Tag: আরব আমিরাত

  • আমিরাতে প্রজন্ম বঙ্গবন্ধুর উদ্যোগে প্রবাসীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    আমিরাতে প্রজন্ম বঙ্গবন্ধুর উদ্যোগে প্রবাসীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    আরব আমিরাত প্রতিনিধি:প্রজন্ম বঙ্গবন্ধু সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বৈশ্বিক মহামারী করোনায় কর্মহীন প্রবাসী বাংলাদেশিদের মাঝে তৃতীয় দফা খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

    গত শুক্রবার আবুধাবি সিটি ও শিল্পনগরী মোচ্ছাফ্ফার কর্মহীন প্রবাসীদের ঘরে ঘরে গিয়ে এ ত্রান বিতরণ করা হয়।

    ত্রান বিতরনের প্রাক্কালে সমিতির উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন, সংগঠনের সভাপতি এস এম রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক আবু মনসুর, উপদেষ্টা সদস্য, সাবেক ছাত্রলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী এস এম কামালসহ প্রজন্ম বঙ্গবন্ধুর সহ সভাপতি মোহাম্মদ শফিউল ইসলাম, শামসুল হুদা হিরো, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ মিয়া জয়,এরশাদুল ইসলাম, মোহাম্মদ নাজিম উদ্দিন,জাকির হোসেন, মোরশেদুল আলম, দিদারুল আলম, আলী আকবর, বদিউল আলম, শেখ মোহাম্মদ, আবুল কাশেম প্রমূখ উপস্থিত ছিলেন।

    এ সময় সংগঠনের সভাপতি বলেন, বৈশ্বিক এ মহামারীতে কর্মহীন হয়ে পড়া দেশীয় প্রবাসীদের সাহায্য সহযোগিতা করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। তাই আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে কর্মহীন প্রবাসী বাংলাদেশিদের মাঝে তৃতীয় বারের মত খাদ্য সামগ্রী বিতরন করে যাচ্ছি। ভবিষ্যতেও সকলের সহযোগিতা নিয়ে এ ধারা অব্যাহত রাখা হবে।

    ২৪ ঘণ্টা/এম আর/মানিক

  • আমিরাতে বাংলাদেশি স্বেচ্ছাসেবক টিম প্রধান মামুনের করোনা জয়

    আমিরাতে বাংলাদেশি স্বেচ্ছাসেবক টিম প্রধান মামুনের করোনা জয়

    আরব আমিরাত প্রতিনিধি:করোনা জয় করে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন আমিরাতের দুবাই প্রবাসী বাংলাদেশি স্বেচ্ছাসেবক টিমের প্রধান মামুনুর রশীদ মামুন।

    বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় দুবাইস্থ ইন্টারন্যাশনাল মর্ডান হসপিটাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেন তিনি।

    মামুনুর রশীদ ১৫ দিন পূর্বে করোনার উপসর্গ নিয়ে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি হোন। হাসপাতালে করোনা টেস্ট করলে তার শরীরে সংক্রমণ ধরা পড়ে এবন সেখানে তাকে বিশেষ ব্যবস্থায় চিকিৎসা প্রদান করা হয়।

    গত ১৪ ও ১৬ জুন দুটি টেস্টে নেগেটিভ আসলে তিনি হাসপাতাল ছাড়েন। হাসপাতাল ছাড়লেও কর্তৃপক্ষ তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়ে রেখেছে।

    গত এপ্রিল-মে মাসে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য নগরী দুবাইয়ের নাইফ এলাকা কে দুবাই সরকার কর্তৃক ‘রেড জোন এলাকা” বলে ঘোষনা করে লকডাউন করে দেয়।

    সবাই যখন আত্মরক্ষায় লকডাউনে ঘরমুখি; তখন তিনি দুবাই প্রশাসনের স্বাস্থ্য অধিদপ্তর এর সাথে লকডাউন এলাকায় বাংলাদেশি প্রবাসীদের স্বাস্থ্যসেবা ও খাদ্য সামগ্রী বিতরণ নিশ্চিত করতে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে ‘বাংলা এক্সপ্রেস টিম’ নামের ১৯ সদস্যের একটি স্বেচ্ছাসেবক টিম গঠন করে প্রবাসীদের সেবায় ঝাপিয়ে পড়েন।

