Tag: আরব আমিরাত

  • গুলশানে আমিরাতের ভিসা সেন্টারে এসি বিস্ফোরণ, নিহত ১

    গুলশানে আমিরাতের ভিসা সেন্টারে এসি বিস্ফোরণ, নিহত ১

    রাজধানীর গুলশানে এনসিসি ভবনের সামনে আরব আমিরাতের ভিসা সেন্টারে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং সাতজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
    বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় এসি কন্ট্রোল রুমে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

    ডিএমপি গুলশান বিভাগের উপ কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ওই ভবনে এসি বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় ৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৬ জনকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে।

    ঘটনার পর ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার নাজমা জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পর আগুন দেখতে পায়নি। তবে একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমাদের ইউনিট সেখানে অবস্থান করছে।

  • দেশে আটকা প্রবাসীদের আমিরাতে ফিরতে হবে ৩১ মার্চের মধ্যে

    দেশে আটকা প্রবাসীদের আমিরাতে ফিরতে হবে ৩১ মার্চের মধ্যে

    ওবায়দুল হক মানিক, আরব আমিরাত প্রতিনিধি : বিভিন্ন দেশে অবস্থানরত সংযুক্ত আরব আমিরাতের অভিবাসী যারা ছয় মাসেরও বেশি সময় ধরে নিজ নিজ দেশে আটকা আছেন, তাদের ফেরার সুযােগ হয়েছে। আগামী ৩১ মার্চের মধ্যে ছুটিতে গিয়ে করােনাভাইরাসের কারণে আটকে পড়া প্রবাসীদের ফিরতে বলেছে আমিরাত সরকার।

    দুবাইয়ের বাজেট এয়ার লাইন্স ফ্লাই দুবাইয়ের নিজস্ব ওয়েবসাইটের ঘােষণায় বলা হয়েছে- আমিরাতের ভিসাধারী যারা ছয় মাসের অধিক সময় যাবৎ আমিরাতের বাহিরে আটকা পড়ে রয়েছেন তারা ৩১ মার্চ ২০২১ এর মধ্যে আমিরাতে ফিরে আসতে পারবেন।

    এদিকে আমিরাতের প্রভাবশালী দৈনিক খালিক টাইমস ও অন্যান্য মাধ্যম থেকে আরাে জানা যায়, দুবাই হতে ইস্যুকৃত বৈধ ভিসাধারীগণ যাতের ভিসার মেয়াদ আছে তারা জেনারেল ডাইরেক্টরেট অব ফরেইনার্স অ্যাফেয়ার্স (GDRFA) হতে প্রাপ্ত অনুমােদন পূর্বক টিকেট বুকিং করতে পারবেন।

    দুবাইর যাত্রীদের অনুমােদন এর জন্য ওয়েবসাইট-https://amer.gdrfad.gov.ae/visa-inquiry Watts WICOS

    ভিসাধারীদের অনুমােদন গ্রহণের ওয়েবসাইট-https://smartservices.ica.gov.ae/echannels/web/client/defa

    দুবাই এয়ারপাের্ট দিয়ে আসার জন্য দেশ থেকে আসার আগে PCR টেস্ট করে ৯৬ ঘণ্টার মধ্যে সফর করতে হবে এবং দুবাই অবতরণ করে আরাে একটি PCR টেস্ট করতে হবে। দেশ থেকে আসার সময় যাত্রীদেরকে PCR test এর নেগেটিভ রেজাল্ট এর একটি প্রিন্ট কপি সাথে থাকতে হবে, যেখানে ইংরেজিতে বা আরবীতে টেস্টের রেজাল্ট লেখা থাকবে।

