Tag: আল মানাহিল নার্চার জেনারেল হাসপাতাল

  • দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আসুন জাতীয় “টাস্কফোর্সের” মাধ্যমে করোনা সমস্যা সমাধান করি: ডা. শাহাদাত

    দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আসুন জাতীয় “টাস্কফোর্সের” মাধ্যমে করোনা সমস্যা সমাধান করি: ডা. শাহাদাত

    চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী ডা.শাহাদাত হোসেন বলেছেন, দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আসুন জাতীয় “টাস্কফোর্সের” মাধ্যমে করোনা সমস্যা সমাধান করি। করোনা মহামারীতে আজ সারাদেশের মানুষ করোনা আতঙ্কের মধ্যে আছে। এই সমস্যা সমাধানে জাতীয় “টাস্কফোর্স” গঠনের বিকল্প নেই। যদি সরকার দলীয় সংকীর্ণতা থেকে উঠে আসে, সকল দল ও মত কে এক করতে পারে তাহলেই সমস্যা অনেকটা সমাধান হতে পারে।

    তিনি আজ সোমবার (১৩ জুলাই) দুপুরে আল মানাহিল ওয়ালফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে হালিশহরে করোনা রোগীদের জন্য নির্মিত করোনা আইসোলেশন সেন্টার এর জন্য নগদ অর্থ ও সুরক্ষা সামগ্রী প্রদানকালে এ কথা বলেন।

    ডা.শাহাদাত হোসেন আরও বলেন, আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন করোনা এই মহামারীতে লাশ দাফন থেকে শুরু করে করোনা রোগীদের যে সেবা দিয়ে যাচ্ছে আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। তাদের পাশাপাশি এই করোনা মহামারীতে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসতে হবে। দেশের মানুষকে এই করোনা মহামারী থেকে বাঁচাতে প্রতিটি ওয়ার্ডে,ওয়ার্ডে চিকিৎসা সেবা চালু করতে হবে।

    ডা. শাহাদাত হোসেন থেকে আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে হালিশহরে করোনা রোগীদের জন্য “করোনা আইসোলেশন সেন্টারের” জন্য নগদ অর্থ ও চিকিৎসা সুরক্ষা সামগ্রী গ্রহণ করেন আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মৌলানা শেহাব উদ্দিন জমির, সহকারী পরিচালক মাওলানা শরিফ উদ্দিন।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, বি এন পি নেতা ইফতেখার হোসেন,মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ সাইফুল আলম প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • আল মানাহিলের ৮০ শয্যার আইসোলেশন সেন্টার চালু

    আল মানাহিলের ৮০ শয্যার আইসোলেশন সেন্টার চালু

    চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও আল মানাহিল ফাউন্ডেশনের উদ্যোগে কমিউনিটি পুলিশিং, চট্টগ্রাম এর সার্বিক সহযোগিতায় বন্দর নগরী চট্টগ্রামের হালিশহরস্থ আল মানাহিল নার্চার জেনারেল হাসপাতালে চালু করা হল কোভিড-১৯ আইসোলেশন সেন্টার।

    আজ মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১ টায় বন্দর নগরী চট্টগ্রামের হালিশহরস্থ আল মানাহিল নার্চার জেনারেল হাসপাতালে স্থাপিত এই আইসোলেশন সেন্টারের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান।

    সিএমপি ও আল মানাহিল ফাউন্ডেশনের য়ৌথ উদ্যোগে স্থাপনকৃত ৮০ শয্যা বিশিষ্ট এই আইসোলেশন সেন্টারে কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তিরা সার্বক্ষণিক চিকিৎসা সুবিধা পাবেন। সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম সংযুক্ত থাকবে প্রতিটি বেডে।

    এছাড়াও গুরতর অসুস্থ রোগীদের চিকিৎসায় রয়েছে হাইফ্লো নেসাল ক্যানুলা। রোগীদের যাতায়াতের জন্য সার্বক্ষনিক ভাবে প্রস্তুত থাকবে এম্বুলেন্স। করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাবকালীন সময়ে শুরু থেকে সিএমপি ও কমিউনিটি পুলিশিং এর সাথে সমন্বয় করে দায়িত্বশীল ভূমিকা পালন করছে আল মানাহিল ফাউন্ডেশন।

    করোনা ভাইরাসে আক্রান্তদের নমুনা সংগ্রহ, যাতায়াতে এ্ম্বুলেন্স সেবা প্রদান, করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের দাফন ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

    কমিউনিটি পুলিশিং, চট্টগ্রাম এর সার্বিক সহযোগিতায় স্থাপনকৃত এই আইসোলেশন সেন্টার বন্দর নগরীর জনসাধারনের চিকিৎসা সেবায় ও করোনা ভাইরাস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সিএমপি কমিশনার আশাবাদ ব্যক্ত করেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সদস্য সচিব, মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি, চট্টগ্রাম; হেলাল উদ্দিন বিন জমির উদ্দিন, চেয়ারম্যান, আল মানাহিল ফাউন্ডেশন; মাওলানা ফরিদ উদ্দিন, প্রধান নির্বাহী, আল মানাহিল ফাউন্ডেশন সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আইসোলেশন সেন্টারে কর্মরত ডাক্তার, নার্স ও আল মানাহিল ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ এবং কমিউনিটি পুলিশিং, চট্টগ্রাম এর নেতৃবৃন্দ।

    ২৪ ঘণ্টা/এম আর