    দেশীয় প্রবাসীদের জন্য খাবার ও পানীয় সরবরাহে দিনরাত একাকার করেছেন তার টিম নিয়ে এ সাংবাদিক ও ‘বাংলা এক্সপ্রেস টিম’ স্বেচ্ছাসেবক টিম প্রধান।

    উক্ত এলাকায় লকডাউন শেষ হলেও থেমে থাকেননি তিনি। বাংলাদেশী প্রবাসীদের কেউ করোনায় আক্রান্ত হলে তাকে হাসপাতালে পৌঁছানো, পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর শিডিউল করে দেয়া এবং বাংলা এক্সপ্রেস এর পক্ষ থেকে প্রতিদিন ত্রাণ ব্যাগ সহযোগিতার কাজ তিনি তার টিম নিয়ে আক্রান্ত হবার পূর্বক্ষণ পর্যন্ত চালিয়ে গেছেন। অবশেষে নিজেই আক্রান্ত হলেন তিনি।

    এর আগে স্বেচ্ছাসেবক টিমের অন্যতম সদস্য কাজী ইসমাইল ও আরেক সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন, চিকিৎসা শেষে সুস্থ হয়ে কর্মে যোগ দিয়েছেন তারা।

    ২৪ ঘণ্টা/এম আর/মানিক

  • আমিরাতের ফ্লাইটের অপেক্ষায় হাজারো প্রবাসী বাংলাদেশী

    আমিরাতের ফ্লাইটের অপেক্ষায় হাজারো প্রবাসী বাংলাদেশী

    ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে:দেশে ফেরার প্রতিক্ষায় প্রহর গুনছেন আমিরাতে থাকা হাজার হাজার প্রবাসী বাংলাদেশী।

    তাদের অনেকে টুরিস্ট ভিসায় বেড়াতে গিয়ে সেখানে আটকা পড়েছেন। এখন ফ্লাইট না থাকায় দেশে ফিরতে পারছেন না। এছাড়া আরব আমিরাত সরকারের সাধারণ ক্ষমার আওতায় বিভিন্ন কারাগার থেকে ছাড়া পাওয়া শত শত প্রবাসী দেশে ফেরার অপেক্ষায় দিন গুনছেন। কিন্তু ফ্লাইট না থাকায় তারা দেশে ফিরতে পারছেন না।

    এই অবস্থায় অনেকের টাকা শেষ হয়ে গেছে। যার কারণে তারা হােটেল ছেড়ে দিয়ে বিভিন্ন মসজিদ ও আশ্রয় কেন্দ্রে মানবেতর জীবন কাটাচ্ছেন।

    ফ্লাইট না থাকায় আরব আমিরাতের আবুধাবীতে বাংলাদেশের কয়েকটি লাশও ঢাকায় ফিরতে পারছে না।

    জানাগেছে, গত ১১ জুন সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার এক যুবক মারা গেছেন। তার নাম আবছার তাজামেল হােসেন। তার লাশ আনার জন্য ওয়েজ আরনার কল্যান বাের্ড অনেক চেষ্টা তদবির করেও ফ্লাইটের অভাবে আনতে পারছেন না।

    অনেকে আত্মায় – স্বজনের বাসায় থেকেও দেশে ফেরার অপেক্ষায় দিন গুনছেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • আমিরাতে ইমাম-মুয়াজ্জিন’র করোনা টেস্ট বাধ্যতামূলক

    আমিরাতে ইমাম-মুয়াজ্জিন’র করোনা টেস্ট বাধ্যতামূলক

    ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে:সংযুক্ত আরব আমিরাতে করােনাভাইরাসের সংক্রমণ প্রতিরােধ কর্মসূচির অংশ হিসেবে ১৭ মার্চ থেকে মসজিদ বন্ধ রয়েছে। দেশটির প্রশাসন, স্বাস্থ্য অধিদপ্তর, ওয়াকফ কাউন্সিল   ফতােয়া বাের্ডের অনুমতিক্রমে পবিত্র রমজানের তারাবির নামাজ কিংবা ঈদুল ফিতরেও বন্ধ রাখা হয় মসজিদ।

    এদিকে মসজিদ চালুর পূর্বে ইমাম , মুয়াজ্জিন ও মসজিদের সকল কর্মকর্তাদের করােনা টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে।

