Tag: আরব আমিরাত

  • রমজান শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করল আরব আমিরাত

    রমজান শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করল আরব আমিরাত

    পবিত্র রমজান মাস কবে শুরু হবে, সম্ভাব্য সেই তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। আগামী বছরের ১২ মার্চ সংযুক্ত আরব আমিরাতে রমজান মাস শুরু হতে পারে বলে দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের (আইএসিএডি) ওয়েবসাইটে জানানো হয়েছে।

    আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমস বলছে, ইসলামি ক্যালেন্ডারের নবম মাস রমজান। হিজরি ক্যালেন্ডারের অন্যান্য সব মাসের মতো রমজান মাস শুরু হয় চাঁদ দেখার ওপর নির্ভর করে। ইসলামি ক্যালেন্ডারের প্রত্যেক মাসের শুরুর তারিখ চাঁদ দেখা সাপেক্ষে নির্ধারিত হয়।

    সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ রমজান মাস শুরুর বিষয়ে প্রত্যেক বছর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে থাকে। জ্যোতির্বিজ্ঞানের গণনায় কেবল ইসলামি ক্যালেন্ডারের প্রত্যেক মাসের শুরুর সম্ভাব্য তারিখের পূর্বাভাস দেওয়া হয়।

    • ২০২৪ সালে রমজান মাস শুরু হবে কবে?
    আমিরাতের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, দেশটিতে ২০২৪ সালে রমজান মাসের শুরু হবে ১২ মার্চ (মঙ্গলবার)। ওই সময় সংযুক্ত আরব আমিরাতে বসন্ত ঋতু শুরু হয়। যে কারণে সেসময় দেশটিতে আবহাওয়া তুলনামূলক শীতল থাকবে। রমজান মাসে দেশটির শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

    • রোজার সময়কাল কী হবে?
    ২০২৩ সালের তুলনায় আগামী বছর আমিরাতে রোজার সময় কম হবে। আইএসিএডির তথ্য অনুযায়ী, পবিত্র রমজান মাসের প্রথম দিন আমিরাতের মুসলমানরা ১৩ ঘণ্টা ১৬ মিনিট ধরে খাদ্য ও পানীয় থেকে বিরত থাকবেন। তবে মাসের শেষের রোজার সময় প্রায় ১৪ ঘণ্টায় পৌঁছাবে। এর আগে ২০২৩ সালে দেশটিতে ১৩ ঘণ্টা ৩৩ মিনিট থেকে ১৪ ঘণ্টা ১৬ মিনিট পর্যন্ত রোজার সময় ছিল।

    • রমজানের শেষ কবে?
    আইএসিএডির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে রমজান মাস ২৯ দিন হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। সেই অনুযায়ী, আমিরাতে রমজানের শেষ দিন হবে আগামী বছরের ৯ এপ্রিল।

    • ২০২৪ সালে ঈদুল ফিতর কবে?
    রোজা শেষে বিশ্বজুড়ে মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করা হয়। ২০২৪ সালে ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশটির বাসিন্দারা লম্বা সরকারি ছুটি পাবেন। দেশটির সরকার ইতিমধ্যে ২৯ রমজান থেকে ৩ শাওয়াল (৯ এপ্রিল থেকে ১২ এপ্রিল) পর্যন্ত সরকারি ছুটি থাকবে বলে জানিয়েছে। এর সাথে শনিবার ও রোববার (১৩ ও ১৪ এপ্রিল) সাপ্তাহিক ছুটি যোগ হবে। ফলে আমিরাতের বাসিন্দারা পবিত্র ঈদুল ফিতরে ছয় দিনের ছুটি পাবেন।

    সূত্র: খালিজ টাইমস।

  • আরব আমিরাতে ফার্নিচার কারখানায় আগুন, ৩ বাংলাদেশির মৃত্যু

    আরব আমিরাতে ফার্নিচার কারখানায় আগুন, ৩ বাংলাদেশির মৃত্যু

    সংযুক্ত আরব আমিরাতে একটি ফার্নিচারের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের সবার বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নে। মঙ্গলবার (৩০ মে) সকালে বৈদ্যুতিক শর্টসার্কিটে আমিরাতের শারজাহ শহরে এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন, সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউপির পলতি তারাবাড়ীয়া গ্রামের আবু তাহের পাটোয়ারী বাড়ির মো. ইউসুফ (৪৩), একই এলাকার বড়বাড়ির তারেক হোসেন বাদল (৪০) ও পলতি হারিছ মিয়ার বাড়ির মো. রাসেল (৩০)।

    নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৭টার দিকে তিনজনের পরিবার অগ্নিকাণ্ডের ঘটনা জানতে পারে। এরপর বেলা ১১টার দিকে নিহত ইউসুফের ছোট ভাই ইমরান হোসেন আবুধাবি থেকে তিনজনের মৃত্যুর খবর পান। এরপর তিন পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন, প্রতিবেশি ও শত শত নারী-পুরুষ ছুটে আসেন তাদের বাড়িতে।

    নিহত ইউসুফের ছোট ভাই গোলাম রসুল বলেন, আমার বড় ভাই ২৫ বছর ধরে আমিরাতে প্রবাসজীবন কাটাচ্ছেন। তিনি শারজাহ শহরে একটি ফার্নিচার তৈরির কারখানায় কাজ করতেন। বাড়িতে তার দুই ছেলে আছে। সর্বশেষ পাঁচ বছর আগে দেশে এসেছিলেন। স্থানীয় সময় সোমবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে কারখানায় আগুন লাগে। ওই ঘটনায় আমার ভাইসহ আমাদের ইউনিয়নের আরও দুজন দগ্ধ হয়ে মারা যান।

    গোলাম রসুল বলেন, কীভাবে আগুন লেগেছে সে ব্যাপারে এখনো নিশ্চিত করে কিছু জানতে পারেননি। অগ্নিকাণ্ডের পর ওই দেশে থাকা আত্মীয়স্বজন মঙ্গলবার দুপুরে মুঠোফোনে কল করে বিষয়টি গ্রামের বাড়িতে জানান। আমার ভাইসহ নিহত তিনজনের মরদেহ এখনো দেশটির পুলিশের হেফাজতে আছে। সেখানে থাকা স্বজনেরা দূতাবাসের মাধ্যমে মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। আমরা এ বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেছি।

    নিহত বাদলের পিতা মীর আহাম্মদ বলেন, ৮ মাস আগে পরিবারের অনটন গোছাতে বাংলাদেশ থেকে ইউসফের ফ্যাক্টরিতে কাজ নেয় বাদল। বাদলের দুই ভাই প্রতিবন্ধী। বাদলের সাজ্জাদ, জাহিদ ও আবীর নামে তিন ছেলে লেখা পড়া করছে। বাদলের মৃত্যুতে আমরা অসহায় হয়ে পড়েছি।

    নিহত রাসেলের চাচা সাহাব উদ্দিন বলেন, গত বছরের এপ্রিল মাসে ধার-দেনা ও কিস্তি নিয়ে রাসেল ইউসুফের সোফা ফ্যাক্টরিতে যায়। তার নিজের কোনো ভূমি বা বসতঘরও নেই। তার মা, স্ত্রী ও এক সন্তান চাচা আবদুস ছাত্তারের ঘরে থাকেন। কিস্তির টাকাও পরিশোধ করতে পারেননি রাসেল। রাসেলের কন্যা সন্তানও প্রতিবন্ধী। রাসেলের মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে।

    ডমুরুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শওকত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমিরাতে ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডে আমার ইউনিয়নের মতইন ও পলতি তারাবাড়িয়া গ্রামের তিন প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়েন। শত শত নারী পুরুষ ও স্বজন বাকরুদ্ধ। মরদেহ আনতে তাদের পরিবার সরকারের সহযোগিতা চেয়েছে।

    সেনবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, তিন প্রবাসী নিহত হওয়ার খবর আমি সামাজিক যোগাযোগমাধ্যমে জেনেছি। আমিরাতে অবস্থানরত নিহত ব্যক্তিদের স্বজনেরা দূতাবাসের মাধ্যমে মরদেহগুলো দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তবে নিহতের বিষয়ে নিহত ব্যক্তিদের স্বজনেরা থানায় কিছু জানাননি।

  • আবুধাবী প্রবাসীদের জন্য গোল্ডেন গ্রুপের ইফতার মাহফিল

    আবুধাবী প্রবাসীদের জন্য গোল্ডেন গ্রুপের ইফতার মাহফিল

    আমিরাত প্রতিনিধি: আবুধাবীর গোল্ডেন গ্রুপ অব কোম্পানীজ এর ব্যবস্থাপনায় প্রবাসীদের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

