Tag: আসামি গ্রেফতার

  • চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক হত্যার ২ মূলহোতা খুলনায় গ্রেপ্তার

    চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক হত্যার ২ মূলহোতা খুলনায় গ্রেপ্তার

    চট্টগ্রামে ছুরিকাঘাতে আজাদুর রহমান নামে এক যুবককে ছুরিকাঘাতে খুনের মামলায় দুই মূলহোতাকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) পুলিশ। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি ছোরা জব্দ করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হল- আবুল হাসনাত রাজু (৩৪) ও ওসমান (৩৫)।

    রবিবার (৪ জুন) খুলনা জেলার পাইকগাছা থানার শোলাদানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের (ডিবি-বন্দর ও পশ্চিম) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আলী হোসেন। তিনি জানান, মামলার তদন্তের দায়িত্ব পাওয়ার পর পলাতক আসামিদের ধরতে অভিযানে নামি। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার ভারতে পালিয়ে যাওয়ার সময় খুলনা জেলার পাইকগাছা থানার শোলাদানা এলাকা থেকে হত্যার দুই মূলহোতাকে গ্রেপ্তার করা হয়। পরে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি ছোরা জব্দ করা হয়।

    জিজ্ঞাসাবাদে জানা যায়, আজাদের সাথে স্থানীয় নয়াবাজার বিশ্বরোড এলাকার চাঁদা আদায়ের বিষয় নিয়ে গ্রেপ্তার আবুল হাসনাত রাজু এবং ওসমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২৭ মে ভোর সাড়ে ৪টায় আজাদের বাসার গলির সামনে নয়াবাজার রোডে আবুল হাসনাত রাজু এবং ওসমান তাদের অপর সহযোগীদের নিয়ে আজাদকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করে।

    জানা যায়, গত ২৭ মে রাতে অজ্ঞাত এক ব্যক্তি নগরীর নয়াবাজার এলাকার একটি কারখানার গেটের সামনে প্রশ্রাব করছিল। কারখানার নৈশপ্রহরী মফিজ তাকে বাধা দেন। এতে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আবু তাহের রাজীব, ওসমান, আবুল হাসান এবং অজ্ঞাত আসামিরা এসে কথা কাটাকাটিতে লিপ্ত হয়। বড় ভাই মফিজের সঙ্গে কথা কাটাকাটির শব্দ শুনে ভিকটিম আজাদুর রহমান ঘটনাস্থলে গেলে তার সঙ্গেও কথা কাটাকাটি এবং ধাক্কাধাক্কি হয়। এ সময় আসামিরা ভিকটিমকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়।

    এ ঘটনার জের ধরে রবিবার (২৮ মে) ভোরে আজাদুর রহমান দোকান থেকে নাশতা আনার জন্য বাসা থেকে বের হন। পথে পাহাড়তলী থানার নয়াবাজারে ওঁৎ পেতে থাকা আসামিরা পরিকল্পিতভাবে ভিকটিমকে একা পেয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেওয়ার পথে আহত অবস্থায় আজাদ তার ভাতিজা তারেকুর রহমানের কাছে তার ওপর আক্রমণকারীদের নাম প্রকাশ করেন। পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা তাকে ছুরিকাঘাত করেছে বলে জানায়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে পাহাড়তলী থানায় চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিন-চার জনকে আসামি করে মামলা দায়ের করেন। সোমবার (২৯ মে) ভোরে রাঙামাটি জেলার কোতয়ালি থানাধীন একটি আবাসিক হোটেলে এবং নগরীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করে র‌্যাব।

  • মিরসরাইতে সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

    মিরসরাইতে সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

    চট্টগ্রামের মিরসরাইতে ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে আটক করা হয়েছে। শুক্রবার (১৩ মে) মধ্যরাতে উপজেলার মায়ানী এলাকায় থানা পুলিশের টিম বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতার আসামির নাম জসিম উদ্দিন। সে উপজেলার দক্ষিণ মঘাদিয়া কাজীর তালুক এলাকার অলি আহম্মদের ছেলে। পুলিশ জানিয়েছে জসিম পাঁচ বছরের সশ্রম, নগদ পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি।

    আজ শনিবার (১৪ মে) দুপুরে গ্রেফতারের তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন।

