মাসে ২ বার করে পরিচালিত হলেও; বর্তমান লকডাউনে প্রতিদিন চলমান আছে।

    এখানে উল্লেখ্য যে; “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২ সালের প্রাক্তন ছাত্র ছাত্রীদের দ্বারা পরিচালিত একটি অলাভজনক প্রতিষ্ঠান। যা ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর যৌথ মূলধনী কোম্পানী ও ফার্মসমূহের পরিদপ্তর হতে নিবন্ধিত হয়। এছাড়া ফেসবুক ভিত্তিক গ্রুপ “এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২ (আমরাই কিংবদন্তী)” ২০১৭ সালের ১৫ নভেম্বর থেকে যাত্রা শুরু করে, যার বর্তমানে সদস্য সংখ্যা প্রায় ৩৯০০০ হাজার।

  • দিনাজপুরে ৪’শ অসহায় ও এতিমের মাঝে আমরাই কিংবদন্তী’র খাবার বিতরণ

    দিনাজপুরে ৪’শ অসহায় ও এতিমের মাঝে আমরাই কিংবদন্তী’র খাবার বিতরণ

    “এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২” ব্যাচ’র গ্রুপ “আমরাই কিংবদন্তী” দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার একদল স্বেচ্ছাসেবী শুক্রবার (১৯ মার্চ) “ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি” এই স্লোগানে ৫ টি এতিমখানা ও বিভিন্ন ছিন্নমূল সুবিধাবঞ্ছিত প্রায় চার শতাধিক মানুষকে রান্না করা খাবার বিতরণ করেছে।

    এই আয়োজনের মূল আয়োজনস্থল বীরগঞ্জ’স্থ “গোপালগঞ্জ রাহমানিয়া মদিনাতুল উলুম (আবাঃ) হাফেজিয়া নুরানী মাদ্রাসা ও এতিমখানা” থেকে দুপুর সাড়ে বারোটায় আয়োজন শুরু করে উপজেলার বিভিন্ন ছিন্নমূল অসহায়সহ আরো ৪ টি এতিমখানার প্রায় চার শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় গ্রুপের মৃত সদস্যবৃন্দ, অসুস্থ সদস্যবৃন্দ, সদস্যবৃন্দের মরহুম আত্মীয়স্বজন এবং মহামারি করোনায় আক্রান্তদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।

    “আমরাই কিংবদন্তী” একটি অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপ, যেখানে সারা বাংলাদেশের এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ সালের ছাত্র-ছাত্রীদের একত্র করে একক প্লাটফর্মে এনে অগ্রগামী পথে মানব কল্যাণে কাজ করার পরিকল্পনা চলছে।

    দেশের ও বিশ্বের চলমান করোনা’র (কোভিড-১৯) ভয়াবহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস থেকে “ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি” এই স্লোগানকে সামনে রেখে ১২ জুন ২০২০ থেকে শুরু করে খাবার বিতরণ কার্যক্রমটি চলমান আছে। যা বর্তমানে শুক্রবার করে চলমান থাকলেও, ভবিষ্যতে প্রতিদিন করার পরিকল্পনা করছে গ্রুপের নিবেদিত প্রাণ সদস্যরা। ইতিমধ্যে ঢাকা ছাড়াও মানিকগঞ্জ, সাভার, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, নোয়াখালী ও কুষ্টিয়াতে কার্যক্রম সম্পন্ন করে আগামীতে ধারাবাহিক ভাবে “ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি” কার্যক্রম চলমান রাখার প্রয়াস চলছে।

    নিজেদের আনন্দ অসহায়, সুবিধাবঞ্চিত ও এতিম মানুষের সাথে সম্মিলিত ভাবে ভাগাভাগি করার প্রয়াস থেকেই প্রায় ৩৮ হাজার সদস্যের পরিবার উদ্যোগী হয়ে এই কার্যক্রম হাতে নেয়।

