Tag: আরোহী

  • ফ্লাইওভারে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

    ফ্লাইওভারে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

    চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর লালখানবাজার আখতারুজ্জামান ফ্লাইওভারের দামপাড়া গরীবউল্লাহ শাহ মাজার এলাকায় মারা গেছে মো. রিয়াজ উদ্দিন রায়হান নামে ২৫ বছর বয়সী এক যুবক।

    আজ শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার সময় ফ্লাইওভারের উপর নষ্ট মোটর সাইকেল মেরামতের সময় পেছন থেকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

    নিহত রিয়াজ উদ্দিন বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী শেখপাড়া আব্দুল মজিদের ছেলে।

    সড়ক দুর্ঘটনায় ২৫ বছর বয়সী এ যুবকের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন।

    তিনি বলেন, শনিবার বিকেল পৌণে ৫টার সময় লালখান বাজার ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় আহত রায়হান নামে এক যুবককে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে কয়েকজন পথচারি। কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এদিকে এ দুর্ঘটনার পর চালকসহ পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে বলে জানিয়েছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান।

    তিনি প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, ফ্লাইওভারের গরীবউল্লাহ শাহ মাজারের কাছে রায়হানের মোটরসাইকেলটি নষ্ট হয়ে যায়। রাস্তার উপর দাড়িয়ে সেটি মেরামত করার সময় পেছন থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়।

    এতে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে রায়হানকে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয়।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • শতাধিক আরোহী নিয়ে পাকিস্তানে বিমান বিধ্বস্ত

    শতাধিক আরোহী নিয়ে পাকিস্তানে বিমান বিধ্বস্ত

    পাকিস্তানের করাচিতে আবাসিক এলাকায় একটি যাত্রীবাহী বিমান করাচিতে বিধ্বস্ত হয়েছে।

    পিআইএর জেট বিমান এ-৩২০ লাহোর থেকে যাত্রী ও ক্রু মিলিয়ে ৯৯জনকে নিয়ে করাচি যাচ্ছিল। করাচির একটি আবাসিক এলাকায় বিমানটি ভেঙে পড়ে।

    পাকিস্তানের বিমান চলাচল কর্মকর্তারা জানাচ্ছেন পাকিস্তান ইন্টারন্যাশানাল এয়ারলাইন্সের (পিআইএ) বিমানটিতে ৯১ জন যাত্রী এবং আটজন বিমান কর্মী ছিলেন। লাহোর থেকে বিমানটি যাত্রা শুরু করে পাকিস্তানের অন্যতম ব্যস্ত একটি বিমানবন্দর করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিল।

    বিমানবন্দর থেকে বিমানটি মাত্র প্রায় এক মিনিটের দূরত্বে ছিল।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে করাচির যে আবাসিক এলাকায় বিমানটি ভেঙে পড়েছে সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠছে।

    উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। এলাকার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

    “বিমানটি বিধ্বস্ত হয়েছে করাচিতে, আমরা ঠিক কতজন যাত্রী বিমানে ছিল তা নিশ্চিত করার চেষ্টা করছি। কিন্তু প্রাথমিকভাবে বিমানে ৯৯জন যাত্রী এবং আটজন ক্রু ছিলেন,” জানাচ্ছেন পাকিস্তান বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল সাত্তার খোখার।

    বিমানটি করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে যাচ্ছিল। বিমানবন্দরের প্রায় দুই মাইল উত্তর পূর্বে করাচির মডেল কলোনি নামে একটি এলাকায় বিমানটি ভেঙে পড়ে।

    সরু রাস্তার জন্য উদ্ধারকাজের জন্য যানবাহন এবং অ্যাম্বুলেন্স পৌঁছতে বেগ পেতে হচ্ছে। প্রচুর মানুষ সেখানে জড়ো হয়েছে।

    পাকিস্তান সেনা বাহিনী বলেছে তাদের দ্রুত মোকাবেলা বাহিনীর সৈন্যরা দুর্ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধার কাজে সহায়তার জন্য।