    মঙ্গলবার(৪ এপ্রিল) আবুধাবির এলেক্ট্রাতে গোল্ডেন গ্রুপ অব কোম্পানীজ-এর প্রধান কায্যালয়ে কোম্পানীর চেয়ারম্যান আলহাজ্ব মফজল আহমদ এর সভাপতিত্বে মাহফিল পরিচালনা করেন কোম্পানির পরিচালক মোহাম্মদ আনাস।

    অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আমিরাতে সফররত নুরে বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান নুরে বাংলা।

    রোজার তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন মাওলানা আলমগীর হোসেন, মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ।

    এ সময়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইসগ্যালারীর মালিক মোহাম্মদ সেলিম, আবুধাবির ব্যবসায়ী মোহাম্মদ ওসমান আলী, ব্যবসায়ী ও সংগঠক ছৈয়দ লুৎফর রহমান, মাওলানা মমতাজ উদ্দিন আল কাদেরী, ব্যবসায়ী মাহবুবুর রহমান প্রমুখ।

    মাওলানা নুরে বাংলা নামাজ, রোজা, যাকাত ও ফিতরার তাৎপর্য তুলে ধরে রমজান মাসে নামাজ, কুরআন তেলোওয়াত ইবাদত বন্দেগীর পাশাপাশি সঠিক হিসেবে গরীব মিসকীন, এতিমদের যাকাত ও ফিতরা প্রদান করতে বলেন। তিনি যাকাত ফিতরার টাকা জংগী সংগঠন ও জংগী তৈরী হয় এমন প্রতিষ্ঠানে দিতে বারণ করেন।

    পরে মিলাদ কিয়াম শেষে দেশ জাতি, প্রবাসী ও মুসলিম উম্মার কল্যান কামনা করে মোনাজাত করা হয়।

  • দুবাইয়ের মুশরিফ পার্কে জমজমাট নববর্ষ ও বর্ষপূর্তি উদযাপন

    দুবাইয়ের মুশরিফ পার্কে জমজমাট নববর্ষ ও বর্ষপূর্তি উদযাপন

    আরব আমিরাত প্রতিনিধি: প্রবাসে কাজের একঘেয়েমী দূর করে নিজ এলাকার সকল প্রবাসীদের মাঝে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার সত্তারকূল হযরত মাওলানা রমজান আলী স্মৃতি সংসদ প্রবাসী শাখার ৫ম বর্ষপূর্তি ও ইংরেজি নববর্ষ উপলক্ষে পূর্ণমিলনী ২০২৩ জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২০২৩ সালের প্রথম দিন রবিবার দুবাইয়ের মুশরিফ পার্কে দিনব্যাপি খেলাধুলা, খানাপিনা, আলোচনা, পুরুস্কার বিতরন, রাফেল ড্রসহ নানা আয়োজনে অনুষ্ঠানটি ভরপুর ছিল।

    অনুষ্ঠানে আমিরাতের বিভিন্ন প্রান্ত হতে স্মৃতি সংসদের কর্মকর্তা সদস্য এবং আমিরাতে অবস্থানরত একই এলাকার প্রবাসীদের সরব উপস্থিতি মুশরিফ পার্কের এক প্রান্ত যেন মিনি বাংলাদেশের একটি গ্রামে পরিণত হয়।

    প্রানবন্ত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমিরাতের আল নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ন,আ, ম বদরুদ্দীন।

    সংগঠনের সভাপতি এম আবদুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠান ( আলোচনা, পুরুষ্কার বিতরণ ও রাফেল ড্র পর্ব)পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ আজম খান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহাজাহান।

    হামীম আবদুল্লাহর কুরআন তেলোওয়াতের পর অনুষ্ঠানে ইসলামী কুইজ পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ এয়াছিন। অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা দৈনন্দিন ইসলামের বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর দেন।

    অনুষ্ঠানের খেলাধুলাসহ অন্যান্য ইভেন্টগুলো পরিচালনা করেন যথাক্রমে মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ রফিক, সোহেল চৌধুরী, দুলাল চৌধুরী,মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ মোজাম্মেল, মোহাস্মদ আলমগীর, আলিমুজ্জান, মোহাম্মদ জাগের প্রমুখ।

    অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।

    উল্লেখ্য যে, অনুষ্ঠানে রাফেল ড্রয়ের বিজয়ী রিমন ও শামিমা আকতার আল নুর ফাউন্ডেশনর সৌজন্যে ওমরাহ প্যাকেজে ওমরাহ হজ্ব করতে পারবেন।

  • লটারিতে প্রায় ১০০ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি

    লটারিতে প্রায় ১০০ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি

    সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) প্রায় ১০০ কোটি টাকা জিতেছেন প্রবাসী এক বাংলাদেশি। নতুন বছরের প্রথম ‘বিগ টিকিট র‌্যাফেল ড্রতে’ রাজধানী আবুধাবিতে ২৪৭ সিরিজের সবচেয়ে বড় পুরস্কারটি জেতেন তিনি।

    প্রবাসী ওই বাংলাদেশির লটারিতে পাওয়া অর্থের পরিমাণ ৩৫ লাখ দিরহাম। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০০ কোটি টাকা। মঙ্গলবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।

    প্রতিবেদনে বলা হয়েছে, আরব আমিরাতে লটারিতে বিশাল অংকের অর্থ জেতা প্রবাসী ওই বাংলাদেশির নাম মোহাম্মদ রাইফুল। তিনি আরব অমিরাতের আল আইন শহরের বাসিন্দা এবং পেশায় একজন গাড়িচালক।

    খালিজ টাইমস বলছে, আল আইন শহরের মোহাম্মদ রাইফুল গত বছরের ১০ ডিসেম্বর কেনা টিকিটে সর্বকালের সবচেয়ে বড় পুরস্কার জিতেছেন। তার টিকিট নাম্বার ছিল ০৪৩৬৭৮। অবশ্য বিশাল এই পুরস্কারের ড্রয়ের পরও অনুষ্ঠানের আয়োজকরা বিজয়ী রাইফুলের সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

    কারণ ৩৯ বছর বয়সী রাইফুল সেসময় গাড়ি চালাচ্ছিলেন। পরে সৌভাগ্যবশত আয়োজকরা আল আইনের এই বাসিন্দার সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন এবং তার লটারি জেতার খবরটি পৌঁছে দেন।

    প্রবাসী রাইফুল আল আইন শহরের একটি কোম্পানিতে পিক-আপ চালক হিসেবে কাজ করেন এবং গত নয় বছর ধরে তিনি লটারির টিকিট কিনছেন। তার বিজয়ী এই টিকিটটি ২০ জন বন্ধুর একটি গ্রুপের মাধ্যমে অনলাইনে কেনা হয়েছিল এবং তাদের সবাই এখন পুরস্কারের অর্থ ভাগাভাগি করবেন।

    লটারি জেতার পর রাইফুল বলেন, ‘আমি গত ১২ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছি। আমি বিশ্বাস করতে পারছি না যে, আমি (এটা) জিতেছি। আমি খুব উত্তেজিত এবং আনন্দিত।’

    টাকাটা কিভাবে ব্যবহার করবেন জানতে চাইলে রাইফুল কোনও উত্তর দিতে পারেননি। কারণ এ নিয়ে তিনি এখনও কোনও পরিকল্পনা করেননি। তার ভাষায়, ‘আজ রাতে আমি বিজয়ী হিসেবে কল পাবো, সেই আশা করিনি।’

  • আরব আমিরাত সরকারের গোল্ডেন ভিসা পেলেন আলহাজ্ব নজরুল ইসলাম

    আরব আমিরাত সরকারের গোল্ডেন ভিসা পেলেন আলহাজ্ব নজরুল ইসলাম

    বিশিষ্ট ব্যবসায়ী দুবাই রাউজান সমিতির উপদেষ্টা ও বাংলাদেশ বিজনেস এসোসিয়ানের ডাইরেক্টর আলহাজ্ব নজরুল ইসলামকে আরব আমিরাত সরকারের পক্ষ থেকে গোল্ডেন ভিসা প্রদান করা হয়েছে।

    তিনি দুবাই আবিরে দীর্ঘ ২৩ বছর ধরে বসবাস করে আসছেন। তিনি দুবাইয়ের আবিরের এক্সপোর্ট—ইমপোর্ট ব্যবসা করেন। তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের নাম হাজী মনির পোর্ট।

    তিনি চট্টগ্রামের রাউজান পৌরসভার সুলতানপুরের ৭ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত হাজী মনির হোসেন।

  • দেশের সাথে মিল রেখে আমিরাতের দুই কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শুরু