    আমরাই কিংবদন্তী গ্রুপের স্বেচ্ছাসেবীবৃন্দ।

    এখানে উল্লেখ্য, “মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে” এই মূলনীতিতে এগিয়ে চলা গ্রুপটি করোনার প্রাথমিক পর্যায় থেকে বিভিন্ন জনসেচনতা ও সেবামূলক কাজে নিজেদের নিয়োজিত রেখেছে।

    উল্লেখ্য যে, ১৫ নভেম্বর ২০১৭ থেকে যাত্রা শুরু করে বর্তমানে প্রায় ৩৮ হাজার সদস্যের পরিবারটি আগামীর পথে এগিয়ে চলেছে।

    এই গ্রুপটি এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখে আসছে; তারমধ্যে অন্যতম হচ্ছে দেশ জুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা অভিযান, প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদান কর্মসূচীসহ বিবিধ কার্যক্রম।

    একটি অনলাইন ভিত্তিক গ্রুপ হয়েও বন্ধুরা শুধু অনলাইনেই সীমাবদ্ধ না থেকে দেশের, সমাজের বিভিন্ন কাজে এগিয়ে এসেছে গ্রুপটি। এর সাথে যুক্ত হয়েছে সমাজের কিছু সচেতন সু-নাগরিক, যারা এই গ্রুপটি কে প্রতিনিয়ত ভালো কাজে উৎসাহ দিচ্ছেন।

    ধারাবাহিক ভাবে গ্রুপের পিছিয়ে পড়া সদস্যসহ দেশের প্রতিটি অঞ্চলের অসহায় মানুষদের পাশে চিকিৎসা সেবা সহ সকল মৌলিক সেবা পৌঁছে দিতে পরিকল্পনা করছে এই গ্রুপের সদস্যরা।

    আয়োজনের শেষ পর্যায়ে মূল গ্রুপের এডমিন প্যানেলের পক্ষ থেকে দিনাজপুরের বীরগঞ্জ’স্থ বন্ধুদের সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয়।

  • কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল সিজন-২’র চ্যাম্পিয়ন “মিরপুর কিংস”

    কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল সিজন-২’র চ্যাম্পিয়ন “মিরপুর কিংস”

    রাজধানীর শ্যামলীস্থ শ্যামলী ক্লাব ক্রিকেট মাঠে আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল সিজন-২ এ “মিরপুর কিংস” ও “টিম ব্যাকবেঞ্চারস” এর মধ্যে অনুষ্ঠিত ফাইনালে “মিরপুর কিংস” ৫ উইকেটে “টিম ব্যাকবেঞ্চারস” কে পরাজিত করে প্রথম বারের মত টুর্নামেন্টের শিরোপা জয় করে।

    এর আগে সকালে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে “টিম ব্যাকবেঞ্চারস” ২৯ রানে “কিংস অব কেরানীগঞ্জ” কে পরাজিত করে। অপর সেমিফাইনালে মিরপুর কিংস ৫ রানে নওয়াব অব ওল্ড ঢাকা কে পরাজিত করে।

    আমরাই কিংবদন্তী (এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২) একটি অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপ, যেখানে সারা বাংলাদেশের এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ সালের ছাত্র-ছাত্রীদের একত্র করে একক প্লাটফর্মে এনে মানব কল্যাণে কাজ করার প্রয়াসে এগিয়ে চলেছে।

    বন্ধুদের একত্রিত করার প্রয়াসের ধারাবাহিকতা থেকে দ্বিতীয়বারের মত সারা বাংলাদেশ থেকে ১৬ টি দল নিয়ে গত ৫, ১২, ১৩, ১৯, ২০ ও ২১ ফেব্রুয়ারি কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল সিজন ২ এর গ্রুপ পর্ব অনুষ্ঠিত হয়।

    এই আয়োজনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম গুল্লু, “ব্রান্ড হাউজ” এর শাফিন ইয়ারা ও “আমরাই কিংবদন্তী” গ্রুপের এডমিন ও ক্রিয়েটর নাজমুল হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