    মসজিদ খুলে দেওয়া প্রসঙ্গে গত সপ্তাহে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। উক্ত সংবাদে আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি মেনে মসজিদ চালু করার বিষয়ে যাবতীয় বিধিনিষেধ উপস্থাপন করা হয়।

    ইমাম-মুয়াজ্জিন কিংবা কর্মকর্তাদের করােনা টেস্টের ব্যাপারে একজন ইমাম জানান , আমাদেরকে ফোন করে জানানাে হয়েছে করােনা টেস্ট করার জন্য। মসজিদ খুলে দেওয়ার নির্দিষ্ট কোন তারিখ এখন পর্যন্ত জানানো হয় নি। তবে প্রস্তুতি চলছে বলে কর্তৃপক্ষ জানান।

    ইতিপূর্বে মসজিদ চালুর পর সকলকে নিজ নিজ মুসল্লা সাথে করে নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোন ব্যক্তি জায়নামাজ আনতে ভুলে যায় , তার জন্য বিশেষ ব্যবস্থায় একবার ব্যবহারযােগ্য জায়নামাজ রাখা হবে। এছাড়া ১২ বছরের শিশু ও ৬০ ঊর্ধ্ব ব্যক্তিদের মসজিদে না আসার নির্দেশ দেওয়া হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • দুবাইয়ে আজ থেকে খুলছে শতভাগ ব্যবসা প্রতিষ্ঠান

    দুবাইয়ে আজ থেকে খুলছে শতভাগ ব্যবসা প্রতিষ্ঠান

    ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে:সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে আজ বুধবার (৩ জুন) থেকে ব্যবসা প্রতিষ্ঠান স্বাভাবিক নিয়মে ফিরছে।

    শপিংমল , দোকানসহ সকল ব্যবসা প্রতিষ্ঠামে শতভাগ লােক যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে।

    গতকাল ২ জুন আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মুহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের অনুমতিক্রমে দুবাইয়ের সংকট ও দুর্যোগ পরিচালনা কমিটি এই সিদ্ধান্ত জানায়।

    মহামারী করােনাভাইরাসের সংক্রমণ প্রতিরােধে বাণিজ্য নগরী দুবাইসহ সারাদেশে নানা কর্মসূচি পালিত হয়। দেশটির বিভিন্ন স্থানে লকডাউনসহ বিশেষ পদক্ষেপ নেওয়া হয়। এখনাে দুবাই ছাড়া সারাদেশের শপিংমলে ৩০ শতাংশ জনসমাগমের অনুমতি রয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • আরব আমিরাতে দুই স্কুলের ফল প্রকাশ,পাসের হার ৯৪.৬৪ শতাংশ

    আরব আমিরাতে দুই স্কুলের ফল প্রকাশ,পাসের হার ৯৪.৬৪ শতাংশ

    ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে:সংযুক্ত আরব আমিরাতে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় বিদেশে অবস্থিত কেন্দ্রগুলাে থেকে অংশ নেওয়া শিক্ষার্থীদের পাসের হার ৯৪ দশমিক ৬৪ শতাংশ।

    রবিবার (৩১ মে) সচিবালয়ে শিক্ষামন্ত্রী জানান , বিদেশে অবস্থিত ৯ টি কেন্দ্র থেকে ৩৩৬ জন শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩১৮ জন। অনুত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১৮ জন। এসব কেন্দ্রগুলােতে মােট পাসের হার ৯৪ দশমিক ৬৪ শতাংশ। চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে।

    সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি দুই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটিতে শতভাগ পাস অন্যটিতে ৯২ শতাংশ । আবুধাবীতে শেখ জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুলে ৯২ শতাংশ পাস ও বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলে শতভাগ শিক্ষার্থী পাস করেছে ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • আমিরাতে স্বাস্থ্যবিধি মেনে চালু হতে যাচ্ছে মসজিদ

    আমিরাতে স্বাস্থ্যবিধি মেনে চালু হতে যাচ্ছে মসজিদ

    ওবায়দুল হক মানিক,আরব আমিরাত থেকে:সংযুক্ত আরব আমিরাতে স্বাস্থ্যবিধি মেনে চালু হতে যাচ্ছে মসজিদ। মসজিদ চালু হলেও মানতে হবে আন্তর্জাতিক স্বাস্থ্যবিধির নিয়ম । কবে চালু হবে তা উল্লেখ না করলেও চালুর প্রস্তুতি চলছে বলে স্থানীয় ইংরেজি গণমাধ্যম খালিজ টাইম খবর প্রকাশ করেছে।