    দেশের সাথে মিল রেখে আমিরাতের দুই কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শুরু

    আরব আমিরাত প্রতিনিধি: দেশের সাথে মিল রেখে ঢাকা বোর্ডের অধীনে আমিরাতের ২ টি স্কুলেও এইচএসসি পরীক্ষা শুরু হযেছে।

    আবুধাবিস্থ শেখ খলীফা বিন জায়েদ বাংলাদেশ স্কুল ও এন্ড কলেজ থেকে মোট ২৬ জন পরীক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করেছেন। তাদের মধ্যে ২৫ জন নিয়মিত ও ১ জন অনিয়মিত। মোট পরীক্ষার্থীর ১৫ জন ছাত্র ও ১১ ছাত্রী। এদের মধ্যে ১৬ জন সাইন্স এবং ১০ জন কমার্সের পরীক্ষাথী। সবাই কিন্তু ইংরেজী মাধ্যমে পরীক্ষা দিচ্ছেন।

    আজকের পরীক্ষায কেন্দ্র নিয়ন্ত্রকের দায়িত্বে আছেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মিসেস লুৎফর নাহার নাজিম। এবং হল সুপারের দায়িত্বে আছেন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস কিরণ আকতার।

    এদিকে দুবাই বাংলাদেশ কনসুলেটের তত্বাবধায়নে রাস আল খাইমাস্হ বাংলাদেশ স্কুল এন্ড কলেজে ১৯ জন পরীক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। এদের মধ্যে ৮ জন সাইন্সে এবং ১১ জন কমার্স গ্রুপ হতে পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষার্থীদের মধ্যে ১২ জন ছাত্র এবং ৭ জন ছাত্রী। সবাই ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে দিলেন দুবাই কনসুলেটের দ্বিতীয় সচিব মানিক রন্জন। এবং হল সুপারের দায়িত্বে ছিলেন স্কুল অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান।

    শিক্ষক, পরীক্ষার্থী ও অভিভাবক সবাই এবারের পরীক্ষায় ভাল ফলাফলের আশাবাদি।

    ২৪ঘণ্টা/এসএ

  • আমিরাতের নতুন প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

    আমিরাতের নতুন প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

    সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার ইউএই’র প্রেসিডেন্টকে পাঠানো এক বার্তায় তিনি নিজের ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এ অভিনন্দন জানান।

    প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

    বার্তায় শেখ হাসিনা বলেন, “এই পদে আপনাকে নির্বাচন করায়, এটাই প্রমাণ করে যে—আপনার নেতৃত্ব প্রদানের যোগ্যতা এবং বিচক্ষণতা ও দূরদর্শীতার প্রতি ইউএই’র ফেডারেল সুপ্রিম কাউন্সিল ও ইউএই’র জনগণের গভীর আস্থা রয়েছে।”

    প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভের পর থেকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে, যার ফলে উভয়ের মধ্যে বর্তমানে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পর্ক বিরাজ করছে।’

    প্রধানমন্ত্রী তাঁর বার্তায় গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে বলেন, ‘১৯৭৪ সালের ১০ মার্চ উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রথম ইউএই বাংলাদেশকে একটি স্বাধীন স্বার্বভৌম রাষ্ট্র হিসেবে ঐতিহাসিক স্বীকৃতি দিয়েছিল, যার ফলে ভ্রাতৃপ্রতিম আরব দেশগুলোর বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পথ সুগম হয়েছিল। আর এভাবে অঞ্চলটির সঙ্গে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভিত স্থাপিত হয়েছে।’

    শেখ হাসিনা বলেন, ‘আমি গর্বের সঙ্গে উল্লেখ করতে চাই যে, আমাদের মজবুত দ্বিপাক্ষিক সম্পর্ক আজ পারস্পারিক সহযোগিতার উঁচু পর্যায়ে পৌঁছে গেছে। আমাদের দুই দেশের মধ্যে মানব সম্পদ, ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি, শিক্ষা ও প্রতিরক্ষা খাতসহ অনেক ক্ষেত্রে সহযোগিতায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।’

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করে বলেন, ‘দুই দেশের মধ্যে বিদ্যমান এ সম্পর্ক ও অংশীদারিত্ব আরও গভীর হবে এবং অভীন্ন প্রচেষ্টার মাধ্যমে উভয় দেশের জনগণের কল্যাণে অবদান রাখবে।’

