Tag: আমিনুল ইসলাম আমিন

  • দেশের যে কোন দুর্যোগ-সংকটে আওয়ামী লীগ মানুষের পাশে দাঁড়িয়েছে- আমিনুল ইসলাম

    দেশের যে কোন দুর্যোগ-সংকটে আওয়ামী লীগ মানুষের পাশে দাঁড়িয়েছে- আমিনুল ইসলাম

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মাদ আমিনুল ইসলাম আমিন বলেছেন, আওয়ামী লীগ জনমুখী রাজনৈনিক দল। দেশের যে কোন দুর্যোগ ও সংকটে আওয়ামী লীগ সব সময় জনগণের পাশে দাঁড়িয়েছে। বর্তমানে বাংলাদেশে ৫০ লক্ষ পরিবার ওএমএসের মাধ্যমে খাদ্য সহায়তা, ১০ লক্ষ পরিবার ভিজিটি সুবিধা, এক লক্ষ পরিবার ন্যায্যমুল্যে নিত্যপণ্য ক্রয় সুবিধা পাচ্ছেন। এছাড়াও বঙ্গবন্ধু কন্যার নির্দেশনায় সারা দেশে আওয়ামী লীগের ইফতার পার্টির আয়োজনের অর্থ দিয়ে গরীব ও অসহায় মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।

    তিনি আরও বলেন, বিশ্বে অর্থনৈতিক মন্দার প্রভাবে যেখানে ইউরোপ, আমেরিকা ও সুইজারল্যান্ডের মতো দেশে অনেক ব্যাংক বন্ধ হয়ে গেছে, শ্রীলঙ্কা আগেই দেউলিয়া হয়ে গেছে সেখানে বাংলাদেশের পরিস্থিতি অনেক ভালো আছে। বাংলাদেশে একজন শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশ অনেকটা নিরাপদে রয়েছে।

    মঙ্গলবার (২৮ মার্চ) বিকেল ৩টায় সাতকানিয়া-লোহাগাড়ায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, নলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমদ মিয়া ও সাতকানিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মাষ্টার ফোরক আহমদ প্রমুখ।

    এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, মুজিবুর রহমান মুজিব, মাষ্টার মো : মিয়া ফারুক, দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, নাজিম উদ্দিন, আবচার আহমদ, নুরুল হক কন্ট্রাক্টর, সাতকানিয়া কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ ঢালু, সাধারণ সম্পাদক নুর হোসাইন, লোহাগাড়া কৃষকলীগের সভাপতি আলী আহমদ ও ছাত্রলীগের সাবেক আহবায়ক এস.এম আজিজ প্রমুখ।
    এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলামের ব্যক্তিগত তহবিল থেকে সাতকানিয়া- লোহাগাড়ার ৬ হাজার অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

  • শেখ হাসিনার সাথে রাজনীতিতে না পেরে বিএনপি-জামাত মিথ্যাচার করে ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছে: আমিনুল ইসলাম

    শেখ হাসিনার সাথে রাজনীতিতে না পেরে বিএনপি-জামাত মিথ্যাচার করে ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছে: আমিনুল ইসলাম

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জননেতা মোহাম্মাদ আমিনুল ইসলাম আমিন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশের আনাচে-কানাচে অভূতপূর্ব উন্নয়ন কাজ করে যাচ্ছেন। দেশ এখন সর্বক্ষেত্রে উন্নয়নের উচ্চ শিখরে।

    শেখ হাসিনার সরকারের আমলে দেশে ৪ লক্ষ ২০ হাজার মিটার ব্রিজ-কালভার্ট নির্মাণ এবং সাড়ে ৪ লক্ষ কি:মি: রাস্তা পাকা করা হয়েছে। নানা ষড়যন্ত্র ও বাঁধা উপেক্ষা করে পদ্মাসেতু নির্মাণ করেছেন শেখ হাসিনা। এ ছাড়াও মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল,বিদ্যুৎ উৎপাদন, ৯ লক্ষ ভূমিহীন মানুষকে ঘর নির্মাণ করে দিয়ে বিশ্বে এক অনন্য নজির স্থাপন করেছেন। অন্যদিকে বিএনপি-জামায়াত জোট সরকার দুই মেয়াদে ১০ বছর ক্ষমতায় থাকলেও দেশে দৃশ্যমান কোন উন্নয়ন করতে পারেনি, উপরন্তু ৫ বার দেশকে দূর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন এবং জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছিল। তাই বিএনপি জামাত শেখ হাসিনার সাথে রাজনীতিতে না পেরে এখন মিথ্যাচার করে ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইসলামের একজন প্রকৃত সেবক উল্লেখ করে তিনি বলেন, সারা দেশে ৫৬০টি দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র নির্মাণ, মসজিদ ভিত্তিক মক্তব প্রতিষ্ঠা করে শেখ হাসিনা বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি সবাইকে এই ধর্ম ব্যবসায়ীদের প্রপাগান্ডার বিরুদ্ধে সোচ্চার হয়ে তাদের প্রতিরোধ করার আহবান জানান।

