Tag: আসিফ

  • ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছি: আসিফ

    ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছি: আসিফ

    স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, জাতীয় স্বার্থের সঙ্গে আপস করে কোনো পররাষ্ট্র সম্পর্ককে বিশ্বাস করে না অন্তবর্তীকালীন সরকার। ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে ইতোমধ্যে আমরা সরে এসেছি। জাতীয় স্বার্থকে সামনে রেখে দু’দেশের পরবর্তী সম্পর্কগুলো চলমান থাকবে।

    বুধবার (১১ ডিসেম্বর) কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) লালমাই অডিটরিয়ামে অনুষ্ঠিত ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন বিষয়ক আন্তর্জাতিক প্রতিনিধি দলের কর্মশালায় সমাপনী অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

    আসিফ মাহমুদ বলেন, সরকারি ও প্রশাসনিক কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে জনপ্রতিনিধিদের কাজ পরিচালনা করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। যে কারণে স্থানীয় সরকারের প্রতিনিধি নির্বাচনের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা স্থানীয় সংস্কার কমিশন ও নির্বাচন কমিশনের কাজ শেষ হলে সে উদ্যোগ নেওয়া হবে।

    কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বার্ড মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ। অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন আর্ডোর গবেষণা বিভাগের প্রধান ড. খুশনুদ আলী।

    শ্রীলঙ্কা, মিশর, ভারত, ঘানা, জাম্বিয়া, নামিবিয়া, গাম্বিয়া, পাকিস্তান, ওমান, মালয়েশিয়া, কেনিয়া এবং বাংলাদেশসহ ১২ দেশের ২০ ঊর্ধ্বতন কর্মকর্তা এ কর্মশালায় অংশ নেয়।

  • রাণীশংকৈলের আসিফ করোনা জয় করে ঘরে ফিরলেন

    রাণীশংকৈলের আসিফ করোনা জয় করে ঘরে ফিরলেন

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ের জেলার রাণীশংকৈলে উপজেলার করোনাভাইরাসে আক্রান্ত আসিফ সর্ম্পূণ সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।

    রবিবার (৩ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলশন ইউনিট থেকে ছাড়পত্র দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় বলে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী।

    করোনায় সুস্থ ব্যক্তি হলেন, উপজেলার উত্তরগাঁও গ্রামের করিমুলের ছেলে আসিফ রানা। তিনি ময়মনসিং ফেরত ছিলেন। গত ১৮ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষায় করোনা শনাক্ত হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলশন ইউনিটে নেওয়া হয়।

    ছাড়পত্র দিয়ে বিদায় দেওয়ার সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার আব্দুল্লাহ আল মোনায়েম।এর আগে গত ১৭ এপ্রিল করোনাভাইরাসে উপজেলায় প্রথম শনাক্ত হওয়া রোগী বাশঁবাড়ী গ্রামের মামুনের সাত বছরের কন্যা শিশুটিও সুস্থ হয়ে গত ২৮ এপ্রিল বাড়ী ফিরেছেন।

    ডাঃ আব্দুল্লাহ আল মোনায়েম বলেন, ‘করোনা নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই, করোনায় আক্রান্ত হলেও স্বাস্থ্য বিধি মেনে চললে সুস্থ হওয়া সম্ভব। তার বড় উদহারণ হচ্ছে উপজেলায় মোট দুই জন আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে বাড়ী ফেরাটাই।

    ২৪ ঘণ্টা/এম আর/গৌতম