    আয়োজনের অংশগ্রহন কারী দল গুলো ছিলঃ
    গ্রুপ- এঃ
    ১। ইউনাইটেড ফ্রেন্ড অফ মহেশপুর
    ২। ঢাকা ১২০৬ কে সি
    ৩। ডি এম স্মেসারস
    ৪। মিরপুর চেলেঞ্জারস
    গ্রুপ- বিঃ
    ১। মিরপুর কিংস
    ২। উত্তরা ইউনাইটেড ০০-০২
    ৩। টিম বেকবেঞ্চারস
    ৪। ব্রাহ্মানবাড়িয়া বার্নারস
    গ্রুপ- সিঃ
    ১। নওয়াব অব ওল্ড ঢাকা
    ২। চেলেঞ্জেস অফ রিস্ক টেকার
    ৩। তেজগাঁও রংপুর লায়ন্স
    ৪। কিংস অফ কেরানীগঞ্জ
    গ্রুপ- ডিঃ
    ১। মিরপুর ফ্রেন্ডস কে সি
    ২। আলিভ চট্টগ্রাম উইজার্ড
    ৩। মাইটি সিক্সার’স
    ৪। স্টার অব কুষ্টিয়া

    টুর্নামেন্টের ফেয়ার প্লে ট্রফি পায় চট্টগ্রামের দল “চট্টগ্রাম উইজার্ড”।

    টুর্নামেন্ট এর সেরার কৃতিত্বের জন্য ম্যান অব দ্যা টুর্নামেন্ট পুরস্কার পায় টিম ব্যাকবেঞ্চারস এর অলরাউন্ডার জাহিদ ও অন্যতম ভ্যালুইয়েবল প্লেয়ার ও ম্যান অব দা ফাইনাল এর পুরস্কার পায় মিরপুর কিংস এর অধিনায়ক মিনহাজুল হক এজাজ।

    দেশজুড়ে বন্ধুদের অংশগ্রহনে আয়োজিত এই ক্রিকেট খেলার মাধ্যমে নিজেদের ভাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধির মাধ্যমে পরবর্তী সময়ে মানব কল্যাণে কাজ করাই এই আয়োজনের মূল লক্ষ্য ছিল।

    উল্লেখ্যযে “মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে” এই নীতিকথা থেকেই ১৫ নভেম্বর ২০১৭ থেকে যাত্রা শুরু করে বর্তমানে ৩৭ হাজার সদস্যের পরিবারটি আগামীর পথে এগিয়ে চলেছে।
    এই গ্রুপটি এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছিল; তারমধ্যে অন্যতম হচ্ছে দেশ জুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা, প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদান কর্মসূচীসহ বিবিধ কার্যক্রম।

    একটি অনলাইন ভিত্তিক গ্রুপ হয়েও বন্ধুরা শুধু অনলাইনেই সীমাবদ্ধ না থেকে দেশের, সমাজের বিভিন্ন কাজে এগিয়ে এসেছে বন্ধুদের গ্রুপটি। এর সাথে যুক্ত হয়েছে সমাজের কিছু সচেতন সু-নাগরিক, যারা এই গ্রুপটি কে প্রতিনিয়ত ভালো কাজে উৎসাহ দিচ্ছে। ধারাবাহিক ভাবে গ্রুপের পিছিয়ে পড়া সদস্যসহ দেশের প্রতিটি অঞ্চলের অসহায় মানুষদের পাশে চিকিৎসা সেবা সহ সকল মৌলিক সেবা পৌঁছে দিতে পরিকল্পনা করছে এই গ্রুপের সদস্যরা।

  • কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল এর ট্রফি ও জার্সি উন্মোচন

    কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল এর ট্রফি ও জার্সি উন্মোচন

    আমরাই কিংবদন্তী (এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২) একটি অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপ, যেখানে সারা বাংলাদেশের এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ সালের ছাত্র-ছাত্রীদের একত্র করে একক প্লাটফর্মে এনে মানব কল্যাণে কাজ করার প্রয়াসে এগিয়ে চলেছে।

