Tag: আলোচনা সভা

  • বিশ্ব স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস ২০২৩ পালিত

    বিশ্ব স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস ২০২৩ পালিত

    ফোর এইচ গ্রুফের প্রতিষ্ঠান ডিভাইন ডিজাইন লিঃ এবং এলামুড এ্যাপারেলস লিঃ এ বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস পালন করা হয়। কারখানার কর্মচারী ও কর্মকর্তাদের নিয়ে একটি র‍্যালী বিসিক শিল্প এলাকায় প্রদক্ষিণ শেষে কারখানায় এসে শেষ হয়। পরে কারখানা প্রধান ও সেইফটি কমিটির সভাপতি সায়েদুর রহমান এর সভাপতিত্তে আলেচনা সভা অনুষ্ঠিত হয়।

    এক্সিকিউটিভ কে,এম,মঈনউদ্দীন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র এক্সিকিউটিভ এম, ইউ মিলন, ফায়ার এন্ড সেইফটি অফিসার আব্দুল করিম, ইন্জিনিয়ার মোঃ তৌহিদুল আলম, ফায়ার অফিসার মোঃ তৌহিদুল ইসলাম,উদয় শংকর দাস, নাইমুর রশিদ রুমন, সেইফটি কমিটির সহঃ সভাপতি রুমা আক্তার প্রমুখ।

    সভায় বক্তারা বলেন কারখানা নিরাপদ রাখার জন্য অগ্নি নিরাপত্তা, বৈদূ্তিক নিরাপত্তা,কাঠামোগত নিরাপত্তা এবং স্বাস্থ্যগত নিরাপত্তার জন্য একর্ড ও এলায়েন্স কর্তৃক সংশোধিত কাজগুলো আরো উন্নতির মাধ্যমে সব ধরনের নিরাপত্তা বজায় রেখে সেইফটি কমিটিকে কার্যকর ভুমিকা পালন করতে হবে।

  • তারেক রহমানের জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ

    তারেক রহমানের জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ

    চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চসিক নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডাঃ শাহাদাত হোসেন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অসমাপ্ত স্বপ্নপূরণে তারেক রহমান ১৯ দফা কর্মসূচির আলোকে নেতকর্মীদের সাথে নিয়ে দেশব্যাপী কাজ শুরু করেন। তার এই পথচলা মেনে নিতে পারে নাই ষড়যন্ত্রকারীরা। তারেক রহমান পারিবারিক উত্তরাধিকার হিসেবে রাজনীতিতে আসেননি। যোগ্যতা বলে রাজনীতিতে এসেছেন। তারেক রহমানের সুদূর প্রসারী চিন্তা ও কর্ম কৌশল দেখে আওয়ামী লীগ আতঙ্কগ্রস্থ হয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

    তিনি বলেন, রাজনীতিতে অংশগ্রহণের পরই তার জনপ্রিয়তা ও জাতীয়তাবাদী শক্তির জাগরণে আওয়ামী লীগ নেতা-কর্মীরা ভীত হয়ে তাঁর বিরুদ্ধে চক্রান্ত শুরু করে। সরকার তারেক রহমানের জনপ্রিয়তাকে ভয় পায় বলেই একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে স্তব্দ করার ষড়যন্ত্র করছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই তারেক রহমানকে রুখতে পারবে না। অচিরেই সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে তিনি জনগণের মাঝে ফিরে আসবেন।

    তিনি আজ শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০ টায় নাসিমন ভবন দলীয় কার্যালয় চত্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক, প্রিয়নেতা দেশনায়ক তারেক রহমান এর ৫৬ তম শুভ জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

    এতে প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, তারেক রহমানের অভাবনীয় জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ওয়ান ইলেভেনের সরকার গভীর চক্রান্ত্রের নীলনক্সার চক একেছিল। তার নির্মম বলি হন আধুনিক রাজনীতির এই আইডল। কথিত দূর্নীতি মামলায় গ্রেফতার করে তার বিরুদ্ধে ১৩টি মামলা করা হয়। সেনা নিয়ন্ত্রিত সরকার তাকে গ্রেফতার করে নির্মম নির্যাতন করে। বর্তমান সরকার ক্ষমতায় এসে আরো অনেক মিথ্যে মামলায় জড়িত করেছে। এই অবৈধ বাকশালি সরকার অনেক চেষ্টা করেও একটি মামলা প্রমাণ করতে পারেনি।