  • আমিরাতে বিনামূল্যে ফাইজার করোনা টিকা প্রদান শুরু

    আমিরাতে বিনামূল্যে ফাইজার করোনা টিকা প্রদান শুরু

    ওবায়দুল হক মানিক, আরব আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বুধবার (২৩ ডিসেম্বর) থেকে বিনামূল্যে জনসাধারণকে ফাইজার-বায়ােএনটেকের তৈরি করােনা টিকা প্রদান শুরু করেছে দুবাই সরকার। আজ মঙ্গলবার থেকে টিকা প্রয়ােগ শুরু হওয়ার খবর জানিয়েছে। আমিরাতের দুর্যোগ ও সংকট মােকাবেলার সর্বোচ্চ বিভাগ।

    দুবাইয়ের জনসংযােগ বিভাগ জানিয়েছে, ‘বুধবার থেকে করােনা মহমারি প্রতিরােধে টিকা প্রদান শুরু হবে। ফাইজার বায়ােএনটেকের তৈরি টিকা জনসাধারণের জন্য বিনামূল্যে প্রদান করা হবে।

    যুক্তরাষ্ট্র ও জার্মান ভিত্তিক ফাইজার-বায়ােএনটেক কম্পানি যৌথ উদ্যোগে করােনা টিকা প্রস্তুত করে।

    ইতিমধ্যে তা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরােপীয় দেশসহ ৪৫টির বেশি দেশে অনুমােদন পেয়েছে। করােনা প্রতিরােধে এই টিকা শতকরা ৯৫ ভাগ কার্যকর বলে পরিসংখ্যানে জানা যায়।

  • আমিরাতে জাতীয় কবিতা মঞ্চের উদ্যোগে বিজয় দিবস পালিত

    আমিরাতে জাতীয় কবিতা মঞ্চের উদ্যোগে বিজয় দিবস পালিত

    ওবায়দুল হক মানিক, আমিরাত প্রতিনিধি : আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তাঁর কথা বলতে এসেছি অঙ্গীকার নিয়ে জাতীয় কবিতা মঞ্চ, সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) আবুধাবীর রজনীগন্ধা সি আই পি বলরুমে বাংলাদেশের ৪৯তম মহান বিজয় দিবস উদযাপন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবিতায় কবি সমাবেশ উপলক্ষে এক জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    আল সুমাইয়া গ্রুপের চেয়ারম্যান ও জাতীয় কবিতা মঞ্চ সংযুক্ত আরব আমিরাতের প্রধান পৃষ্টপোষক মানবতার কবি ফখরুল ইসলাম খান সি আই পির সার্বিক ব্যবস্থাপনায় এতে কবি পরিচিতি, স্বরচিত কবিতা আবৃত্তি, ক্রেস্ট প্রদাণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    জাতীয় কবিতা মঞ্চের সভাপতি কবি মুহাম্মদ মুসার সভাপতিত্বে ও বিশিষ্ট লেখক ও ব্যাংকার মোহাম্মদ জাফর উদ্দিন ভূঁইয়ার উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় ভিডিও টেলিকনফারেন্সিং এর মাধ্যমে অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বাংলাদেশের প্রধান কবি ও চিত্র শিল্পী কবি নির্মলেন্দু গুন। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় কবিতা মঞ্চ আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির প্রধান পৃষ্ঠপোষক ও মীরসরাই সমিতির সভাপতি ফখরুল ইসলাম খান সিআইপি। প্রধান বক্তা ছিলেন আবুধাবি শেখ খলিফা বাংলাদেশ ইসলামিয়া স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল কাজী আব্দুর রহিম।

    বিশেষ অতিথি ছিলেন জাতীয় কবিতা মঞ্চের সাহিত্য বিষয়ক উপদেষ্টা, ডাঃ শেখ শামসুর রহমান পিএইচডি,উপদেষ্টা, কবি ও লেখক মোহাম্মদ সাইফুল আলম সাইফ, সাহিত্যিক মোহাম্মদ আক্তারউদ্দিন পারভেজ, কবি ও অধ্যাপক জেবুন নাহার, কবি ও লেখক কবি, লেখক জানে আলম জাহাঙ্গীর সাংবাদিক মনিরউদ্দিন মান্না প্রমুখ।

