Tag: আশুলিয়া

  • আশুলিয়ায় ৩ জনকে গলা কেটে হত্যা: আসামি দম্পতি গ্রেফতার

    আশুলিয়ায় ৩ জনকে গলা কেটে হত্যা: আসামি দম্পতি গ্রেফতার

    সাভারের আশুলিয়ায় একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যার মূল আসামি সাগর আলী ও তার স্ত্রী ইশিতা বেগমকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (২ অক্টোবর) রাতে গাজীপুরের সফিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

    বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

    তিনি বলেন, গত শনিবার রাতে আশুলিয়ার ইউনিক ফকিরবাড়ী মোড় এলাকার মেহেদী হাসানের মালিকানাধীন বহুতল ভবনের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। কুড়িগ্রামের ফুলবাড়ি থানার চর গরুক মন্ডল গ্রামের সবুর আলী (২৮), তার স্ত্রী রোজিনা (২৫) ও মেয়ে সুমাইয়া (৯)। রোজিনা ওই এলাকার ফজর আলীর বাড়িতে ভাড়া থেকে স্থানীয় মেডলার কারখানায় চাকরি করতেন।

    এ ঘটনায় রোববার (১ অক্টোবর) আশুলিয়া থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা করেন নিহত মোক্তার হোসেন বাবুলের ভাই আয়নাল হক।

    আলোচিত এ ঘটনায় ছায়া তদন্ত শুরু করে র‌্যাব-৪। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ রাতে গাজীপুরের সফিপুরে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল আসামি সাগর আলী ও তার স্ত্রী ইশিতা বেগমকে গ্রেফতার করা হয়।

    এ বিষয়ে মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

  • আশুলিয়ায় ফ্ল্যাট থেকে মা-ছেলেসহ ৩ জনের গলাকাটা মরদেহ উদ্ধার

    আশুলিয়ায় ফ্ল্যাট থেকে মা-ছেলেসহ ৩ জনের গলাকাটা মরদেহ উদ্ধার

    ঢাকার আশুলিয়ার ইউনিক এলাকায় একটি বহুতল ভবনের আবাসিক ফ্ল্যাট থেকে মা-ছেলেসহ তিনজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।

    পুলিশ জানায়, প্রতিবেশীদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় মরদেহ তিনটি পাওয়া যায়। সবগুলোর গলা কাটা।

    তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ উদ্ধার কার্যক্রম চালাচ্ছিল।

    বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ফ্ল্যাট থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

  • বাইরে ক্যারম বোর্ড, ভেতরে ক্যাসিনো:আটক ২১

    বাইরে ক্যারম বোর্ড, ভেতরে ক্যাসিনো:আটক ২১

    ঢাকার আশুলিয়ার কাইচাবাড়ি এলাকার একটি বাড়ির বাইরে প্রতিদিন ক্যারম বোর্ড খেলা চলত। আর এই খেলার আড়ালে বাড়ির ভেতরে চলত ক্যাসিনো বোর্ড বসিয়ে জুয়া খেলা। এতে অংশ নিত নিম্ন আয়ের মানুষ।

    এখানে প্রতিরাতে ১০-১৫ লাখ টাকার জুয়া খেলা হয় হতো। জুয়াড়িদের চাঙ্গা রাখতে ছিল মাদক সেবনের ব্যবস্থা। গত দেড় বছর এভাবেই চলে আসছিল।

    র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪) শনিবার রাতে ঝটিকা অভিযান চালিয়ে ওই জুয়ার আসর থেকে ২১ জনকে আটক করে। এ সময় ১০০ পিস ইয়াবা, ১২ ক্যান বিদেশি বিয়ার, ২২টি মোবাইল ফোন ও নগদ ৩৮ হাজার টাকা জব্দ করা হয়।

    র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজলের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। রোববার দুপুরে রাজধানীর মিরপুর পাইকপাড়ায় র‌্যাব-৪-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক এ তথ্য জানান।

    আটক ব্যক্তিরা হল : জামালপুরের মো. বিল্লাল (৩৮), সবুজ মিয়া (২৮) ও শিপন (২০); ঢাকার মো. জুয়েল (২৮), মইদুল ইসলাম (৩২), মো. শরিফ (২৮), মো. এখলাছ (৩৫), মঈন মিয়া (২৮) ও দিয়াজুল ইসলাম (২০); টাঙ্গাইলের মো. লিটন (৪৫), ফরিদপুরের রবিউল মোল­্যা (২৪), গাইবান্ধার আবু তালেব (২০), রংপুরের আবদুল আলিম (৩৫), জয়পুরহাটের আজাদুল ইসলাম (৫০), রাজবাড়ীর সোহেল মোল্যা (৩২), গাইবান্ধার আসাদুল ইসলাম (৩০) ও হাবিবুর রহমান (৪৭); নাটোরের মাসুদ রানা (২০), ময়মনসিংহের রুবেল মিয়া (৩৩), বরিশালের ফজলে রাব্বি (২২) ও নোয়াখালীর রনি ভূঁইয়া (২৫)।