    শনিবার (২৫) ফেব্রুয়ারী বিকেল সাড়ে ৪টায় সাতকানিয়ার স্থানীয় বারদোনা গ্রামে টঙ্কাবতী খালের উপর সাতকানিয়া- লোহাগাড়া মৈত্রীসেতু উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    অনুষ্টানে উদ্বোধক ছিলেন সাতকানিয়া-লোহাগাড়ার স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মাদ নেজামুদ্দীন নদভী।

    বক্তব্যে তিনি বলেন, এখানকার জামায়াতে ইসলামীর সাবেক সাংসদ মাওলানা শামসুল ইসলাম টিআর-কাবিখার নাম দিয়ে অস্ত্র কিনেছে। আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের কথা বলে কোটি কোটি টাকা লোপাট করেছে। চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের টাকা আত্নসাৎ করে মালেশিয়ায় পাচার করেছে। ইসলামি বিশ্ববিদ্যালয়ের কোটি কোটি টাকা লোপাট করে দাড়ি পাল্লায় ভোট কিনে এমপি হয়েছে। তারা ইসলামের নামে কলঙ্ক। এদেরকে কখনো আল্লাহ ক্ষমা করবেন না। তিনি আরও বলেন, আগামীতে জামায়াত- শিবির যদি কোন কারণে ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশ জঙ্গিবাদের রাষ্ট্রে পরিণত করবে।

    শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও বিপুলভোটে নৌকাকে বিজয়ী করার আহবান জানান এমপি নদভী।

    সাতকানিয়া-লোহাগাড়া মৈত্রী সেতু বাস্তবায়ন কমিটির সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এম. ইদ্রিচের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি এডভোকেট সাইফুদ্দিন ছিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাষ্টার মোহাম্মদ মিয়া ফারুক, সাতকানিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মাষ্টার ফোরক আহমদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক তোফাজ্জল হোসাইন চৌধুরী তুহিন ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহরাব হোসেন চৌধুরী শুভ প্রমুখ।

    সেতু বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ও সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এসএম আজিজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রামের তত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন, নির্বাহী প্রকৌশলী মো : হাছান আলী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আব্দুল আলীম ও এরফানুল করিম চৌধুরী ছাড়াও সাতকানিয়া-লোহাগাড়া দুই উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি- সাধারণ সম্পাদকবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • শেখ হাসিনা বেঁচে থাকতে দেশের কোন মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট পাবে না: আমিনুল ইসলাম

    শেখ হাসিনা বেঁচে থাকতে দেশের কোন মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট পাবে না: আমিনুল ইসলাম

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জননেতা আমিনুল ইসলাম আমিন বলেছেন, দেশে চলমান শীত মৌসুমে কনকনে শীতে দেশের শহর ও গ্রামাঞ্জলের মানুষের কষ্টের কথা বিবেচনা করে আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগকে সারা দেশে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়ার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে আজ।

    তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেঁচে থাকতে দেশের কোন মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট পাবে না।

    শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেকদুর এগিয়েছে জানিয়ে তিনি বলেন, তলাবিহীন ঝুঁড়ির দেশ এখন আর নেই। শেখ হাসিনার নেতৃত্বে অনেকধাপ পেরিয়ে বাংলাদেশ এখন উন্নয়শীল দেশে পরিণত হয়েছে। দেশের টাকায় স্বপ্নের পদ্মা সেতু বানিয়ে দেখিয়েছেন। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে মেট্রোরেলের যুগে প্রবেশ করেছে দেশ। আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা। তাই দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতি ধরে রাখতে এবং আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো বিপুলভোটে শেখ হাসিনাকে বিজয়ী করার কোন বিকল্প নেই।

    বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুর ১টায় সাতকানিয়ার রোডভিউ রেষ্টুরেন্ট মাঠে চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা খোরশেদ আলম চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

    সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্টানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট জহির উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, সদস্য মোস্তাক আহমদ আঙ্গুর, সদস্য আনোয়ার কামাল, আবুল কালাম আজাদ, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, মাষ্টার মো : মিয়া ফারুক, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আব্দুল আলীম ও মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. ন. ম সেলিম চৌধুরী প্রমুখ।

    সভায় সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মৃদুল কান্তি দাশ, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাসেম মিয়া, কোষাধ্যক্ষ মুক্তিযোদ্ধা মাহমুদুল হক, দপ্তর সম্পাদক তৈয়বুল হক বেদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, বন ও পরিবেশ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক সুভাষ চন্দ্র নাথ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আজিজুর রহমান, দক্ষিণ জেলা যুবলীগ নেতা মোরশেদ আলম চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক এডভোকেট শাহরিয়ার চৌধুরী, উপ-প্রচার সম্পাদক নাঈমুল হক হারুন, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এমএস মামুন, চরতি ইউপি চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক শাহিন আক্তার সানা, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এসএম আজিজ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক তোফাজ্জল হোসাইন চৌধুরী তুহিন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আলতাপ উদ্দিন সহ সাতকানিয়া এবং লোহাগাড়া উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত আ.লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম

    নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত আ.লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জননেতা আমিনুল ইসলাম আমিন লোহাগাড়া-সাতকানিয়ার হাজারো দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হলেন।

    আজ সোমবার (৯ জানুয়ারী) সকাল ১১টায় আকস্মিকভাবে তিনি সাতকানিয়া উপজেলার বারদোনাস্থ গ্রামের বাড়িতে তাঁর মা-বাবার কবর জেয়ারত এবং দুপুর ১টার দিকে লোহাগাড়ার ঐতিহাসিক চুনতি শাহ সাহেব কেবলার মাজার জেয়ারতে আসলে তিনি নেতাকর্মীদের এমন ভালোবাসায় সিক্ত হন।

    এটি তাঁর অনানুষ্ঠানিক সফর হলেও তাঁর আগমনের খবরে সকাল থেকেই সাতকানিয়ার মৌলভীর দোকান ও কেরাণী হাট, লোহাগাড়ার ঠাকুরদিঘী, পদুয়া তেওয়ারী হাট, বটতলী মোটর ষ্টেশন, আধুনগর বাজার, চুনতি হাজ্বী রাস্তার মাথা এবং বারদোনাস্থ তাঁর গ্রামের বাড়িতে দলের হাজার হাজার নেতাকর্মী জমায়েত হয়। এসময় পথে পথে দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা এবং ফুলের পাপড়ি ছিড়ানো ভালোবাসায় সিক্ত হন।

    পরে সাতকানিয়ার বারদোনাস্থ তাঁর গ্রামের বাড়িতে পর্যায়ক্রমে সাতকানিয়া-লোহাগাড়া উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে আমিনুল ইসলামকে বরণ করেন এবং শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

    এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, সহ-সভাপতি জান মোহাম্মদ সিকদার, আলহাজ্ব আইয়ুব মিয়া, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার কামাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাসেম মিয়া, ফরিদ আহমদ, কোষাধ্যক্ষ মুক্তিযোদ্ধা মাহমুদুল হক, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, মুজিবুর রহমান মুজিব, মাষ্টার মোহাম্মাদ মিয়া ফারুক, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আব্দুল আলীম, সাতকানিয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ.কে.এম আসাদ, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, তথ্য ও গবেষণা সম্পাদক সাইফুল আলম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবু ইউসুফ, উপ-দপ্তর সম্পাদক এমএস মামুন, কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব মামুন-উর রশিদ চৌধুরী, নুরুল হক কন্ট্রাক্টর, কামরুল হুদা, নুরুল আবছার, জহির উদ্দিন, ডা : এমরান, হারুনুর রশিদ রাসু, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ নেতা মোরশেদ আলম চৌধুরী, লোহাগাড়া সদর ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, চুনতি ইউনিয়ন সভাপতি শাহ আলম পল্টু, সাধারণ সম্পাদক জানে আলম, কলাউজান ইউনিয়ন সভাপতি গাজী ইছহাক মিয়া, সাধারণ সম্পাদক সামশুল আলম, চরম্বা ইউনিয়ন সভাপতি মাষ্টার শফিকুর রহমান, সাধারণ সম্পাদক আছহাব উদ্দিন, পদুয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক আবচার আহমদ, পুটিবিলা ইউনিয়ন সাধারণ সম্পাদক ফোরাত বিন হানিফ চৌধুরী শাকিল, উপজেলা যুবলীগ নেতা আবছার উদ্দিন, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এসএম আজিজ, যুগ্ম আহবায়ক নাছির উদ্দীন জয়, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক তৌহিদুল হাসান, একেএম পারভেজ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক তুহিনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