  • আমিরাতে বাংলাদেশী মাম রেস্টুরেন্টের উদ্বোধন

    আমিরাতে বাংলাদেশী মাম রেস্টুরেন্টের উদ্বোধন

    ওবায়দুল হক মানিক, আরব আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতের শারজাহ্ আবু শাগারায় গত সোমবার (৭ ডিসেম্বর) জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশী মালিকানাধীন মজলিস আল্ মদিনা তথা মাম রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

    আমিরাতে প্রবাসী বাংলাদেশীদের জন্য দেশীয় খাবারের স্বাদ নিয়ে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে রেস্টুরেন্টটি।

    উদ্বোধনী অনুষ্টানে আবুল কাশেম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কমার্সিয়াল কাউন্সিলর মোহাম্মদ কামরুল হাসান।

    রেস্টুরেন্টটিতে আরো রয়েছে যে কোনো সভা, সমাবেশ, বিয়ে, জন্মদিন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সকল ধরনের অনুষ্ঠানের জন্য প্রায় এক হাজার মানুষের ধারন ক্ষমতা সম্পন্ন হলরুম ও ফ্রী গাড়ি পার্কিং এর ব্যবস্থা। এছাড়াও সপ্তাহের বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবারে ব্যবস্থা রাখা হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যাবাহী মেজবান এর।

    উদ্বোধন অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন দুবাই বাংলাদেশ বিজনেস কাউন্সিলর সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল, বৃহত্তর চট্রগ্রাম সমিতি দুবাইয়ের সভাপতি আরশাদ হোসেন হিরু, বাংলাদেশ সমিতি শারজাহ্ শাখার সভাপতি আবুল বাশার, দুবাইয়ের আবির বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ এয়াকুব সৈনিক, ব্যবসায়ী সাইফুদ্দীন আহমেদ, বিশিষ্ট বাংলাদেশ কমিউনিটির নেতা সেলিম উদ্দীন চৌধুরী, জনতা ব্যাংক শারজাহ্ শাখার সভাপতি শওকত আকবর সহ আরো অনেকে।

  • তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত

    তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত

    আবুল কালাম আজাদ : তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি’র সাথে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদী এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।

    মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুর ১টায় তথ্য মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, তথ্য মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া, সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ এনামুল আহসানসহ তথ্য মন্ত্রণালয় ও ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের পদস্থ কর্মকর্তাবৃন্দ।

    বাংলাদেশের বিপুল জনশক্তি নির্ভর মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশ সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি ছাড়াও আরব বিশ্ব এবং মুসলিম বিশ্বে চলমান বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘক্ষণ আলাচনা করেন। বিশেষত মানবসম্পদ খাতে অধিকতর সহযোগিতার বিষয়ে মতবিনিময় করা হয়।

    এ সময় আমিরাতের রাষ্ট্রদূত বলেন, সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক ও গভীর, যার অন্যতম ভিত্তি হলো মানব সম্পদ খাতে পারষ্পারিক সহযোগিতা। তিনি আগামীতে জনশক্তিখাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে তাঁর সরকারের ইচ্ছার কথা ব্যক্ত করেন।

    আমিরাতের রাষ্ট্রদূত কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ সংক্রান্ত ইতিপূর্বে গঠিত যৌথ কমিটির সভা ঢাকায় অনুষ্ঠানের ব্যাপারে আরব আমিরাতের সম্মতির কথা ব্যক্ত করেন।

    মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের ইতিবাচক ভূমিকার ভূঁয়সী প্রশংসা করে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বলেন, আমিরাত সরকার বাংলাদেশের সাথে ভ্রাতৃত্বমূলক সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনায় রাখে এবং বাংলাদেশের যে কোন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে সবসময় অগ্রাধিকার দিয়ে থাকে।

    তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ভিত্ রচনায় বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং আরব আমিরাতের জাতির পিতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

