রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের পশ্চিম রাউজান আশ্রয়ণ প্রকল্পের প্রস্তাবিত এলাকা পরিদর্শন ও স্থানীয় অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৬ শামীম আহম্মেদ।
বক্তব্য রাখেন জেলা পরিষদ কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হোসাইন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহমুদ ভূইঁয়া, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর সভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হারুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূরুল আলম দ্বীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, পৌর কাউন্সিলর জানে আলম জনি, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহম্মদ, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, সুকুমার বড়ুয়া, লায়ন সাহাবুদ্দীন আরিফ, প্রিয়তোষ চৌধুরী, নুরুল আবছার বাঁশি, পৌর আওয়ামীলীগের সি.সহ সভাপতি জসিম উদ্দিন, হারুন আর রশিদ টিপু, পৌর মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি, ভূমিহীন পরিবারসমূহের মধ্যে বক্তব্য রাখেন হারুনুর রশিদ, আজগর আলী, শামসুদ্দিন,সাহানু আকতার,লাকি আকতার, শাকি আকতার, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ হারুণ, সখিনা বেগম,মাঈন উদ্দিন প্রমুখ।
এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৬ শামীম আহম্মেদ বলেন, মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে দেশের প্রত্যন্ত এলাকার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর উপহার দেওয়া হচ্ছে। তারই আলোকে রাউজান পৌর এলাকায় ৪৪ শতক জায়গায় ভূমিহীনদের জন্য বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে এই এলাকার ভূমিহীন কিছু পরিবার মাথা গোঁজার ঠাঁই পাবে।
রাউজান পৌর কাউন্সিলর জমির উদ্দিন পারভেজ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে, রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর প্রচেষ্টায় এই বহুতল ভবন নির্মিত হলে এখানে অনেক ভূমিহীন পরিবারের মুখে হাসি ফিরবে।
২৪ ঘণ্টা/নেজাম