Tag: আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন

  • লালমনিরহাটে আট শতাধিক অসহায় মানুষকে শীতবস্ত্র বিতরণ করেছে ‘আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন’

    লালমনিরহাটে আট শতাধিক অসহায় মানুষকে শীতবস্ত্র বিতরণ করেছে ‘আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন’

    এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ এর সাবেক শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ‘আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” এর পক্ষ থেকে লালমনিরহাট’র হাতিবান্ধা উপজেলা’স্থ দক্ষিন সিন্দুর্না সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এবং কালীগঞ্জ উপজেলাস্থ হারি শহর এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে শীতে কাতর, অসহায় মানুষের মাঝে প্রায় আট শতাধিক শীতবস্ত্র অর্থাৎ কম্বল বিতরণ করা হয়েছে শুক্রবার (২০ ডিসেম্বর)।

    “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২ সালের প্রাক্তন ছাত্র ছাত্রীদের দ্বারা পরিচালিত একটি অলাভজনক প্রতিষ্ঠান, যা মানব কল্যাণে কাজ করার প্রত্যয়ে এগিয়ে চলেছে। নিজেদের ব্যাচের পিছিয়ে পড়া সদস্য ছাড়াও সমাজের অবহেলিত মানুষগুলোর জন্য কাজ করাই ফাউন্ডেশন এর অন্যতম লক্ষ্যগুলোর একটি।

    প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষগুলোর মাঝে প্রচন্ড শীতের এই সময়ে কিছুটা উষ্ণতা দিতেই এই ছোট্ট প্রয়াস নেওয়া হয়েছে। শীতবস্ত্র বিতরণ “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” এর একটি ধারাবাহিক কার্যক্রম। আয়োজনটি সুন্দর ভাবে সম্পন্ন করতে সংগঠনের স্থানীয় স্বেচ্ছাসেবী সদস্যরা আগেই প্রত্যন্ত গ্রামগুলো পরিদর্শন করেন এবং অসহায় মানুষগুলোর মাঝে টোকেন বিতরণ করেন। পরবর্তীতে নির্ধারিত দিনে অর্থাৎ আজ সুশৃঙ্খল ভাবে পুরো বিতরণ প্রক্রিয়া সম্পন্ন হয়।

    উল্লেখিত এই বিতরণ কাজে আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন এর স্থানীয় স্বেচ্ছাসেবীদের পাশাপাশি ঢাকা’র স্বেচ্ছাসেবীরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।

    উল্লেখ্যযে “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর যৌথ মূলধনী কোম্পানী ও ফার্মসমূহের পরিদপ্তর হতে নিবন্ধিত হয়। এর আগে ফেসবুক ভিত্তিক গ্রুপ “এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২ (আমরাই কিংবদন্তী)” ২০১৭ সালের ১৫ নভেম্বর থেকে যাত্রা শুরু করে, যার বর্তমানে সদস্য সংখ্যা প্রায় ৫১ হাজার।

    এই ফাউন্ডেশন ও গ্রুপটির এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছিল; তারমধ্যে অন্যতম হচ্ছে দেশজুড়ে কোভিড-১৯ কালীন বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কার্যক্রম, প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম, বিনামূল্যে হেলথ ক্যাম্প ও ওষুধ সরবরাহ, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদান কর্মসূচীসহ বিবিধ কার্যক্রম।
    ধারাবাহিক ভাবে গ্রুপের পিছিয়ে পড়া সদস্যসহ দেশের প্রতিটি অঞ্চলের অসহায় মানুষদের পাশে চিকিৎসা সেবা সহ সকল মৌলিক সেবা পৌঁছে দিতে পরিকল্পনা করছে এই গ্রুপের সদস্যরা ।

  • হায়ার কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল, সিজন-৬’র জার্সি উন্মোচন ও গ্রুপ ড্র সম্পন্ন

    হায়ার কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল, সিজন-৬’র জার্সি উন্মোচন ও গ্রুপ ড্র সম্পন্ন

    এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ সালের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ফেসবুকভিত্তিক গ্রুপ SSC 2000 & HSC 2002 (আমরাই কিংবদন্তী) টানা ষষ্ঠবারের মতো আয়োজন করতে যাচ্ছে “হায়ার কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল, সিজন-৬”।

