Tag: আরব আমিরাত

  • ১ জুন আমিরাতে আসার টিকেট বুকিং নিচ্ছে এয়ার এরাবিয়া

    ১ জুন আমিরাতে আসার টিকেট বুকিং নিচ্ছে এয়ার এরাবিয়া

    ওবায়দুল হক মানিক,আরব আমিরাত প্রতিনিধি:::আগামী ১ জুনের জন্যে সংযুক্ত আরব আমিরাতে আসার টিকেট বুকিং নেয়া হচ্ছে এয়ার এরাবিয়ায়।

    ঢাকা থেকে শারজা এয়ারপোর্ট পৌঁছাতে ১৪৪৮ দেরহাম বুকিং নেওয়া হচ্ছে এয়ার এরাবিয়ায় ফ্লাইট থেকে। তবে ফ্লাইটে সামাজিক দূরত্ব বজায় রাখা হবে ।

    সংযুক্ত আরব আমিরাতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কোভিড -১৯ এর বিস্তার রোধে গৃহীত সাবধানতামূলক পদক্ষেপের অংশ হিসাবে ২২ শে মার্চ সংযুক্ত আরব আমিরাতের সমস্ত অভ্যন্তরীণ ও বহির্মুখী যাত্রী বিমান এবং বিমান সংস্থাগুলির যাতায়াত স্থগিত করেছে। তবে কার্গো এবং বিশেষ প্রত্যাবাসন বিমানগুলিতে আমিরাত, ফ্লাই দুবাই, ইতিহাদ এবং এয়ার এরাবিয়া চালু রয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • আমিরাত থেকে ১৮৮ জন বাংলাদেশি কর্মী দেশে ফিরেছেন

    আমিরাত থেকে ১৮৮ জন বাংলাদেশি কর্মী দেশে ফিরেছেন

    ওবায়দুল হক মানিক,আরব আমিরাত প্রতিনিধি:::সংযুক্ত আরব আমিরাত থেকে বিশেষ ক্ষমায় মুক্তি দেওয়া ১৮৮ জন প্রবাসী বাংলাদেশি কর্মী দেশে ফিরেছেন। দেশটির সরকার একটি বিশেষ ফ্লাইটে তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করে।

    এদের সবাই আমিরাতে অবৈধভাবে বসবাসসহ শ্রম আইন লঙ্ঘন এবং ছোটখাট অপরাধের দায়ে করাগারে বন্দী ছিলেন।

    করোনার কারণে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর মতো সংযুক্ত আরব আমিরাতও তাদের কারাগারে আটক প্রবাসীদের বিশেষ ক্ষমায় মুক্তি দিয়ে দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেয়।

    সোমবার মধ্যরাতে ফ্লাই দুবাইয়ের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরে ১৮৮ জন বাংলাদেশি কর্মী। দুবাই থেকে বিশেষ ফ্লাইটটি বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকায় আসার কথা ছিল। কিন্তু সেই ফ্লাইটটি প্রায় আট ঘণ্টা পর মধ্যরাতে ঢাকায় অবতরণ করে।

    স্বাস্থ্য সনদ না থাকায় এসব বাংলাদেশি কর্মীকে আশকোনায় ব্র্যাক ট্রেনিং সেন্টারে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • আমিরাতে প্রবাসীদের জন্য তিন কমিউনিটি নেতার ব‍্যতিক্রমী উদ্যোগ

    আমিরাতে প্রবাসীদের জন্য তিন কমিউনিটি নেতার ব‍্যতিক্রমী উদ্যোগ

    ওবায়দুল হক মানিক,আরব আমিরাত প্রতিনিধি::করোনা প্রতিরোধে ঘরে থাকায় দীর্ঘদিন লকডাউনে থাকার কারণে সংযুক্ত আরব আমিরাতে নিম্ন আয়ের শ্রম জীবিদের অনেকের উপার্জন বন্ধ। নিঃস্ব হওয়া মানুষগুলো হাজার মাইল দূরে ফেলে আসা প্রিয়জনদের কাছে ফোন করবে। কিন্তু সে টাকা নেই। চুল দাড়ি কাটার সামর্থ্য নেই। একটি বাস কার্ড কেনার টাকা নেই। জরুরী কোন মেডিসিন কিনবে সে উপায়ও নেই।