    বিশেষ বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেন,বাংলাদেশের জনগণের মুক্তি, অধিকার আদায় ও গণতন্ত্র রক্ষা করতে গিয়ে তারেক রহমান আজ পরবাসে নির্বাসিত জীবন যাপন করছেন। ৫৬ তম জন্মদিনে ভবিষ্যৎ রাষ্ট্র নায়ক তারুণ্যের অহংকার তারেক রহমান’র জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। ভবিষ্যৎ এ দেশনায়ক সুস্থ হয়ে বীরের বেশে দেশে ফিরে আসবেন এবং দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, ইনশাআল্লাহ।

    সভাপতির বক্তব্যে এইচ এম রাসেদ খান বলেন, তারেক রহমান স্বেচ্ছাসেবক দলে নতুন প্রাণ সৃষ্টি করেছেন। দুঃসময়ে দূর থেকে দলকে সঠিক নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। কোন ষড়যন্ত্র তারেক রহমানের অগ্রযাত্রাকে দাবিয়ে রাখতে পারবেনা। তারই নেতৃত্বে ফ্যাসিষ্ট সরকারের পতন হবে এবং দেশের গণতন্ত্র পূণরুদ্ধার হবে।

    চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়ত হোসেন বুলুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি আসাদুজ্জামান দিদার, এ্যাড.সাইদুল ইসলাম, মোঃ আসলাম, হারুন আল রশিদ, মামুনুর রহমান, এম এ সালাম, হারুনুর রশিদ হারুন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ, গিয়াস উদ্দিন সেলিম, সিরাজুল ইসলাম ভূঁইয়া, নুরুল আলম শিপু, আবু বক্কর রাজু, গোলাম সরোয়ার।

    উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আলম, আব্দুল হাই, হাসান মাহমুদ, এম এ হানিফ, দিদার হোসেন, শওকত আকবর রিপন, মোঃ মনির হোসেন, শাহাদাত হোসেন সোহাগ, জাকির হোসেন, মিজানুর রহমান বাবুল, ইমরান চৌধুরী বাবলু, মোখলেছুর রহমান, আব্দুল মান্নান, মোঃ হাসান, মাহবুব খালেদ, নিজাম উদ্দিন বুলু, রাসেল খান, মোঃ আলমগীর, মফিজ উদ্দিন সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক ইসহাক খান, মোঃ লিটন, সাইফুল আলম দিপু, ইকবাল হোসেন রুবেল, রবিউল ইসলাম, মোঃ সুমন, শাহজাহান বাদশা, সম্পাদক মন্ডলীর সদস্য আকবর হোসেন মানিক, বাবুল মিঞা, লুৎফর রহমান জুয়েল, নুর আলম, মোঃ ইসকান্দর, বেলায়েত হোসেন মাসুদ, হারুনুর রশিদ মনি, মোঃ জসিম উদ্দিন, জাহাঙ্গীর হোসাইন, ফরহাদ আলম মৃধা, আব্দুল হান্নান, সহ-সম্পাদক মন্ডলীর সদস্য মোঃ আলী, আকতার হোসেন, খোরশেদ আলম, মোঃ পারভেজ, মোঃ বারেক, জাকির হোসেন মিশু, ইমরান সিদ্দিকী জ্যাকসন, মোঃ রনি, কার্যকরী সদস্য আবুল হোসেন, নুরুল আলম রাজু প্রমুখ।

    আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে কদম মোবারক এতিমখানা ও হেফজখানার ১০০ জন শিক্ষার্থীর মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

