Tag: আলোর আশা

  • সোহা শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছে আলোর আশা

    সোহা শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছে আলোর আশা

    নববর্ষের প্রথম দিনেই স্কুল অব হিউম্যানিটি এন্ড অ্যানিমেশন সোহা শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত সংগঠন আলোর আশা যুব ফাউন্ডেশন।

    বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর কোতয়ালি থানা ইউনিট অফিসার জাহান উদ্দিন।

    তিনি বলেন, এই শিশুদের দ্বায়ভার আমাদের। আলোর আশা যে কাজটি করছে এটি সমাজের সকলের দায়িত্ব এই মহৎ কাজে সরকারের পাশাপাশি সমাজের সকলকে এগিয়ে আসা উচিৎ। এই মহৎ কাজগুলোর মাধ্যমেই নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।

    এছাড়া বিশেষ অতিথি ছিলেন স্বদেশ যুব ফাউন্ডেশনের সভাপতি আলমগীর সৈকত, চট্টগ্রাম ইয়্যত ফাউন্ডেশন সভাপতি মাকসুদুর রহমান রাসেল।

    নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের উল্লাস

    আলোর আশা যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আনোয়ার এলাহি ফয়াসালের সভাপতিত্বে ও উপদেষ্টা শফিউল বশর এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

    অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব জিয়াউল কবির সোহেল বলেন, এই বাচ্চাদের সরাসরি পথশিশু থেকে মুক্ত করে আজ আমরা তাদের শিক্ষার্থী হিসাবে পরিচয় দিয়েছি। এই কাজটি করতে আমাদের দীর্ঘ দু বছর সময় অতিবাহিত হয়েছে। এখন আর তারা পথশিশু নয়, সমাজের কমভাগ্যবান শিশুদের জন্য সকলে এগিয়ে আসলে এরা দেশ ও সমাজের সম্পদে পরিণত হবে।

    সিনিয়র সহ-সভাপতি মুরাদ শামসুল আলম খাঁন বলেন, পথশিশুদের নিয়ে কাজ করা অত্যান্ত কঠিন একটি কাজ তারপরও দৈনিক একবেলা খাবার বিতরণের মাধ্যমে এই বাচ্চাগুলো আজ পড়াশুনা মুখী। পেটে যদি ক্ষুধা থাকে পৃথিবীর অন্যকিছু আর সহ্য হয় না। তাই আমরা চাই এই দেশ ক্ষুধা দারিদ্র ও বেকার মুক্ত বাংলাদেশ গড়ে উঠুক এজন্য আলোর আশা সমাজের এই অধিকার বঞ্চিত শিশুদের অধিকার পূরণে কাজ করছে। সমাজের সকল বিত্তবানরা এগিয়ে আসলে আমরা সোহা স্কুল একটি পূর্ণাঙ্গ স্কুলরুপ দিতে পারবো এই আশাবাদী।

    শিক্ষা বিষয়ক সম্পাদক ওমর ফারুক বিপ্লব বলেন, আমরা সোহা স্কুলের মাধ্যমে এদের চতুর্থ শ্রেণি পর্যন্ত পাঠদান করি পঞ্চম শ্রেণিতে বিভিন্ন স্কুলে ভর্তি করিয়ে দেয়া হয় এবং তাদের যাবতীয় ব্যয়ভার সংগঠন থেকে বহণ করা হয়।

    এছাড়া ও উপস্থিত ছিলেন নাজমাউল হুসনা, নওরীণ নেওয়াজ, নুরুল ইসলাম, নাজমুল সাকিব সহ সোহা স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দ।

    বই বিতরণ শেষে শিক্ষার্থীদের মাঝে নববর্ষ উপলক্ষে খাবার বিতরণ করা হয়।

  • যুব উন্নয়নের নিবন্ধন পেয়েছে আলোর আশা যুব ফাউন্ডেশন

    যুব উন্নয়নের নিবন্ধন পেয়েছে আলোর আশা যুব ফাউন্ডেশন

    চট্টগ্রামের জনপ্রিয় সামাজিক সংগঠন আলোর আশা যুব ফাউন্ডেশন গত রবিবার (২২ ডিসেম্বর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর হতে নিবন্ধিত হয় যার নিবন্ধন নং ৫১/১৯।

    চট্টগ্রাম কোতোয়ালি থানার যুব উন্নয়ন অধিদপ্তরের ইউনিট অফিসার মোঃ জাহান উদ্দীন আলোর আশা যুব ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ আনোয়ার এলাহি ফয়সালের হাতে নিবন্ধন পত্র তুলে দেন।

    এসময় উপস্থিত ছিলেন আলোর আশা যুব ফাউন্ডেশন – রূপান্তর প্রজেক্ট এর প্রধান উপদেষ্টা মোহাম্মদ শফিউল বশর ও আলোর আশা যুব ফাউন্ডেশন এর তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

