বরাবরের মতই এইবারও স্বেচ্ছাসেবি সংগঠন “আলোর আশা যুব ফাউন্ডেশন” নিরলস কাজ করে যাচ্ছে পথ শিশু ও কর্মহীন মানুষদের জন্য। তার’ই ধারবাহিকতায় আলোর আশার উদ্দ্যোগে রমজান মাস ব্যাপী অসহায় ও পথশিশুদের জন্য সেহেরী ইফতারের ব্যবস্থা করা হচ্ছে।
করোনা প্রাদুর্ভাবে বিশ্ব আজ লকডাউন,থমকে আছে প্রতিটা শ্রমজীবী পরিবার। ঠিক সে সময়ে কর্মহীন অসহায়, গরীব, দুস্থদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সুবিধাবঞ্চিত অসহায় মানুষদের জন্য কল্যাণমূলক সংগঠন ‘আলোর আশা যুব ফাউন্ডেশন’।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুরাদ শামসুল আলম খাঁন বলেন, সকলের ব্যক্তিগত অর্থ, সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগীতায় এখন পর্যন্ত আমরা ২৪৭ পরিবার কে ত্রাণ দিয়েছি এছাড়া রমজানে ৭২ পরিবারকে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আলোর আশার প্রধান নির্বাহী মুহাম্মদ আনোয়ার এলাহি ফয়সাল বলেন মাহে রমজান উপলক্ষে বরাবরের মত এবছরও মাসব্যাপী আমরা অসহায় মানুষদের মাঝে ইফতার ও সেহেরী বিতরণ করছি। প্রায় প্রতিদিনই কমপক্ষে ১০০ জন অসহায় মানুষকে ইফতার বিতরণ করছি। মধ্যরাতে আমাদের সদস্যবৃন্দ সারা শহর ঘুরে রাস্তায় পড়ে থাকা ক্ষুধার্ত্ব মানুষকে খাবার বিতরণ করে আসছে।আমাদের এই কার্যক্রম সারামাস ব্যাপী চলবে।
আলোর আশার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, আমাদের সংগঠন “আলোর আশা যুব ফাউন্ডেশন” সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে কাজ করার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডও পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় সংগঠনের পক্ষ থেকে ইতোমধ্যে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র রমজান মাসে প্রতিদিন রোজাদারদের ইফতার বিতরণ করা এছাড়া অসহায় পরিবারদের মাঝে শুকনা খাবার পৌঁছানো হয়েছে যেন রমজানে রোজা রাখতে কারো অসুবিধা না হয়৷
আমাদের এই মানবিক কাজে যারা আমাদের সহযোগিতা করছেন তাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের পরিচালকবৃন্দ। আপনাদের সহযোগিতা ছাড়া কখনো আমাদের এই মানবিক কাজ গুলো সম্ভব হতো না৷
এছাড়া মাঠ পর্যায়ে যারা নিরলস কাজ করে যাচ্ছে উক্ত সংগঠনের হয়ে তারা হচ্ছেন, মোরশেদ আহমেদ শান্ত, আব্দুল্লাহ আল নোমান, কুতুবউল্লাহ শাহ সোহেল, মুক্তা শিকদার, সুমন দাশ সহ আরো অনেকে।
প্রতিদিন ইফতার বিতরণ কার্যক্রমে সংগঠনের পক্ষ থেকে সারাদেশবাসী ও আলোর আশার সকল সদস্যদের জন্য দোয়া করা হয়।
২৪ ঘণ্টা/এম আর