    বন্ধুদের একত্রিত করার প্রয়াসের ধারাবাহিকতা থেকে দ্বিতীয়বারের মত সারা বাংলাদেশ থেকে ১৬ টি দল নিয়ে আগামী শুক্রবার (৫ ফেব্রুয়ারি) শ্যামলী ক্লাব ক্রিকেট মাঠে যাত্রা শুরু হতে যাচ্ছে কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল, সিজন-২ এর।

    শনিবার (৩০ জানুয়ারী) সন্ধ্যায় রাজধানীর “হোটেল ইন্টার কন্টিনেন্টাল” এর “ক্রিস্টাল বলরুমে” জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়।

    ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ বিজয়ী দলের অন্যতম সদস্য ও উদীয়মান তারকা ক্রিকেটার রাকিবুল হাসান।

    এ সময় আরো উপস্থিত ছিলেন “ব্রান্ড হাউজ” এর শাফিন ইয়ারা, “এসকক্স ইন্টারন্যাশনাল” এর হাসিব কিশোর ও “আমরাই কিংবদন্তী” গ্রুপের এডমিন ও ক্রিয়েটর নাজমুল হোসেন। এছাড়াও প্রতিদলের টিম ম্যানেজার, অধিনায়ক এবং টুর্নামেন্টের আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিল।

    কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল এর ট্রফি ও জার্সি উন্মোচন

    ষোলোটি দল চারটি গ্রুপে বিভক্ত হয়ে একে অপরের মোকাবেলা করবে। চার গ্রুপের সেরা আটটি দল নিয়ে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে, পরবর্তীতে চার দলের সেমিফাইনাল এবং সর্বশেষ সেরা দুইয়ের লড়াই দিয়ে টুর্নামেন্ট শেষ হবে শুক্রবার ২৬ ফেব্রুয়ারি ২০২১ শ্যামলী ক্লাব ক্রিকেট মাঠে। গ্রুপ, কোয়ার্টার ও সেমিফাইনাল পর্বের ম্যাচ গুলো হবে ৫, ১২, ১৩, ১৯, ২০ ও ২১ ফেব্রুয়ারি ২০২১। প্রতি দিনের খেলা শুরু হবে সকাল ৮ টায়।

    আয়োজনের অংশগ্রহন কারী দল গুলো হলঃ
    গ্রুপ- এঃ
    ১। ইউনাইটেড ফ্রেন্ড অফ মহেশপুর
    ২। ঢাকা ১২০৬ কে সি
    ৩। ডি এম স্মেসারস
    ৪। মিরপুর চেলেঞ্জারস
    গ্রুপ- বিঃ
    ১। মিরপুর কিংস
    ২। উত্তরা ইউনাইটেড ০০-০২
    ৩। টিম বেকবেঞ্চারস
    ৪। ব্রাহ্মানবাড়িয়া বার্নারস
    গ্রুপ- সিঃ
    ১। নওয়াব অব ওল্ড ঢাকা
    ২। চেলেঞ্জেস অফ রিস্ক টেকার
    ৩। তেজগাঁও রংপুর লায়ন্স
    ৪। কিংস অফ কেরানীগঞ্জ
    গ্রুপ- ডিঃ
    ১। মিরপুর ফ্রেন্ডস কে সি
    ২। আলিভ চট্টগ্রাম উইজার্ড
    ৩। মাইটি সিক্সার’স
    ৪। স্টার অব কুষ্টিয়া

    ২০২০ এর জানুয়ারি-ফেব্রুয়ারিতে আয়োজিত টুর্নামেন্টে (সিজন-১) এ চ্যাম্পিয়ন হয়েছিল “ডি এম স্মেসারস” ও রানার আপ হয়েছিল “নওয়াব অব ওল্ড ঢাকা”।

    দেশজুড়ে বন্ধুদের অংশগ্রহনে আয়োজিত এই ক্রিকেট খেলার মাধ্যমে নিজেদের ভাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধির মাধ্যমে পরবর্তী সময়ে মানব কল্যাণে কাজ করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