    তিনি বলেন, গোপন তথ্যমতে আসামির অবস্থান নিশ্চিত করা হয়। এরপর মিরসরাই থানা পুলিশের একটি টিম অভিযান চালিযে জসিমকে গ্রেফতার করতে সক্ষম হয়। শনিবার সকালে গ্রেফতার জসিমকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

    ২৪ ঘন্টা/রাজীব

  • বাকলিয়ার লোকমান হত্যার অন্যতম আসামি ছোটন গ্রেফতার : আদালতে জবানবন্ধি

    বাকলিয়ার লোকমান হত্যার অন্যতম আসামি ছোটন গ্রেফতার : আদালতে জবানবন্ধি

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার আলোচিত লোকমান হত্যার অন্যতম আসামি মো. রাকিবুল ইসলাম ছোটনকে (২২) ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

    শুক্রবার (২৫ জানুয়ারি) ঢাকার গুলশান-২ প্রিমিয়ার সুইটসের সামনে থেকে বাকলিয়া থানা পুলিশের একটি টিম ছোটনকে গ্রেফতার করে।

    গ্রেফতারের পর চট্টগ্রামে আনার পর শনিবার (২৫ জানুয়ারি) ছোটনকে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে তোলা হয়। ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক আদালতের কাছে খুনের দায় স্বীকার করে নিয়ে জবানবন্দি দিয়েছে ছোটন।

    পুলিশ জানায়, ছোটন ব্র্রাহ্মনবাড়ীয়া জেলার নবীনগর থানার নওগাঁ গ্রামের মৌলভী বাড়ির আবদুল নুর মিয়ার পুত্র। বর্তমানে সে চট্টগ্রাম নগরীর চকবাজার ডিসি রোড এলাকার ইদ্রিস কলোনিতে বাসা ভাড়া নিয়ে থাকেতেন।

    গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার (ওসি) অফিসার ইনচার্জ মোহাম্মদ নেজাম উদ্দীন। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ছোটনের অবস্থান নিশ্চিত হয়ে বাকলিয়া পুলিশের একটি টিম ঢাকার গুলশান থেকে ছোটনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    তিনি জানান, ছোটন গ্রেফতার এড়াতে চুল কেটে দাঁড়ি শেভ করে বেশভূষা পরিবর্তন করে ছদ্মনাম ধারণ পূর্বক ঢাকার গুলশান এলাকায় অবস্থান নেন।

    চট্টগ্রাম আনার পর শনিবার আদালতে হাজির করলে ছোটন হত্যার দায় স্বীকার করে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে জবানবন্ধি দেন। ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দিতে ছোটন নিজ হাতে গুলি করে লোকমানকে হত্যা করার কথা স্বীকার করেছে। জবাববন্দি শেষে আদালত ছোটনকে কারাগারে পাঠিয়েছেন বলে জানায় ওসি।

    উল্লেখ্য, গত বছরের ৬ এপ্রিল এক কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক নিয়ে সৃষ্ট বিবাদের জের ধরে বাকলিয়া থানার ফুলতলা খালপাড়া এলাকায় লোকমান খুন হয়। হত্যাকাণ্ডের পরের দিন বাকলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এতে হত্যাকাণ্ডের ১নং আসামি সাইফুলের প্রধান সহযোগী হিসেবে ছোটনকে আসামি করা হয়।

    ঘটনার দুই দিন পর সাইফুলকে পুলিশ গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্যমতে পুলিশ অন্যান্য আসামিদের ধরতে অভিযানে গেলে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে নিহত হয় সাইফুল। লোকমান হত্যায় এ পর্যন্ত পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে বলে থানা সূত্রে জানা গেছে।

  • বাঁশখালীতে ইয়াবাসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

    বাঁশখালীতে ইয়াবাসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাণীগ্রাম দিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি মো. সাইফুল আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।

    এসময় তার কাছ থেকে পুলিশ ৫৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গ্রেফতার সাইফুল বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও গ্রামের কারিগরপাড়ার বাসিন্দা মো. ইউনুচের ছেলে।

    পুলিশ জানায়, সাইফুলের বিরুদ্ধে থানায় ৬ টি মামলা রয়েছে। মাদক আইনে তিনটি এবং মারামারির অভিযোগে তিনটিসহ মোট ছয় মামলার তিনটিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বললেন বাঁশখালীর রামদাশ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মামুন হাসান। তিনি বলেন ইয়াবা উদ্ধারের ঘটনায় সাইফুলের বিরুদ্ধে পৃথক আরেকটি মামলা দাযের করা হবে।