    প্রধানমন্ত্রী ইউএই’র নতুন প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান এবং তার সুস্বাস্থ্য, সুখ ও সাফল্য কামনা করার পাশাপাশি ইউএই’র ভ্রাতৃপ্রতিম জনগণের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।

  • আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আর নেই

    আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আর নেই

    মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান আর নেই। শুক্রবার আমিরাতের প্রেসিডেন্ট ৭৩ বছর বয়সে মারা গেছেন বলে দেশটির প্রেসিডেন্ট কল্যাণবিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।

    আমিরাতের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ওয়াম এক টুইট বার্তায় বলেছে, প্রেসিডেন্ট কল্যাণবিষয়ক মন্ত্রণালয় প্রেসিডেন্টের মৃত্যুতে দেশের পতাকা অর্ধনমিত করে ৪০ দিনের সরকারি শোক পালনের ঘোষণা দিয়েছে। শোক পালনের পাশাপাশি ফেডারেল ও স্থানীয় পর্যায়ে, মন্ত্রণালয়ে এবং সরকারি-বেসরকারি খাতের সংস্থাগুলো তিন দিন বন্ধ থাকবে।

    শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান বেশ কয়েক বছর ধরে নানা ধরনের শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। যে কারণে দীর্ঘদিন ধরে সরকারি কর্মকাণ্ড থেকে দূরে ছিলেন তিনি।

    প্রেসিডেন্টের মৃত্যুতে তার ভাই ও আবু ধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আমিরাতের ডি-ফ্যাক্টো শাসক হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে তার উত্তরসূরীর ব্যাপারে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনও ঘোষণা দেওয়া হয়নি।

    ২০০৪ সালে আমিরাতের প্রথম প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের মৃত্যুর পর তার ছেলে শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান প্রেসিডেন্টের দায়িত্ব নেন। এর এক দশক পর তিনি স্ট্রোকের শিকার হন, তখন থেকেই তাকে জনসম্মুখে খুব বেশি দেখা যায়নি।

    সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ারটির নাম প্রয়াত শাসকের নামে বুর্জ খলিফা রাখা হয়। শেখ খলিফা সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় প্রেসিডেন্ট এবং আবু ধাবির ১৬তম শাসক ছিলেন।

    ১৯৪৮ সালের ৭ সেপ্টেম্বর আমিরাতের আল মুওয়াইজি ফোর্টে জন্মগ্রহণ করেন শেখ খলিফা। আমিরাতের প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের জ্যেষ্ঠ পূত্র ছিলেন তিনি।

    তার মা ছিলেন শেখা হেসা বিনতে মোহাম্মদ বিন খলিফা বিন জায়েদ আল নাহিয়ান। তার পুরো নাম ছিল খলিফা বিন জায়েদ বিন সুলতান বিন জায়েদ বিন খলিফা বিন শাখবুত বিন থেয়াব বিন ঈসা বিন নাহিয়ান বিন ফালাহ বিন ইয়াস।

    বনি ইয়াস উপজাতীয় কনফেডারেশনের আল বু ফালাহ উপজাতি এবং আল নাহিয়ান শাসক পরিবারের প্রভাবের কেন্দ্র ছিল আল মুওয়াইজি গ্রাম। পিতার নির্মিত শহরের প্রথম স্কুল আল আইনে শিক্ষা লাভ করেছিলেন শেখ খলিফা। প্রয়াত পিতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের কর্মকাণ্ডে ব্যাপকভাবে প্রভাবিত ছিলেন তিনি।

    বিশ্বের বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষের বসবাসের অন্যতম এক আধুনিক রাষ্ট্র হিসাবে সংযুক্ত আমিরাতকে গড়ে তোলেন শেখ খলিফা।

    আমিরাতের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট মারা যাওয়ায় দেশের ভাইস–প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। বর্তমানে দুবাইয়ের শাসক হিসেবে দায়িত্ব পালন করছেন শেখ মোহাম্মদ।

  • আমিরাতে সড়ক দুর্ঘটনায় বোয়ালখালীর যুবকের মৃত্যু

    আমিরাতে সড়ক দুর্ঘটনায় বোয়ালখালীর যুবকের মৃত্যু

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ সংযুক্ত আরব আমিরাতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাস আল খাইমাহতে সড়ক দুর্ঘটনায় নিহত জাহাঙ্গীর আলমের (৪৯) বাড়িতে চলতে শোকের মাতম।