    স্থানীয় হাসপাতালগুলোয় জরুরিকালীন অবস্থা জারি করা হয়েছে।

    করোনাভাইরাস লকডাউনে বন্ধ থাকার পর মাত্র কয়েকদিন আগে দেশটিতে বাণিজ্যিক বিমান চলাচল আবার শুরু হয়েছে।

    রমজানের শেষে ঈদ উদযাপনের প্রস্তুতিতে অনেকেই এখন শহরে ও গ্রামে তাদের বাড়িতে যাচ্ছে।

    দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। পিআইএ-র প্রধান নির্বাহী এয়ার ভাইস মার্শাল আরশাদ মালিক বলছেন পাইলট ট্রাফিক কন্ট্রোলকে জানিয়েছিলেন যে বিমানে “যান্ত্রিক ত্রুটি” দেখা যাচ্ছে।

    পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন তিনি দুর্ঘটনার খবরে “মর্মাহত এবং দু:খিত” এবং অবিলম্বে ঘটনার তদন্তের প্রতিশ্রুতি তিনি দিয়েছেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • সাতকানিয়া ফাঁকা সড়কে প্রাণ হারালো মোটরসাইকেল আরোহী,আহত ১

    সাতকানিয়া ফাঁকা সড়কে প্রাণ হারালো মোটরসাইকেল আরোহী,আহত ১

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সাতকানিয়া প্রতিনিধি : প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমনরোধে সারাদেশে বন্ধ রয়েছে গণমাধ্যম চলাচল। এরপরও থেমে নেই সড়ক দুর্ঘটনা।

    চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার কেরানিহাট নয়াখাল এলাকার ফাঁকা সড়কেও ঘটেছে সড়ক দুর্ঘটনা। এতে প্রাণ গেছে এক মোটর সাইকেল আরোহীর। একই ঘটনায় আহত হয়েছে আরো এক আরোহী।

    আজ ৫ এপ্রিল রবিবার সকাল সোয়া ১১টার সময় কাভার্ডভ্যান ও বিপরীতমুখী মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে প্রাণহানীর ঘটনাটি ঘটে।

    নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে তার ব্যবহৃত মোটরসাইকেলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) মোহরা ইউনিটের জরুরি কাজে নিয়োজিত বলে একটি প্ল্যাকার্ড পাওয়া গেছে।

    দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন আরাফাত।

    তিনি বলেন, সাতকানিয়ার কেরানিহাটের উত্তর পাশে নয়াখালে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্তলে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

    এসময় মোটর সাইকেলে থাকা অন্য একজন আরোহী গুরুতর আহত হয়েছেন। তাঁকে গুরুতর আহতবস্থায় চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    ২৪ ঘন্টা/ আর এস পি

  • চিলির সামরিক বিমান ৩৮ আরোহী নিয়ে নিখোঁজ

    চিলির সামরিক বিমান ৩৮ আরোহী নিয়ে নিখোঁজ

    চিলির একটি সামরিক বিমান অ্যান্টার্কটিকা যাওয়ার পথে ৩৮ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে। এক বিবৃতিতে এ খবর জানিয়েছে দেশটির বিমান বাহিনী।

    স্থানীয় সময় বিকেল চারটা ৫৫ মিনিটে পুনটা এরিনাস থেকে উড্ডয়ন করে সি-১৩০ হারকিউলিস নামের পরিবহন বিমানটি। এর বেশ কিছুক্ষণ পরে অর্থাৎ সন্ধ্যা ৬ টার দিকে বিমানটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

    নিখোঁজ আরোহীদের মধ্যে ১১ জন ক্রু এবং ২১ জন যাত্রী রয়েছেন। এই যাত্রীরা অবকাঠামোগত কিছু সহায়তা দেয়ার জন্য যাচ্ছিলেন।

    চিলির বিমানবাহিনী জানিয়েছে, নিখোঁজ বিমানটি এবং আরোহীদের খুঁজে বের করতে একটি তল্লাসি অভিযান চলছে।

    সংবাদ সংস্থা ইএফই তাদের প্রতিবেদনে বলেছে, আরোহীদের মধ্যে তিন জন বেসামরিক নাগরিক ছিলেন।