    এছাড়াও চুনতি শাহ মঞ্জিল ও হযরত শাহ সাহেব কেবলার পরিবারের পক্ষ থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, দিনার নাজাত, শাহজাদা তৈয়বুল হক বেদার, নজুমুন্নিচ্ছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষাবিদ আব্দুল খালেক।

  • সাতকানিয়া-লোহাগাড়ায় ৫ হাজার কর্মহীন ব্যক্তিকে কেন্দ্রীয় আ.লীগ নেতা আমিনুল ইসলামের ইফতার বিতরণ

    সাতকানিয়া-লোহাগাড়ায় ৫ হাজার কর্মহীন ব্যক্তিকে কেন্দ্রীয় আ.লীগ নেতা আমিনুল ইসলামের ইফতার বিতরণ

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : দেশে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় চলমান লকডাউনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনের উদ্যোগে সাতকানিয়া-লোহাগাড়ার ৫ হাজার কর্মহীন হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে দ্বিতীয় দফায় ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ শুরু করেছে।

    আজ শনিবার (২৪ এপ্রিল) বিকেল ৩টায় সাতকানিয়া উপজেলার বারদোনাস্থ আমিনুল ইসলামের গ্রামের বাড়ী থেকে এ ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ কার্যক্রম আনুষ্টানিকভাবে শুরু হয়।

    ইফতার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী। এতে উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো : শাহজাহান, কার্যনির্বাহী সদস্য নাজিম উদ্দিন, সাতকানিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নছিমুল করিম সিকদার, ছদাহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, কাঞ্চনা ইউপি চেয়ারম্যান রমজান আলী, ঢেমশা ইউপি চেয়ারম্যান রিদুয়ান উদ্দিন, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এসএম আজিজ, আমিনুল ইসলামের ব্যক্তিগত সচিব মিরান হোসেন মিজান, ছদাহা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন, স্থানীয় ইউপি মেম্বার সেলিম উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন ও সাতকানিয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো: এমরান প্রমুখ।
    এ সময় কর্মহীন হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য সাতকানিয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যানগণের হাতে এসব ইফতার-সেহেরী সামগ্রীর প্যাকেট তুলে দেয়া হয়।

    বিতরণ করা প্রতি প্যকেটে রয়েছে চাল, চনা, পিয়াজ, সয়াবিন তৈল, মসুর ডাল, লবন, চিনি ও সেমাইসহ মোট ১৪ কেজি খাদ্যপণ্য।

    এ প্রসঙ্গে জানতে চাইলে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম আমিন বলেন, দেশে দ্বিতীয় দফা করোনায় দিন দিন আক্রান্ত ও মুত্যেুর মিছিল বাড়ছে। করোনার সংক্রমণ মোকাবিলায় সরকার ঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়া গ্রামের দিনমজুর, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব বলে মনে করি। তাই পবিত্র এ রমজানে দ্বিতীয় দফায় সাতকানিয়া-লোহাগাড়ার ৫ হাজার কর্মহীন হতদরিদ্রদের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করলাম।

    ২৪ ঘণ্টা/আজাদ

  • সাতকানিয়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলামের ইফতার বিতরণ শুরু

    সাতকানিয়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলামের ইফতার বিতরণ শুরু

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : দেশে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় চলমান লকডাউনে সাতকানিয়া- লোহাগাড়ায় ঘরবন্দী হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনের উদ্যোগে প্রথম দফা ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

    বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেল ৩ টায় সাতকানিয়া উপজেলার বারদোনাস্থ আমিনুল ইসলামের গ্রামের বাড়ীতে বারদোনা এলাকার ২০০ হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।

    ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন আমিনুল ইসলামের চাচা সমাজসেবক আলহাজ্ব নুরুল কবির, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এস.এম আজিজ, সাতকানিয়া সদর ইউপি সদস্য সেলিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা নুরুল কবির, সাতকানিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জিয়াবুল হক, ছাত্রলীগ নেতা মো : ফয়সাল, ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা আ. ন. ম ইমরান, স্বেচ্ছাসেবক লীগ নেতা এরশাদুর রহমান ও জুনাঈদ প্রমুখ।

