Tag: আরব আমিরাত

  • বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আরব আমিরাতের ৪৮ তম জাতীয় দিবস উদযাপন

    বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আরব আমিরাতের ৪৮ তম জাতীয় দিবস উদযাপন

    ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে:সংযুক্ত আরব আমিরাতের বঙ্গবন্ধু পরিষদ- আবুধাবী কেন্দ্রীয় কমিটির উদ্যোগে নানা আয়োজনে সংযুক্ত আরব আমিরাতের ৪৮ তম জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

    সোমবার আবুধাবির কর্নেস পার্কে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

    সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন ইমুর সভাপতিত্বে, অনুষ্ঠানটি পরিচালনা করেন, সাধারন সম্পাদক নাসির উদ্দিন তালুকদার।

    এতে প্রধান অতিথি ছিলেন, দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান। বিশেষ অতিথি ছিলেন, দূতাবাস কনস্যুলার জোবায়েদ হোসেন, সহসভাপতি শওকত আকবর ও আবুধাবী যুব লীগের সভাপতি জসিম উদ্দিন।

    বক্তব্য রাখেন, সহসভাপতি মোহাম্মদ জামশেদ, যুগ্ন সম্পাদক মউন উদ্দিন, আলা উদ্দিন, সজল চৌধুরী, আজিম সিকদার মাহবুব খন্দকারসহ আরো অনেকে।

    রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে আমিরাতের আইন কানুন মেনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান।

  • বাংলাদেশ স্কুলে আমিরাতের ৪৮ তম জাতীয় দিবস উদযাপন

    বাংলাদেশ স্কুলে আমিরাতের ৪৮ তম জাতীয় দিবস উদযাপন

    ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে:আরব আমিরাতে আবুধাবী’র শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল এন্ড কলেজে আমিরাতের ৪৮ তম জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

    আমিরাতের ৪৮ তম জাতীয় দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুল অধ্যক্ষ মীর আনিসুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডাঃ মোহাম্মদ ইমরান।

    বিশেষ অতিথি হিসেবে আবুধাবী পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • জাতীয় দিবস উপলক্ষে আরব আমিরাত সেজেছে অপরূপ সাজে

    জাতীয় দিবস উপলক্ষে আরব আমিরাত সেজেছে অপরূপ সাজে

    ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে:মধ্যপ্রাচ্যের সম্পদশালী দেশ সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশর চাইতে মাত্র ১৪ দিন ব্যবধানে স্বাধীন হওয়া সংযুক্ত আরব আমিরাত একটি আধুনিক সুশৃঙ্খল দেশ, স্থানীয়দের ঐকান্তিক প্রচেষ্টা, কারিগরি নির্মাণ শৈলি, অনুপম উন্নয়নে আরব আমিরাত ইতোমধ্যে আধুনিক বিশ্বের নজর কেড়েছে।

    পৃথিবীর সেরা গন্তব্য হিসেবে বিবেচনা করা হয় সংযুক্ত আরব আমিরাতকে। সোমবার দেশটির স্বাধীনতা ও জাতীয় দিবস এ উপলক্ষে আমিরাতে সেজেছে অপরূপ সাজে ।

    সংযুক্ত আরব আমিরাত আরব উপদ্বীপে পারস্য উপসাগরের দক্ষিণ-পূর্বে এবং ওমান উপসাগরের উত্তর-পশ্চিমে অবস্থিত একটি দেশ। ৭টি প্রদেশ নিয়ে গঠিত দেশটি ১৯৭১ সালের ২ ডিসেম্বর ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করে। এ বছর ৪৮তম স্বাধীনতা ও জাতীয় দিবস। সাতটি প্রদেশর মধ্যে আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, উম্মুল কুয়াইন এবং ফুজিরা, রাস-আল-খাইমা।

    আজ সোমবার স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, ফুজাইরাহ, রাস আল খাইমাহ, উম্ম আল কোয়াইন-সহ আমিরাতের প্রধান প্রধান সড়ক, শহরের সড়কগুলো জাতীয় পতাকার পাশাপাশি আলোকিত ফরটি এইট শোভা বাড়াচ্ছে এখন থেকেই। বিমান মহড়া, ঝরণা, আলোকসজ্জা, আতশবাজি, উঁচু ভবনে রঙ বেরঙের সাজসজ্জা আর আলোর ঝলকানি। আমিরাতজুড়ে সাজানো হয়েছে নানা রঙের ব্যানার ফেস্টুন। স্কুল কলেজ, অফিস আদালত, সুপার ও হাইপার মার্কেটগুলো সেজেছে নানা সাজে।

