চট্টগ্রামের ফটিকছড়িস্থ দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল আরবিয়া নছিরুল ইসলাম নাজিরহাট বড় মাদ্রাসার পরিচালক শায়খুল হাদীস আল্লামা শাহ মোহাম্মদ ইদ্রিস চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২৭ মে) দিন গত রাত ১২টা ৩৫ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
২০০৪ সাল থেকে ১ যুগেরও বেশি সময় ধরে আল্লামা শাহ মুহম্মদ ইদ্রিস অত্র মাদ্রাসার মুহাতামিমের দায়িত্ব পালন করে আসছিলেন।
তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় প্রতিষ্টান গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
আজ (বৃহস্পতিবার) সকাল ৭ টার সময় উক্ত মাদ্রাসা ময়দানে মরহুমের জানাযার নামাজের পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
২৪ ঘণ্টা/এম আর