  • রাউজানের পশ্চিম গুজরায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

    রাউজানের পশ্চিম গুজরায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (১০ অক্টোবর) পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ কার্যালয় সন্মুখস্থ মাঠে স্থানীয় ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনীয় সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম। বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার পরিদর্শক (তদন্ত) নূর হোসেন মামুন, উপ পরিদর্শক (এসআই) ইব্রাহীম খলিল, বিট অফিসার ইসমাইল হোসেন, সহকারী বিট অফিসার মোহাম্মদ হাসান। যুবলীগ নেতা আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা অংশুমান বড়ুয়া, আবদুল মালেক মেম্বার, সাংবাদিক শফিউল আলম, তৈয়ব চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা আবদুল্লাহ আল মাসুদ,শাহাদাত হোসেন।

    উপস্থিত ছিলেন সাংবাদিক মীর আসলাম, জাহেদুল আলম, প্রদীপ শীল, নেজাম উদ্দিন রানা, এম এম ইউসুফ উদ্দিন, আ.লীগ নেতা আক্তার হোসেন, বদিউল আলম, লিটন দে, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান, অজিত বিশ্বাস, সাইফুল ইসলাম লিটন, ইসমাইল হোসেন, জামাল উদ্দিন, মোহাম্মদ রাশেদ, সোহেল, বোরহান উদ্দিন রুবেল, সমাজকর্মী জয়নাল আবেদীন, লিয়াকত আলী চৌধুরী, সালাউদ্দিন, যুবলীগ নেতা টনি বড়ুয়া, আব্দুল মান্নান, মোঃ ইব্রাহীম, ছাত্রলীগ নেতা সাফায়েত হোসেন তৌহিদসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

    আলোচনা সভা শেষে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করেন সহকারি পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম।

    ২৪ ঘণ্টা/রিহাম/নেজাম

  • বঙ্গমাতার ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাউজানে দোয়া মাহফিল ও আলোচনা সভা

    বঙ্গমাতার ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাউজানে দোয়া মাহফিল ও আলোচনা সভা

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাতা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্মবার্ষিকী
    উপলক্ষে রাউজান উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদ দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থানী কমিটির সভাপতি, রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী।

    রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাবের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল।

    উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের
    সহ সভাপতি কাজী ইকবাল, কামরুল হাসান বাহাদুর, শাহ আলম চৌধুরী, ইরফান আহমেদ চৌধুরী, শাহজাহান ইকবাল, রাউজান পৌর প্যানেল মেয়র-২ জমির উদ্দিন পারভেজ, সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, সাইফুল ইসলাম চৌধুরী রানা, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, এডভোকেট দীপক দত্ত, চেয়ারম্যান বি এম জসিম উদ্দীন হিরু, সৈয়্যদ আব্দুল জব্বার সোহেল, পৌর কাউন্সিলর শওকত হাসান, পৌর আওয়ামীলীগ নেতা তসলিম উদ্দীন, মুছা আলম খান চৌধুরী, আব্দুল লতিফ, পৌর যুবলীগের সভাপতি হাসান মোহাম্মদ রাসেল, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক শওকত হোসেন, যুবলীগ নেতা আহসান হাবিব চৌধুরী হাসান, সাবের হোসেন, আবু ছালেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সম্পাদক শাখাওয়াত হোসেন পিবলু, নাসির উদ্দিন, তানভীর চৌধুরী, রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দীন জামাল চিশতি, মোঃ এরশাদ, তৌহিদ।

    মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ বোরহানকাদের আল কাদেরী।

    ২৪ ঘণ্টা/এম আর/নেজাম

  • ঠাকুরগাঁওয়ে কেভিড-১৯ বিষয়ে আলোচনা সভা ও সদ্য নিয়োগপ্রাপ্ত চিকিৎসক-নার্সদের শুভেচ্ছা

    ঠাকুরগাঁওয়ে কেভিড-১৯ বিষয়ে আলোচনা সভা ও সদ্য নিয়োগপ্রাপ্ত চিকিৎসক-নার্সদের শুভেচ্ছা

    ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ে কেভিড-১৯ শীর্ষক আলোচনা সভা ও জেলায় সদ্য নিয়োগপ্রাপ্ত ১৫ জন করোনাযোদ্ধা চিকিৎসক ও নার্সদের অভিনন্দন জানানো হয়েছে।

    ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের
    আয়োজনে ও বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) ও জাহাঙ্গীর
    নগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগিতায় শুক্রবার (২২ মে) বিকেলে জেলা পরিষদ অডিটরিয়াম (বিডি হলে) এ তাদের এ শুভেচ্ছা দেওয়া হয়।

    অনুষ্ঠানে সংগঠনের আহবায়ক মাসুদুর রহমান বাবুর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মনিরুজ্জামান (পিপিএম), এন.এস.আই জয়েন্ট ডিরেক্টর হেমায়েত হোসেন, জেলা বিএমএ’র সভাপতি ডা: আবু মো: খয়রুল কবীর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রো বায়োলজি বিভাগের অধ্যাপক ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. আনোয়ার খসরু পারভেজ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে, বাংলাদেশ আ’লীগের অর্থ ও পরিকল্পনা কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ-সম্পাদক রাজিউর রেজা খোকন চৌধুরী, সদর হাসপাতালের তত্তাবধায়ক ডা: নাদিরুল আজিজ চপল, সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আ’লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন। এ সময় জেলায় সদ্য নিয়োগপ্রাপ্ত ১৫ জন চিকিৎসক ও স্টাফ নার্সকে ফুলের
    তোরা দিয়ে শুভেচ্ছা জানান অতিথিরা। কেভিড-১৯ বিষয়ে চিকিৎসকগণের
    অংশগ্রহনে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

    ২৪ ঘণ্টা/এম আর/গৌতম

  • প্রযুক্তি ভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

    প্রযুক্তি ভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের অর্থনৈতিক মুক্তি নিশ্চিতকরণের পাশাপাশি বিশ্ব মঞ্চে বাংলাদেশকে একটি প্রযুক্তি এবং জ্ঞানভিত্তিক মর্যাদাপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠায় তাঁর সংকল্প পুনর্ব্যক্ত করেছেন।

    তিনি বলেন, ‘আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একটা জাতি হিসেবে বাঙালি জাতিকে আমরা গড়ে তুলতে চাই। অর্থনৈতিক স্বাবলম্বীতার সাথে সাথে প্রযুক্তি জ্ঞান নিয়ে সারাবিশ্বে একটা সম্মানিত জাতি হিসেবে আমরা একে গড়ে তুলে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলবো, যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন।’

    প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অমর একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির ভাষণে একথা বলেন।

    শেখ হাসিনা বলেন, প্রায় এক দশক ক্ষমতায় থাকার ফলে বিশ্বে বাংলাদেশ একটা মর্যাদা পেয়েছে। আমাদেরকে বিভিন্ন স্থানে উন্নয়নের রোল মডেল হিসেবে ঘোষণা দেয়া হচ্ছে। এক সময় সকলেই আমাদের অবহেলার চোখে দেখতো। বাংলাদেশ নাম শুনলেই বলে উঠতো-ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগ ও দরিদ্রের দেশ ।

    প্রধানমন্ত্রী বলেন,আল্লাহর রহমতে আর কেউ তা বলতে পারবেনা। আমরা ইতোমধ্যেই ঘোষণা দিয়েছি ২০২১ সালের মধ্যেই প্রতিটি ঘরে বিদ্যুতের আলো জ্বলবে। আর একটা সিদ্ধান্ত দিয়েছি আওয়ামী লীগের নেতা-কর্মী যে যেখানেই আছেন, যে যার মতো পারেন সহযোগিতা করবেন যেন বাংলাদেশের একটা মানুষও আর গৃহহীন না থাকে।

    তিনি বলেন, ‘প্রতিটি গ্রামে খোঁজ নিতে বলেছি। নদী ভাঙ্গনে যারা ঘর-বাড়ি হারিয়েছে তাঁদেরকে আমরা ঘর করে দেব। আর যারা ভূমিহীন, গৃহহীন প্রত্যেককেই আমরা ঘর-বাড়ি করে দেব। প্রত্যেকটি মানুষের একটা ঠিকানা হবে।’