    দিবসটি উদযাপনের লক্ষ্যে আরবীদের পাশাপাশি অনেক অনারবী ভিনদেশী নাগরিক আমিরাতের শেখদের ছবি ও পতাকা দ্বারা নিজেদের গাড়ি সাজাচ্ছেন। আমিরাতের ৭টি প্রদেশ সাগরপাড়ে (রোববার-রাত ১২টার পর) দিবাগত রাতে সজ্জিত গাড়ির প্রদর্শনী দেখানো হবে। রাতে শহরের মহাসড়কগুলোতে আমিরাতে অবস্থানরত বিভিন্ন দেশের প্রবাসীরাসহ, আমিরাতে অবস্থানরত পর্যটকরা ভিড় জমাবেন।

    স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ৭ প্রদশের শেখরা স্থানীয়দের পাশাপাশি আমিরাতে বসবাসরত সকল অভিবাসীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

  • আরব আমিরাতে নতুন ট্যাক্স চালু

    আরব আমিরাতে নতুন ট্যাক্স চালু

    ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে: সংযুক্ত আরব আমিরাতে পহেলা ডিসেম্বর থেকে চিনি ও চিনি জাতীয় সকল পণ্যের উপর অধিক মাত্রায় কর প্রয়োগ কার্যকর করা হবে।

    সর্বশেষ গবেষণায় প্রকাশিত হয়েছে যে প্রায় ৫৫ শতাংশ আমিরাত বাসিন্দারা চিনির উপর বা চিনি জাতীয় খাবারের উপর নতুন কর প্রয়োগের পক্ষে সমর্থন করেন এবং মাত্র ২০ শতাংশ এটির বিরোধিতা করেন, সর্বশেষ গবেষণাটি প্রকাশ করেছে।

    সমীক্ষায় দেখা গেছে যে শ উচ্চ আয়ের উপার্জনকারী যারা মাসে ৪০,০০০ দিরহাম এর বেশি উপার্জন করেন তারা ট্যাক্সকে সমর্থন করে আর যারা ৫০০০ দিরহাম বা তারও কম উপার্জনকারীদের কম সংখক রয়েছে যারা ট্যাক্স সমর্থন করেছে ।

    ১৮ থেকে ২৪ বছরের বাসিন্দারা এই ট্যাক্স নীতির বিরোধিতা করছে কিন্তু বয়স্কদের মধ্যে অধিকাংশ লোকজন চিনি জাতীয় পণ্যের উপর কর বৃদ্ধি করাকে সমর্থন করছে । মহিলাদের তুলনায় বেশি সংখ্যক পুরুষ ট্যাক্স বা কর প্রয়োগের পক্ষে।
    যদিও জরিপ করা বেশিরভাগ উত্তরদাতারা সরকারের এই উদ্যোগ সম্পর্কে সচেতন ছিলেন, পাঁচ জনের মধ্যে দু’জনই এ সম্পর্কে জানতেন না।
    দেশে অধিকাংশ বাসিন্দা উচ্চ মাত্রায় চিনিযুক্ত পানীয় বিক্রিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞার সাথেও একমত।চিনি জাতীয় সকল হালকা দ্রব্যের উপর ৪১ শতাংশ ট্যাক্স এবং চিনি যুক্ত পানীয়তে ৪৬ শতাংশ ট্যাক্স প্রয়োগ করবে।

  • দুবাই মুশরিফ পার্কে প্রবাসী সমিতির পুনর্মিলনী অনুষ্ঠিত

    দুবাই মুশরিফ পার্কে প্রবাসী সমিতির পুনর্মিলনী অনুষ্ঠিত

    সংযুক্ত আরব আমরিাতরে দুবাইয়ের বিখ্যাত মুশরিফ পার্কে চট্টগ্রামের রাউজান উপজেলার হলদিয়ার সত্তারকূল মাওলানা রমজান আলী ম্মৃতি সংসদ প্রবাসী সমতিরি উদ্যােগে শুক্রবার (২৯ নভম্বের) ১ম পুনর্মিলনী অনুষ্ঠানরে আয়োজন করা হয়।

