খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মগুরু আর্চবিশপ মোজেস এম কস্তা’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।
আজ এক শোকবার্তায় মেয়র বলেন, আর্চবিশপ মোজেস এম কস্তা খ্রিস্টান ধর্মীয় ব্যক্তিত্ব হলেও তিনি চট্টগ্রামের সর্বস্তরের মানুষের কাছে শ্রদ্বেয় ছিলেন। চট্টগ্রামের শিক্ষা, চিকিৎসাসহ সেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডেও তাঁর অবদান ছিল। তাঁর মৃত্যুতে আমরা একজন সর্বজন স্বীকৃত সমাজ সেবক হারালাম।
মেয়র তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর ভক্ত বৃন্দের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
২৪ ঘণ্টা/এম আর