Tag: আরেফিন নগর

  • বায়েজিদে খেলতে গিয়ে দগ্ধ দুই শিশু : পুড়ে গেছে শরীরের ৭০ শতাংশ

    বায়েজিদে খেলতে গিয়ে দগ্ধ দুই শিশু : পুড়ে গেছে শরীরের ৭০ শতাংশ

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর বাযেজিদের আরেফিন নগর এলাকায় খেলতে গিয়ে গরম তেলে দগ্ধ হয়েছে দুই শিশু। এদের প্রত্যেকের শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছে চমেক হাসপাতালের চিকিৎসক।

    আজ ৭ ডিসেম্বর শনিবার বিকাল পৌনে চারটার দিকে ওই এলাকার মুক্তিযোদ্ধা কলোনিস্থ খাজা স্টোর নামের একটি দোকানের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

    দগ্ধ শিশুরা হলেন, মুক্তিযোদ্ধা কলোনির মোস্তফার ছেলে মোবারক (৫) ও একই এলাকার ইয়াছিনের ছেলে রিফাত (৮)।

    তথ্যটি নিশ্চিত করেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদশর্ক (এএসআই) শীলব্রত বড়ুয়া। তিনি প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, মুক্তিযোদ্ধা কলোনী এলাকার খাজা স্টোরের কর্মচারিরা পাম তেলের একটি ড্রামের নিচে আগুন দিয়ে তেল গরম করছিলেন। এর পাশেই খেলছিলেন মোবারক ও রিফাত নামের দুই শিশু। হঠাৎ গরম তেল ড্রাম থেকে উৎলে উঠে দুই শিশুর গায়ে ছিটকে পড়ে। এতে গুরুতর আহত হয় দুই শিশু।

    স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে চমে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করিয়ে দেন। বর্তমানে দুজনই চিকিৎসাধিন রয়েছে জানিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক নারায়ণ ধর বলেন, দুই শিশুর শরীর ৬৫ শতাংশ থেকে ৭০ শতাংশ পুড়ে গেছে।