সম্প্ৰতি পূর্বাচলের ৩০০ ফিটে শুটিং শেষ হলো আর্টফিল্ম `ভন্ড সন্ন্যাসী’র। মিঠুন শর্মার রচনায় আর্টফিল্মটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নির্মাতা এস এম মনির। চিত্রগহণে ছিলেন রাসেল জমাদ্দার ,রূপসজ্জায় মাসুদ ও ক্যামেরায় ছিলেন রাছেল জোমাদ্দার। অভিনেত্রী হিসাবে অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী শর্মী ইসলাম ও আহমেদ সাজু।
এ ব্যাপারে কথা হয় এই আর্টফিল্মটির পরিচালক নির্মাতা এস এম মনিরের সাথে তিনি জানান , এই কাজটি একটু আলাদা ধরণের কাজ আমি খুব যত্ন নিয়ে কাজটি করেছি আর আমার সাথে যারা কাজ করেছে তারাও খুব যত্ন নিয়ে কাজটি করেছে আশা করি কাজটি সবার ভালো লাগবে।
মডেল শর্মি ইসলাম বলেন ,আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই এই আর্টফিল্মের নির্মাতা এস এম মনির ভাইয়াকে। আমাকে এমন একটা কাজে সুযোগ দেয়ার জন্য। আমি আশা দর্শকরা আমার এই কাজটি দেখে আনন্দ পাবে বাকিটা দর্শকদের উপর ছেড়ে দিলাম। আর আহমেদ সাজু ভাই খুব ভালো অভিনয় করে। সব মিলিয়ে কাজটি আমার বিস্বাস ভালো কিছু হবে।
এই আর্টফিল্মটি লোটাস মাল্টিমিডিয়া অফিশিয়াল ইউটিউব চ্যানেলে যে কোনো সময় প্রকাশিত হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।