    বিমান বাহিনীর কর্মকর্তা জেনারেল এদুয়ার্দো মসকুয়েরা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, অ্যান্টার্কটিকার কিং জর্জ আইল্যান্ডে প্রেসিডেন্ট এদুয়ার্দো ফ্রেই মনটালভা ঘাঁটিতে যাওয়ার উদ্দেশ্যে উড্ডয়নের পর বিমানটি কোন ধরণের বিপদ সংকেত দেয়নি।

    তিনি বলেন, বিমানটির পাইলটের অত্যন্ত অভিজ্ঞ। তিনি হয়তো জ্বালানি সংকটের কারণে কোথাও জরুরী অবতরণ করতে বাধ্য হয়েছেন।

    এক বিবৃতিতে বিমানবাহিনী জানায়, বিমানটি ৭৭০ মাইল যাত্রাপথের মধ্যে নিখোঁজ হওয়ার আগে ৪৫০ মাইল অতিক্রম করে। সে হিসেবে এটি তখন ড্রেক প্যাসেজ এলাকায় ছিল।

    ড্রেক প্যাসেজ সাগরের এমন একটি এলাকা যেখানে দক্ষিণ আটলান্টিক এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগর মিলিত হয়েছে। অদ্ভুত আবহাওয়ার জন্য পরিচিত এই এলাকা। কিন্তু চিলির বিমান বাহিনীর মতে, বিমানটি নিখোঁজ হওয়ার সময় স্থানীয় আবহাওয়া পরিস্থিতি ভাল ছিল।

    এক টুইটে চিলির প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরা বলেছেন, এ ঘটনায় তিনি আতঙ্কিত বোধ করছেন এবং রাজধানী সান্টিয়াগো থেকে তিনি পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

    অ্যান্টার্কটিকা এলাকার ১২ লাখ বর্গকিলোমিটার এলাকায় চিলির নিয়ন্ত্রণে রয়েছে। যা যুক্তরাজ্য এবং আর্জেন্টিনার সীমান্ত এবং উভয় দেশের দাবি করা এলাকা সংলগ্ন। চিলি এই এলাকায় মোট ৯টি ঘাঁটি পরিচালনা করে যা বিশ্বের যেকোনো দেশের তুলনায় বেশি।

  • সড়ক দুর্ঘটনা : বাকলিয়ায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু, ফ্লাইওভারে আহত সিএনজি চালক

    সড়ক দুর্ঘটনা : বাকলিয়ায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু, ফ্লাইওভারে আহত সিএনজি চালক

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

    বুধবার ২৭ নভেম্বর ভোর ছয়টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভারের মুরাদপুর অংশের ফরেস্ট গেইট এলাকায় এবং একইদিন সকাল আটটার দিকে নগরীর বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকায় পৃথক দুর্ঘটনা দুটি ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাকলিয়া নতুন ব্রিজ এলাকায় বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী জামাল উদ্দিন (৫০) নিহত হয়েছে। এঘটনায় তার স্ত্রী নিলু আক্তার (৩৬) গুরতর আহত হয়েছে। নিহত জামাল পূর্ব বাকলিয়া এলাকার মৃত আবদুর রহমান এর ছেলে।

    বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন বলেন, দ্রুতগামী একটি বাস স্বামী স্ত্রী আরোহিত একটি মোটর সাইকেলকে ধাক্কা দিলে দুজনই গুরুতর আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে স্বামী জামাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

    এ ঘটনায় আহত স্ত্রী নিলু আক্তারকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিহতের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানায় আলাউদ্দিন।

    এদিকে পাঁচলাইশ থানার উপ পরিদর্শক মো. ইমাম হোসেন জানিয়েছেন বুধবার ভোর ৬টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভারের মুরাদপুর অংশে ফরেস্ট গেইট এলাকায় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে এক সিএনজি অটো রিকশা চালক গুরুতর আহত হয়েছে।

    কাভার্ডভ্যানটি ফ্লাইওভার থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং আহত সিএনজি অটো রিকশাচালককে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহত চালকের নাম পরিচয় তাৎক্ষনিক জানাতে পারেনি তিনি।