    দিনব্যাপী অনুষ্ঠানমালায় খেলাধূলা, প্রীতিভোজ, আলোচনা সভা, উপস্থিত বক্তৃতা, লাকী কূপন ড্র, চা নাস্তা, পুরুস্কার বতিরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভা, উপস্থিত বক্তৃতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতত্বি করনে সংগঠনরে সভাপতি মোহাম্মদ আবদুল মন্নান। সহসভাপতি মোহাম্মদ আজম খান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়িার মোহাম্মদ শাহাজানরে যৌথ পরচিালনা অনুষ্ঠানে প্রধান অতথি হসিবে উপস্থিত ছিলেন আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ ওসমান তালুকদার।

    বিশেষ অতথি হসিবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মাওলানা মোহাম্মদ আলি রেজা, মোহাম্মদ এয়াছিন মিয়া, ব্যবসায়ী আলহাজ্ব মাহাবুবুল আলম, ব্যবসায়ী মাওলানা নুরুল আলম, ইঞ্জিনিয়ার গোলামুর রহমান মঞ্জু, মোহাম্মদ মহীউদ্দীন, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, ব্যবসায়ী তহিদুল ইসলাম মুরাদ, মোহাম্মদ নাজিম উদ্দিন প্রমুখ।

    মোহাম্মদ হামমি আবদুল্লাহ মনিরের কুরআন তেলওয়াতের পর অনুষ্ঠানে বক্তব্য রাখনে মোহাম্মদ আনোয়ার উদ্দিন, মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ সোহেল চৌধুরী, ফারহান উল্লাহ, মােহাম্মদ জমির উদ্দিন মোজাম্মেল হোসেন সাদ্দামসহ অনকে।

    সংগঠনের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহাজাহান বার্ষিক প্রতিবেদন পেশ করনে।

    অনুষ্ঠানে লাকী কূপনরে মাধ্যমে দুই জন ভাগ্যবান উমরার টিকেট জিতেন। তারা অনুষ্ঠানরে প্রধান অতথি আলহাজ্ব ওসমান তালুকদাররে সৌজন্যে দেয়া উমরার কাফেললা ট্রীপ টিকিট জয়ী হন। বিজয়ী দুজন হলেনন, মোহাম্মদ মোজাম্মেল হক সাদ্দাম ও মোহাম্মদ রকি। তারা দুজনে আগামী সপ্তাহ হতে রমজান পর্যন্ত যেকোন সময়ে কাফেলার মাধ্যমে আবুধাবি হতে মক্কা ও মদীনা উমরা ও জিয়ারতে যেতে পারবেন।

    অনুষ্ঠানে উপস্থিত বক্তৃতায় প্রধান অতথি ও বিশেষ অতিথিগণের বিবেচনায় তিনজন বজিয়ী হন। উপস্থিত বক্তৃতায় বিজয়ীরা হলন, মোহাম্মদ মহীউদ্দনি, মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ ফারমান উল্লাহ। উপস্থতি বক্তৃতায় বজিয়ীদরে মোহাম্মদ এয়াছিন মিয়ার সৌজন্যে পুরুষ্কার দেয়া হয়।

    অনুষ্ঠানে খলোধুলায় হাড়ী ভাঙ্গা, বল থ্রো ইভন্টে বিজয়ীদরে ১ম, ২য়, ৩য় স্হান নির্ধারন করা হয়। হাড়ী ভাঙ্গাতে আমনো বেগম, মোহাম্মদ হামীম আবদুল্লাহ, মোহ্ম্মদ নাজিম উদ্দনি বিজয়ী হন। বল থ্রোতে (ছোটদরে) মোহাম্মদ রায়হান, মোহাম্মদ হাসীব মুস্তাকীম, মোহাম্মদ মনির বিজয়ী হন। বড়দের বল থ্রোতে মোহাম্মদ সাদ্দাম, মোহাম্মদ জমির উদ্দিন, মোহাম্মদ সাইফুল বিজয়ী হন। রশি টানাটানিতে তিন গ্রুপকে বিজয়ী করা হয়।

    পরে মোহাম্মদ আজম খান ও এম. আবদুল মন্নানের সৌজন্যে সকল বিজয়ীদরে পুরষ্কার দেয়া হয়। অনুষ্ঠানে চা নাস্তা, তৈরী, আপ্যায়ন ও পরবিশেনে মিসেস রাশেদা বেগম ও মিসেস আকলমিা সুলতানাকে বিশেষ পুরষ্কার দেয়া হয়।