    আগামী ৩ জানুয়ারি ২০২৫ থেকে শ্যামলী ক্লাব ক্রিকেট মাঠে শুরু হতে যাচ্ছে এই জমকালো টুর্নামেন্ট। ১৫টি দল ৩টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৩, ৪, ১০, ১১, ১৭, ১৮, ২৪, ২৫ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি ২০২৫।

    বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল এ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে টুর্নামেন্টের জার্সি, গ্রুপ ড্র এবং ট্রফি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তারকা ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক হান্নান সরকার।

    এছাড়াও উপস্থিত ছিলেন হায়ার বাংলাদেশ লিমিটেড-এর ডিএমডি ওয়াং শিয়াংজিং, চীফ ফিনান্সিয়াল অফিসার ফেং ষিনয়ু, সেলস ডিরেক্টর আশরাফুল আলম, মা ও শিশু জেনারেল হাসপাতাল, বিয়ানীবাজার-সিলেট এর নুর নবী রাজু, এবং আমরাই কিংবদন্তী’র এডমিন ও ক্রিয়েটর নাজমুল হোসেন সহ আরো অনেকে। টুর্নামেন্টের বিভিন্ন পৃষ্ঠপোষক, দলগুলোর ম্যানেজার, অধিনায়ক এবং আয়োজক কমিটির সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।

    হান্নান সরকার বলেন “বয়স ৪০ এর কোটায় এমন মানুষ গুলোর অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্ট বাংলাদেশ এর ক্রিকেট এর অগ্রযাত্রায় অনুপ্রেরণা প্রদান করবে এবং নতুন প্রজন্মকে উজ্জীবিত করবে”।

    হায়ার বাংলাদেশ লিঃ এর ডি এম ডি ওয়াং শিয়াংজিং বলেন “হায়ার এমন একটি ব্র্যান্ড যা তরুন প্রজন্ম এবং ফিটনেস এর প্রতি অত্যন্ত যত্নশীল এবং তা হায়ার-এর পন্যের মাধ্যমে আমারা সবসময় ফুটিয়ে তোলার চেষ্টা করি, পাশাপাশি, এ ধরনের ইভেন্ট এর সাথে থাকতে পেরে আমরা নিজেদেরকে আনন্দিত এবং গর্বিত অনুভব করছি।”

    অনুষ্ঠানে আরও ঘোষণা করা হয় যে, “হায়ার কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল, সিজন-৬” হবে বাংলাদেশের টেপ টেনিস টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক আকর্ষণীয় এবং চ্যাম্পিয়ন প্রাইজ মানির আয়োজন। এবারের চ্যাম্পিয়ন দল আকর্ষণীয় ট্রফি ছাড়াও পাবে ৫ লক্ষ টাকা পুরস্কার।

     

    গত পাঁচ আসরের বিজয়ীরা ছিলঃ
    • সিজন ৫ (২০২৪): চ্যাম্পিয়ন মিলেনিয়াম মাস্টার্স, রানার-আপ নাইন্টিস মাস্টারমাইন্ড।
    • সিজন ৪ (২০২৩): চ্যাম্পিয়ন মিলেনিয়াম টাইগারস তেজগাঁও, রানার-আপ লক্ষ্মীপুর রয়েলস।
    • সিজন ৩ (২০২২): চ্যাম্পিয়ন টিম ব্যাকবেঞ্চারস, রানার-আপ চট্টগ্রাম উইজার্ড।
    • সিজন ২ (২০২১): চ্যাম্পিয়ন মিরপুর কিংস, রানার-আপ টিম ব্যাকবেঞ্চারস।
    • সিজন ১ (২০২০): চ্যাম্পিয়ন ডি এম স্ম্যাশার্স, রানার-আপ নওয়াব অব ওল্ড ঢাকা।

    ২০১৭ সালের ১৫ নভেম্বর যাত্রা শুরু করা এই অনলাইন প্ল্যাটফর্ম বর্তমানে ৫১ হাজার সদস্যের একটি বৃহৎ পরিবার। এই অনলাইন গ্রুপ এর মানবিক কার্যক্রমকে ত্বরান্বিত করতেই “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর যৌথ মূলধনী কোম্পানী ও ফার্মসমূহের পরিদপ্তর হতে নিবন্ধিত হয়।