    এ সময় সাতকানিয়ার বারদোনা গ্রামের ২০০ ঘরবন্দী হতদরিদ্র প্রতি পরিবারকে ১৫ কেজি চাল, ২ কেজি চনা, ২ কেজি পিয়াজ, ১ কেজি সয়াবিন তৈল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি লবন, ১ কেজি চিনি ও ১ কেজি মুড়ি সহ মোট ২৪ কেজি খাদ্যপণ্য বিতরণ করা হয়।

    এ প্রসঙ্গে জানতে চাইলে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম আমিন বলেন, দেশে দ্বিতীয় দফা করোনায় দিন দিন আক্রান্ত ও মুত্যেুর মিছিল বাড়ছে। করোনার সংক্রমণ মোকাবিলায় সরকার সারাদেশে লকডাউন ঘোষণা করেছে। চলমান এ লকডাউনে কর্মহীন হয়ে পড়া গ্রামের দিনমজুর, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব বলে মনে করি। তাই পবিত্র এ রমজানে প্রথম দফায় গ্রামের ২০০ হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করলাম। পর্যায়ক্রমে সাতকানিয়া-লোহাগাড়ার ঘরবন্দী হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হবে।

    ২৪ ঘণ্টা/এ. কে. আজাদ

  • আ.লীগের কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলামের রোগ মুক্তিতে দেশ-বিদেশে দোয়া মাহফিল

    আ.লীগের কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলামের রোগ মুক্তিতে দেশ-বিদেশে দোয়া মাহফিল

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন হঠাৎ প্রেনক্রিয়াসের ব্যাথাজনিত কারণে অসুস্থতাবোধ করলে গত ৪ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টায় চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। এর তিনদিন পর শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত ৭ ডিসেম্বর ভোর ৭টায় ঢাকার বাংলাদেশ স্পেশালিষ্ট হসপিটালে নেয়া হয়। সেখানে করোনা পরীক্ষায় পজেটিভ রিপোর্ট আসে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

    এদিকে, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলামের রোগমুক্তি কামনায় দলের বিভিন্ন ইউনিট, দলীয় নেতাকর্মী ও তাঁর ভক্ত-অনুরাগীদের উদ্যোগে দেশ-বিদেশের বিভিন্ন মসজিদে-মসজিদে খতমে কুরআন, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

    আজ ১১ ডিসেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদারের সভাপতিত্বে লোহাগাড়ার চুনতি মসজিদে বাইতুল্লাহ, চুনতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইরফান আলীর সভাপতিত্বে চুনতি শাহ সাহেব কেবলা (রা:) মাজার শরীফ, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব মামুন-উর রশিদ চৌধুরীর সভাপতিত্বে লোহাগাড়া সদরের দর্জি পাড়া জামে মসজিদ, লোহাগাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে দরবেশ হাটের মসজিদে আল মোস্তাফা ও লোহাগাড়া সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক হেফাজত উল্লাহ সিকদারের সভাপতিত্বে লোহাগাড়া মো: হোসাইন সিকদার পাড়া জামে মসজিদ, লোহাগাড়া উপজেলা শ্রমিকলীগের দপ্তর সম্পাদক মোহাম্মাদ হোছেন মাসুমের সভাপতিত্বে উপজেলা সদরের পুরান থানার কাদেরীয়া তৈয়বীয়া জামে মসজিদ, বড়হাতিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মঞ্জুর আহমদ কোম্পানীর সভাপতিত্বে হরিদাঘোনা কেন্দ্রীয় জামে মসজিদ ও নতুন পাড়া শাহ জব্বারিয়া জামে মসজিদ, যুবলীগ নেতা মো : ফোরকানের সভাপতিত্বে সাতকানিয়ার কাঞ্চনা জামে মসজিদ এবং আছর নামাজের পর লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আবছার উদ্দিনের সভাপতিত্বে লোহাগাড়া থানা রাস্তার মাথা জামে মসজিদে খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

