Tag: আল্লাহর

  • আল্লাহর পথে চললে মানুষ বিপদে পড়ে না-হুইপ সামশুল হক

    আল্লাহর পথে চললে মানুষ বিপদে পড়ে না-হুইপ সামশুল হক

    ২৪ ঘন্টা ডট নিউজ।সঞ্জয়,পটিয়া : চট্টগ্রামের পটিয়া জিরি মাদ্রাসার ১১৩ তম বার্ষিক সভার প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এম.পি বলেছেন, আল্লাহর পথে চললে মানুষ বিপদে পড়ে না আল্লাহ মানুষকে বিপদমুক্ত করেন। তিনি নবী রাসূলের পথ অনুসরণ করে চলার জন্য সকলের প্রতি আহবান জানান।

    আল জামেয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া পটিয়া জিরি মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ মোহাম্মদ তৈয়ব বলেছেন, কোরান হাদীসের জ্ঞান অর্জনে ইহকাল ও পরকালের মুক্তি সম্ভব। জীবনের শুরু থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত জ্ঞান অর্জন অব্যাহত রাখতে হবে। এছাড়া অর্জিত জ্ঞান অন্যের প্রতি পৌঁছাতে হবে।

    পরনিন্দা মহাপাপ। আল্লাহর অলিদের সান্নিধ্য ও প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় দাওয়াতে তাবলীগের গুরুত্ব রয়েছে।

    বক্তারা গতকাল (শুক্রবার) জিরি মাদ্রাসার ২ দিন ব্যাপি ১১৩ তম বার্ষিক সভায় উপরোক্ত বক্তব্য রাখেন। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ১৫ আসনের এম.পি আবু রেজা নদভী।

    ২ দিন ব্যাপী তৌহিদি সমাবেশে বয়ান করেন আওলাদে রাসুল আল্লামা সৈয়দ আশহাদ রশিদি মাদানী, জুনাইদ আল হাবিব, মুফতী মুজিবুর রহমান সিলেটি, মুফতী নজরুল ইসলাম কাছে¦মী, আজিজুল হক আল মাদানী, হাবিবুর রহমান মিছবাহ কুয়াকাটা, ছালাউদ্দিন নানুপুরী, শিহাব উদ্দীন নাটোর, হেফাজতের মহাসচিব জুনাইদ বাবু নগরী, ডাঃ আ. ফ. ম. খালেদ হোসাইন, মহিবুল্লাহ বাবুনগরী, আবদুল হালিম বোখারী, মুফতি রফিকুল ইসলাম বরিশালী, মাওলানা নাছির উদ্দীন, মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিকী, মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা মোহাম্মদ খোয়াইব, ব্যবসায়ী লোকমান হাকিম, মীর আবদুছ ছালাম ও মাওলানা মোস্তাক আহমদ প্রমুখ।