    এইসব নিঃস্ব প্রবাসীদের কথা চিন্তা করে সংযুক্ত আরব আমিরাতের মানবতাবাদী তিন কমিউনিটি নেতা ইয়াকুব সুনিক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াকুব সুনিক, বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন আবিরের সভাপতি জুলফিকার ওসমান, বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন আবিরের সহ-সভাপতি হারুনুর রশিদ প্রবাসী বাংলাদেশীদের কাছে নগদ অর্থ বন্টন করলেন।

    সোমবার ও মঙ্গলবার তারা যৌথভাবে এই অর্থ বন্টন করেছেন ।

    সংযুক্ত আরব আমিরাতের শারজার বি এম ডব্লিউ, আবু সাগরা, দুবাইয়ের আল মতিনা , আল-নাখিল,সোনাপুর,ইন্টারন্যাশনাল সিটি এবং আলকুজ এলাকায় প্রায় তিন শতাধিক নিঃস্ব প্রবাসীদের নিকট এই হৃদয় বান তিন ব্যবসায়ী নেতা ৫০ হাজার দিরহাম নগদ অর্থ বন্টন করেছেন।

    কোভিড-১৯ প্রাদুর্ভাবে সৃষ্ট পরিস্থিতিতে নিঃস্ব হয়ে পড়া প্রবাসী বাংলাদেশীদের খাদ্য সংকট নিরসনে এই তিন ব্যবসায়ী বন্ধু ইয়াকুব সুনিক জুলফিকার ওসমান, হারুন-অর-রশিদ শুরু থেকে পৃথক পৃথক ভাবে ভূমিকা রেখে আসছিল ।

    কখনো সম্মিলিতভাবে কখনো ব্যক্তিগতভাবে এরা সংকটাপন্ন প্রবাসীদের পাশে দাঁড়িয়ে ইতিমধ্যে মানবিকতার উত্তম পর্যায়ে নিজেদের অবস্থান তুলে ধরে মহানুভবতার পরিচয় দিয়েছেন এই তিন ব্যবসায়ী নেতা। যে অবদান সংকটাপন্ন প্রবাসীরা আজীবন মনে রাখবে অথলে অন্তরে।

    ইতিমধ্যে আমরা জেনেছি বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন দুবাই আল আবির শাখার জেনারেল সেক্রেটারি ও ইয়াকুব সুনিক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াকুব সুনিক সংযুক্ত আরব আমিরাতের খাদ্য সঙ্কটে পড়া অসংখ্য প্রবাসী বাংলাদেশী ও বাংলাদেশে তার নিজ এলাকা চট্টগ্রামের চান্দগাঁও থানায় করো’নার প্রাদুর্ভাবে নিঃস্ব হয়ে পড়া ৫০০ জনসাধারণের নিকট খাদ্যদ্রব্য বন্টন করেছেন।

