Tag: আলামত সংগ্রহ

  • ঢাবি শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় আলামত সংগ্রহ

    ঢাবি শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় আলামত সংগ্রহ

    রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনার আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ব্যাগ, বই, হাতঘড়ি, চাবির রিং, ইনহেলারসহ বেশ কিছু আলামত।

    সোমবার (০৬ জানুয়ারি) সকালে কুর্মিটোলায় ঝোপঝাড়ের মধ্য থেকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা এসব উদ্ধার করেন।

    র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ছাড়াও পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি টিম ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটিই ঘটনাস্থল।

    এর আগে রোববার (০৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলায় বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর ধর্ষণের শিকার হন ওই ছাত্রী। তিনি এখন চিকিৎসাধীন। এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় মামলা হয়েছে।