    তাঁর সরকার তৃণমূল পর্যন্ত চিকিৎসা ও শিক্ষার ব্যবস্থা করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। শুধুমাত্র অর্থনৈতিক ভাবেই নয়, প্রযুক্তি শিক্ষাকেও আমরা গুরুত্ব দিয়েছি। সারা বাংলাদেশে আমরা মোবাইল ফোন এবং ইন্টারনেটসহ প্রযুক্তি ব্যবহারের আমরা সুযোগ করে দিয়েছি।’

    শেখ হাসিনা আরো বলেন, ‘ভাষা আন্দোলনে যাঁরা রক্ত দিয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষা করেছিল আর যাঁদের পদাংক অনুসরণ করেই আমরা লাখো শহিদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি, সেই ত্যাগ কখনো বৃথা যাবেনা।’ দৃপ্ত কন্ঠে সরকার প্রধান বলেন,‘বৃথা যেতে আমরা দেবনা, এটাই আমাদের প্রতিজ্ঞা।’

    আলোচনা সভার শুরুতেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

    আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ডেনভারের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও লেখক-গবেষক হায়দার আলী খান আলোচনা সভায় বক্তৃতা করেন।

    এছাড়াও মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, কার্যনির্বাহী সদস্য মেরিনা জামান কবিতা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি শেখ বজলুর রহমানও আবু আহম্মেদ মান্নাফী বক্তৃতা করেন।

    ভাষা শহিদদের স্মরণে কবিতা আবৃত্তি করেন কবি তারিক সুজাত।

    আলোচনা সভা যৌথভাবে পরিচালনা করেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ ও উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

  • সীতাকুণ্ডে বিজয় দিবসে উপজেলা বিএনপির র‌্যালি ও আলোচনা সভা

    সীতাকুণ্ডে বিজয় দিবসে উপজেলা বিএনপির র‌্যালি ও আলোচনা সভা

    সীতাকুণ্ড প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির উদ্দ্যেগে র‌্যালি, আলোচনা সভা ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করা হয়েছে।

    ১৬ ডিসেম্বর (সোমবার) বেলা ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক বর্নাঢ্য র‌্যালি বের হয়।

    র‌্যালি শেষে উপজেলাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

    এরপর শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জহুরুল আলম জহুর, পৌরসভা বিএনপির সভাপতি ইউসুফ নিজামী, সহ-সভাপতি আলী নেওয়াজ মামুন, মোঃ নাসির, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী সুজা উদ্দিন, উপজেলা মুক্তিযেদ্ধা দলের সভাপতি আবুল মনসুর,উপজেলা মহিলা দল সভাপতি এড.রওশন আরা, ১নং সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল বারী, ২ নং বিএনপির আহ্বায়ক শরীফুল ইসলাম, ৪ নং বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মহররম আলী ও সম্পাদক মেস্তাফিজুল আলম হীরু, ৫ নং বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ ইরফানুল হাসান রকি ও সম্পাদক মোঃ ইসমাঈল হোসেন প্রমূখ।

  • সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে “গুজব ও অপপ্রচার মোকাবেলায় মানবাধিকার কর্মীর ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

    সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে “গুজব ও অপপ্রচার মোকাবেলায় মানবাধিকার কর্মীর ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক : সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় ও মহানগর কমিটির যৌথ উদ্যোগে “গুজব ও অপপ্রচার মোকাবেলায় মানবাধিকার কর্মীর ভূমিকা” শীর্ষক আলোচনা সভা নগরীর চেরাগী পাহাড়স্থ কদম মোবারক বাই লেইন চট্টগ্রাম একাডেমী মিলনায়তনে শনিবার
    আজ বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়।

    সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি আবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান

    বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মুহাম্মদ নোমান লিটন। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি এসএম আজিজ, নাজিম আকতার আমিরী, সাঈদুল আরেফিন, নিয়াজ আহমদ খান, সালাহ্উদ্দিন শাহরিয়ার, শেখ দিদার উদ্দিন আহমদ, মোঃ নাছিরউদ্দিন, লায়ন আবু নাছের রনি, মোহাম্মদ সেলিম, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, ডাঃ মোঃ ইমতিয়াজউদ্দিন, ডাঃ দিপু রায়, মনিরুল ইসলাম হিরু, সাগুফতা পারভীন, মুসা খান, ইরফান আহমেদ, শরীফ হোসাইন, সৈয়দা তাসলিমা আকতার লিসা, আবু তালেব প্রমুখ।

    সভায় বক্তারা দেশের বিভিন্ন বিষয় নিয়ে যে গুজব সৃষ্টি করছে এক শ্রেণীর গোষ্ঠী তা থেকে পরিত্রান পেতে সকলকে সজাগ থাকার আহবান জানান, যে কোন ধরণের গুজবের বিরুদ্ধে সার্ক মানবাধিকার কর্মীদের সচেতনাতা সৃষ্টিতে কাজ করতে হবে।

    এদিকে সার্ক মানবাদিকার ফাউন্ডেশনের বর্ষপূর্তি, মানবাধিকার দিবস এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবস উৎযাপনের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।

  • রাউজানে স্যোশাল সার্ভিসেস’র আলোচনা সভা অনুষ্ঠিত

    রাউজানে স্যোশাল সার্ভিসেস’র আলোচনা সভা অনুষ্ঠিত

    রাউজান(চট্টগ্রাম)প্রতিনিধি : স্যোশাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজান এর আহবায়ক কমিটির গুরুত্বপূর্ণ আলোচনা সভা সংগঠনের আহবায়ক মোহাম্মদ মহিউদ্দীন ইমনের সভাপতিত্বে সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর কার্যালয়ে ২৩ নভেম্বর শনিবার অনুষ্টিত হয়।

    এতে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক দিদারুল আলম, আহমেদ সৈয়দ, মোহাম্মদ আবদুল্লাহ আল রোমান, শাহেদুল ইসলাম সুজন,রাসেল রানা,আবদুর রহমান বাবু,আবু তারেক চৌধুরী ,আবদুর রহিম,সাদ্দাম হোসেন, রেজাউল করিম,ইফতেখার মাহমুদ চৌধুরী, ইকবাল হোসেন,জামসেদ মাহমুদ প্রমূখ।

    সভায় সংগঠনের সংবিধান প্রণয়ন ,ভবিষৎ কর্মসূচী তৈরী, পরিকল্পনা ও বাস্তবায়ন, ইউনিয়ন ভিত্তিক মতবিনিময় সভার তারিখ নির্ধারন, সাংগঠনিক বিবিধ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

  • জেল হত্যা দিবসে ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের আলোচনা সভা

    জেল হত্যা দিবসে ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের আলোচনা সভা

    ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়। রাষ্ট্রের হেফাজতে হত্যাকাণ্ডের এই ঘটনাটি বাংলাদেশে পালিত হয়ে আসছে ‘জেল হত্যা দিবস’ হিসেবে।

    দিবসটি উপলক্ষে ২ নভেম্বর শনিবার বিকেলে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শ্রদ্ধাঞ্জলী ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক চৌধুরী।

    উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান স্বপনের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন জেলা আ’লীগনেতা তৌহিদুল আলম বাবু, উপজেলা চেয়ারম্যান এইচ.এম আবু তৈয়ব, উপজেলা আ’লীগনেতা এমদাদুল ইসলাম চৌধুরী, আহমদুর রহমান চৌধুরী, খাইরুল বশর চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক শাহ আলম সিকদার, আ’লীগনেতা আব্দুসালাম তালুকদার, আব্বাছ উদ্দীন বাদল, আমান উল্লাহ চৌধুরী লিটন, মুহাম্মদ শাহ নেওয়াজ, শামসুদ্দীন, আব্দুল মান্নান, মোদাচ্ছের হেসেন প্রমুখ।

