Tag: আলাদা তদন্ত কমিটি

  • বিস্ফোরণের ঘটনা খতিয়ে দেখতে সিএমপির আলাদা তদন্ত কমিটি

    বিস্ফোরণের ঘটনা খতিয়ে দেখতে সিএমপির আলাদা তদন্ত কমিটি

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের পাথরঘাটায় গ্যাসের লাইন লিকেজ হয়ে বিস্ফোরণের পর দেয়াল ধ্বসে হতাহতের ঘটনাটি খতিয়ে দেখতে আলাদা তিন সদস্যের কমিটি গঠন করেছে সিএমপি কমিশনার মাহবুবর রহমান। এ কমিটির নেতৃত্ব দেবেন উপ-পুলিশ কমিশনার মেহেদী হাসান।

    রবিবার দুপুর ১টার সময় পাথরঘাটা ব্রিক ফিল্ড রোডের দুর্ঘটনাস্থল পরিদর্শণে গিয়ে সিএমপি কমিশনার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেন। এসময় সিএমপি কমিশনার গণমাধ্যমকে বলেন, তদন্তের প্রেক্ষিতে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

    দুর্ঘটনার জন্য কারো গাফিলতি আছে কিনা এবং ভবন নির্মাণে নিয়ম নীতি ঠিকমতো মানা হয়েছে কিনা ও কি কারণে এত বিকট শব্দে বিস্ফোরণের ঘটনাটি ঘটে তা খতিয়ে দেখার জন্য কমিটি গঠন করা হয়েছে। গাফিলতির প্রমাণ পাওয়া গেলে কমিটির তদন্তের উপর দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে জানায় সিএমপি কমিশনার মাহবুবর রহমান।

    উল্লেখ্য : আজ ১৭ নভেম্বর রবিবার সকাল ৯টার দিকে পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের বড়ুয়া ভবনে গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর দু’টি ভবনের দেয়ালের একাংশ ধসে পড়ে। এ ঘটনায় ৪ জন পুরুষ ২ জন মহিলাসহ ৭ জন নিহত হয়। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধিন আছে আরো ১০ জন। এরমধ্যে তিন জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

    হতাহতের ঘটনার পর চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রশাসক ও সিএমপির উদ্ধতন কর্মকর্তা, সিডিএ কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শণ করেন।

    এ ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত টিম গঠন করে আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত টিমের প্রতিবেদন দিতে বলেছেন জেলা প্রশাসক। এছাড়া নিহতদের প্রত্যেককে ২০ হাজার এবং আহতদের চিকিৎসা সেবার ভার নিয়েছেন চসিক ও জেলা প্রশাসন।