    অনুষ্ঠানে সকল বিজয়ীদরে মাঝে প্রধান অতথি,বিশেষ অতিথিগণ পুরুষ্কার বিতরণ করেন।
    অনুষ্ঠানে কুরআন তেলওয়াত, নাতে রাসুল (সাঃ) পরিবেশন মিলাদ, কিয়াম ও সালাতু সালাম পরবিশেন করনে মাওলানা মোহাম্মদ আলী রেজা।

    মোনাজাত পরচিালনা করনে মাওলানা আলহাজ্ব ওসমান গণি তালুকদার। মোনাজাতে দেশ, জাতি,প্রবাসীসহ মুসলমি উম্মার কল্যানে দোয়া করা হয়।

    পরশিষে সভাপতি তার বক্তব্যে সকলকে ধন্যবাদ জানান এবং সবার সহযোগিত নিয়ে ভবিষ্যতেও এধরণের অনুষ্ঠান আরো করার আশা ব্যক্ত করনে।

  • আরব আমিরাতে বাংলাদেশী প্রবাসীর মৃত্যু

    আরব আমিরাতে বাংলাদেশী প্রবাসীর মৃত্যু

    ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে:সংযুক্ত আরব আমিরাতের আল আইনে মোহাম্মদ আবু সাঈদ (৩৫) নামে চট্টগ্রামের এক প্রবাসী মৃত্যু বরণ করেছেন। শনিবার সকালবেলা ফজরের নামাজের পর আল আইনে আলম সুপার মার্কেটের পাশে হার্ট এ্যাটাক করে বালিতে পড়ে থাকেন। হাসপাতালে নেওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন।

    তার মৃতদেহ অনলাইন জিবি হসপিটালে রাখা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আইনী প্রক্রিয়া শেষ হলে তার মৃতদেহ দেশে পাঠানো হবে। লাশ দেশে পাঠাতে দূতাবাসের সহযোগিতা চেয়েছে নিহতের পরিবার ।

    আবু সাঈদের বন্ধুরা জানান বিগত ১৫ বছর আল আইন শহরে বসবাস করতেন। তার বয়স হয়েছিল ৩৫ বছর। ৭ বছরের ১টি পুত্র সন্তান রয়েছে। দেশের বাড়ি চট্টগ্রামের মিরসরাইর ১০ নং মিঠানালা ইউনিয়নে। শুক্র সারেং বাড়ির মোহাম্মদ মিঁয়ার পুত্র আবু সাঈদ।

  • বিমান প্রবাসীদের সেবা করতে চায়:আমিরাতে বিমান কতৃপক্ষ

    বিমান প্রবাসীদের সেবা করতে চায়:আমিরাতে বিমান কতৃপক্ষ

    ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে: সংযুক্ত আরব আমিরাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০ টি এজেন্ট ও ১ টি জি,এস,এ’কে সম্মাননা প্রদান করেছে।

    গতকাল (২৬ নভেম্বর) দুবাইস্থ লে মেরিডিয়ান হোটেলে ‘ট্রাভেল পার্টনার এপ্রিসিয়েসন গালা ২০১৯’ জমকালো আয়োজনের মধ্যদিয়ে বিক্রয় অবদানের জন্য ১০ টি এজেন্টকে সম্মননা দেওয়া হয়। পাশাপাশি ৪৫ বছর সহযোগী হিসেবে কাজ করায় ডানাটাকেও বিশেষ সম্মাননা দেওয়া হয়।

    তাদের হাতে সম্মননা তুলে দেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান ।

    এসময় উপস্থিত ছিলেন, বিমানের মার্কেটিং ও সেলস ডিরেক্টর মোহাম্মদ শওকত হোসাইন, দুবাই কনস্যুলেটর কনসাল জেনারেল মো: ইকবাল হোসেন খান, ডানাটার পরিসেবা প্রশাসক হেসা মুরাদ, বিমান বাংলাদেশের দুবাই ও উত্তর আমিরাতের আঞ্চলিক ব্যবস্থাপক দিলীপ কুমার চৌধুরী।