    আলোর আশা যুব ফাউন্ডেশন স্থাপিত হয় ২০১৭ সালে। সংগঠনের মূলনীতি মানবতা, সুশিক্ষা ও সচেতনতা এই নীতির পেক্ষিতে গত দুই বছর যাবৎ সংগঠনটি সমাজের অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে চট্টগ্রাম, ফেনী, রাজশাহীসহ একাধিক জেলা উপজেলায়।বিভিন্ন বিভাগে প্রতিষ্ঠা করেছে সমাজের অসহায় শিশুদের জন্য অবৈতনিক স্কুল যার স্কুল অব হিউম্যানিটি এন্ড এ্যানিমেশন সোহা। সংগঠনের অন্যান্য কার্যক্রম সমূহের মধ্যে রয়েছে সামাজিক সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা। পথ শিশুদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, বিশেষ করে মেয়ে শিশু গুলিকে শিক্ষার অধীনে নিয়ে আসা। ভিক্ষা নয়, শিক্ষা চাই এই স্লোগানে তাদেরকে ভবিষৎ স্বপ্ন পূরণে এগিয়ে নিয়ে যাওয়া। দুস্থ ও অসহায় মানুষদের সহযোগীতা করা।এতিমদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা ও তাদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ।সেচ্ছায় রক্তদান কর্মসূচি করা।বই আকারে রক্তের গ্রুপ সংরক্ষণ করা।গরীব ছাত্র ছাত্রীদের মেধা বৃত্তি প্রদানের মাধ্যমে পড়া শুনাতে উৎসাহিত করা।স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করণ ও গরীবদের চিকিৎসার ব্যবস্থা করে দেয়া।কোন ছিন্নমূল মানুষ মারা গেলে তার দাফন এর ব্যবস্থা করা।নারী নির্যাতন, যৌতুক,বাল্য বিবাহ এর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচী।কোন সদস্যের মৃত্যুতে তার পরিবারের পাশে দাঁড়ানো।অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ।বিভিন্ন জাতীয় দিবসে আলোচনা সভা ও র‌্যালী করা। রমজান মাসে গরীবদের ইফতার সামগ্রী বিতরণ ও রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভার আয়োজন করা ।

    সাধারণ মানুষের মধ্যে পাঠভ্যাস গড়ে তোলার উদ্দেশ্যে সকলের সহযোগীতায় পাঠাগার স্থাপন , দেশ-বিদেশী পুস্তক সংগ্রহ ও সরবরাহ এবং তা পরিচালনা করা। প্রয়োজনে স্বল্প খরচে বই প্রকাশ করতে সহযোগীতা করা।বেকারত্ব দূরীকরণের জন্য আর্থিক সহযোগীতার মাধ্যমে শর্ত সাপেক্ষে উদ্দোক্তা তৈরী করা।বিভিন্ন ধর্মীয় উৎসবে গরীবদের উপহার সামগ্রী বিতরণ করা।সুস্থ ধারার সংস্কৃতির বিকাশের লক্ষ্যে সময়োপযোগী বিভিন্ন সভা, সেমিনার, আলোচনা সভা, মানববন্ধন, বিভিন্ন দিবস উদযাপন, নাটক, টেলিফিল্ম ইত্যাদি কার্যক্রম করা।দেশের উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহন করা।বিধবা নারীদের আর্থিক সহযোগীতা প্রদান করে তাদেরকে সাবলম্ভী করে তোলা।

    সংগঠনের প্রধান নির্বাহী মুহাম্মদ আনোয়ার এলাহি ফয়সাল বলেন, আলোর আশা যুব ফাউন্ডেশন একটি অরাজনৈতিক,অলাভজনক, সামাজিক, শিক্ষা ও সাংষ্কৃতিক উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।এখানে যারা সদস্য আছেন তারা দৈনিক হাত খরচের কিছু অর্থ জমিয়ে অসহায় মানুষদের কল্যাণে কাজ করে আসছে।এবং আাগমীতে আমরা সমাজের যুবকদের জন্য বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করবো যার মাধ্যমে যুব সমাজ বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবে ইনশাআল্লাহ। প্রাথমিক পর্যায় কম্পিউটার, ফটোগ্রাফি ও সেলাই প্রশিক্ষণ কোর্স থাকবে পরবর্তীতে আস্তে সরকারের পৃষ্ঠ পোষকতায় সমাজের যুবকদের জন্য নতুন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে।

    তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বলেন সমাজের যে কেউ দেশ পরিবর্তন ও অসহায় মানুষদের কল্যাণে আলোর আশা যুব ফাউন্ডেশনের সদস্য হতে পারবে। গতানুগতিক দৃষ্টি পরিবর্তন সামাজিক উন্নয়ন আমাদের মূল লক্ষ্য। সংগঠন যে কোন দান অনুদান গ্রহণের বিষয় জানতে চাইলে তিনি জানান সংগঠনের নিজস্ব বিকাশ, নগদ ও রকেট নাম্বার ০১৭২১-০০০৩৪৫ এছাড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড 0212-111-00000-369 এই নাম্বারে অর্থ পাঠানো যাবো এবং রশিদ বুঝে নেয়ার অনুরোধ থাকবে সকলকে। কারণ এর দ্বারা আমাদের নিজদের মাঝে স্বচ্ছতা থাকে ও সঠিক অডিট রিপোর্ট তৈরী করা সম্ভব হয়। আসুন দেশকে ভালোবাসি এবং নাগরিক হিসেবে দেশের জন্য নিজ জায়গা থেকে একটু হলেও অবদান রাখি। সংগঠনের সকল সদস্য দেশ পরিবর্তনে সমাজের সকলকে আলোর আশা যুব ফাউন্ডেশন এর সদস্য অন্তর্ভুক্ত হওয়ার আহবান জানান।

  • সুবিধাবঞ্চিত শিশুদের বিজয় দিবস উৎযাপন

    সুবিধাবঞ্চিত শিশুদের বিজয় দিবস উৎযাপন

    চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রয়েছে আলোর আশা ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সোহা স্কুল যা সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় শিশুদের জন্য সম্পূর্ণ অবৈতনিক এবং আবাসন ছাড়া সকল মৌলিক অধিকার পূরণ করছে আলোর আশা ফাউন্ডেশন।

    আজ মহান বিজয় দিবস উপলক্ষে সোহা শিক্ষার্থীবৃন্দ নিজ হাতে পুষ্পস্তবক তৈরী করে এবং তা মহান শহীদদের উদ্দ্যেশ্যে সমর্পণ করে।

    এ সময় বিজয় র‌্যালির শুভ সূচনা করেন কোতোয়ালি থানার এএসপি সেলিম রেজা।

    র‌্যালির শুরুতে তিনি সোহা শিক্ষার্থীদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেন। এবং বাচ্চাদের উদ্দ্যেশ্যে বলেন তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। আজকের এই দিনে আমরা এই দেশকে পাকিস্তানি হানাদের বাহিনী থেকে রক্ষা করেছি সেই বর্বতার দৃশ্য আমরা আজও ভুলি নি। ১৯৭১ সালে এই দিনে আমরা স্বাধীন দেশ পেয়েছি কিন্তু আজও আমরা পিছিয়ে আছি, উন্নত হতে পারিনি। যেদিন এদেশের সকল নাগরিক শিক্ষিত হবে এবং আমরা কারো মুখাপেক্ষী আর থাকবো না সেদিন থেকেই আমরা উন্নত জাতি হবো এবং মুক্তিযোদ্ধারা যেই স্বপ্ন দেখেছেন আমরা তেমন দেশ পাবো।

    এসময় উপস্থিত ছিলেন আলোর আশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ আনোয়ার এলাহি ফয়সাল, সাংগঠনিক সম্পাদক তৌফিকুর রহমান ইমন, প্রচার সম্পাদক তৌফিকুল ইসলাম রবিন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আয়শা তাহরীম নিতু, শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মাদ ওমর ফারুক বিপ্লব, কোষাধক্ষ্য শাহ সোহেল, মিডিয়া বিষয়ক সম্পাদক নওশাদ হাসান রাজু ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নওরীন নেওয়াজ সহ সংগঠনের অন্যান্য সদস্যমন্ডলী।

    সদস্যবৃন্দ বলেন আলোর আশা ফাউন্ডেশন সমাজের অসহায় মানুষের কল্যাণে সামাজিক উন্নয়ন মূলক কাজ করে আসছে আজ দু বছর যাবৎ এবং School of Humanity & Animation (SOHA) এই স্কুলটি সমাজের সুবিধা বঞ্চিত ও অসহায় শিশুদের জন্য একটি অবৈতনিক স্কুল। যেখানে অসহায় বাচ্চাদের আবাসন ছাড়া সকল মৌলিক অধিকার পূরণ করা হয়। আজকে সোহা স্কুলের বাচ্চারা সমাজের অন্যান্যা বাচ্চাদের মতই নিজেদের গড়ে তুলছে যা আমাদের জন্য বড় পাওয়া। সংগঠনের সকল সদস্য বাচ্চাদের নিয়ে বেলা ১১ টায় মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা ও শহীদ পরিবারের জন্য দোয়া মাহফিল করা হয়।