    তথ্যমন্ত্রী আমিরাতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি আমিরাত সরকার ও জনগণের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরব আমিরাতের খাদ্য নিরাপত্তা সহযোগিতার আওতায় কৃষি ও সর্বোচ্চ নিয়োগকারী খাত ‘এসএমই’-তে আরও বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য আমিরাত সরকারের প্রতি আহ্বান জানান।

  • আমিরাতে ৪ ডিসেম্বর থেকে পুনরায় জুমার নামাজ চালু

    আমিরাতে ৪ ডিসেম্বর থেকে পুনরায় জুমার নামাজ চালু

    ওবায়দুল হক মানিক, আরব আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতে স্বাস্থ্যবিধি মেনে আগামী ৪ ডিসেম্বর থেকে মসজিদে জুমার নামাজের অনুমতি দেওয়া হয়েছে।

    গত মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় গণমাধ্যমে এই তথ্য জানানাে। ১ জুলাই থেকে মসজিদ চালু হয় আর আগামী ৪ ডিসেম্বর থেকে জুমার জন্য অনুমতি দিলেও মানতে হবে আন্তর্জাতিক স্বাস্থ্যবিধির নিয়ম।

    করােনাভাইরাসের কারণে ১৬ মার্চ ‘ দ্য জেনারেল অথরিট অব ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এনডাওমেন্টসের ঘােষণা মােতাবেক বন্ধ রাখা হয় দেশটির সব মসজিদ।

    এদিকে দেশটির আইন অনুযায়ী প্রতি দুই সারির মধ্যে একটি ফাঁকা সারি রাখতে হবে। প্রতি দুই ব্যক্তির মধ্যে ১.৫ মিটার ফাক রাখতে হবে। মাস্ক ও গ্লাভস বাধ্যতামূলক। নামাজের জন্য মুসল্লা বা নামাজের চাদর বাসা থেকে নিয়ে আসতে হবে।

  • প্রবাসীদের মৃতদেহ দেশে প্রেরণ, বিমান বন্দরে ভিজিট ভিসায় আগতদের হয়রানি:রাষ্ট্রদূতকে স্মারকলিপি

    প্রবাসীদের মৃতদেহ দেশে প্রেরণ, বিমান বন্দরে ভিজিট ভিসায় আগতদের হয়রানি:রাষ্ট্রদূতকে স্মারকলিপি

    আরব আমিরাত প্রতিনিধি : বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবীর উদ্যোগে প্রধানমন্ত্রীর কাছে রাষ্ট্রীয় ব্যবস্হাপনায় প্রবাসীদের মৃতদেহ দেশে প্রেরণ, ঢাকা ও চট্টগ্রাম বিমান বন্দরে ভিজিট ভিসায় আগতদের হয়রানি,বাংলাদেশ বিমানের বিমাতা সুলভ আচরণ এবং করোনাকালে আমিরাত প্রবাসী বাংলাদেশে (রেড সিগনাল) জটিলতার কারণে আটকা পড়া সবাইকে আমিরাতে আসার অনুমতি সহ বিভিন্ন দাবি নামা রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের মাধ্যমে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।

    এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল, সহ-সভাপতি আবদুস সামাদ, সাধারণ সম্পাদক নাছির তালুকদার, যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন, মনিরুল ইসলাম, গোলাম কাদের ইফতি, শেখ কামরুল হক,জানে আলম চৌধুরী,সাংগঠনিক সম্পাদক জমির হোসেন, এস আই রুবেল, স্বজল চৌধুরী, রিয়াদ বিন রাজু, আইয়ুব খান, মোহাম্মদ হারুন, নাছির উদ্দিন, জাহাঙ্গীর আলম, ফরহাদ সহ আরো অনেকে।