    উল্লেখ্যযে, “মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে” এই নীতিকথা থেকেই ১৫ নভেম্বর ২০১৭ থেকে যাত্রা শুরু করে বর্তমানে ৩৬ হাজার সদস্যের পরিবারটি আগামীর পথে এগিয়ে চলেছে।
    এই গ্রুপটি এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছিল; তারমধ্যে অন্যতম হচ্ছে দেশ জুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা, প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদান কর্মসূচীসহ বিবিধ কার্যক্রম।

    একটি অনলাইন ভিত্তিক গ্রুপ হয়েও বন্ধুরা শুধু অনলাইনেই সীমাবদ্ধ না থেকে দেশের, সমাজের বিভিন্ন কাজে এগিয়ে এসেছে বন্ধুদের গ্রুপটি। এর সাথে যুক্ত হয়েছে সমাজের কিছু সচেতন সু-নাগরিক, যারা এই গ্রুপটি কে প্রতিনিয়ত ভালো কাজে উৎসাহ দিচ্ছে।

    ধারাবাহিক ভাবে গ্রুপের পিছিয়ে পড়া সদস্যসহ দেশের প্রতিটি অঞ্চলের অসহায় মানুষদের পাশে চিকিৎসা সেবা সহ সকল মৌলিক সেবা পৌঁছে দিতে পরিকল্পনা করছে এই গ্রুপের সদস্যরা।

    ২৪ ঘণ্টা/এম এম আর

  • কুষ্টিয়ায় ৬’শ অসহায় ও এতিমের মাঝে “ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি” স্লোগানে আমরাই কিংবদন্তী’র খাবার বিতরণ

    কুষ্টিয়ায় ৬’শ অসহায় ও এতিমের মাঝে “ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি” স্লোগানে আমরাই কিংবদন্তী’র খাবার বিতরণ

    “এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২” এর গ্রুপ “আমরাই কিংবদন্তী” কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার একদল স্বেচ্ছাসেবী শুক্রবার (২২ জানুয়ারি) “ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি” এই স্লোগানে কুষ্টিয়া সদর, খোকসা, ও কুমারখালী উপজেলার ৭ টি এতিমখানা ও বিভিন্ন ছিন্নমূল সুবিধাবঞ্ছিত প্রায় ছয় শতাধিক মানুষকে রান্না করা খাবার বিতরণ করেছে।

    এই আয়োজনের মূল আয়োজনস্থল কুমারখালীস্থ জিজাবাগান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা থেকে দুপুর সাড়ে বারোটায় আয়োজন শুরু করে তিন উপজেলার বিভিন্ন ছিন্নমূল অসহায়সহ আরো ৭ টি এতিমখানার প্রায় ছয় শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় গ্রুপের মৃত সদস্যবৃন্দ, অসুস্থ সদস্যবৃন্দ, সদস্যবৃন্দের মরহুম আত্মীয়স্বজন এবং মহামারি করোনায় আক্রান্তদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।

    “আমরাই কিংবদন্তী” একটি অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপ, যেখানে সারা বাংলাদেশের এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ সালের ছাত্র-ছাত্রীদের একত্র করে একক প্লাটফর্মে এনে অগ্রগামী পথে মানব কল্যাণে কাজ করার পরিকল্পনা চলছে।

    দেশের ও বিশ্বের চলমান করোনা’র (কোভিড-১৯) ভয়াবহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস থেকে “ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি” এই স্লোগানকে সামনে রেখে ১২ জুন ২০২০ থেকে শুরু করে খাবার বিতরণ কার্যক্রমটি চলমান আছে। যা বর্তমানে শুক্রবার করে চলমান থাকলেও, ভবিষ্যতে প্রতিদিন করার পরিকল্পনা করছে গ্রুপের নিবেদিত প্রাণ সদস্যরা। ইতিমধ্যে ঢাকা ছাড়াও মানিকগঞ্জ, সাভার, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ও নোয়াখালীতে কার্যক্রম সম্পন্ন করে আগামীতে ধারাবাহিক ভাবে “ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি” কার্যক্রম চলমান রাখার প্রয়াস চলছে।

