সীতাকুণ্ড প্রতিনিধি :: করোনা ভাইরাস আক্রান্তের লক্ষণ নিয়ে সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে আরও ১ জন মারা গেছেন। তার বয়স ৫৫ বছর। তিনি নগরীর সাগরিকা রোড এলাকার বাসিন্দা।
আজ রোববার (১৯ এপ্রিল) সকাল সাড় সাতটার দিকে ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এর আইসোলেশনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইটিআইডি এর পরিচালক অধ্যাপক ডা. আবুল হাসান চৌধুরী।
এ ব্যাপারে সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, বিআইটিআইডিতে একজনের মৃত্যু হয়েছে।নমুনা পরীক্ষা শেষে জানা যাবে তিনি করোনা রোগী কিনা।
বিআইটিআইডিত এর পরিচালক ডা. আবুল হাসান চৌধুরী বলেন, গতকাল শনিবার বিকেলে রোগী ভর্তি করানো হয়। ভর্তির পর পরই নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার পর জানানো যাবে করোনা আক্রান্ত কিনা। রোগীটির সর্দি, কাশি ও শ্বাসকষ্টের লক্ষণ রয়েছে। তবে অন্যকোন রোগ ছিলনা।
২৪ ঘণ্টা/এম আর/দুলু