Tag: আল্লামা নুরুল ইসলাম হাশেমী

  • আল্লামা নুরুল ইসলাম হাশেমী আর নেই

    আল্লামা নুরুল ইসলাম হাশেমী আর নেই

    আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের চেয়ারম্যান, ওস্তাজুল ওলামা, ইমামে আহলে সুন্নাত আল্লামা কাজী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী (৯৫) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    মঙ্গলবার (২ জুন) ভোর পাঁচটার দিকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এ খবর ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

    চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পর্ষদের সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন জানান, গত ৩০ মে আল্লামা হাশেমী হুজুরকে ভর্তি করানো হয়। তিনি বার্ধক্যজনিত নানা রোগসহ হৃদরোগে আক্রান্ত ছিলেন। আইসিইউ সাপোর্টও দিয়েছিলাম আমরা। মঙ্গলবার (২ জুন) ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

    এর আগে গত শনিবার সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আল্লামা নুরুল ইসলাম হাশেমী। সে সময় চিকিৎসার জন্য নগরীর বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলেও শ্বাসকষ্টের রোগী অজুহাতে তাকে ভর্তি করতে অপারগতা প্রকাশ করে। পরে গুরুতর অবস্থায় নগরের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

    কাজী নুরুল ইসলাম হাশেমীর বাড়ি বায়েজিদ বোস্তামী থানার বটতলা এলাকায়। তিনি আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের ইমাম। এছাড়া প্রবীণ আলেম হিসেবে তিনি সবার কাছে পরিচিত। সারাদেশে তার লাখো মুরিদ রয়েছেন। এছাড়া বেশ কয়েকটি মাদরাসার প্রতিষ্ঠাতা কাজী নুরুল ইসলাম হাশেমী।

    ২৪ ঘণ্টা/এম আর

  • আল্লামা নুরুল ইসলাম হাশেমী হুজুরের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন রেজাউল করিম

    আল্লামা নুরুল ইসলাম হাশেমী হুজুরের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন রেজাউল করিম

    ইমামে আহলে সুন্নাত হযরতুল আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমী (মা.জি.আ.)’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী।

    রবিবার (১ মার্চ) বাদে যোহর এম. রেজাউল করিম চৌধুরী হুজুরের কুলগাঁওস্থ বাস ভবনে গিয়ে সৌজন্যে সাক্ষাৎ পরবর্তী হুজুরের দোয়া নেন। এম. রেজাউল করিম চৌধুরী যেনো নির্বাচিত হয়ে চট্টগ্রামবাসীর সেবা করতে পারেন তার জন্য দোয়া ও মুনাজাত করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন বায়েজিদ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ছগির, ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম, আওয়ামী লীগ নেতা অধ্যাপক ড. মাসুম চৌধুরী, ২ নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব, ওয়ার্ড কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু, আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী মোঃ ইব্রাহিম, মহানগর ছাত্রনেতা মোঃ ইলিয়াছ উদ্দিন প্রমুখ।