    আমরাই কিংবদন্তী

    নিজেদের আনন্দ অসহায়, সুবিধাবঞ্চিত ও এতিম মানুষের সাথে সম্মিলিত ভাবে ভাগাভাগি করার প্রয়াস থেকেই ৩৬ হাজার সদস্যের পরিবার উদ্যোগী হয়ে এই কার্যক্রম হাতে নেয়।

    এখানে উল্লেখ্য, “মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে” এই মূলনীতিতে এগিয়ে চলা গ্রুপটি করোনার প্রাথমিক পর্যায় থেকে বিভিন্ন জনসেচনতা ও সেবামূলক কাজে নিজেদের নিয়োজিত রেখেছে।

    উল্লেখ্য যে, ১৫ নভেম্বর ২০১৭ থেকে যাত্রা শুরু করে বর্তমানে প্রায় ৩৬ হাজার সদস্যের পরিবারটি আগামীর পথে এগিয়ে চলেছে।

    আমরাই কিংবদন্তী

    এই গ্রুপটি এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখে আসছে; তারমধ্যে অন্যতম হচ্ছে দেশ জুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা অভিযান, প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদান কর্মসূচীসহ বিবিধ কার্যক্রম।

    একটি অনলাইন ভিত্তিক গ্রুপ হয়েও বন্ধুরা শুধু অনলাইনেই সীমাবদ্ধ না থেকে দেশের, সমাজের বিভিন্ন কাজে এগিয়ে এসেছে গ্রুপটি। এর সাথে যুক্ত হয়েছে সমাজের কিছু সচেতন সু-নাগরিক, যারা এই গ্রুপটি কে প্রতিনিয়ত ভালো কাজে উৎসাহ দিচ্ছেন।

    ধারাবাহিক ভাবে গ্রুপের পিছিয়ে পড়া সদস্যসহ দেশের প্রতিটি অঞ্চলের অসহায় মানুষদের পাশে চিকিৎসা সেবা সহ সকল মৌলিক সেবা পৌঁছে দিতে পরিকল্পনা করছে এই গ্রুপের সদস্যরা।

    আয়োজনের শেষ পর্যায়ে মূল গ্রুপের এডমিন প্যানেলের পক্ষ থেকে কুষ্টিয়ার কুমারখালী’স্থ বন্ধুদের সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয়।

  • কিংবদন্তী ব্যাডমিন্টন ফেস্টিভ্যাল এর চ্যাম্পিয়ন “ওল্ড ইজ গোল্ড শার্টলারস”

    কিংবদন্তী ব্যাডমিন্টন ফেস্টিভ্যাল এর চ্যাম্পিয়ন “ওল্ড ইজ গোল্ড শার্টলারস”

    বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন এর গ্রাউন্ডে এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের গ্রুপ “আমরাই কিংবদন্তী” এর আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্ট এ পুরুষ ডাবল’স এ চ্যাম্পিয়ন হয়েছে “ওল্ড ইজ গোল্ড শার্টলারস” ও কাপল ডাবল’স এ চ্যাম্পিয়ন হয়েছে “ডাবল ট্রাবল”।

    আয়োজনে পুরুষ ডাবল’স এ ১৬ টি দল অংশগ্রহণ করে এবং কাপল ডাবল’স এ ৫ টি দল অংশগ্রহণ করে।

    নতুন বছরকে উৎসব মুখর করতে এবং এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচ এর বন্ধুদেরকে সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

    কিংবদন্তী ব্যাডমিন্টন ফেস্টিভ্যাল এ কাপল ডাবলস

    আয়োজনে প্রধান অতিথি ছিলেন ইয়ারা গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক সাফিন ইয়ারা; বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের যুগ্ম সম্পাদক জিয়াউল হক জুয়েল এবং “আমরাই কিংবদন্তী” গ্রুপের এডমিন নাজমুল হোসেন।

    “মানবতার কল্যানে কিংবদন্তী সবখানে” এই নীতিকথা থেকে এই অনলাইন গ্রুপটি আগামীর পথে অগ্রসর হচ্ছে।