    শুক্রবার (২৯ মে) এক প্রতিবেদনে বলা হয় দেশটিতে করােনাভাইরাসের সংক্রমণ প্রতিরােধে সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে মসজিদ চালু করার প্রস্তুতি চলছে ।

    বৈশ্বিক মহামারী করােনাভাইরাসের কারণে ১৬ মার্চ ‘ দ্য জেনারেল অথরিট অব ইসলামিক এ্যাফেয়ার্স এ্যান্ড এনডাওমেন্টস ‘ এর ঘােষণা মুতাবেক বন্ধ রাখা হয়। দেশটির সকল মসজিদ। মসজিদ চালুর ক্ষেত্রে নতুন নিয়ম সকল মুসল্লিকে মেনে চলতে হবে।

    নিম্নোক্ত ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মানা বাধ্যতামূলক প্রতি দুই সারির মধ্যে একটি ফাঁকা সারি রাখতে হবে । প্রতি দুই ব্যক্তির মধ্যে ১.৫ মিটার ফাঁক রাখতে হবে । মাস্ক ও গ্লাভস বাধ্যতামূলক । নামাজের জন্য মুসল্লা বা নামাজের চাদর বাসা থেকে নিয়ে আসতে হবে । সামজিক দূরত্ব বজায় রেখে সালাম দিতে হবে , হাত মেলানাে যাবে না । নামাযের আগে বা পরে জটলা এড়িয়ে চলতে হবে । এক জামাত শেষ হয়ে গেলে দ্বিতীয় জামাত করা যাবে না । ফরজ নামাজ শেষ হওয়া মাত্র মসজিদ ত্যাগ করতে হবে । অসুস্থ ব্যক্তি বা করােনায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে ছিলেন এমন কেউ মসজিদে প্রবেশ নিষেধ। ১২ বছরের নিচে ও ৬০ বছরের বেশি বয়সের লােকদের মসজিদে প্রবেশ নিষেধ।

    মসজিদ ভিত্তিক যেসকল স্বাস্থ্যবিধি নির্ধারণ করা হয়েছে। আজানের সময় থেকে ২০ মিনিট পর্যন্ত মসজিদ চালু রাখা যাবে। এরমধ্যে জামাত শেষ করার নির্দেশ থাকবে। আজানের পরপরই জামাত চালু করতে হবে। কোন ধরনের খাবার বা কিছু বিতরণ নিষিদ্ধ। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত মহিলা ও বাচ্ছাদের জন্য বন্ধ থাকবে। এ ওয়াশরুম অজুখানা বন্ধ থাকবে। এসব বিধিনিষেধ মেনে সংযুক্ত আরব আমিরাতে শীঘ্রই চালু হবে মসজিদ। এসব বিধিনিষেধ না মানলে রাষ্ট্রের আইন অনুযায়ী ব্যবস্থা না হবে বলেও জানানাে হয়।

    ২৪ ঘণ্টা/এম আর

  • করোনার অবরুদ্ধতা থেকে স্বাভাবিকের দিকে আরব আমিরাত

    করোনার অবরুদ্ধতা থেকে স্বাভাবিকের দিকে আরব আমিরাত

    ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে:বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে অবরুদ্ধতা থেকে সংযুক্ত আরব আমিরাত ধীরে ধীরে স্বাভাবিকতার দিকে ফিরে আসছে।

    দুবাই পৌরসভা শুক্রবার (২৯ মে) জেবিআর, আল মামজার, জুমেরাহ এবং উম্মে সাকিম বীচ, পাশাপাশি বড় বড় উদ্যান এবং দুবাই ফ্রেম জনসাধারণের জন্য পুনরায় খুলে দেয়ার ঘোষণা দিয়েছে।

    ইতিমধ্যে দুবাই সরকারে বুধবার ২৭মে সকাল ৬ টা থেকে রাত ১১.০০ অবধি অর্থনৈতিক কার্যক্রম শুরু করেছে।