    সম্মাননা অনুষ্ঠানে বিমানের কর্তৃপক্ষ বলেন, বিমান বাংলাদেশ সব সময় সঠিক ও উন্নত সেবা দিতে প্রস্তুত। বিশেষ করে প্রবাসীদের সেবায় সবসময়ই নিয়োজিত।

    আরো জানান, বিমান বাংলাদেশের দুবাই ভিত্তিক সেলস টার্গেটের চেয়ে ৪ শতাংশ বেশি হওয়ায় আগামী বছর থেকে আমিরাতের এজন্সিগুলোকে আকর্ষণীয় প্রনোদনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

    অনুষ্ঠানে আমিরাতের বিভিন্ন এয়ারলাইন্সের ও ট্রাভেল এজেন্সির প্রতিনিধি, কমিউনিটি নেতৃবৃন্দ, বাংলাদেশ দূতাবাস ও কনসুলেটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

  • বাংলাদেশ সমিতি শারজাহ’র আয়োজনে মিলাদুন্নবী অনুষ্ঠিত

    বাংলাদেশ সমিতি শারজাহ’র আয়োজনে মিলাদুন্নবী অনুষ্ঠিত

    ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে: সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সমিতি শারজাহ এর আয়োজনে যথাযত মর্যাদায় পবিত্র ঈদ-এ- মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে পবিত্র কোরআন-এ-খতম আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    শারজাহ বাংলাদেশ সমিতির হল রুমে এ অনুষ্ঠানে সমিতির নেতৃ বৃন্দ সহ বিভিন্ন প্রবাসী বাংলাদেশী ও ধর্মপ্রান মুসল্লীরা অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশ কনস্যুলেটের কনস্যাল জেনালের ইকবাল হোসাইন খান।

    সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল গনি চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহ মোহাম্মদ মাকসুদের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) ফকির মনোয়ার হোসেন, মোঃ কায়েছ চৌধুরী, বাংলাদেশ থেকে আগত স্টেজ ফর ইয়ুথ চেয়ারম্যান ও সংগীত শিল্পী ইলিয়াছ হোসাইন, প্রকৌশলী আবু জাফর, অধ্যপক আব্দুস সবুর, লায়ন নজরুল ইসলাম, সেলিম উদ্দিন, মোঃ বদরুল চৌধুরী, হাজী শরাফত আলী, মোঃ আবু নাছের, কাজী মোহাম্মদ আলী, মোঃ জহির হোসেন, সাহদাত হোসেন, আবুল কালাম আজাদ, মোঃ জাহাঙ্গীর, প্রকৌশলী করিমুল হক, জাহাঙ্গীর আলম রুপু, আবুল বাসার, আব্দুল মানান, মোহাম্মদ হোসেন, মোস্তাফিজুর রহমান, ইমাম হোসেন পারভেজ, মিস আখি, মোহাম্মদ আলম, মোঃ মামুন সহ সমিতির নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।

    এ সময় কনস্যাল জেনালের ইকবাল হোসাইন খান বাংলাদেশ সমিতি শারজাহ নেতৃবৃন্দকে সমিতির আইডি কার্ড প্রদান করেন।

  • দুবাই-ঢাকা রুটে ফ্লাইট বাড়ানোর ঘোষণা দিয়েছে এমিরেটস এয়ারলাইন্স

    দুবাই-ঢাকা রুটে ফ্লাইট বাড়ানোর ঘোষণা দিয়েছে এমিরেটস এয়ারলাইন্স

    ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে: আগামী বছরের ১ জুন থেকে ঢাকা-দুবাই রুটে আরেকটি ফ্লাইট বাড়ানোর ঘোষণা দিয়েছে এমিরেটস এয়ারলাইন্স। এ নিয়ে প্রতিদিন চারটি করে ফ্লাইট পরিচালিত হবে।

    দুবাইভিত্তিক এই এয়ারলাইন্সটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের ছয়টি মহাদেশে বিস্তৃত এমিরেটসের নেটওয়ার্কভুক্ত ১৫০টির অধিক গন্তব্যে আরও সুবিধাজনক সংযোগ লাভ করবেন।

