Tag: আল্লামা

  • আল্লামা আহমদ শফীর মৃত্যুতে ভূমিমন্ত্রীর শোক

    আল্লামা আহমদ শফীর মৃত্যুতে ভূমিমন্ত্রীর শোক

    ২৪ ঘণ্টা ডেস্ক নিউজ : চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার সদ্য বিদায়ী মহাপরিচালক (মুহতামিম) ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।

    শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ইন্তেকালে ভূমিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

    শোকবার্তায় ভূমিমন্ত্রী প্রয়াত আল্লামা শফীকে বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমে-দ্বীন হিসেবে উল্লেখ করে বলেন, তিনি ইসলামী শিক্ষার প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

    পাশাপাশি কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নেও তিনি ভূমিকা রেখেছেন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • আল্লামা আহমদ শফী’র মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

    আল্লামা আহমদ শফী’র মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

    প্রেস বিজ্ঞপ্তি : দেশের কওমি মাদ্রাসা সমূহের শীর্ষ সংগঠন আল হাইয়াতুল উলাইয়া লিল জামিয়াতিল কওমিয়া, বেফাকুল মাদারিস, বাংলাদেশ ও হেফাজত-ই-ইসলাম সংগঠনের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালে গভীর শোক ও দু:খপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।

    শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ইন্তেকালের সংবাদে ব্রাসেলস সফররত তথ্যমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান। মৃত্যুকালে আল্লামা শফীর বয়স হয়েছিল ১০৪ বছর।

    ড. হাছান মাহমুদ তার শোকবার্তায় প্রয়াত আল্লামা শফীকে বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমে-দ্বীন হিসেবে উল্লেখ করেন এবং চট্টগ্রামের একই উপজেলা রাঙ্গুনিয়ার সন্তান হিসেবে আন্তরিক শ্রদ্ধা জানান।

    মন্ত্রী বলেন, মাওলানা আল্লামা শফী দীর্ঘ তিন দশকেরও বেশি দেশের কওমি মাদ্রাসাগুলোর মধ্যে প্রাচীন ও বৃহত্তম চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক হিসেবে কওমি মাদ্রাসাগুলোর নেতৃত্ব দিয়েছেন। দেশে ইসলামী শিক্ষার বিস্তার ও স্বীকৃতি অর্জনে তার ভূমিকা অনস্বীকার্য।

    চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের পাখিয়ারটিলা গ্রামে ১৯১৬ সালে জন্মগ্রহণকারী শাহ আহমদ শফী মৃত্যুকালে দুই ছেলে ও তিন মেয়ে ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • আল্লামা নুরুল হাশেমীর মৃত্যুতে আল্লামা সাইফুদ্দীন মাইজভাণ্ডারীর শোক

    আল্লামা নুরুল হাশেমীর মৃত্যুতে আল্লামা সাইফুদ্দীন মাইজভাণ্ডারীর শোক

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সংগঠন সংবাদ : বিশিষ্ট ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা, উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, ইমামে আহলে সুন্নাত, হযরত আল্লামা শাহ্সুফী মাওলানা কাজী নুরুল ইসলাম হাশেমী (রঃ)’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আল্লামা সাইফুদ্দীন মাইজভাণ্ডারী।

    মাইজভাণ্ডার শরীফের সাজ্জাদানশীন, আওলাদে রাসুল (দ), হযরত আল্লামা শাহ্সূফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী মাইজভাণ্ডারী (মাঃজিঃআঃ) এক শোকবার্তায় বলেন, আজ আমরা সুন্নীয়তের এক উজ্জ্বল নক্ষত্রকে হারালাম।

    এ শূন্যতা অপূরণীয়। মহান আল্লাহ্ দ্বীন ও সুন্নীয়তের জন্য তার অবদানকে কবুল করে প্রিয় নবিজীর (দ) উসিলায়, তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।

    ২৪ ঘণ্টা/আর এস পি