    ২৪ ঘণ্টা/রিহাম/মানিক

  • আমিরাতে প্রবাসী গরীবের ডাক্তার লুৎফুন্নাহার আর নেই

    আমিরাতে প্রবাসী গরীবের ডাক্তার লুৎফুন্নাহার আর নেই

    ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে : সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অগনিত দুঃস্থ, পীড়িত প্রবাসী বাংলাদেশীদের কাছে শেষ আশ্রয়, যিনি দীর্ঘ ৪০ বছর নিরলস চিকিৎসা সেবা দিয়েছেন “গরীবের ডাক্তার” হিসেবে, সমিধিক পরিচিতি পেয়েছিলেন সেই দরদী মাতৃরূপীনি চিকিৎসক ডাঃ লুতফুন নাহার আজ রবিবার বাংলাদেশ সময় সকাল ৯ টায় ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    তাঁর ভাই ঢাকা থেকে জানিয়েছেন, আমিরাতের আবুধাবি সহ দেশে বিদেশে মরহুমার অগনিত পরিচিত জন, গুনগ্রাহী সহ সবার কাছে তাঁর বড় বোনের জন্য দোয়া চেয়েছেন।

    ঢাকার মানিকগঞ্জের মেয়ে ডাঃ লুৎফুন্নাহার সিলেট মেডিকেল থেকে এমবিবিএস করে ১৯৭৯ সালে সোজা চলে এসেছিলেন তাঁর প্রকৌশলী স্বামী সৈয়দ আহমদ মনসুরের কর্মস্থল আবুধাবিতে। চিকিৎসা সেবাকে মানবসেবার ব্রত হিসেবে নিয়েছিলেন তিনি। তাই আমিরাতে সরকারী চাকুরীর লোভনীয় হাতছানি থাকা সত্বেও প্রাইভেট ক্লিনিকে কাজ করাকেই বেছে নিয়েছিলেন। কারণ, তিনি দেখেছেন বৈধপথে এদেশে এসেও নানা কারণে কিছু প্রান্তিক পর্যায়ের বাংলাদেশী বিভিন্ন সময়ে অবৈধ হয়ে পড়েন যাদের সরকারী হাসপাতালে বৈধ আইডি/রেসিডেন্স পারমিট ছাড়া চিকিৎসা পাওয়া একরকম অসাধ্য ছিল।

    সে সময় এসব অসহায় প্রবাসীর আশ্রয় ছিলেন ডাঃ লুৎফুন্নাহার। কেবল আবুধাবি না, দুবাই, শারজাহ, রাস আল খাইমাহ, ফুজাইরাহ থেকেও প্রান্তিক প্রবাসীরা ছুটে আসতেন তাঁর কাছে। ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা যে দেশেরই নাগরিক হন না কেন, দীন দুঃখী পীড়িত জন, পকেটে টাকা নেই, কিন্তু চিকিৎসা দরকার চলে গেছেন নিঃসংকোচে ডাঃ লুৎফুন্নাহারের চেম্বারে পেয়েছেন ফ্রী চিকিৎসা, ফ্রী ঔষধ এমনকি ফলমূল কেনার টাকাও। তাঁর এসব কীর্তি মুখে মুখে হাজারো মুখে ছড়িয়ে পড়েছে আমিরাতে। আর কে হবেন এমন ‘গরীবের ডাক্তার।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • আমিরাতে স্বাস্থ্যবিধি মেনে দূর্গা পূজার আয়োজন

    আমিরাতে স্বাস্থ্যবিধি মেনে দূর্গা পূজার আয়োজন

    ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে : সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রদেশের চলছে সনাতনীদের সর্বশ্রেষ্ঠ শারদীয় দুর্গাপূজা।প্রতিবছরের ন্যায় এবারও ব্যতিক্রম ভাবে উদযাপিত হচ্ছে আল আইনের সার্বজনীনভাবে দুর্গা মায়ের পূজা। আজকের দুর্গাপূজার মহাসপ্তমী।

    আল আইন লোকনাথ সেবাশ্রম মন্দির এবং মরুতীর্থ প্রবাসী গীতা সংঘের মন্দিরে যথারীতি প্রচলন দুর্গা মায়ের পূজা অনুষ্ঠিত হচ্ছে।