    এছাড়াও গত ১০ ডিসেম্বর এশার নামাজের পর লোহাগাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ আব্দুল বাকীর সভাপতিত্বে দক্ষিণ সুখছড়ি আব্দুল খালেক শাহ (রা:) মাজার জামে মসজিদ, আছর নামাজের পর সাতকানিয়ার কাঞ্চনা তালিমুল কোরান মাদ্রাসা ও হেফজখানা, খুলনা ইসলামিয়া জামে মসজিদ, গত ৯ ডিসেম্বর লোহাগাড়া সদর ইউনিয়নের সভাপতি জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে লোহাগাড়ার দরবেশ হাট তালিমুল কোরান মাদ্রাসা ও এতিম খানা, কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী ইছহাক মিয়ার সভাপতিত্বে হরিণা বিল বাগান বাড়ী জামে মসজিদ ও এতিমখানা, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনোয়ার জিহানের সভাপতিত্বে জাগরণ ৭১’র উদ্যোগে লোহাগাড়ার বটতলী মোটর ষ্টেশনের তালিমুল কোরান হেফজখানা, কলাউজান ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হকের সভাপতিত্বে দারুত তাওহীদ আল ইসলামিয়া হেফজখানা, সৌদি আরবের মক্কা আওয়ামী ফাউন্ডেশন, মদীনা আওয়ামী ফাউন্ডেশন, জেদ্দা আওয়ামী ফাউন্ডেশন এবং চট্টগ্রাম নগরীর হযরত আমানত শাহ (রা:) মাজারে চট্টগ্রাম আওয়ামী পরিবারের উদ্যোগে খতমে কুরআন, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

    এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদারসহ নেতৃবৃন্দ।

    গত ৭ ডিসেম্বর জোহর নামাজের পর চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কর্মসংস্থান বিষয়ক উপ-সম্পাদক লুৎফর রহমান মাসুমের সভাপতিত্বে কেরানী হাট জামে মসজিদ ও গত ৬ ডিসেম্বর কেরানী হাট নিউ মার্কেটের হল রুমে সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আমিনুল ইসলামের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। এছাড়া গত ৫ ডিসেম্বর বিকেল ৪টায় পদুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান মানিকের সভাপতিত্বে দক্ষিণ পদুয়া বেপারী পাড়া জামে মসজিদে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। এছাড়াও তিনি অসুস্থ হবার পর থেকে সাতকানিয়া-লোহাগাড়ার প্রায় প্রতিটি পাড়া মহল্লায় তার রোগ মুক্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

    উল্লেখ্য, আমিনুল ইসলাম আমিন সাতকানিয়ায় কয়েকটি অনুষ্টানে অংশ নিতে গত ৩ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে চট্টগ্রাম আসেন। পরদিন শুক্রবার সকালে হঠাৎ প্রেনক্রিয়াসের ব্যাথাজনিত কারণে অসুস্থতাবোধ করলে সকাল ১০টার দিকে তাঁকে চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়।

    ২৪ ঘণ্টা/আজাদ

  • অসুস্থ কেন্দ্রীয় আ.লীগ নেতা আমিনুল ইসলামের শয্যাপাশে ড. নদভী এমপি

    অসুস্থ কেন্দ্রীয় আ.লীগ নেতা আমিনুল ইসলামের শয্যাপাশে ড. নদভী এমপি

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন হঠাৎ প্রেনক্রিয়াসের ব্যাথাজনিত কারণে অসুস্থতাবোধ করলে শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে তাঁকে চট্টগ্রাম নগরীর বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়।

    একইদিন রাত সাড়ে ৭টার দিকে ম্যাক্স হাসপাতালে তাঁকে দেখতে যান সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

    এ সময় সাংসদ নদভী আমিনুল ইসলামের শয্যাপাশে বেশ কিছুক্ষণ সময় কাটান এবং চিকিৎসার খোঁজ-খবর নেন। এমপি নদভী কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনের দ্রুত সুস্থতা কামনা করেন।

    উল্লেখ্য, আমিনুল ইসলাম আমিন সাতকানিয়ায় কয়েকটি অনুষ্টানে অংশ নিতে বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে চট্টগ্রাম আসেন। শুক্রবার সকালে হঠাৎ প্রেনক্রিয়াসের ব্যাথাজনিত কারণে অসুস্থতাবোধ করলে একইদিন সকাল ১০টার দিকে তাঁকে চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়।

    ২৪ ঘণ্টা/আজাদ

  • লোহাগাড়ায় নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে : গণসংযোগকালে আমিন

    লোহাগাড়ায় নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে : গণসংযোগকালে আমিন

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক জননেতা আমিনুল ইসলাম আমিন বলেছেন, আসন্ন লোহাগাড়ার তিন ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকার পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে।

    তিনি আরো বলেন, দেশের মানুষ এখন শেখ হাসিনার প্রতি আস্থা ও বিশ্বাস রেখেছে । দেশের মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার প্রতীক নৌকায় ভোট প্রদান করতে এলাকাবাসীর প্রতি আহবান জানান তিনি।

    মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় দরবেশ হাটে লোহাগাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরীর সমর্থনে আয়োজিত বিশাল নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    লোহাগাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, নৌকার প্রার্থী আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন হিরু, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক তৈয়বুল হক বেদার, উপ-দপ্তর সম্পাদক এমএস মামুন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মামুন-অর রশীদ চৌধুরী, এইচ এম গনি সম্রাট, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজাহান, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ সাতকানিয়া শাখার সভাপতি এরফানুল করিম চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফজলে এলাহী আরজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আবছার উদ্দিন, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ লোহাগাড়া শাখার সভাপতি মিজানুর রহমান মিজান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিহান পারভেজ চৌধুরী, জেলা আপ্যায়ন সম্পাদক রানা বড়ুয়া ও তারেকুল ইসলাম ইমন প্রমুখ।
    একইদিন সকাল ১০টাকা থেকে বিকেল ৫টা পর্যন্ত তিনি আমিরবাদ ইউনিয়নের নৌকার মনোনীত প্রার্থী এস এম ইউনুচের সমর্থনে আমিরবাদের পুরাতন বিওসি, সুখছড়ি মৌলভী পাড়া, কালী বাড়ী এলাকা, কামারদিঘীর পাড় ও রাবার ড্যাম এলাকায় নৌকার পক্ষে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেন এবং পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

    এ সময় তিনি আমিরাবাদের অসমাপ্ত উন্নয়ন ও এলাকার ব্যাপক উন্নয়নের স্বার্থে আগামী ২০ অক্টোবর শেখ হাসিনার প্রতীক নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহবান জানান।

    এদিকে, গত ১২ অক্টোবর আধুনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী নুরুল কবিরের সমর্থনে আধুনগরের মছদিয়া, পাল পাড়া, ক্যামেলিয়া পাড়া, চেঁদিপুনি বড়ুয়া পাড়া, হরিণা ও আধুনগর বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। একইদিন সন্ধ্যা ৭টায় আধুনগর বাজারে এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এতে জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

    উল্লেখ্য, আগামী ২০ অক্টোবর আমিরাবাদ, আধুনগর এবং লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

    ২৪ ঘণ্টা/রিহাম/আজাদ

  • করোনা আক্রান্ত আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিন

    করোনা আক্রান্ত আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিন

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন করোনা আক্রান্ত হয়েছেন। সর্দি ও গলাব্যথা উপসর্গ থাকায় তিনি নমুনা পরীক্ষা করেন। সোমবার দুপুরে জানতে পারেন তিনি করোনা পজিটিভ।

    আওয়ামী লীগের এই নেতা বলেন, আমি সুস্থ আছি। কিছুটা ঠাণ্ডাজনিত সমস্যা আছে। সঙ্গে হাল্কা গলাব্যথা। অন্য কোনো উপসর্গ নেই। আইসোলেশনে আছি এখন। ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন শুরু করেছি।

    মানসিকভাবে চাঙা আছেন উল্লেখ করে তিনি বলেন, দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর দোয়া চাই।

    ২৪ ঘণ্টা/এম আর

  • লোহাগাড়ায় আমিনুল ইসলামের পাঠানো ত্রাণ পেল ৮’শ কর্মহীন শ্রমজীবি

    লোহাগাড়ায় আমিনুল ইসলামের পাঠানো ত্রাণ পেল ৮’শ কর্মহীন শ্রমজীবি

    লোহাগাড়া প্রতিনিধি :  প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে নিজ ঘরে আটকে পড়া দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলামের নিজস্ব অর্থায়নে ১৮’শ কর্মহীন শ্রমজীবি, খেটে খাওয়া ও হতদরিদ্র মানুষদের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৫টায় লোহাগাড়ায় দ্বিতীয় কিস্তিতে ৪০০জন কর্মহীন শ্রমজীবি মানুষের ঘরে পৌঁছে দিতে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি- সাধারণ সম্পাদকের কাছে হস্তান্তার করা হয়েছে।

    আমিনুল ইসলামের পক্ষে স্থানীয় নেতৃবৃন্দের কাছে এসব ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী।

    এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাশেম মিয়া, ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, দপ্তর সম্পাদক তৈয়বুল হক বেদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ মুক্তিযোদ্ধা হাজ্বী মাহমুদুল হক, শ্রমিকলীগের সভাপতি ফরিদ উদ্দিন ও আমিনুল ইসলামের ব্যক্তিগত সহকারী মিরান হোসেন মিজানসহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ।

