Tag: আমরা চট্টলার কিংবদন্তী

  • আমরা চট্টলার কিংবদন্তী’র পঞ্চম বর্ষপূর্তি উদযাপন

    আমরা চট্টলার কিংবদন্তী’র পঞ্চম বর্ষপূর্তি উদযাপন

    আমরাই কিংবদন্তী চট্টগ্রামের বন্ধুদের নিয়ে গড়ে উঠা এসএসসি-২০০০ সালের ব্যাচভিত্তিক গ্রুপ ‌’আমরা চট্টলার কিংবদন্তীর’ পঞ্চম বর্ষপূর্তি সম্পন্ন।

    শুক্রবার (১০ নভেম্বর) চট্টগ্রাম ক্লাবের স্পোর্টস লাউঞ্জে বিকেল অনুষ্ঠিত হয় এ আয়োজন।

    ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর মাত্র ৩০ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করা এই গ্রুপের সদস্য সংখ্যা বর্তমানে প্রায় আড়াই হাজার। বর্ষপূর্তিতে বন্ধুরা মিলে আনন্দ উৎযাপন করার সাথে সাথে বিভিন্ন সময় সমাজের অসহায় এবং দুস্থ মানুষদের জন্য সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে গ্রুপটি।

    পথশিশু, গৃহহীন ও এতিমদের মাঝে খাদ্য ও শীতবস্ত্র বিতরণ, করোনা কালীন সময়ে চট্টগ্রাম শহরজুড়ে প্রায় পাঁচ হাজার মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, চট্টগ্রামের বাঁশখালী অঞ্চলে প্রায় পাঁচ শতাধিক মানুষকে চিকিৎসা সেবা প্রদান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কাজে সামনে থেকে নিভৃতে কাজ করে যাচ্ছে চট্টলা কিংবদন্তী গ্রুপের সদস্যরা।

    আমরা চট্টলার কিংবদন্তী’র সংগঠকবৃন্দ বলেন- প্রাকৃতিক দুর্যোগ, সামাজিক সঙ্কট, বাল্য বিয়ে, গৃহকর্মী অধিকার নিয়েও কাজ করতে চাই আমরা। আমাদের প্রত্যেকের সামাজিক দায়বদ্ধতা আছে। সেই জায়গা প্রত্যেকে নিজ নিজ অবস্থানে এগিয়ে আসা উচিৎ।

    বর্ষপূর্তি অনুষ্ঠানে চট্টগ্রাম জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় দুই শতাধিক বন্ধুর মিলনমেলায় পরিণত হয়।

    উক্ত অনুষ্ঠানে স্পন্সর হিসেবে ছিল গ্রুপের বন্ধু লায়ন এম এ নেওয়াজের তাসিন ইন্টারন্যাশনাল এবং শাহ আকরামের প্রো গ্রো এ্যাগ্রো লিমিটেড।

  • রাঙ্গুনিয়ায় শীতার্তদের মাঝে এসএসসি ২০০০ ব্যাচ’র কম্বল বিতরণ

    রাঙ্গুনিয়ায় শীতার্তদের মাঝে এসএসসি ২০০০ ব্যাচ’র কম্বল বিতরণ

    রাঙ্গুনিয়া উপজেলার প্রত্যন্ত ৮নং সফরভাটা ইউনিয়নে হতদরিদ্র শীতার্তদের শীতবস্ত্র দিয়েছে এসএসসি ২০০০ ব্যাচ ও এইচএসসি ২০০২ ব্যাচ’র ফেসবুক গ্রুপ ভিত্তিক সংগঠন “আমরাই চট্টলার কিংবদন্তী”।

    শনিবার (৮ জানুয়ারি) উপজেলার বড়খোলা মগপারায় আনুষ্ঠানিকভাবে তাদের এসব দেওয়া হয়।

    ৮নং সফরভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান মুজিবুল ইসলাম সরাফী, ইউপি সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    চেয়ারম্যান শেখ ফরিদ বলেন, কনকনে ঠান্ডায় দুর্গম পাহাড়ে বসবাসরত হতদরিদ্র মানুষ শীতের কম্বল পেয়ে মহাখুুশি। হঠাৎ করে সফরভাটায় তিস্তার পাড়ে শীত জেঁকে বসেছে। এখানকার মানুষ অধিকাংশই গরীব।

    সাবেক চেয়ারম্যান ধন্যবাদ জানিয়ে গ্রুপের সদস্যদের সফরভাটার অবহেলিত মানুষের পাশে থাকার আহ্বান জানান।