    বাংলাদেশে এমিরেটসের কান্ট্রি ম্যানেজার সাঈদ আবদুল্লা মিরান বলেন, বাংলাদেশের সঙ্গে এমিরেটসের একটি বিশেষ বন্ধন রয়েছে; যা শুরু হয় ৩৩ বছর আগে। নতুন এই ফ্লাইটটি প্রমাণ করে যে এমিরেটসের বিশ্বব্যাপী নেটওয়ার্কে বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ। অতিরিক্ত ফ্লাইট চালু হলে ব্যবসা বা বিনোদনের জন্য ভ্রমণকারী যাত্রীরা ফ্লাইট নির্বাচনের ক্ষেত্রে আরও বেশি অপশন পাবেন।

    তিনি আরও বলেন, অবকাশ যাপন বা ব্যবসার কাজে ভ্রমণের জন্য ভায়া দুবাই, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের গন্তব্যগুলোতে অধিকতর সুবিধাজনক সংযোগ পাওয়া যাবে। নতুন ফ্লাইট বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণকে উৎসাহিত করার পাশাপাশি ইন বাউন্ড ট্যুরিজম, ব্যবসা ও বাণিজ্যের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।

  • আরব আমিরাতের আরও বড় আকারের বিনিয়োগ বাংলাদেশে প্রত্যাশা প্রধানমন্ত্রীর

    আরব আমিরাতের আরও বড় আকারের বিনিয়োগ বাংলাদেশে প্রত্যাশা প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার পারষ্পরিক সুবিধার্থে বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় ক্ষেত্রে বিশেষ করে তৈরি পোশাক, তথ্য প্রযুক্তি এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সরকারি এবং বেসরকারি পর্যায়ে ইউএই’র উদ্যোক্তাদের আরও বড় আকারের বিনিয়োগের আহবান জানিয়েছেন।

    প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার অর্থনৈতিক অঞ্চলে, বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে এবং হাইটেক পার্কে বিদেশি বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ গ্রহণ করেছে।’

    আবুধাবীতে প্রধানমন্ত্রীর অবস্থানকালীন হোটেল সাংরি-লা’তে তাঁর সম্মানে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত সংবর্ধনা ও নৈশভোজে যোগদান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

    প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) বিনিয়োগকারীদের জন্য ‘ওয়ান স্টপ’ সার্ভিস সুবিধা এবং একশ’র অধিক অবকাঠামোসহ নানা প্রয়োজনীয় সুবিধাদি প্রদান করছে।

    দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে সব থেকে সহনীয় বিনিয়োগ নীতি বিদ্যমান উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগকারীরা তৈরি পোশাক শিল্প, ভবন অবকাঠামো নির্মাণ, নির্মাণ শিল্প, যোগাযোগ, জ্বালানি, তথ্য প্রযুক্তি, জাহাজ নির্মাণ, পর্যটন, হাল্কা প্রকৌশল, শিল্প পার্ক এবং পণ্য সরবারাহের কেন্দ্র হিসেবে বিনিয়োগ করতে পারে।’

    পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান অনুষ্ঠানে বক্তৃতা করেন।

    গণ্যমান্য ব্যক্তিবর্গ, শীর্ষ উদ্যোক্তাগণ এবং ইউএই’র স্বনামধন্য ব্যবসায়ী সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং তাঁদের সরকারের শীর্ষ কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

    দেশে বিদ্যমান বৈদেশিক বিনিয়োগ সুরক্ষা নীতিমালার উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আইন দ্বরা বিদেশি বিনিয়োগকে সুরক্ষা প্রদান, শুল্ক রেয়াত, যন্ত্রাংশ আমদানিতে স্বল্প শুল্ক, যে কোন সময় লাভ এবং আসল সহ প্রস্থানের সুবিধা, যারমধ্যে উল্লেখযোগ্য।

    তৈরি পোশাকের পরেই আমাদের রপ্তানির ক্ষেত্রে কৃষি ভিত্তিক পণ্য উল্লেখযোগ্য আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আরব আমিরাতের উদ্যোক্তাদের বাংলাদেশের কৃষিজাত এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে বিনিয়োগকে স্বাগত জানাই।’

    বাংলাদেশ এবং আরব আমিরাতের মধ্যে পারষ্পরিক ব্যবসা এবং বিনিয়োগের ক্ষেত্রে অপার সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সরকারি এবং বেসরকারি উভয় খাতেই বাংলাদেশ এবং ইউএই’র যৌথ উদ্যোগের জন্য সম্ভাবনাময় বেশ কিছু খাত খুঁজে বের করেছি।’