    সংগঠনটির উল্লেখযোগ্য মানবিক কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে:
    • কোভিড-১৯ মহামারীর সময় বিনামূল্যে অক্সিজেন সরবরাহ।
    • দেশব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রম।
    • প্রতিবন্ধী শিশুদের সহায়তা।
    • ফ্রি হেলথ ক্যাম্প।
    • শীতবস্ত্র, খাবার এবং প্রয়োজনীয় সামগ্রী বিতরণ।
    • রক্তদান কর্মসূচি ছাড়াও বিবিধ কার্যক্রম।

    ক্রিকেট কার্নিভ্যাল এই গ্রুপের ব্যাচমেট বন্ধুদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি এবং ভবিষ্যতের মানবিক কাজকে আরও গতিশীল করার লক্ষ্যেই আয়োজন করা হয়।

    আমরাই কিংবদন্তী গ্রুপের সদস্যরা পিছিয়ে থাকা জনগোষ্ঠী এবং দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে।

  • কুড়িগ্রামে আট’শ অসহায় মানুষকে আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন’র শীতবস্ত্র বিতরণ

    কুড়িগ্রামে আট’শ অসহায় মানুষকে আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন’র শীতবস্ত্র বিতরণ

    এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ এর সাবেক শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ‘আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” এর পক্ষ থেকে কুড়িগ্রাম সদর উপজেলাস্থ ঘোগাদহ ইউনিয়ন এর খামার রসুলপুর গ্রামে শীতেকাতর, অসহায় মানুষের মাঝে প্রায় আট শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে আজ শনিবার (১৩ জানুয়ারি) সকালে।

    “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ সালের প্রাক্তন ছাত্র ছাত্রীদের দ্বারা পরিচালিত একটি অলাভজনক প্রতিষ্ঠান, যা মানব কল্যাণে কাজ করার প্রত্যয়ে এগিয়ে চলেছে। নিজেদের ব্যাচের পিছিয়ে পড়া সদস্য ছাড়াও সমাজের অবহেলিত মানুষগুলোর জন্য কাজ করাই ফাউন্ডেশন এর অন্যতম লক্ষ্যগুলোর একটি।

    দুধকুমর নদী সংলগ্ন চরাঞ্চলের অসহায় মানুষগুলোর মাঝে প্রচন্ড শীতের এই সময়ে কিছুটা উষ্ণতা দিতেই এই ছোট্ট প্রয়াস নেওয়া হয়েছে। শীতবস্ত্র বিতরণ “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” এর একটি ধারাবাহিক কার্যক্রম। আয়োজনটি সুন্দর ভাবে সম্পন্ন করতে সংগঠনের স্থানীয় স্বেচ্ছাসেবী সদস্যরা আগেই প্রত্যন্ত গ্রামগুলো পরিদর্শন করেন এবং অসহায় মানুষগুলোর মাঝে টোকেন বিতরণ করেন। পরবর্তীতে নির্ধারিত দিনে অর্থাৎ আজ সুশৃঙ্খল ভাবে পুরো বিতরণ প্রক্রিয়া সম্পন্ন হয়।

     

    উল্লেখিত এই বিতরণ কাজে আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন এর স্থানীয় স্বেচ্ছাসেবীদের পাশাপাশি ঢাকা, দিনাজপুর ও গাইবান্ধার স্বেচ্ছাসেবীরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।

    উল্লেখ্যযে “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর যৌথ মূলধনী কোম্পানী ও ফার্মসমূহের পরিদপ্তর হতে নিবন্ধিত হয়। এর আগে ফেসবুক ভিত্তিক গ্রুপ “এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ (আমরাই কিংবদন্তী)” ২০১৭ সালের ১৫ নভেম্বর থেকে যাত্রা শুরু করে, যার বর্তমানে সদস্য সংখ্যা প্রায় ৫০ হাজার।

    এই ফাউন্ডেশন ও গ্রুপটির এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছিল; তারমধ্যে অন্যতম হচ্ছে দেশজুড়ে কোভিড-১৯ কালীন বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কার্যক্রম, প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম, বিনামূল্যে হেলথ ক্যাম্প ও ওষুধ সরবরাহ, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদান কর্মসূচীসহ বিবিধ কার্যক্রম।
    ধারাবাহিক ভাবে গ্রুপের পিছিয়ে পড়া সদস্যসহ দেশের প্রতিটি অঞ্চলের অসহায় মানুষদের পাশে চিকিৎসা সেবা সহ সকল মৌলিক সেবা পৌঁছে দিতে পরিকল্পনা করছে এই গ্রুপের সদস্যরা।