  • সামাজিক সংগঠন “আলোর আশা ফাউন্ডেশন”র ২য় বর্ষপূর্তি উদযাপন

    সামাজিক সংগঠন “আলোর আশা ফাউন্ডেশন”র ২য় বর্ষপূর্তি উদযাপন

    চট্টগ্রাম শহরের সামাজিক সংগঠন আলোর আশা ফাউন্ডেশন আজ দু বছর যাবৎ সমাজের অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

    শুক্রবার (১৫ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন অডিটোরিয়ামে দুপুর ৩টা থেকে ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হয় সংগঠনের ২য় বর্ষপূর্তি অনুষ্ঠান।

    অনুষ্ঠানে সংগঠনের সকল দাতা, শুভাকাঙ্ক্ষী, উপদেষ্ঠামন্ডলী, কার্যকরী সদস্য, সাধারন সদস্য ও সংগঠন দ্বারা পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের বিদ্যাপীঠ School of Humanity & Animation সোহা স্কুলের ৭০ জন শিশু উপস্থিত ছিল।

    প্রধান অতিথি হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা : মোহাম্মদ সরফরাজ খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অফিসার জনাব মোহাম্মদ জাহান উদ্দিন, প্রাইমারী চিকিৎসক সোসাইটির চেয়ারম্যান ও সাংবাদিক মোহাম্মদ মাহবুবুল আলম, আলহাজ্ব শামসুল হক্ব ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসির উদ্দিন, এম/এস. কে. এম. এন্টারপ্রাইজ এর চেয়ারম্যান ওবাইদুল হক কানন, রোটারিয়ান জনাব ফোরকান আহমেদ,অ্যাডভোকেট জিয়াউল কবির সোহেল সহ আরো অনেকে।

    শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম খান মুরাদ ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, তারা অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং তাদের বক্তব্যে সংগঠনের প্রতি ও সোহা শিশুদের প্রতি সবাইকে আরো বেশি যত্নশীল হওয়ার আহ্বান জানান।

    এরপর উপস্থিত অতিথিগণ তাদের বক্তব্যে সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সবসময় সংগঠনটির পাশের থাকার আশ্বাস দেন এছাড়াও সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

    আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদানের জন্য আলোর আশা ফাউন্ডেশনের ১৫ জন সদস্য ও চট্টগ্রামের জনপ্রিয় ১৭ টি সংগঠনকে সম্মাননা স্মারক দেয়া হয়।

    সংগঠন থেকে আজীবন সদস্য সম্মাননা স্মারক দেয়া হয় বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোহাম্মদ সরফরাজ খান ও সৈয়দা নাজমা উল হোসনাকে।

    দৃষ্টিনন্দন এই আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল সাদিয়া শ্যামা ও সোহা শিক্ষার্থী সায়নুর আক্তার এর সঞ্চালনায় সোহাস্কুলের শিশুদের উপস্থিত বক্তৃতা, গান, ছড়া,নৃত্য প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান।

    তাসনীম আনজুম নওরীন এর সহযোগিতায় ১ম শ্রেনির বাচ্চাদের নতুন বই ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় ।

    অনুষ্ঠানটি সফল হতে সহযোগীতা করেন কে এস ক্যাটারিং হাইার, আর্ট এক্সপোজার, ফ্লোরা বিউটি পার্লার, কিচেন কুইন, দ্য শ্যুটার ফটোগ্রাফি

    এছাড়াও অনুষ্ঠান চলাকালিন সময়ে ক্যাডেট ফোরাম চিটাগং এর পক্ষ থেকে সোহা স্কুলের সকল শিশুর বিনামূল্যে রক্ত পরীক্ষা করা হয়।

    অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে আলোর আশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার এলাহি ফয়সাল বলেন, “আমি উদ্যোগ গ্রহণ করেছি সমাজের এই অসহায় শিশুদের জীবন পরিবর্তনের জন্য সহযোগিতায় পাশে এগিয়ে এসেছেন আপনারা। যারা আমাদেরকে সব সময় সহযোগিতা করছেন সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি । তবে আজ হতে আমাদের সকলকে এই বাচ্চাদের জীবন পরিবর্তনের জন্য নতুন করে ভাবতে হবে। ভাবতে হবে ওদের জীবনের নিরাপত্তা ও মৌলিক চাহিদার বিষয়গুলো। ওরাও হতে পারে এদেশের আদর্শ নাগরিক তার জন্য প্রয়োজন একজন অভিভাবক। মাসিক হাত খরচের ৮৫৫ টাকা যদি আমরা এই শিশুদের ভবিষ্যতের জন্য সঠিকভাবে বিনিয়োগ করি তাহলেই তারা ভিক্ষা থেকে মুক্ত হয়ে শিক্ষার আলোয় আলোকিত হবে।

    আমরা অঙ্গিকার করছি সকল এতিম অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুর মৌলিক অধিকারপূরণে কাজ করে যাবো ইনশাআল্লাহ,।