    পাশাপাশি বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই, ও বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন দুবাই আল আবিরের পক্ষ থেকে দুবাই বাংলাদেশ কনস্যুলেট দ্বারা পরিচালিত ত্রাণ তৎপরতায় অংশগ্রহণ করেন এই ব্যবসায়ী। তাছাড়া তুমি ধারাবাহিক ভাবে দেশে-বিদেশে অসংখ্য গরীব দুঃখী মানুষের মাঝে নিরবে দান করে যাচ্ছেন । বর্তমান পরিস্থিতিতে তার ব্যবসায়িক নানা সংকট থাকা সত্ত্বেও প্রবাসীদের দুর্দশায় নিরবে বসে থাকেনি তিনি। এই দানবীর যখন যেভাবে পেরেছেন মানুষের পাশে দাঁড়িয়েছেন ।
    অপরদিকে বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন আল আবিরের সভাপতি জুলফিকার ওসমান, সহ-সভাপতি হারুন-অর-রশিদ সংগঠন ও ব্যক্তিগত ভাবে বাংলাদেশ কনস্যুলেট দ্বারা পরিচালিত খাদ্য সংকট মোকাবেলা কার্যক্রমে সহায়তা করে বিশাল অবদান রাখেছেন। মানুষের দুর্দশায় এই দুই কমিউনিটি নেতার সহযোগিতাোও অপরিসীম।
    এই সংকটে অসহায় প্রবাসী বাংলাদেশীদের কথা চিন্তা করে নগদ অর্থ বণ্টনের বিষয়টি ছিল ব্যতিক্রমধর্মী একটি উদ্যোগ। হঠাৎ এ সহায়তা প্রবাসীদের এই সংকটে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। এই উদ্যোগ প্রবাসের মাটিতে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে বলে প্রবাসীরা মনে করেন ।

    প্রবাসীরা জানান করো’না ভাইরাসের প্রাদুর্ভাব রোধ কল্পে লকডাউনের কারণে আমরা কর্মহীন হয়ে ঘরে বসে ছিলাম। প্রচন্ড খাদ্য সঙ্কটে ভুগছিলাম । বাংলাদেশ কনস্যুলেট সহ কিছু সংগঠন ও প্রবাসী ব্যবসায়ীরা আমাদের খাদ্যদ্রব্য দিয়ে সহায়তা করেছেন। ফলে আমরা কিছুটা হলেও ক্ষুধা নিবারণের স্বস্তি পেয়েছি। দীর্ঘদিন কাজে না যাওয়ায় কোন টাকা-পয়সা পকেটে ছিলনা। ফোন রিচার্জ করা, চুল দাড়ি কাটা, প্রয়োজনীয় টুকটাক কাজে আমাদের খুব জরুরী নগদ অর্থের প্রয়োজন ছিল। এই টাকা জোগাড় করার জন্য আমাদের কারো কাছে হাত পাতার উপায় ছিল না। কেননা সবাই এই পরিস্থিতিতে নানান সংকটে দিনাতিপাত করছে। তাই হঠাৎ করে অর্থ পেয়ে আমরা অত্যন্ত খুশি। তারা উদার প্রাণ ব্যবসায়ী নেতাদের এই সহায়তার জন্য আন্তরিক দোয়া ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • আমিরাত থেকে বাংলাদেশগামী বিমানের ফ্লাইট ১৫মে পযর্ন্ত স্থগিত

    আমিরাত থেকে বাংলাদেশগামী বিমানের ফ্লাইট ১৫মে পযর্ন্ত স্থগিত

    আরব আমিরাত প্রতিনিধি:::বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১৫ মে পর্যন্ত আমিরাত থেকে বাংলাদেশগামী সকল ফ্লাইট স্থগিত করেছে।

    করোনাভাইরাস এর কারণে বিশ্বের অনেক দেশই আজ অঘোষিত বিচ্ছিন্ন হয়ে আছে। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশে দেশে ফ্লাইট স্থগিত করা হচ্ছে।

    একই কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুবাই-ঢাকা আকাশপথ স্থগিত রেখেছে।

    বিষয়টি নিশ্চিত করেন দুবাই ও উত্তর আমিরাতের রিজিওনাল ম্যানেজার দিলীপ কুমার চৌধুরী।

    তিনি বলেন , “সার্বিক পরিস্হিতির কারণে বিমানের বাংলাদেশগামী সকল ফ্লাইট ১৬ মে পর্যন্ত স্থগিত থাকবে ।

    ২০ মার্চ থেকে এই সময়ে আসন-সংরক্ষিত সকল টিকেট স্বাভাবিক বিমান চলাচল শুরু হলে টিকেট ইস্যুর তারিখ থেকে এক বৎসরের মধ্যে ভ্রমণের যোগ্য হবে এবং কোন রকমের অতিরিক্ত ফি দিতে হবে না !”