  • সৈয়দপুরে কুষ্ঠরোগ চিহ্নিতকরণ প্রশিক্ষন ও আলোচনা সভা অনুষ্ঠিত

    সৈয়দপুরে কুষ্ঠরোগ চিহ্নিতকরণ প্রশিক্ষন ও আলোচনা সভা অনুষ্ঠিত

    ‘লেপ্রসী (কুষ্ঠরোগ) ও টিবি (যক্ষা) অভিশাপ নয়, নিয়মিত ওষুধ খেলে ভাল হয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে দিনব্যাপী লেপ্রসী (কুষ্ঠরোগ) চিহ্নিতকরণ বিষয়ক প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    ৩০ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে সৈয়দপুর পৌরসভার অধিবেশন কক্ষে অনুষ্ঠিত এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মণ। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন সরকার।

    অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের কমিউনিটি প্রোগ্রাম ও রুর‌্যাল হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম লিডার মিঃ সুরেন্দ্র নাথ সিংহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর হোসেন, রুর‌্যাল হেলথ প্রোগ্রাম ম্যানেজার খোরশেদ আলম ও ফিল্ড মেডিকেল অফিসার ডাঃ আবু সুফিয়ান চৌধুরী, প্রোজেক্ট হেলথ অফিসার মিজানুর রহমান, সিভিল সার্জন অফিসের প্রোগ্রাম অর্গানাইজার মিসেস ইতা হামদা, সৈয়দপুর পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর আলতাফ হোসেন।

    অনুষ্ঠানে পৌর প্যানেল মেয়র জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে পৌর পরিষদের কাউন্সিলরগন সহ পৌর কর্মকর্তা, কর্মচারী, ইপিআই কার্যক্রমের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

    আলোচনা সভায় সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মণ জানান, লেপ্রসী রোগী চিহ্নিত করে চিকিৎসা দেওয়া হলে দ্রুত সুস্থ হয়ে উঠবেন। লেপ্রসী ও টিবি রোগী খুঁজে বের করে চিকিৎসা প্রদান করা। কুষ্ঠ ও টিবি রোগী দেখা যাচ্ছে। এদের জীবাণু বাতাসের মাধ্যমে ছড়াচ্ছে।

    নীলফামারী জেলা লেপ্রসী রোগীর সংখ্যা বেশী। সেটাকে চিকিৎসার মাধ্যমে কমিয়ে আনার চেষ্টা চলছে। টিবি ও লেপ্রসী রোগের চিকিৎসা বিনামূল্যে প্রদান করা হয়। এই দুটি রোগে আক্রান্ত্রের সংখ্যা কমিয়ে আনতে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

    শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি
    মোবাইল ঃ ০১৭৭৩০২০২১৬, তারিখ ঃ ৩০-৯-১৯ ইং

  • তাড়াশে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

    তাড়াশে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

    কন্যা শিশুর অগ্রযাত্রা,দেশের জন্য নতুন মাত্রা- এ প্রতিপাদ্যকে সামনে রখেে সিরাজগঞ্জের তাড়াশে নানা আয়োজনে জাতীয় কন্যা শশিু দবিস পালতি হয়েছে।

    দিবসটি উপলক্ষে তাড়াশ উপজেলা প্রসাশন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার র্কাযালয়ের আয়োজনে সোমবার দুপুরে উপজলো পরষিদ চত্বরে মানববন্ধন পালতি হয়।

    মানববন্ধন শেষে উপজলো পরষিদ হলরুমে উপজলো নর্বিাহী অফসিার (ভারপ্রাপ্ত) মো. ওবায়দুল্লাহ এর সভাপত্বতিে আলোচনা সভা অনুষ্ঠতি হয়।

    এ সময় উপজলো ভাইসচয়োরম্যান আনোয়ার হোসেন খান, মহলিা ভাইস-চয়োরম্যান প্রভাষক মর্জিনা ইসলাম,উপজলো মহিললা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুনসহ আরো অনেকেই।

    এ ছাড়া মানববন্ধন ও আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।