    এ কার্যক্রম শুরু করার সিদ্ধান্তের সাথে সামঞ্জস্য রেখে দুবাই সংস্কৃতি ও শিল্প কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে ২০২০ সালের ১ জুন থেকে পর্যায়ক্রমে যাদুঘরগুলি আবার চালু করা হবে। রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত আল শিন্দাঘা ও এতিহাদ যাদুঘরগুলি খোলা থাকবে এবং কয়েনস যাদুঘর সকাল ৮ টা হতে বিকাল ২ টা পর্যন্ত খোলা থাকবে।

    এদিকে দুবাই ছাড়া সমস্ত আমিরাত জুড়ে জাতীয় জীবাণুনাশক স্প্রে করন সময় রাত ৮ টা থেকে সকাল ৬ টা চলছে। উল্লেখ্য যে, সংযুক্ত আরব আমিরাতে আজ ২৮ মে পর্যন্ত করোনায় মোট আক্রান্ত ৩২৫৩২ জন, সুস্থ হয়েছেন ১৬৬৮৫ জন এবং মৃত হয়েছেন ২৫৮ জন। এদের মধ্যে উল্লেখ যোগ্য সংখ্যক বাংলাদেশী আক্রান্ত ও মৃত্যু হয়েছেন

    ২৪ ঘণ্টা/এম আর

  • আমিরাত থেকে বাংলাদেশগামী বিমানের ফ্লাইট ৩০জুন পযর্ন্ত স্থগিত

    আমিরাত থেকে বাংলাদেশগামী বিমানের ফ্লাইট ৩০জুন পযর্ন্ত স্থগিত

    ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে:বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ৩০ জুন পর্যন্ত আমিরাত থেকে বাংলাদেশগামী সকল ফ্লাইট স্থগিত করেছে।

    করোনাভাইরাস এর কারণে বিশ্বের অনেক দেশই আজ অঘোষিত বিচ্ছিন্ন হয়ে আছে। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশে দেশে ফ্লাইট স্থগিত করা হচ্ছে। একই কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুবাই-ঢাকা আকাশপথ স্থগিত রেখেছে।

    এই বিষয়ে বিস্তারিত জানান, দুবাই ও উত্তর আমিরাতের রিজিওনাল ম্যানেজার দিলীপ কুমার চৌধুরী।

    তিনি বলেন , “সার্বিক পরিস্হিতির কারণে বিমানের বাংলাদেশগামী সকল ফ্লাইট ৩০ জুন পর্যন্ত স্থগিত থাকবে । ২০ মার্চ থেকে এই সময়ে আসন-সংরক্ষিত সকল টিকেট স্বাভাবিক বিমান চলাচল শুরু হলে টিকেট ইস্যুর তারিখ থেকে এক বৎসরের মধ্যে ভ্রমণের যোগ্য হবে এবং কোন রকমের অতিরিক্ত ফি দিতে হবে না !”

    তিনি আরো বলেন, ‘দুবাইস্থ বিমানের অফিস একই তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। তবে প্রয়োজনে হট লাইনে 042220366 রবিবার- বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত যোগাযোগ করতে পারবেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে দূতাবাস

    আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে দূতাবাস

    ওবায়দুল হক মানিক,আমিরাত প্রতিনিধি:সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস। দূতালয় প্রধান মোহাম্মদ জোবায়েদ হোসেন এক বিবৃতির মাধ্যমে এ ঘোষণা দেন।

    মোহাম্মদ জোবায়েদ হোসেন জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ক্রমে দূতাবাস শিগগিরই কয়েকটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করতে যাচ্ছে।

    তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতে বেড়াতে এসে আটকে পড়া বাংলাদেশি নাগরিক, পরিবারের সদস্য (নারী, শিশু), অসুস্হ ব্যক্তি এবং অবৈধ হয়ে পড়া বাংলাদেশি যারা সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে দেশে ফিরতে চান তাদের জন্য এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা।

    এ ধরনের কোনো যাত্রী থাকলে পাসপোর্ট-ভিসার কপি এবং ফোন নম্বরসহ দূতাবাসের ইমেইলে (mission.abudhabi@mofa.gov.bd) পাঠানোর জন্য অনুরোধ করেন তিনি।

    উল্লেখ্য, করোনাভাইরাসে উদ্ভূত পইরিস্থিতির কারণে গত মার্চ মাসের ২০ তারিখ থেকে আমিরাত থেকে প্রবাসীদের যাতায়াত বন্ধ রয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন ২৩০ আমিরাত প্রবাসী

    বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন ২৩০ আমিরাত প্রবাসী

    ওবায়দুল হক মানিক,আরব আমিরাত প্রতিনিধি:সংযুক্ত আরব আমিরাত থেকে একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন ২৩০ আমিরাত প্রবাসী। গত বৃহস্পতিবার এমিরেটস এয়ারলাইন্সের ইকে-২৬৩২ ফ্লাইটটি আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল-৩ থেকে দেশের উদ্দেশে ছেড়ে আসে। শুক্রবার (২২ মে) তারা দেশে পৌঁছায়।

    দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ইকবাল হোসাইন খান সাংবাদিকদের জানান, বিশেষ এই ফ্লাইটে ২১৩ শ্রমিকের পাশাপাশি কয়েকটি পরিবার, ব্যবসায়ীসহ ২৩০ জন যাত্রী ছিলেন। শ্রমিকরা আমিরাতে কর্মহীন হয়ে দিন পার করছিলেন। অন্যরা লকডাউনের কারণে আটকে ছিলেন আমিরাতে।

    একই ফ্লাইটে থাকা আমিরাতের রাস আল খাইমা প্রদেশের প্রবাসী একজন প্রকৌশলী জানান, মার্চের শেষ দিকে কোম্পানি থেকে ইস্তফা নেন তিনি।

    ফিরে নতুন কোম্পানিতে যোগ দেয়ার কথা থাকলেও বিমান পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় আমিরাতে আটকা পড়ে যান। এরপর থেকে নিয়মিত কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ রক্ষা করে গেলে বুধবার বাংলাদেশ কনস্যুলেট তার দেশে ফেরার ব্যবস্থা করে।

    তিনি আরও জানান, ফ্লাইটে থাকা শ্রমিকদের অধিকাংশই এমিরেটস এয়ারলাইন্সের শ্রমিক। এসব শ্রমিকের টিকিট খরচ কোম্পানি থেকে দেয়া হয়েছে। ফ্লাইট ঢাকায় পৌঁছলে এয়ারপোর্টে স্বাস্থ্য পরীক্ষা ও সনদ বিতরণ শেষে বিমানবন্দর কর্তৃপক্ষ সবাইকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • আমিরাতে অসহায় প্রবাসীদের মাঝে ইউএই বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ

    আমিরাতে অসহায় প্রবাসীদের মাঝে ইউএই বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ

    আরব আমিরাত প্রতিনিধি:প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আরব আমিরাতে কর্মহীন হয়ে পড়া অসহায় প্রবাসীদের মাঝে উপহার খাদ্যসামগ্রী বিতরণ করেছে আরব আমিরাত কেন্দ্রীয় বিএনপি।

    বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নির্দেশনায় দলীয় কর্মসূচির অংশ হিসেবে গত বুধবার আরব আমিরাত কেন্দ্রীয় বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে এ উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

    খাদ্যসামগ্রী বিতরণে অংশ নেন, আরব আমিরাত বিএনপির সাবেক আহবায়ক প্রকৌশলী সালাউদ্দিন, আরব আমিরাত কেন্দ্রীয় বিএনপির ১ম সহ-সভাপতি নূরুল আলম, সহ-সভাপতি আমিরুল ইসলাম এনাম,সহ-সভাপতি সিরাজুল ইসলাম নওয়াব, জাহাঙ্গীর আলম (রুপু), প্রকৌশলী ফারুক মাহমুদ চৌধুরী, ইঞ্জিনিয়ার করিমুল হক, শাহানুর শাহিন, সাহেদ আহমেদ রাসেল সহ আরো অনেকে।

    সংক্ষিপ্ত আলোচনা শেষে পৃথিবীতে আবির্ভাব হওয়া এই মহামারি থেকে জাতির সুরক্ষা, নিরাপদ ও সতক্য থাকার বিষয়ে করোনাভাইরাস, ডেঙ্গু, ভূমিকম্প, ঘূর্ণিঝড় সহ সব ধরনের বাল-মুসিবত থেকে দেশ জাতি ও মুসলিম উম্মাহর সুরক্ষায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

    ২৪ ঘণ্টা/এম আর/মানিক