    মন্দিরের নানা আয়োজনের মধ্যে শুরু হয়েছে সপ্তমী মায়ের পূজা। মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য আমিরাতের বিভিন্ন প্রদেশে থেকে এসেছেন ভক্তবৃন্দরা।

    মন্দিরে আসা ভক্তবৃন্দরা বলেন এই করোনা কালীন সময়ে পুষ্পাঞ্জলী নিতে পারে আমরা অনেক আনন্দিত। ধূপকাঠি ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় দেবীর আরাধনা। মায়ের ভোগ, গীতা পাঠ, আরতি ও করোনা থেকে মুক্তির জন্য বিশেষ প্রার্থনা ও প্রসাদের এর ব্যবস্থা ছিল।

    পুজা পরিচালনার সকল সদস্যরা বলেন আমরা সবার স্বাস্থ্য বিধি এবং আইন শৃঙ্খলা মেনে মরুর বুকে একমাত্র মাকে দর্শন নেওয়ার জন্য ছোট্ট পরিসরে ঘট এবং ডালের মধ্যে দিয়ে পূজা করে যাচ্ছি। সারা বিশ্বের পরিস্থিতি ভালো হলে আগামীতে আমরা বড় ধরনের পূজা করার আশা রাখি।

    আগামীকাল মহাঅষ্টমী পরেরদিন নবমী এবং ২৬ শে অক্টোবর বিজয়া দশমীর অঞ্জলি শেষে সনাতনী দের সবচেয়ে বড় উৎসব দুর্গা দেবীকে বিসর্জন এর মাধ্যমে বিদায় জানিয়ে সমাপ্তি করা হবে।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • আমিরাতে আগামী ৩০ আগস্ট থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

    আমিরাতে আগামী ৩০ আগস্ট থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

    আরব আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতে আগামী ৩০ আগস্ট থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। এই উপলক্ষে দেশটির উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মােহাম্মদ বিন রশিদ আল মাকতুম শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে জরুরি বৈঠক করেছেন ।

    আজ ২৫ আগস্ট (মঙ্গলবার) দেশটির প্রধানমন্ত্রীর আহ্বানে বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ও মন্ত্রণালয়ের সচিব।

    এসময় ১০ লক্ষাধিক শিক্ষার্থীর স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে গুরুত্বে দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখা চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় । রাষ্ট্রের পক্ষ থেকে সকল প্রকার সহােযােগিতা দেওয়া হবে বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন।

    ২৪ ঘণ্টা/এম আর/মানিক

  • আমিরাতে ২৪ ঘণ্টায় করােনা আক্রান্ত ১৬৪, সুস্থ ২৪৮ জন

    আমিরাতে ২৪ ঘণ্টায় করােনা আক্রান্ত ১৬৪, সুস্থ ২৪৮ জন

    ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে : সংযুক্ত আরব আমিরাতে গত ২৪ ঘণ্টায় প্রায় ৫০ হাজার মানুষের শরীরে করােনা টেস্টের পর ১৬৪ জনের শরীরে করােনাভাইরাস পাওয়া গিয়েছে ও ২৪৮ জন সুস্থ হয়ে উঠেছেন ।

    গতকাল সোমবার (৩ আগষ্ট ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানাে হয়।

    স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে আমিরাতে সর্বমােট আক্রান্ত হয়েছেন ৬১১৬৩ জন, মৃত্যুবরণ করেছেন ৩৫১ জন ও সুস্থ হয়ে উঠেছেন ৫৪৬৮৩ জন ।

    সংযুক্ত আরব আমিরাতে ৫ মিলিয়নের অধিক মানুষের শরীরে করােনা টেস্ট সম্পন্ন হয়েছে ।

    আজ এক টুইট বার্তায় আবুধাবির ক্রাউন প্রিন্স মােহাম্মদ বিন জায়েদ করােনা যােদ্ধাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দেশবাসীকেও করােনা কালীন সময়ে রাষ্ট্রের নির্দেশনা মেনে চলায় ধন্যবাদ জানিয়েছেন।

    ২৪ ঘণ্টা/এম আর