    মোজাম্মেল হক বলেন, ওই আসরে প্রতিরাতে ১০-১৫ লাখ টাকার জুয়া খেলা চলত। খেলতে আসাদের বেশিরভাগই নিম্ন আয়ের মানুষ। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই সেখানে জুয়া খেলা হয়। বাইরে ক্যারম বোর্ড প্রদর্শন করে ভেতরে চলত জুয়া খেলা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে ২১ জনকে আটক করা হয়।

    র‌্যাবের ওই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, তারা জুয়ার আসরে জনপ্রতি সর্বনিম্ন ১০০ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত খেলত।

    রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে জুয়ার আসরও জমে উঠত। জুয়ার আসর পরিচালনায় প্লাবন হোসাইন ও ওমর ফারুক নামে দুই ব্যক্তির নাম পাওয়া গেছে। তারা দু’জনই মালিক। দু’জনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • আশুলিয়ায় বাস চাপায় মা-মেয়েসহ নিহত ৩

    আশুলিয়ায় বাস চাপায় মা-মেয়েসহ নিহত ৩

    আশুলিয়ার নবীনগরে বাস চাপায় রিকশা চালকসহ আরোহী মা ও শিশু কন্যা নিহত হয়েছেন।

    আজ রবিবার (২ ফেব্রুয়ারি) ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-মা মালেকা বেগম, তার ৩ বছরের মেয়ে ফাতেমা বেগম এবং রিকশা চালক জুয়েল রানা।

    পুলিশ জানায়, আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে রিকশা যোগে তিন বছরের মেয়েকে নিয়ে নবীনগর যাচ্ছিলেন মা মালেকা বেগম। রিকশাটি নবীনগর এলাকায় পৌঁছলে পেছন থেকে কাবা পরিবহনের একটি দ্রুতগামী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ে ও রিকশা চালক মারা যান।

    পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘাতক বাসটিকে পুলিশ আটক করতে পারলেও পালিয়ে গেছে চালক।

  • আশুলিয়ায় সোয়েটার কারখানায় বিস্ফোরণ, নিহত ১

    আশুলিয়ায় সোয়েটার কারখানায় বিস্ফোরণ, নিহত ১

    সাভারের আশুলিয়ার গৌরিপুর এলাকায় একটি সোয়েটার কারখানায় বয়লার বিস্ফোরণে রিমা খাতুন (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে তিনজন দ্গ্ধসহ আহত হয়েছেন ১০ জন।

    মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ তিনজনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার কাজ করছে বলে জানা গেছে। বিস্ফোরণে কারখানার দেয়াল ধ্বসে গেছে।

    এনাম মেডিকেলের পরিচালক ডাক্তার নাজিম উদ্দিন বলেন, পোশাক কারখানার তিন শ্রমিককে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের আইসিউতে রাখা হয়েছে।

    সোয়েটার কারখানার এক শ্রমিক বলেন, প্রতিদিনের মতোই সকালে তারা কারখানার কাজে যোগ দেন। কাজে যোগ দেয়ার পর বিদ্যুৎ চলে যায়। তারপর হঠাৎ করে দুর্ঘটনাটি ঘটে।

    শিল্প পুলিশের পরিচালক সানা শামীমুর রহমান বলেন, এ ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কীভাবে ঘটনা ঘটল সেটা তদন্ত করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

    দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কারখানার মালিক রাজু আহমেদ বলেন, মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় বয়লারটি বিস্ফোরণ হয়ে লিমা নামের এক শ্রমিক মারা যায়। আহতদের উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে।

    আশুলিয়া থানার ওসি তদন্ত জাভেদ মাসুদ তিনি ঘটনাস্থলে গিয়েছেন। তিনি বলেন, এ দুর্ঘটনার পিছনে কর্তৃপক্ষের কোনো গাফিলতি কিংবা অনিয়ম থাকলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    শ্রমিক নেতা শামীম আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, একের পর এক শ্রমিকের মৃত্যু হচ্ছে। অথচ এ ধরনের দুর্ঘটনা বন্ধে কোনো ব্যবস্থা নেয় না কর্তৃপক্ষ। নিহত শ্রমিকের ক্ষতিপূরণ দিতে হবে এবং আহতদের উন্নত চিকিৎসা দিতে হবে।

  • আশুলিয়ায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    আশুলিয়ায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    শুক্রবার (২৫ অক্টোবর) সকালে বুড়িরবাজার এলাকার একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

    নিহতরা হলেন- ছাদিয়া আক্তার (২৩) ও তার স্বামী সোহাগ মিয়া (২৬)। ছাদিয়া খুলনা জেলার রূপসা থানার মনু মিয়ার মেয়ে ও সোহাগ বাগেরহাট জেলা সদর থানার মোস্তফা মিয়ার ছেলে।

    পুলিশ জানায়, রাতে কোনো এক সময় ওই দম্পতি গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করে থাকতে পারে। তবে ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

    আশুলিয়া থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষটি তদন্ত করে দেখা হচ্ছে।’

    এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।