  • পঞ্চগড়ে এসএসসি’০০-এইচএসসি’০২ ব্যাচ ‘আমরাই কিংবদন্তী’র শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

    পঞ্চগড়ে এসএসসি’০০-এইচএসসি’০২ ব্যাচ ‘আমরাই কিংবদন্তী’র শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

    আমরাই কিংবদন্তী (এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২) একটি অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপ, যেখানে সারা বাংলাদেশের এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ সালের ছাত্র-ছাত্রীরা একত্রিত হয়ে মানব কল্যাণে কাজ করার প্রত্যয়ে এগিয়ে চলেছে।

    মানব কল্যাণে গ্রুপের পিছিয়ে পড়া সদস্য ছাড়াও সমাজের অবহেলিত মানুষগুলোর জন্য কাজ করাই গ্রুপ এর অন্যতম লক্ষ্যগুলোর একটি।

    ধারাবাহিক সামাজিক কাজের অংশ হিসেবে শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে পঞ্চগড়ের হাফিজাবাদ ইউনিয়নস্থ “কায়েতপাড়া তালমা” তে ১০০০ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করে।

    উল্লেখিত এই বিতরণ কাজে গ্রুপটির ঢাকা, পঞ্চগড়, দিনাজপুর ও ঠাকুরগাঁও এর ১৫ জন সদস্য ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন। এসময় তারা কোভিড-১৯ মোকাবেলায় সামাজিক দুরুত্ব ও মাস্ক ব্যাবহারের উপর গুরুত্ব আরোপ করেন।

    আমরাই কিংবদন্তী’র শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

    উল্লেখ্যযে “মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে” এই নীতিকথা থেকেই ১৫ নভেম্বর ২০১৭ থেকে যাত্রা শুরু করে বর্তমানে ৩৬ হাজার সদস্যের পরিবারটি গত ১৫ নভেম্বর ২০২০ তারিখে ৪র্থ বর্ষে পদার্পণ করে।

    এই গ্রুপটি এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছিল; তারমধ্যে অন্যতম হচ্ছে দেশ জুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা, প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদান কর্মসূচীসহ বিবিধ কার্যক্রম।

    আমরাই কিংবদন্তী’র শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

    একটি অনলাইন ভিত্তিক গ্রুপ হয়েও বন্ধুরা শুধু অনলাইনেই সীমাবদ্ধ না থেকে দেশের, সমাজের বিভিন্ন কাজে এগিয়ে এসেছে বন্ধুদের গ্রুপটি। এর সাথে যুক্ত হয়েছে সমাজের কিছু সচেতন সু-নাগরিক, যারা এই গ্রুপটি কে প্রতিনিয়ত ভালো কাজে উৎসাহ দিচ্ছে।

    ধারাবাহিক ভাবে গ্রুপের পিছিয়ে পড়া সদস্যসহ দেশের প্রতিটি অঞ্চলের অসহায় মানুষদের পাশে চিকিৎসা সেবা সহ সকল মৌলিক সেবা পৌঁছে দিতে পরিকল্পনা করছে এই গ্রুপের সদস্যরা।

    ২৪ ঘণ্টা/এম এম আর

  • নোয়াখালীতে ৭’শ এতিম শিক্ষার্থীকে আমরাই কিংবদন্তী’র খাবার বিতরণ

    নোয়াখালীতে ৭’শ এতিম শিক্ষার্থীকে আমরাই কিংবদন্তী’র খাবার বিতরণ

    আমরাই কিংবদন্তী (এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২) একটি অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপ, যেখানে সারা বাংলাদেশের এসএসসি২০০০ এবং এইচএসসি২০০২ সালের ছাত্র-ছাত্রীদের একত্র করে একক প্লাটফর্মে আনার চেষ্টা চলছে।