    গ্রুপের পক্ষে সাদেক এহতেশাম কাশফি বলেন, “শীতের সময় আমরা সবাই কমবেশি শীতের কাপড় বিতরণ করি। সুবিধাজনক স্থানে এই কার্যক্রম না চালিয়ে গ্রুপটি প্রত্যন্ত এলাকায় তাদের কার্যক্রম অব্যাহত রাখবে। প্রয়োজনে আরও দুর্গত স্থানে ‘আমরাই চট্টলার কিংবদন্তী’ প্রয়োজনীয় সাহায্য সামগ্রী পৌঁছে দেবে যাতে প্রকৃত অভাবগ্রস্তরা সুবিধাভোগী হতে পারে।”

    তিনি জানান, আমরাই চট্টলার কিংবদন্তী এই কম্বল ও মাস্ক সংগ্রহ করেছে গ্রুপের বন্ধুদের অনুদানের অর্থ দিয়ে। গ্রুপের আত্মপ্রকাশের পর হতেই নানা রকম মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এর সদস্য বন্ধুগণ। করোনাভাইরাস মহামারীর শুরু থেকেই নানা কল্যাণমুখী উদ্যোগ নিয়েও কাজ করে যাচ্ছেন তারা।

    অনুষ্ঠানে দুই শতাধিক কম্বল ও পাঁচ শতাধিক মাস্ক বিতরণ করা হয়। এতে সার্বিক সহযোগীতা করে স্থানীয় সফরভাটা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচ’র সদস্যবৃন্দ।

    মগপাড়ার দুস্থ মানুষ কম্বল পেয়ে নিজেদের অনুভুতি প্রকাশ করেন এভাবেই, ‘এই শীতে একমাত্র সম্বল আপনাদের কম্বল’।

    ৮০ বছরের বৃদ্ধ মো. ইউসুফ আলী বলেন, ‘আমি ভিক্ষা করি। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন গলিতে গলিতে মানুষের কাছ থেকে যা পায় তাই নিয়ে চাল, ডাল কিনে কোনোমতে চলে’।

    এই বৃদ্ধের ভাষায়, ‘কি কইয্যূম, ভিক্ষা না করলে খাইয়ূমু কি? একমাত্র ছেলে সে বিয়ে করার পর আমাকে ছেড়ে চলে গেছে। এখন থাকি আশ্রয়ন প্রকল্প। এই যে শীত যাচ্ছে কেউ একটা কাপড় দেয়নি। আজ এই কম্বলই এবারের শীতের একমাত্র সম্বল’।

    তার মতোই আমরা চট্টলার কিংবদন্তীর দেওয়া কম্বল গায়ে জড়িয়ে ক্যজরী মারমা (৭০) বলেন, আমাদের শীত নিবারণে ব্যবস্থা করায় স্রষ্টা তোমাদের মঙ্গল করবে।

  • “ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি”এই স্লোগানে ৭’শ মানুষকে ‘আমরা চট্টলার কিংবদন্তী’র খাবার বিতরণ

    “ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি”এই স্লোগানে ৭’শ মানুষকে ‘আমরা চট্টলার কিংবদন্তী’র খাবার বিতরণ

    আমরাই কিংবদন্তী (এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২) একটি অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপ। এই গ্রুপের অন্তর্গত “আমরা চট্টলার কিংবদন্তী”র বন্ধুদের উদ্যোগে ‘ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি’ এই স্লোগানে প্রায় সাতশো এতিম, অসহায় ও পথ শিশুদের জন্য খাবারের আয়োজন করে।

    শুক্রবার (২ অক্টোবর) চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে এই খাবার বিতরণ করা হয়। এই আয়োজনে ঢাকা ও চট্টগ্রামের প্রায় পঞ্চাশ জন কিংবদন্তী বন্ধু অংশ গ্রহণ করে।

    দেশের ও বিশ্বের চলমান করোনা’র (কোভিড-১৯) পরিস্থিতি বিবেচনায় নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস থেকে খাবার বিতরণ কার্যক্রমটি গ্রহণ করা হয়। ভবিষ্যতে প্রতিদিন করার পরিকল্পনা করছে গ্রুপের নিবেদিত প্রাণ সদস্যরা।

    নিজেদের আনন্দ অসহায়, সুবিধাবঞ্চিত ও এতিম মানুষের সাথে সম্মিলিত ভাবে ভাগাভাগি করার প্রয়াস থেকেই কিংবদন্তী পরিবার উদ্যোগী হয়ে এই কার্যক্রম হাতে নেয়।