    তিনি আরো বলেন, ‘দুবাইস্থ বিমানের অফিস একই তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। তবে প্রয়োজনে হট লাইনে 042220366 রবিবার- বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত যোগাযোগ করতে পারবেন।

    ২৪ ঘণ্টা/এম আর/মানিক

  • দুবাইয়ে চার মাসে ৮৫২ জনের ইসলাম ধর্ম গ্রহণ

    দুবাইয়ে চার মাসে ৮৫২ জনের ইসলাম ধর্ম গ্রহণ

    ওবায়দুল হক মানিক,আরব আমিরাত প্রতিনিধি:::সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মুহাম্মাদ বিন রাশেদ ইসলামিক সেন্টারে ২০২০ সালের প্রথম চার মাসে বিভিন্ন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন ৮৫২ জন।

    সোমবার (২৭ এপ্রিল) ইসলামিক সেন্টার কালচার কর্তৃপক্ষ স্থানীয় গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করে।

    এসময় আরো বলা হয় গত বছর এই সংখ্যাটি ছিল ৮৩৮ জনে। ইসলামের আদর্শ ও মুসলিম কমিউনিটির সহনশীলতা ভিন্নধর্মী মানুষগুলোকে ইসলামের ছায়া তলে আসতে উদ্বুদ্ধ করেছে।

    ইসলামিক কালচার সেন্টারের পক্ষ থেকে বলা হয়েছে কেউ যদি ইসলাম সম্পর্কে জানতে চান বা ইসলাম ধর্ম গ্রহণ করতে চান তাহলে IACAD এপস ডাউনলোড করে ইসলামিক বই পড়তে পারেন বা তথ্য জানতে পারেন।

    এছাড়া ৮০০৬০০ হেল্প লাইনে কল দিয়ে মুহাম্মদ বিন রাশেদ ইসলামিক কালচার সেন্টার কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন।

    ২৪ ঘণ্টা/এম আর/মানিক

  • দুবাইতে প্রবাসীদের মাঝে বঙ্গমাতা পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ

    দুবাইতে প্রবাসীদের মাঝে বঙ্গমাতা পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ

    ওবায়দুল হক মানিক, আরব আমিরাত প্রতিনিধি:সংযুক্ত আরব আমিরাতে বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের বিভিন্ন জায়গায় কোয়ারেন্টাইন পালন করা প্রবাসী বাংলাদেশীদের মাঝে আরব আমিরাত বঙ্গমাতা পরিষদের উদ্যোগে দেরা দুবাইয়ে অসহায় প্রবাসীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    বুধবার (২২ এপ্রিল) এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    প্রবাসী বাংলাদেশীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরনের সময় সাথে থেকে সার্বিক সহযোগিতা করেছেন আরব আমিরাত প্রবাসী ব‍্যবসায়ী এইচ,এম শওকত আলী মোল্লা, ব‍্যাংকার আলহাজ্ব আব্দুল হক সহ আরো অনেকে।

  • আমিরাতে অসহায় প্রবাসীদের পাশে দূতাবাস ও কনস্যুলেট

    আমিরাতে অসহায় প্রবাসীদের পাশে দূতাবাস ও কনস্যুলেট

    ওবায়দুল হক মানিক, আরব আমিরাত প্রতিনিধি:::করোনাভাইরাসের তাণ্ডবে সংযুক্ত আরব আমিরাতের নিম্ন ও মধ্যবর্তী আয়ের অসহায় অভাবী প্রবাসীদের সংকটে আবুধাবির বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটসহ এগিয়ে এসেছে প্রবাসী বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

    আবুধাবীতে বাংলাদেশ সমিতি, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি, আওয়ামী যুবলীগ, বিএনপি, দুবাইয়ের বাংলাদেশ সমিতি, বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটি, দুবাইয়ের বিজনেস এসোসিয়েশন, দুবাই যুবলীগ, দুবাই আল্ আবির বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সমিতি সারজা, বিএনপি শারজা কমিটি, বাংলাদেশ সমিতি ফুজিরা, রাস আল খাইমার বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ, বঙ্গবন্ধু পরিষদ আল আইন, আল আইন বিএনপিসহ অন্যান্য সংগঠন।