    প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং আমিরাতের অর্থনৈতিক উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং আমিরাত অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন এবং বিনিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

    বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে পারষ্পরিক বাণিজ্য ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের যৌথ উদ্যোগের ফলে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের বহুমুখীকরণ হবে এবং সম্প্রসারণ ঘটবে।’

    তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে একটি নতুন উচ্চতায় পৌঁছেছে। যে সম্পর্ক বহুমুখী এবং বৈচিত্র্যপূর্ণ এবং যা বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হয়েছে।’

    বাংলাদেশের পণ্য আমদানির জন্য ইউএই’র প্রতি আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ থেকে প্রতিযোগিতামূলক মূল্যে ইউএই ফার্মাসিউটিক্যাল সামগ্রী, পাট এবং পাটজাত পণ্য, সিরামিক, চামড়া, খাদ্যদ্রব্য, প্লাস্টিক সামগ্রী, নীটওয়্যার, ফ্রোজেন ফুড, বস্ত্র, হোম টেক্সটাইল, কৃষিপণ্য এবং প্রকৌশল সামগ্রী আমদানি করতে পারে।’

    প্রধানমন্ত্রী তাঁর এ বছরের ফেব্রুয়ারি মাসে ইউএই সফরের কথা স্মরণ করেন যখন বাংলাদেশ এবং ইউএই’র মধ্যে বন্দর স্থাপন, শিল্প পার্ক, বিদ্যুৎ কেন্দ্র এবং এলএনজি টার্মিনাল স্থাপন, এলএনজি সরবরাহ এবং অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের চুক্তি স্বাক্ষর হয়েছিল।

    প্রধানমন্ত্রী বলেন, ‘আমার সেই সফরকালে আমরা ইউএই’র পক্ষ থেকে ইতিবাচক সাড়া পেয়েছিলাম। ইউএই’র সংস্থা বাংলাদেশের বিদ্যুৎ এবং সৌরশক্তিসহ জ্বালানি ক্ষেত্রে বিনিয়োগের প্রস্তাব নিয়ে এসেছিল।’

    তিনি আরও বলেন, ‘তাঁরা তখন এলএনজি টার্মিনাল এবং বন্দর প্রতিষ্ঠায় আগ্রহ দেখিয়েছিল। আমরা তখন আমিরাত অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের কাছ থেকে জিটুজি পদ্ধতিতে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে প্রকল্প চালুর প্রস্তাব পেয়েছিলাম।’

    প্রধানমন্ত্রী আরো বলেন, এমিরটেস ইকোনমিক জোন একটি টেকসই অর্থনৈতিক অঞ্চল হালাল খাদ্য প্রক্রিয়াজাতকরণ ইউনিট এবং সার্টিফিকেশন সেন্টার প্রতিষ্ঠা করতে চায়। শেখ হাসিনা বলেন, ‘আমাদের অর্থনীতির মূল ভীত যেহেতু কৃষি নির্ভর তাই আমরা এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছি।’

    প্রধানমন্ত্রী বলেন, এটা লক্ষনীয় যে বাংলাদেশ এবং ইউএই’র আর্থসামাজিক এবং উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে।
    ‘বর্তমানে বাংলাদেশ এবং ইউএই’র মধ্যে বহুমুখী সম্পর্ক বিদ্যমান। যেটা একমাত্র বাংলাদেশের জনশক্তির ইউএই’তে রপ্তানির এক মাত্রিক সম্পর্কে পরিবর্তিত হয়েছে।’

    তিনি বলেন, দু’দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে বহমুখীকরণ হয়েছে। এসব খাতের মধ্যে রয়েছে, বিদ্যুৎ এবং জ্বালানি, বিনিয়োগ,অবকাঠামো নির্মাণ, বিনিয়োগের ক্ষেত্রে কারিগরি সহযোগিতা, ব্যবসায় প্রতিনিধি দল আদান-প্রদান, উন্নয়ন সহযোগিতা।

    তিনি বলেন,‘বর্তমানে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমন্ডলে উন্নয়নের বিস্ময় হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের অর্থনীতি এখন বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতি গুলোর একটি।’

    বাংলাদেশের দ্রুত শিল্পায়নের জন্য গ্যাস এবং বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,‘ইউএই’র সঙ্গে জা¡লানি সম্পর্কিত সহযোগিতা আমাদের শিল্পায়ন প্রক্রিয়াকে ব্যাপকভাবে সহযোগিতা করবে।’