    আমরাই কিংবদন্তী গ্রুপ এর নোয়াখালী জেলার একদল স্বেচ্ছাসেবী শুক্রবার (১৮ ডিসেম্বর) “ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি” এই স্লোগানে বেগমগঞ্জ এবং সেনবাগ উপজেলার ৯টি মাদ্রাসা ও এতিমখানায় প্রায় সাত শতাধিক মানুষকে রান্না করা খাবার বিতরণ করেছে।

    দেশের ও বিশ্বের চলমান করোনা’র (কোভিড-১৯) ভয়াবহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস থেকে “ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি” এই স্লোগানকে সামনে রেখে গত ঈদ-ঊল-ফিতরের দিন থেকে শুরু করে খাবার বিতরণ কার্যক্রমটি চলমান আছে। যা বর্তমানে শুক্রবার করে চলমান থাকলেও, ভবিষ্যতে প্রতিদিন করার পরিকল্পনা করছে গ্রুপের নিবেদিত প্রাণ সদস্যরা।

    নিজেদের আনন্দ অসহায়, সুবিধাবঞ্চিত ও এতিম মানুষের সাথে সম্মিলিত ভাবে ভাগাভাগি করার প্রয়াস থেকেই ৩৬ হাজার সদস্যের পরিবার উদ্যোগী হয়ে এই কার্যক্রম হাতে নেয়।

    গতকাল রাত থেকে সেনবাগের ফতেহপুর ইসলামিয়া মাদ্রাসায় গ্রুপ এর স্বেচ্ছাসেবীরা খাবার রান্নার আয়োজন শুরু করে এবং আজ সকার ১১ টার পর দুই উপজেলার মাদ্রাসা এবং এতিমখানায় খাবার বিতরণ কার্যক্রম শুরু করে।

    পরবর্তীতে ফতেহপুর মাদ্রাসায় জুমার নামাজে আদায়ের পর গ্রুপের মৃত সদস্যবৃন্দ, অসুস্থ সদস্যবৃন্দ, সদস্যবৃন্দের মরহুম আত্মীয়স্বজন এবং মহামারি করোনায় আক্রান্তদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। এরপর উক্ত মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে দুপুরের খাবার গ্রহণ করে কিংবদন্তী’র সদস্যবৃন্দ।

    এখানে উল্লেখ্য, “মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে” এই মূলনীতিতে এগিয়ে চলা গ্রুপটি করোনার প্রাথমিক পর্যায় বিভিন্ন জনসেচনতা ও সেবামূলক কাজে নিজেদের নিয়োজিত রেখেছে।
    উল্লেখ্য যে, ১৫ নভেম্বর ২০১৭ থেকে যাত্রা শুরু করে বর্তমানে প্রায় ৩৬ হাজার সদস্যের পরিবারটি আগামীর পথে এগিয়ে চলেছে।

    এই গ্রুপটি এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখে আসছে; তারমধ্যে অন্যতম হচ্ছে দেশ জুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা অভিযান, প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদান কর্মসূচীসহ বিবিধ কার্যক্রম।

    একটি অনলাইন ভিত্তিক গ্রুপ হয়েও বন্ধুরা শুধু অনলাইনেই সীমাবদ্ধ না থেকে দেশের, সমাজের বিভিন্ন কাজে এগিয়ে এসেছে গ্রুপটি। এর সাথে যুক্ত হয়েছে সমাজের কিছু সচেতন সু-নাগরিক, যারা এই গ্রুপটি কে প্রতিনিয়ত ভালো কাজে উৎসাহ দিচ্ছেন।

    ধারাবাহিক ভাবে গ্রুপের পিছিয়ে পড়া সদস্যসহ দেশের প্রতিটি অঞ্চলের অসহায় মানুষদের পাশে চিকিৎসা সেবা সহ সকল মৌলিক সেবা পৌঁছে দিতে পরিকল্পনা করছে এই গ্রুপের সদস্যরা।

    আয়োজনের শেষ পর্যায়ে মূল গ্রুপের এডমিন প্যানেলের পক্ষ থেকে নোয়াখালীর বন্ধুদের সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয়।

    ২৪ ঘণ্টা/এম এম আর