    এদিকে, গত বুধবার, বৃহষ্পতিবার ও শুক্রবার আমিনুল ইসলামের পক্ষে সাতকানিয়ায় ১ হাজার কর্মহীন শ্রমজীবি মানুষের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

    এসব ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব মাষ্টার ফারুখ আহমদ, সাতকানিয়া সদর ইউপি চেয়ারম্যান মো: নেজাম উদ্দিন, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এস.এম আজিজ ও স্থানীয় ইউপি সদস্য মো: সেলিম উদ্দিন।

    ইতোপূর্বেও লোহাগাড়ায় প্রথম কিস্তিতে স্থানীয় দলীয় নেতাকর্মীদের মাধ্যমে ৪০০ জন কর্মহীন শ্রমজীবি মানুষের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছানো হয়েছে। বিতরণকৃত এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি পেঁয়াজ ও ১টি সাবান।

    আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম জানান, সাম্প্রতিক কালের প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্ব স্তব্দ হয়ে পড়েছে। এটি একটি বৈশ্বিক সমস্যা। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দুরদর্শিতা ও আগাম পদক্ষেপের কারণে বাংলাদেশ অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। দেশের আকাশ পথ ও সড়ক যোগাযোগ বন্ধ থাকায় আমার প্রাণপ্রিয় সাতকানিয়া-লোহাগাড়ায় আসা সম্ভব না হলেও টেলিফোনে স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে লোকজনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছি এবং ব্যাক্তিগত তহবিল থেকে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে সাতকানিয়া-লোহাগাড়ার ঘরে আটকে পড়া ১৮’শ কর্মহীন শ্রমজীবি-হতদরিদ্র মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছি। এছাড়াও কয়েক দফায় দুই উপজেলায় তিন হাজার মাক্স, সাবান, গ্লাভস ও হ্যন্ড স্যানিটাইজারসহ সুরক্ষা সামগ্রী বিতরণের ব্যবস্থা করেছি। আশা রাখি এর মাধ্যমে ঘরে আটকে থাকা কর্মহীন হতদরিদ্ররা কিছুটা হলেও খাদ্য সংকট থেকে উত্তোরিত হবে। এছাড়াও প্রিয় সাতকানিয়া-লোহাগাড়াবাসীকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি চলমান সরকারী সাধারণ ছুটিতে আত্মীয়-স্বজনের বাড়ীতে বেড়াতে না গিয়ে, দোকান-পাট, হাট-বাজার ও রাস্তা-ঘাটে অযথা ঘুরাঘুরি না করে এই প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে নিজ ঘরেই অবস্থান করুন এবং মহান আল্লাহর দরবারে বেশী বেশী প্রার্থনা করুন।

  • সাতকানিয়া- লোহাগাড়ায় ঘরবন্দি দেড় হাজার শ্রমজীবি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

    সাতকানিয়া- লোহাগাড়ায় ঘরবন্দি দেড় হাজার শ্রমজীবি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। লোহাগাড়া প্রতিনিধি : প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সরকারী নির্দেশনা অনুযায়ী ঘরে আটকে থাকা দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলার দেড় হাজার শ্রমজীবি, খেটে খাওয়া মানুষ, হতদরিদ্র ও নিন্ম আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

    আজ ১ এপ্রিল বুধবার দুপুর ১২টায় সাতকানিয়া সদর ইউনিয়নের বারদোনা গ্রাম থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়।

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলামের ব্যক্তিগত আর্থিক সহায়তায় এসব খাদ্য সামগ্রী হতদরিদ্র ও শ্রমজীবি মানুষদের বাড়ী বাড়ী পৌঁছে দিচ্ছেন সাতকানিয়া সদর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো: নেজাম উদ্দিন, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাষ্টার ফারুক আহমদ, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এস.এম আজিজ, স্থানীয় ইউপি সদস্য যুবলীগ নেতা মো: সেলিম উদ্দিন ও যুবলীগ নেতা জাবেদুর রশীদসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

    এদিকে, লোহাগাড়া উপজেলায় আমিনুল ইসলামের পক্ষে ঘরে আটকে থাকা হতদরিদ্র ও শ্রমজীবিদের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন আমিনুল ইসলামের ব্যক্তিগত সহকারী আওয়ামী লীগ নেতা মিরান হোসেন মিজান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তৈয়বুল হক বেদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিহান পারভেজ চৌধুরী, জেলা ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক রানা বড়ুয়াসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

    ২৪ঘণ্টা/