    গতকাল সোমবার (২৫ এপ্রিল) দুপুরে রাস আল খাইমাহ-র মাসাফি সড়কে সড়ক দূর্ঘটনায় নিহত হন তিনি। একই দুর্ঘটনায় রতন মিয়া (৫০) নামের আরো এক বাংলাদেশি নিহত হয়েছেন।

    জাহাঙ্গীর চট্টগ্রামের বোয়ালখালী পৌর সদরের পশ্চিম গোমদন্ডী বহদ্দার পাড়ার আব্দুল মোতালেবের ছেলে। রতন মিয়ার বাড়ি নারায়ণগঞ্জ।

    জানা গেছে, জাহাঙ্গীর রাস আল খাইমাহ মিউনিসিপ্যালিটির একজন ইলেক্ট্রিক্যাল ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১০ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে সপরিবারে বসবাস করছিলেন। তার স্ত্রী, তিন মেয়ে এবং ৪ মাস বয়সী এক ছেলে রয়েছে।

    নিহত জাহাঙ্গীরের মামা মো. হাশেম জানান, দুই মাস পূর্বে জাহাঙ্গীরের মা মারা যান। মায়ের মৃত্যুতে জাহাঙ্গীর দেশে এসেছিলেন। রমজানের দুইদিন আগে আবারো বিদেশে পাড়ি জমায় জাহাঙ্গীর। সোমবার রাস আল খাইমাহ থেকে মাসাফি মিউনিসিপালিটি অফিসে যাওয়ার পথে একটি মালবাহী গাড়ির সাথে জাহাঙ্গীরের গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর মারা গেছে বলে জানতে পেরেছি। তার মরদেহ শেখ সাকর হাসপাতালের হিমাগারে রয়েছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

  • আমিরাতে আল হারামাইন পারফিউমসের ইফতার মাহফিলে দেশীয় প্রবাসীদের মিলনমেলা

    আমিরাতে আল হারামাইন পারফিউমসের ইফতার মাহফিলে দেশীয় প্রবাসীদের মিলনমেলা

    আরব আমিরাত প্রতিনিধিঃ আরব আমিরাতে বাংলাদেশের গর্বিত প্রতিষ্ঠান বিশ্ববিখ্যাত পারফিউমস কোম্পানি আল হারামাইন গ্রুপের উদ্যোগে প্রবাসীদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করা হয়।

    রবিবার (২৪ এপ্রিল) আমিরাতের আজমানে অবস্থিত কোম্পানির প্রধান কার্যালয় এবং কারখানা প্রাঙ্গণে এ ইফতার মাহফিল আয়োজন করা হয়। এতে দুবাইতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল, বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাস্ট্রদূত, আমিরাত সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ীসহ প্রবাসী বাংলাদেশী বিশিষ্ট ব্যক্তি ও তাঁদের পরিবারবর্গ, আমিরাতে অবস্হানরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার প্রতিনিধিবৃন্দসহ বিপুল সংখ্যক দেশী বিদেশী প্রবাসী উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে আল হারামাইনের কর্ণধার মাহাতাবুর রহমান নাসির সিআইপি ও আল হারাইমাইনের পরিচালক ডাঃ মুনীরা মাহতাব (মাহতাব কন্যা) উপস্থিত অতিথিদের স্বাগত, শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন এবং সকলের প্রতি অনুস্ঠানে উপস্থিত হওয়াতে ধন্যবাদ জানান।

    অনুষ্ঠানে দেশ, জাতি ও প্রবাসীদের কল্যাণে দোয়া করা হয়।

  • আমিরাতে অবস্থানরত গণমাধ্যমকর্মীদের মিলন মেলা; লাল-সবুজের বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরার অঙ্গীকার

    আমিরাতে অবস্থানরত গণমাধ্যমকর্মীদের মিলন মেলা; লাল-সবুজের বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরার অঙ্গীকার