    আওয়ামীলীগ যুবলীগ ইউএই কেন্দ্রীয় কমিটি, বিএনপি ইউএই কেন্দ্রীয় কমিটিসহ আমিরাতের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অভাবী প্রবাসীদের বিশেষ করে লক ডাউনে থাকা প্রবাসীদের জন্য খাদ্য সহায়তাসহ নানা সহযোগিতায় এগিয়ে এসেছেন।

    তবে অভাবী প্রবাসীদের সংখ্যার তুলনায় এসব সাহায্য-সহযোগিতা মোটেই যথেষ্ট নয়। আরো সাহায্য-সহযোগিতা দরকার। অভাবী প্রবাসীদের পাশে আমিরাতের প্রবাসী বড় বড় ব্যবসায়ীসহ সরকারের আরো সাহায্য সহযোগিতা দরকার বলে মনে করেন প্রবাসের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

    উল্লেখ্য যে আমিরাতে শুক্রবার (১৭এপ্রিল) পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬,৩০২ জন, সুস্থ হয়েছেন ১১৮৮ জন ও মোট মৃত্যু বরণ করেছেন ৩৭ জন।আক্রান্তের মাঝে অর্ধশতাধিক বাংলাদেশী আছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তিন জন বাংলাদেশী করোনায় মারা গেছেন।

    তবে ইতিমধ্যে আমিরাতজুড়ে হার্ট অ্যাটাক/স্টোকসহ অন্যান্য রোগে বেশ কয়জন বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধা মারা গেছেন।

    এদিকে আমিরাতের বানিজ্যিক রাজধানী দুবাইতে জীবাণুনাশক স্প্রে করার সময় আরো ১সপ্তাহের জন্য বৃদ্ধি করা হল। অর্থাৎ দুবাইতে আগামী আরো এক সপ্তাহ পর্যন্ত(২৫ এপ্রিল পর্যন্ত,) সবাইকে ২৪ ঘন্টা ঘরে থাকতে হবে।

  • আমিরাতে করোনায় ফটিকছড়ির আরো এক প্রবাসীর মৃত্যু

    আমিরাতে করোনায় ফটিকছড়ির আরো এক প্রবাসীর মৃত্যু

    এম জুনায়েদ, ফটিকছড়ি প্রতিনিধি:::সংযুক্ত আরব আমিরাতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মুহাম্মদ জাহাঙ্গীর (৫৫) নামের আরো এক ফটিকছড়ির প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বখতপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড়ের চুন্ন বাপের বাড়ির মৃত আমিনুল হকের ছেলে।

    রোববার (১৯ এপ্রিল) দুপুরে আমিরাতের সারজাহস্থ একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি সারজায় অবস্থান করতেন এবং পেশায় একজন পাইপ ফিটার মিস্ত্রি ছিলেন। স্থানীয় চেয়ারম্যান ও নিহতের পারিবারক সূত্রে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

    জানাগেছে, গত ২০দিন আগে মরহুমের করোনা ধরা পড়ে। হাসপাতালে ভর্তি অবস্থায় পরিবারের সাথে তার আর যোগাযোগ হয়নি। তবে, সারজায় অবস্থানরত নিকট আত্নীয়রা হাসপাতালে উনার খবরা খবর রাখতেন। আসা-যাওয়াই দীর্ঘ ৮বছর ধরে নিহত জাহাঙ্গীর আমিরাতের একজন প্রবাসী। গত ৮ মাস আগে দেশ থেকে ঘুরে যান। তিনি এক সন্তানের জনক ছিলেন বলে জানাগেছে।

    জানাতে চাইলে স্থানীয় চেয়ারম্যান এম.সোলাইমান বি.কম জানান, করোনায় আক্রান্ত হয়ে জাহাঙ্গীরের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, গত ৫ এপ্রিল আমিরাতে সালাউদ্দিন (৩৫) নামের অপর এক ফটিকছড়ির বাসিন্ধার মৃত্যু হয়েছিল।

  • আমিরাতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৪৬০ জন

    আমিরাতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৪৬০ জন

    ওবায়দুল হক মানিক,আরব আমিরাত প্রতিনিধি:::সংযুক্ত আরব আমিরাতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আরো ২৫,০০০ করোনা পরীক্ষা করা হয়েছে । নতুন করে আক্রান্ত পাওয়া গেছে আরো ৪৬০ জন। আক্রান্তের মধ্যে থেকে নতুন করে সুস্থ হয়েছেন ৬১ জন এবং আরো ২ জন এশিয়ান নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

    দেশটিতে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ৫৮২৫ জন। সুস্থ হয়েছেন ১০৯৫ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৩৫ জনের।

    আগে আমিরাতের রাজধানী আবুধাবীতে শ্রমিকদের বাইরে যাওয়া বা অন্য প্রদেশ থেকে আসা নিষেধ হলেও এখন শারজাহ প্রদেশেও একি নিয়ম করা হয়েছে।

    সাথেই ইচ্ছুক নাগরিকদের স্বেচ্ছাসেবক হিসেবে অনলাইন আবেদন করার অনুরোধ করা হয়েছে।

    এবং আবুধাবীতে শ্রমিকদের বিনামূল্যে পরীক্ষা করানো হচ্ছে।

  • আমিরাতে নতুন করে করোনা আক্রান্ত ৪৩২ জন, মৃত্যু ৫

    আমিরাতে নতুন করে করোনা আক্রান্ত ৪৩২ জন, মৃত্যু ৫

    ওবায়দুল হক মানিক,আরব আমিরাত প্রতিনিধি:::গতকাল পর্যন্ত ৭ লক্ষ ৬৭ হাজার চেয়েও অধিক করোনা পরীক্ষা করা হয়েছে আমিরাতে। নতুন করে আক্রান্ত পাওয়া গেছে আরো ৪৩২ জন। আক্রান্তের মধ্যে থেকে নতুন করে সুস্থ হয়েছেন ১০১ জন এবং আরো ৫ জন রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

    দেশটিতে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ৫৩৬৫ জন। সুস্থ হয়েছেন ১০৩৪ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৩৩ জনের।

    যারা সুস্থ হয়েছেন, তাদের মধ্যে দেখা গেছে ঠিক ভাবে এক্সারসাইজের ও রোগীদের দৃঢ় মনোবলের কারণেই দ্রুত সুস্থ হয়ে উঠছেন। সবার শুধু শারীরিক সুস্থতা নয় মানসিক সুস্থতর দিকেও খেয়াল রাখতে হবে।

    আমিরাত সরকার গোটা দেশ জুড়ে সব লোকের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন।

  • আমিরাতে হিরোদের কাতারে ১৯ বাংলাদেশি তরুণ-তরুণী

    আমিরাতে হিরোদের কাতারে ১৯ বাংলাদেশি তরুণ-তরুণী

    ওবায়দুল হক মানিক, আরব আমিরাত প্রতিনিধি:::মহামারি করোনা ভাইরাস যখন পুরো পৃথিবীকে আঁকড়ে ধরে এক কথায় জনজীবন থমকে দিয়ে পুরো মানবজাতিকে গৃহ বন্দি করে রেখেছে ঠিক তখনি দুবাই সরকারের আহ্বানে একদল তরুণ তরুণী ঝাঁপিয়ে পড়েছে প্রবাসীদের পাশে দাঁড়াতে। করোনা ভাইরাসের সংক্রামণ রোধে গত ৩১ মার্চ থেকে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত আরব আমিরাতের বাণিজ্য নগরী দুবাই এর আল রাস এলাকাটি পুরোপুরি ভাবে লক-ডাউন করা হয়েছে যেখানে কমপক্ষে হলেও ২৫ থেকে ৩০ হাজার প্রবাসী বাংলাদেশি বসবাস করে থাকে।