  • দুই হাসপাতালের রোগী ও স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করল “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন”

    দুই হাসপাতালের রোগী ও স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করল “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন”

    এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ সালে উত্তীর্ণ সাবেক শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” এর পক্ষ থেকে পবিত্র ঈদ ঊল আজহা উদযাপন করতে গিয়ে শুক্রবার (৩০ জুন) ঈদের ২য় দিন সন্ধ্যায় ঈদ আনন্দ ভাগাভাগির প্রয়াস থেকে নগরীর ২৫০ শয্যা টিবি হাসপাতাল, শ্যামলী ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এর রোগী ও স্বজনদের মাঝে প্রায় ৬০০ প্যাকেট খাবার বিতরণ করা হয়। খাবার হিসাবে গরুর গোশতের তেহেরী ও মোরগ পোলাও বিতরণ করা হয়।

    এর আগে কোরবানী করতে না পারা ঢাকা এবং ঢাকার বাহিরের প্রায় ৫০টি পরিবারের জন্য ঈদ উপহার হিসাবে নগদ অর্থ প্রেরণ করা হয় ফাউন্ডেশন এর পক্ষ থেকে।

    মূলত সাময়িক অসুবিধা গ্রস্থ ও অসহায়/ হঠাৎ করে বিপদের সম্মুখীন হয়ে ঈদ আনন্দ থেকে বঞ্চিত মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্যই এই আয়োজন। খাবার বিতরণ কার্যক্রম আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন এর ধারাবাহিক কার্যক্রম, বিশেষ করে ঈদ উপলক্ষে বিতরণ কার্যক্রমটি বিগত ৪ বছর ধরে এবং ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি স্লোগানে প্রতি শুক্রবার করে খাবার বিতরণ কার্যক্রম বিগত ৩ বছর ধরে চলমান আছে।

    ২৫০ শয্যা টিবি হাসপাতাল, শ্যামলী’তে খাবার বিতরণ কালীন “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” এর স্বেচ্ছাসেবী’রা ছাড়া ও হাসপাতাল এর সহকারী পরিচালক, ডাঃ আয়েশা আক্তার উপস্থিত ছিলেন।

    “মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে” এই নীতিতে ফাউন্ডেশন এর কার্যক্রম চলমান আছে।

    চলমান প্রোগ্রাম গুলো এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের সদস্য বন্ধুসহ এর সাথে সংশ্লিষ্ট শুভানুধ্যায়ীদের আর্থিক অনুদানে পরিচালিত হয়ে আসছে।

    আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন আগেও সামাজিক দায়বদ্ধতা দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছিল; তারমধ্যে অন্যতম হচ্ছে; বন্যায় ত্রান বিতরণ, কোভিড-১৯ কালীন বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, দেশ জুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা, প্রতিবন্ধী শিশুদের শিক্ষা বৃত্তি প্রদান ও পরিবহন সুবিধা নিশ্চিতকরণ, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদান কর্মসূচীসহ বিবিধ কার্যক্রম।

    এখানে উল্লেখ্য যে; “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ সালের প্রাক্তন ছাত্র ছাত্রীদের দ্বারা পরিচালিত একটি অলাভজনক প্রতিষ্ঠান, যা ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর যৌথ মূলধনী কোম্পানী ও ফার্মসমূহের পরিদপ্তর হতে নিবন্ধিত হয়। এছাড়া ফেসবুক ভিত্তিক গ্রুপ “এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ (আমরাই কিংবদন্তী)” ২০১৭ সালের ১৫ নভেম্বর থেকে যাত্রা শুরু করে, যার বর্তমানে সদস্য সংখ্যা প্রায় ৪৯০০০ হাজার।

  • সুন্দরগঞ্জে ‘আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন’র শীতবস্ত্র বিতরণ

    সুন্দরগঞ্জে ‘আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন’র শীতবস্ত্র বিতরণ

    এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ এর সাবেক শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ‘আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” এর পক্ষ থেকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলাস্থ বেলকা কলেজ মাঠে তিস্তা নদী সংলগ্ন চরাঞ্চলের শীতে কাতর, অসহায় মানুষের মাঝে প্রায় ১০০০ শীতবস্ত্র অর্থাৎ কম্বল বিতরণ করা হয়েছে।

    শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে গ্রুপের সদস্যরা এ মানবিক কার্যক্রম সম্পন্ন করে।

    “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ সালের প্রাক্তন ছাত্র ছাত্রীদের দ্বারা পরিচালিত একটি অলাভজনক প্রতিষ্ঠান, যা মানব কল্যাণে কাজ করার প্রত্যয়ে এগিয়ে চলেছে। নিজেদের ব্যাচের পিছিয়ে পড়া সদস্য ছাড়াও সমাজের অবহেলিত মানুষগুলোর জন্য কাজ করাই ফাউন্ডেশন এর অন্যতম লক্ষ্যগুলোর একটি।

    তিস্তা নদী সংলগ্ন চরাঞ্চলের অসহায় মানুষ গুলোর মাঝে প্রচন্ড শীতের এই সময়ে কিছুটা উষ্ণতা দিতেই এই ছোট্ট প্রয়াস নেওয়া হয়েছে। শীতবস্ত্র বিতরণ “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” এর একটি ধারাবাহিক কার্যক্রম। আয়োজনটি সুন্দর ভাবে সম্পন্ন করতে সংগঠনের গাইবান্ধা’স্থ সদস্যরা আগেই সুন্দরগঞ্জের বেলকা ও হরিপুর ইউনিয়ন’স্থ প্রত্যন্ত গ্রামগুলো পরিদর্শন করেন এবং অসহায় মানুষগুলোর মাঝে টোকেন বিতরণ করেন। পরবর্তীতে নির্ধারিত দিনে অর্থাৎ ৩০ ডিসেম্বর সুশৃঙ্খল ভাবে পুরো বিতরণ প্রক্রিয়া সম্পন্ন হয়।

    উল্লেখিত এই বিতরণ কাজে গাইবান্ধা’স্থ স্থানীয় স্বেচ্ছাসেবীদের পাশাপাশি ফাউন্ডেশনের ঢাকা ও দিনাজপুর এর সেচ্ছাসেবীরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।

    উল্লেখ্যযে, “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর যৌথ মূলধনী কোম্পানী ও ফার্মসমূহের পরিদপ্তর হতে নিবন্ধিত হয়। এর আগে ফেসবুক ভিত্তিক গ্রুপ “এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ (আমরাই কিংবদন্তী)” ২০১৭ সালের ১৫ নভেম্বর থেকে যাত্রা শুরু করে, যার বর্তমানে সদস্য সংখ্যা প্রায় ৪৮ হাজার।

    এই ফাউন্ডেশন ও গ্রুপটির এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছিল; তারমধ্যে অন্যতম হচ্ছে দেশজুড়ে কোভিড-১৯ কালীন বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কার্যক্রম, প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম, বিনামূল্যে হেলথ ক্যাম্প ও ওষুধ সরবরাহ, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদান কর্মসূচীসহ বিবিধ কার্যক্রম।

    ধারাবাহিক ভাবে গ্রুপের পিছিয়ে পড়া সদস্যসহ দেশের প্রতিটি অঞ্চলের অসহায় মানুষদের পাশে চিকিৎসা সেবা সহ সকল মৌলিক সেবা পৌঁছে দিতে পরিকল্পনা করছে এই গ্রুপের সদস্যরা।

  • ৬০০ বর্নাত্য পরিবারকে ত্রাণ দিল “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন”

    ৬০০ বর্নাত্য পরিবারকে ত্রাণ দিল “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন”

    “এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২” সালের সাবেক শিক্ষার্থীদের সংগঠন “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” সুনামগঞ্জের বন্যার্তদের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও খাবার বিতরণ করেছে।

    গত শুক্রবার (২৪ জুন) ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা চাল-ডালসহ ১৫ রকমের প্রায় ৯ টন নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও খাবার প্রায় ৬০০ পরিবারের মাঝে বিতরণ করে সুনামগঞ্জ সদর’স্থ গোবিন্দপুর, লালপুর ও রঙ্গারচর গ্রামে।

    এসময় স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে অসহায় মানুষগুলোর পাশে আরো সুসংগঠিত হয়ে পাশে থাকার বিষয়ে আয়োজকরা ঐক্যমত পোষন করেন এবং শীগ্রই উত্তরাঞ্চলের বন্যা প্লাবিত জেলায় সহায়তা প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন।