    আমিরাত প্রতিনিধিঃ ২০২২ সালের শুরুতে নতুন বছরের সূচনায় সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত গণমাধ্যমকর্মীরা ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন একখণ্ড বাংলাদেশকে। কাঁধে কাঁধ মিলিয়ে সকল প্রকার মতপার্থক্য ভুলে প্রিয় বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরার অঙ্গীকার করলেন বাংলাদেশী এইসব কলম সৈনিকরা।এই ঐক্য কোন সংগঠনের ব্যানারে নয়। আয়োজনের একমাত্র পরিচয় ছিল আমরা বাংলাদেশী গণমাধ্যম কর্মী।এই আহবানের স্বতঃস্ফূর্তভাবে হাজির হয়েছিলেন আমিরাতের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রিন্ট, ইলেকট্রনিক্স এবং অনলাইন মিডিয়ার এক ঝাক কলম সৈনিক।

    শারজাাহের একটি রেস্তোরার প্রান্তরে, রবিবার বিকাল জুড়ে প্রতিটি কলাম সৈনিকের আত্মপ্রত্যয়ে ছিল মাতৃভূমির গৌরব গাঁথা ইতিহাসের গল্প। এই গল্প শোনার সারথি হয়েছিলেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসাইন। দুপুর ১২ থেকে গণমাধ্যম কর্মীরা লাল টি-শার্ট পরে মিলন মেলায় হাজির হয়েছিলেন। দুপুর দুইটায় যখন সবুজ পাঞ্জাবি পরে কন্সাল জেনারেল বি এম জামাল হোসাইন অনুষ্ঠান স্থলে আসেন তখন লাল-সবুজের মিশ্রণ ঘটে।

    নানারকম প্রতিযোগিতার পাশাপাশি গণমাধ্যম কর্মীদের সাথে প্রাণবন্ত আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বি এম জামাল হোসাইন।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন ৫২ টিভির বার্তা সম্পাদক তিশা সেন। শুরুতে স্বাগত বক্তব্য নিয়ে নিয়ে আসেন সময় সংবাদ এর আমিরাত প্রতিনিধি ও বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শিবলী সাদিক।

    মিলন মেলা নিয়ে বক্তব্য রাখেন প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি ও একুশে টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার, আর টিভি প্রতিনিধি মাহবুব হাসান হৃদয়, দুর্জয় টিভির সম্পাদক এবং প্রসাসের সাবেক সাধারণ সম্পাদক এমএ মুছা,বাংলা টিভি ও কালের কণ্ঠের প্রতিনিধি এবং প্রসাস সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,৭১ টিভির প্রতিনিধি ও ৫২ টিভির সম্পাদক লুৎফুর রহমান, বাংলা টিভির দুবাই ও উত্তর আমিরাত প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববি, দৈনিক পূর্বকোণের প্রতিনিধি নাসিম উদ্দিন আকাশ, নিউজ২৪ এর প্রতিনিধি আব্দুল আলিম সাইফুল,মাই টিভির প্রতিনিধি শামসুর রহমান সোহেল, ৫২ টিভির বার্তা প্রধান আমিনুল হক, সি প্লাস টিভির আমিরাত প্রতিনিধি ইশতিয়াক আসিফ, বাংলাদেশ সমাচারের চট্টগ্রামের বিশেষ প্রতিনিধি গিয়াস উদ্দিন সিকদার, এটিএন বাংলার প্রতিনিধি ওবায়দুল হক মানিক, একাত্তর টিভির ফটোসাংবাদিক জাবেদ আহমদ, কে টিভির প্রতিনিধি নুরুল্লাহ খান, সি এন এন বাংলার প্রতিনিধি ওসমান চৌধুরী, বংগটিভির প্রতিনিধি মোহাম্মদ সেলিম, এসএনটিভির প্রতিনিধি মামুন মাহিন, কেটিভির মৌলভীবাজার প্রতিনিধি সাইফুল আলম সুমন।

    অনুষ্ঠানে কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বলেন-সাংবাদিকরাই পারেন সমাজের অসংগতি তোলে ধরে সমাজের পরিবর্তন আনতে। এ জন্য সাংবাদিকদের মেধা আর পেশাগতদায়িত্ব পালনে সচেষ্ট থাতকে হবে। এ সময় তিনি অপসাংবাদিকতাকে নিরুৎসাহিত করতে সকলের প্রতি আহবান করেন।

    অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষ থেকে কনসাল জেনারেলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে সাংবাদিকতার মান উন্নয়নে স্ক্রিপ্ট লেখা প্রতিযোগিতা, ফটোগ্রাফি প্রতিয়োগিতা ও টেলিভিশন সাংবাদিকতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তোলে দেন কনসাল জেনারেল।