    করোনা ভাইরাস এমন একটি রোগ যাদের সংস্পর্শে কেউ যেতে চায়না সেখানে নিজের জীবনের সাথে এক রকম যুদ্ধ ঘোষণা করে বাংলা এক্সপ্রেস এর সহকারী সম্পাদক মামুনুর রশীদের নেতৃত্বে বাংলাদেশ কমিউনিটির ১৯ সদস্যের একটি টিম স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে, এসময় তারা লক-ডাউন এলাকার প্রবাসী বাংলাদেশিদের ঘরে থাকতে উৎসাহিত করার পাশাপাশি বিভিন্ন সমস্যার কথা তুলে ধরছে। প্রতিদিন প্রায় ২০০০ হাজার প্রবাসীদেরকে তিন বেলা খাওয়ার সরবরাহ করে যাচ্ছেন বিভিন্ন এলাকায় দুটো দলের মাধ্যমে। অসুস্থ প্রবাসীদের সেবা নেওয়ার ক্ষেত্রে পরামর্শ দিয়ে দুবাই সরকারের বিভিন্ন সংস্থা তথা দুবাই পুলিশ ও দুবাই স্বাস্থ্য অধিদপ্তরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে এই তরুণ-তরুণীরা যাদেরকে নিয়ে প্রবাসীরা গর্ববোধ করছে।

    বিশ্বের প্রথম শারির দেশগুলো যেখানে হিমশিম খাচ্ছে করোনা ভাইরাসের এই মহামারির মোকাবেলা করতে সেখানে আরব আমিরাত খুব সূক্ষ্ম ভাবে তাদের মেধা ও মনন এবং প্রকৃত নেতৃত্বের মাধ্যমে এই মহামারি থেকে ত্রাণ পাওয়ার যাবতীয় উপকরণ নিয়ে কাজ করে যাচ্ছে।

    মামুনুর রশীদের সাথে স্বেচ্ছাসেবক টিম এ আরও যারা রয়েছেন; মোদাসসের শাহ, আনোয়ার হোসাইন, শামসুন নাহার শপ্না, আব্দুল্লাহ আল শাহিন, রুমা খাতুন, মোহাম্মদ কাজি ইসমাইল, ফখরুদ্দিন চৌধুরী, মোহাম্মদ মিজান, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ মিজানুর, জলিল, মোঞ্জর মোরশেদ, মোহাম্মদ নুরুল, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ আনোয়ার আযিম, হাসান ফরহাদ, বাশির চোখদার, মোহাম্মদ হামদান আহমেদ ও মোহাম্মদ শাইফ।

  • আমিরাতে ভিসার মেয়াদ ৩১ ডিসেম্বর পযর্ন্ত বৃদ্ধি

    আমিরাতে ভিসার মেয়াদ ৩১ ডিসেম্বর পযর্ন্ত বৃদ্ধি

    ওবায়দুল হক মানিক,আরব আমিরাত প্রতিনিধি:::আমিরাতে যাদের রেসিডেন্স পারমিট বা ভিজিট ভিসা বা এমিরেটস আইডির মেয়াদ মার্চ ১ এর পর শেষ হয়েছে তাদের ভিসার মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত বাড়ানো হয়েছে।

    আর যারা এই মুহূর্তে দেশের বাইরে আছেন তাদের রেসিডেন্স পারমিট বা এমিরেটস আইডির মেয়াদ মার্চ ১ এর পর শেষ হয়ে থাকলে, তাদের জন্যেও ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।

    উল্লেখযোগ্য,আরো ৩২, ০০০ করোনা পরীক্ষা করা হয়েছে আমিরাতে। নতুন করে আক্রান্ত পাওয়া গেছে আরো ৪১২ জন। আক্রান্তের মধ্যে থেকে নতুন করে সুস্থ হয়েছেন ৮১ জন এবং আরো ৩ জন এশিয়ান নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

    দেশটিতে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ৪৯৩৩ জন। সুস্থ হয়েছেন ৯৩৩ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ২৮ জনের।