    “মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে” এই নীতিতে আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন এর কার্যক্রম চলমান আছে প্রতিষ্ঠালগ্ন থেকে।

    আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন আগেও সামাজিক দায়বদ্ধতা দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছিল; তারমধ্যে অন্যতম হচ্ছে; কোভিড-১৯ কালীন বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, দেশ জুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা, প্রতিবন্ধী শিশুদের শিক্ষা বৃত্তি প্রদান ও পরিবহন সুবিধা নিশ্চিতকরণ, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদান কর্মসূচীসহ বিবিধ কার্যক্রম।

    এখানে উল্লেখ্য যে; “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২ সালের প্রাক্তন ছাত্র ছাত্রীদের দ্বারা পরিচালিত একটি অলাভজনক প্রতিষ্ঠান, যা ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর যৌথ মূলধনী কোম্পানী ও ফার্মসমূহের পরিদপ্তর হতে নিবন্ধিত হয়। এছাড়া ফেসবুক ভিত্তিক গ্রুপ “এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২ (আমরাই কিংবদন্তী)” ২০১৭ সালের ১৫ নভেম্বর থেকে যাত্রা শুরু করে, যার বর্তমানে সদস্য সংখ্যা প্রায় ৪৬০০০ হাজার।

  • তৃতীয় বর্ষে ‘আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন’; চিকিৎসক ও স্বেচ্ছাসেবকদের সংবর্ধনা

    তৃতীয় বর্ষে ‘আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন’; চিকিৎসক ও স্বেচ্ছাসেবকদের সংবর্ধনা

    এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ সালে উত্তীর্ণ সাবেক শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন”এর তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে আজ ৫ সেপ্টেম্বর ধানমন্ডির একটি মিলনায়তনে এক বিশেষ আলোচনা সভা ও কোভিড ১৯ দুর্যোগকালীন সময়ে মানবতার কল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ৪০ জন চিকিৎসক ও ৮০ জন স্বেচ্ছাসেবককে সংবর্ধনা প্রদান করা হয়।

    এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশী নারী নিশাত মজুমদার।

    সার্টিফিকেট ও পুরষ্কার তুলে দিচ্ছেন নিশাত মজুমদার এবং বক্তব্য দিচ্ছেন গ্রুপ ক্রিয়েটর এবং আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন’র চেয়ারম্যান নাজমুল হোসেন।

    উল্লেখ্য যে, কোভিড ১৯ দূর্যোগকালীন সময়ে আমরাই কিংবদন্তী ফাউন্ডেশনের প্রত্যক্ষ তত্বাবধানে টেলি চিকিৎসা, রক্তদান কর্মসূচী, প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রদান, অক্সিজেন সরবরাহ ও অসহায় ছিন্নমূল মানুষদেরকে খাবার সহায়তা প্রদানসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করা হয়।

    সার্টিফিকেট হাতে ডাক্তার এবং স্বেচ্ছাসেবীবৃন্দ।

    “মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে” এই নীতিতে ফাউন্ডেশন এর চলমান খাবার বিতরণ কার্যক্রমে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা ও বিভিন্ন জেলা শহরে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে প্রায় তিন থেকে ছয় শতাধিক প্যাকেট রান্না খাবার বিতরণ করা হলেও চাহিদা বৃদ্ধির কারনে ধারাবাহিকভাবে এটি বাড়ানোর পরিকল্পনা চলছে।

    চলমান প্রোগ্রাম গুলো এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের সদস্য বন্ধু সহ এর সাথে সংশ্লিষ্ট শুভানুধ্যায়ীদের আর্থিক অনুদানে পরিচালিত হচ্ছে।

    পুরষ্কার হাতে কয়েকজন স্বেচ্ছাসেবী।

    “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ সালের প্রাক্তন ছাত্র ছাত্রীদের দ্বারা পরিচালিত একটি অলাভজনক প্রতিষ্ঠান। যা ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর যৌথ মূলধনী কোম্পানী ও ফার্মসমূহের পরিদপ্তর হতে নিবন্ধিত হয়।

    এছাড়া ফেসবুক ভিত্তিক গ্রুপ “এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২ (আমরাই কিংবদন্তী)” ২০১৭ সালের ১৫ নভেম্বর থেকে যাত্রা শুরু করে, যার বর্তমানে সদস্য সংখ্যা প্রায় ৪২ হাজার।