    এখানে উল্লেখ্য, “মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে” এই মূলনীতিতে এগিয়ে চলা গ্রুপটি করোনার প্রাথমিক পর্যায় বিভিন্ন জনসেচনতা ও সেবামূলক কাজে নিজেদের নিয়োজিত রেখেছে।

    আমরা চট্টলার কিংবদন্তী

    উল্লেখ্য যে, ১৫ নভেম্বর ২০১৭ থেকে যাত্রা শুরু করে বর্তমানে প্রায় ৩২ হাজার সদস্যের পরিবারটি আগামীর পথে এগিয়ে চলেছে। পক্ষান্তরে মূল গ্রুপের সহযোগী হিসেবে ২০১৮ সনের ২৮ সেপ্টেম্বর চট্টগ্রামের বন্ধুরা ‘আমরা চট্টলার কিংবদন্তী’ হিসেবে সংগঠিত হয়।

    এই গ্রুপটি এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখে আসছে; তারমধ্যে অন্যতম হচ্ছে দেশ জুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা অভিযান, প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদান কর্মসূচীসহ বিবিধ কার্যক্রম।

    একটি অনলাইন ভিত্তিক গ্রুপ হয়েও বন্ধুরা শুধু অনলাইনেই সীমাবদ্ধ না থেকে দেশের, সমাজের বিভিন্ন কাজে এগিয়ে এসেছে গ্রুপটি। এর সাথে যুক্ত হয়েছে সমাজের কিছু সচেতন সু-নাগরিক, যারা এই গ্রুপটি কে প্রতিনিয়ত ভালো কাজে উৎসাহ দিচ্ছেন।

    ধারাবাহিক ভাবে গ্রুপের পিছিয়ে পড়া সদস্যসহ দেশের প্রতিটি অঞ্চলের অসহায় মানুষদের পাশে চিকিৎসা সেবা সহ সকল মৌলিক সেবা পৌঁছে দিতে পরিকল্পনা করছে এই গ্রুপের সদস্যরা।

    অনুষ্ঠানে মূল গ্রুপের পক্ষ থেকে আমরা চট্টলার কিংবদন্তীকে আয়োজনের সম্মাননা সরূপ ক্রেস্ট প্রদান করা হয়।

    ২৪ ঘণ্টা/এম এম আর

  • বাঁশখালীতে আমরা চট্টলার কিংবদন্তী’র চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

    বাঁশখালীতে আমরা চট্টলার কিংবদন্তী’র চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

    চিকিৎসাবঞ্চিত হত দরিদ্র জনগোষ্ঠির পাশে দাঁড়িয়েছে এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের ফেসবুক ভিত্তিক গ্রুপ আমরা চট্টলার কিংবদন্তী।

    বাঁশখালী উপজেলার কাথারিয়া পূর্ব বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রান্তিক জনগোষ্ঠির চিকিৎসা সেবার জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প করেছে গ্রুপটি।

    শুক্রবার (১০ জানুয়ারী) দিনব্যাপী এ ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ প্রদান করা হয়।

    গ্রামের প্রান্তিক জনগোষ্ঠির জন্য তাদের এ আয়োজনকে এক অনন্য দৃষ্টান্ত বলে আখ্যায়িত করেছেন স্থানীয়রা। একদিনেই পাঁচ শতাধিকের বেশি বিভিন্ন ধরনের রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন ০৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক।

    বর্তমান সময়ে হাজার টাকা ফি দিয়ে শহরে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে চিকিৎসা সেবা গ্রহণ করা অনেকের পক্ষে কষ্টসাধ্য ও দুরূহ হয়ে পড়ে। বিনামূল্যে চিকিৎসা সেবার কথা শুনে সকাল থেকেই রোগীতে ভরপুর হয়ে যায় স্কুল প্রাঙ্গণ। এক পর্যায়ে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় আয়োজকদের। শৈত্য প্রবাহের মধ্যেও দীর্ঘ লাইনে অপেক্ষার পরেও একটু সান্তনা একজন বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা পত্র এবং বিনামূল্যে ওষুধ পেয়ে।

    উল্লেখ্য, ইতিপূর্বেও গ্রুপটি বিভিন্ন প্রকার সামাজিক কর্মকান্ড পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও করবে বলে গ্রুপের সদস্যরা প্রতিজ্ঞাবদ্ধ। আগামী ১৫ জানুয়ারী গ্রুপটির পক্ষ থেকে চট্টগ্রাম শহরের ভাসমান শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।