    অনুষ্ঠানে রিলাম ইনভেস্টমেন্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুলতান আল রাশেদ লোটাহ্, এমিরেট ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি আবদুল্লাহ আল কাশিম ও মালাবার গোল্ড’র এমডি (ইন্টারন্যাশনাল অপারেশন্স) শামলাল আহামেদসহ আরও অনেক ব্যবসায়ী এবং উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

     

  • আবারও চালু হতে যাচ্ছে আরব আমিরাতের শ্রমবাজার

    আবারও চালু হতে যাচ্ছে আরব আমিরাতের শ্রমবাজার

    সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি শ্রমিক যাওয়া বন্ধ রয়েছে দীর্ঘ পাঁচ বছর ধরে। তবে আশার কথা হচ্ছে বাংলাদেশিদের জন্য আবারও চালু হতে যাচ্ছে এই শ্রমবাজার।

    রোববার (১৭ নভেম্বর) দুবাই সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠককালে আবুধাবির ক্রাউন প্রিন্স ও সংযুক্ত আরব আমিরাতের ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এই শ্রমবাজার পুনরায় খোলার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন।

    দুবাই ওয়ার্ল্ড সেন্টারে ১৬তম দুবাই এয়ার শো-র সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

    বৈঠকে জনশক্তি রফতানির বিষয়টি উঠে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারে বাংলাদেশের প্রবেশ বন্ধ থাকার কথা উল্লেখ করেন।

    জবাবে আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের জন্য উন্মুক্ত করার ইঙ্গিত দেন। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতে পুনরায় সফরের আগে আপনাকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) এ বিষয়ে আর বলতে হবে না।

    বৈঠকে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে চাল রফতানির বিষয়ে আলোচনা হয়।

    বিভিন্ন ধরনের চাল উৎপাদনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ চাল উৎপাদনে উদ্বৃত্ত দেশ। আমরা বিভিন্ন দেশে চাল রফতানি করে থাকি।

    এ প্রসঙ্গে শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বলেন, চাল দেখতে সংযুক্ত আরব আমিরাত থেকে একটি প্রতিনিধিদল পাঠানো হবে।

  • আরব আমিরাতের দুটি কেন্দ্রে জেএসসি পরীক্ষা শুরু

    আরব আমিরাতের দুটি কেন্দ্রে জেএসসি পরীক্ষা শুরু

    সারাদেশের মতো ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে সংযুক্ত আরব আমিরাতের দুটি বৈদেশিক শিক্ষা প্রতিষ্ঠানে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা শুরু হয়েছে।

    শিক্ষা প্রতিষ্ঠান দুটো হলো আবুধাবির শেখ খালিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ এবং উত্তর আমিরাতের অঙ্গরাজ্য রাসাল খাইমাহর রাসাল খাইমাহ বাংলাদেশ ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ।

    বাংলাদেশের সঙ্গে সঙ্গতি রেখে স্থানীয় সময় শনিবার সকাল ৮টায় শুরু হয়ে প্রথম দিনের পরীক্ষা শেষ সকাল ১১টায়।

    রাজধানী শহর আবুধাবিতে বাংলাদেশের একমাত্র কমিউনিটি স্কুল শেখ খালিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের জেএসসি পরীক্ষায় ইংরেজি মাধ্যমে আবুধাবি বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে ৬০জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন বলে জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ মীর আনিসুল হাসান।

    তিনি জানান, দূতাবাসের রাজনৈতিক কাউন্সেলর মোহাম্মদ মিজানুর রহমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সার্বিক পরীক্ষা প্রস্তুতিতে সন্তুষ্টি প্রকাশ করেন।

    অন্যদিকে উত্তর আমিরাতের অঙ্গরাজ্য রাসাল খাইমাহর রাসাল খাইমাহ বাংলাদেশ ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি তাজ উদ্দীন জানান, তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবারের জেএসসি পরীক্ষায় ২৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে।

    দুবাই বাংলাদেশ কন্স্যুলেটের শ্রম কাউন্সেলর ফাতেমা জাহানের নেতৃত্বে কন্স্যুলেটের একটি প্রতিনিধি দল উপস্থিত থেকে পরীক্ষা তত্ত্বাবধান করেন।