Tag: আল্লামা শফীর

  • দুর্ঘটনার কবলে আল্লামা শফীর জানাজামুখি মাইক্রোবাস,আহত ৫

    দুর্ঘটনার কবলে আল্লামা শফীর জানাজামুখি মাইক্রোবাস,আহত ৫

    ২৪ ঘণ্টা চট্টগ্রাম ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে দুর্ঘটনার কবলে পড়েছে হেফাজতে আমির আল্লামা শাহ আহমদ শফীর জানাজামুখি মাইক্রোবাস।

    আজ শনিবার সকালে জানাজামুখি মাইক্রোবাসের পেছন থেকে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

    প্রত্যক্ষদর্শীদের বরাতে এসব তথ্য নিশ্চিত করে কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ সাইদুল ইসলাম বলেন,হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীর জানাজায় অংশ নিতে হাটহাজারীর উদ্দ্যেশে যাওয়ার পথে ওই মাইক্রোবাসের পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেন।

    ওই মাইক্রোবাসে থাকা যাত্রীদের মধ্য থেকে ৫ জন আহত হয়। তারমধ্যে ২ জনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

    চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আহত দুই যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের অবস্থা আশংকাজনক নয় জানিয়ে দুজনেরই চিকিৎসা চলছে বললেন আলাউদ্দিন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • হাটাহাজারীতে আল্লামা শফীর মরদেহ, জানাজায় জনতার ঢল

    হাটাহাজারীতে আল্লামা শফীর মরদেহ, জানাজায় জনতার ঢল

    ২৪ ঘণ্টা চট্টগ্রাম ডেস্ক : হেফাজতে ইসলামের আমির ও চট্টগ্রামের হাটহাজারী বড় মাদরাসার দীর্ঘদিনের মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর মরদেহ ঢাকা থেকে চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় পৌঁছেছে।

    শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ফরিদাবাদ মাদরাসা থেকে লাশবাহী গাড়ী রওয়ানা দিয়ে সকাল ৯ টায় মাদরাসায় পৌঁছে।মাদরাসা কর্তৃপক্ষ আল্লামা আহমদ শফীকে শেষবারের মতো দেখানোর ব্যবস্থা করেছে। মাদরাসার দারুল হাদিস ভবনের নিচতলায় রাখা হয়েছে আল্লামা শফীর মরদেহ।

    সেখানে শেষবারের মতো এক নজর দেখতে, শেষবারের মতো বিদায় জানাতে ভিড় করছেন ধর্মপ্রাণ মানুষ। জোহরের নামাজের পর হাটাহাজারী মাদরাসা মাঠে আল্লামা শফীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

    জানাজা শেষে আল্লামা শফীর অসিয়ত অনুযায়ী মাদরাসা সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে। ইতোমধ্যে কবর খননের কাজও শেষ হয়েছে। আল্লামা শফীর নামাজে জানাজার ইমামতি করবেন বড় ছেলে মাওলানা ইউসুফ।

    এদিকে আল্লামা শাহ আহমদ শফীর নামাজে জানাজায় অংশ নিতে হাটহাজারীতে জনতার ঢল নেমেছে। রাস্তা বন্ধ করে দেয়ার পরও পায়ে হেটে দুর দুরান্ত থেকে মানুষ হাটহাজারী বড় মাদ্রাসায় যাচ্ছেন। গতকাল রাত থেকেই মাদরাসায় আসতে শুরু করেছে আলেম-উলামা, ছাত্র ও ধর্মপ্রাণ জনতা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ চট্টগ্রাম অভিমুখী রাস্তায় দেখা যায় জানাজাগামী গাড়ির স্রোত।

    জানা যায়, আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ২টায় চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। তিনি দীর্ঘদিন এই মাদ্রাসার মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। জানাজায় অংশ নিতে শোকার্ত মানুষের ভিড়।

    কানায় কানায় পূর্ণ  হয়ে গেছে মাদরাসার ক্যাম্পাস, মাঠ, রাস্তা ও আশপাশের এলাকা। শুধু সাদা টুপি-পাঞ্জাবি পরিহিত মানুষ আর মানুষ। এখনই সামাল দেওয়া কষ্ট হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড় আরো বাড়বে বলে জানিয়েছেন হাটহাজারী মাদরাসায় উপস্থিত মোশাহিদ রহমান।

    হাটাহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমীন জানান, আহমদ শফীর মৃতদেহ সকাল ৯টার দিকে হাটহাজারীতে পৌঁছেছে এবং দুপুরে জানাজা শেষে সেখানে দাফনের সব প্রস্তুতি নেয়া হচ্ছে।

    হাটহাজারী বাসস্টেশন থেকে মাদরাসামুখি সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে।

    উল্লেখ্য হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানী গেণ্ডারিয়াস্থ আসগার আলী হাসপাতালে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ইন্তেকাল করেন।

    তার ইন্তেকালের খবরে আলেম সমাজের মাঝে শোকের ছায়া নেমে আসে। তিনি হেফজাতে ইসলামের আমির ছাড়াও কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাক ও কওমি মাদরাসার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান ছিলেন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • আল্লামা শফীর মৃত্যুতে শিক্ষা উপ-মন্ত্রী নওফেলের শোক

    আল্লামা শফীর মৃত্যুতে শিক্ষা উপ-মন্ত্রী নওফেলের শোক

    ২৪ ঘণ্টা চট্টগ্রাম ডেস্ক : হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

    শুক্রবার রাতে এক শোক বার্তায় তিনি মরহুম আল্লামা আহমদ শফীর আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

    রাতে গণমাধ্যমে পাঠানো শোক বার্তায় শিক্ষা উপমন্ত্রী নওফেল বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান, চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার বিদায়ী মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী ইসলামী শিক্ষার প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

    পাশাপাশি কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নেও ভূমিকা রেখেছেন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • শনিবার দুপুরে হাটহাজারী মাদ্রাসাতেই আল্লামা শফীর জানাজা

    চট্টগ্রাম ডেস্ক : আগামীকাল শনিবার দুপুর দুইটায় অনুষ্ঠিত হবে হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফীর জানাজা। আল্লামা শফীর ছেলে ও হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী শুক্রবার রাতেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

    তিনি বলেন, চট্টগ্রামের আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় জানাজা অনুষ্ঠিত হবে। তিনি ওই মাদ্রাসার মহাপরিচালক ছিলেন।

    জানা যায়, শুক্রবার রাত ১১টার মধ্যে হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফীর মরদেহ নিয়ে হাটহাজারীর উদ্দেশ্যে রওনা দেয়া হবে। এর আগে ঢাকার জামিয়া ফরিদাবাদ মাদ্রাসায় গোসল ও কাফন পরানো হয়েছে বলেও জানিয়েছেন হেফাজত আমিরের সাবেক প্রেস সচিব মাওলানা মুনির আহমদ।

    হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী (১০৪) শুক্রবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে রাজধানীর আসগর আলী হাসপাতালে মারা গেছেন।

    দেশের শীর্ষ কওমি আলেম আল্লামা আহমদ শফী ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এর আগেও কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।

    ২৪ ঘণ্টা/রাজীব