Tag: আহত

  • কুমিল্লায় ভূমিকম্পের আতঙ্কে পদদলিত হয়ে শতাধিক গার্মেন্টস শ্রমিক আহত

    কুমিল্লায় ভূমিকম্পের আতঙ্কে পদদলিত হয়ে শতাধিক গার্মেন্টস শ্রমিক আহত

    কুমিল্লার চৌদ্দগ্রামে ভূমিকম্পের আতঙ্কে শতাধিক গার্মেন্টস শ্রমিক পদদলিত হয়ে আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার ছুপুয়া এলাকায় আমির শার্ট গামের্ন্টসে এ ঘটনা ঘটে।

    আহতরোগী, প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৬ মিনিটে কুমিল্লার চৌদ্দগ্রামসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। এ সময় উপজেলার ছুপুয়া এলাকায় অবস্থিত আমির শার্ট নামক একটি গার্মেন্টসের শ্রমিকরা আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছুটাছুটি শুরু করে। তাড়াহুড়া করে নামতে গিয়ে পদদলিত হয়ে ও ওপর থেকে লাফ দিয়ে কমপক্ষে শতাধিক শ্রমিক আহত হয়েছেন।

    এ সময় গার্মেন্টসের গেইট বন্ধ থাকার কারণে কেউ বেরিয়ে আসতে পারেনি বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

    খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তারমধ্যে তিন জনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া অনেকে বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

    চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম কিবরিয়া টিপু জানান, ভূমিকম্পে আতঙ্কে ছুটাছুটি করতে গিয়ে আহত হওয়া ৮০ জন গার্মেন্টস শ্রমিককে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। তারমধ্যে উন্নত চিকিৎসার জন্য সাহেদা, আয়শা ও অজ্ঞাতনামা একনারীসহ তিনজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    আমির শার্ট গার্মেন্টেসের সহকারী ভাইস প্রেসিডেন্ট (এভিপি) কাজী মো. ইউসুফ ও এসভিপি শাহজাহান সাজু জানান, আমির শার্ট গার্মেন্টেসের তিনটি ভবন রয়েছে। তারমধ্যে একটিতে প্রশাসনিক ও অপর দুইটিতে প্রোডক্টশনের কাজ চলে। প্রোডক্টশনের দুটি ভবনের চারটি ফ্লোরে ১৭শ শ্রমিক কাজ করেন।

    তারা বলেন, ভবনে উঠানামার জন্য আমাদের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে কিন্তু ভূমিকম্পের আতঙ্কে ছুটাছুটি করতে গিয়ে আহত হয়েছে। তবে গেইট বন্ধ থাকার বিষয়টি তারা অস্বীকার করেন।

    ফায়ার সার্ভিসের চৌদ্দগ্রাম ষ্টেশন কর্মকর্তা মেহেদী হাসান জানান, আমির শার্ট গার্মেন্টেসে দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। কতজন আহত হয়েছে তার সঠিক হিসাব এখনো করা হয়নি তবে নিহতের কোনো ঘটনা নাই বলে তিনি জানান।

  • সীতাকুণ্ডে কার উল্টে দুই সচিব আহত

    সীতাকুণ্ডে কার উল্টে দুই সচিব আহত

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে ব্যক্তিগত কার উল্টে সরকারের এক উপসচিব ও এক জ্যেষ্ঠ সহকারি সচিব আহত হয়েছে।

    শনিবার (৩০মে) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার পৌর সদরের ফায়ার সার্ভিসের সামনে এ দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন, উপ-সচিব হাসান আরিফ ও জ্যেষ্ঠ সহকারী সচিব সেজুঁতি বড়ুয়া। তারা দুইজনেই বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) দায়িত্ব পালন করছেন।

    দুর্ঘটনার খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    এই বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায় বলেন, বেজার দুই কর্মকর্তাই রাঙ্গামাটি থেকে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের দিকে যাচ্ছিলেন। পথেই দুর্ঘটনা ঘটল। এতে সেজুঁতি বড়ুয়ার মাথায় আঘাত লেগেছে।

    কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক(এসআই) আবদুর রাজ্জাক বলেন, সকাল থেকে সীতাকুণ্ডে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। ধারণা করছি, বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল ছিল। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের উপর গাড়ি তুলে দেয়।

    ২৪ ঘণ্টা/কামরুল দুলু/আর এস পি

  • সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস ঢুকে গেলো দোকানে, হতাহত ৩

    সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস ঢুকে গেলো দোকানে, হতাহত ৩

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু ও একই ঘটনায় আরো ২ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

    আজ শুক্রবার (২৯ মে) সকাল ৬টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকার কেডিএস লজিস্টিক ফ্যাক্টরীর সামনে এই দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রামমূখী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রন হারিয়ে সীতাকুণ্ড মহাসড়কের পাশের একটি দোকানে ঢুুকে পড়ে। এসময় মাইক্রোবাসের ধাক্কায় তিনজন আহত হয়।

    স্থানীয়রা তাদের উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কেডিএস লজিস্টিকস এর সিকিউরিটি ইনচার্জ মো. আশরাফ মারা যান। নিহত আশরাফ উপজেলার শিবপুর এলাকার মোহাম্মদ আব্দুল্লাহ্ পুত্র। তিনি কেডিএস লজিস্টিকস এর সিকিউরিটি ইনচার্জ বলে জানা গেছে।

    বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মিজান ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়িটি আটক করি। আহতদের মধ্যে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। এই বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করছি।

    উল্লেখ্য গত ৪ দিনে সীতাকুণ্ড উপজেলায় তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ১৫ জন।

    ২৪ ঘণ্টা/কামরুল ইসলাম দুলু/আর এস পি

  • সীতাকুণ্ডের বার আউলিয়ায় সড়ক দূর্ঘটনায় আহত ১১ জনের ২ জন মারা গেছে

    সীতাকুণ্ডের বার আউলিয়ায় সড়ক দূর্ঘটনায় আহত ১১ জনের ২ জন মারা গেছে

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : ঈদের দিনে সীতাকুণ্ডের বার আউলিয়ায় সড়ক দূর্ঘটনায় আহত ১১ জনের মধ্যে দুইজন মারা গেছে। গতকাল ২৫ মে ঈদের দিন রাতে দুজনই চমেক হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় মারা যায়।

    নিহতরা হচ্ছে বেচুরাম দাশ (৪৫), সে জোরালগঞ্জ থানার মুরালীপুর গ্রামের আশুতোষ দাশের পুত্র। সুমন (৩০), সে কুমিল্লা জেলার মুরাদপুর থানার কুশাকুরিনিরপার গ্রামের মৃত কনু মিয়ার পুত্র।

    বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মিজানুর রহমান।

    উল্লেখ্য যে, গতকাল ঈদের দিন (২৫ মে) সোমবার বেলা ১২টার সময় উপজেলার বার আউলিয়া এলাকায় বাইপাস সড়কে বিএসআরএম স্টিল মিলের সামনে চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কারের সাথে উল্টোপথে আসা যাত্রীবাহী একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

    এসময় পিকআপ ভ্যানে থাকা নারী,শিশুসহ অন্তত ১১ জন আহত হয়। তাদেরকে চমেক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রাতে দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানান এসআই মিজান।

    ২৪ ঘণ্টা/কামরুল ইসলামদুলু/রাজীব প্রিন্স

  • আনোয়ারায় ভূমি বিরোধের জেরে হামলায় আহত ১৫ পরিবারে শ্যামল পালিতের উপহার

    আনোয়ারায় ভূমি বিরোধের জেরে হামলায় আহত ১৫ পরিবারে শ্যামল পালিতের উপহার

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের আনোয়ারা বৈরাগ ইউনিয়ন বন্দর গ্রামে ভুমি সংক্রান্ত বিরেধের জেরে সংঘর্ষের ঘটনায় আহত ১৫টি পরিবার পেল খাদ্য সামগ্রী উপহার।

    বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা শাখার সভাপতি শ্যামল কুমার পালিতের পক্ষ থেকে এসব উপহার সামগ্রী দেওয়া হয়।

    আজ সকাল ১১টায় আহত পরিবারের সদস্যদের হাতে শ্যামল কুমার পালিতের পক্ষে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা পূজা পরিষদের সাংগঠনিক সম্পাদক কল্লোল সেন। এসময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিউটন সরকার, ইউপি সদস্য নুরুল আবসার প্রমূখ।

    খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০কেজি চাউল, ২কেজি মসুর ডাল, ৩কেজি আলু, ১কেজি পিয়াজ, ১কেজি চিনি, ১লিটার তেল, কেজি আটা, ১কেজি লবন, ৫০০গ্রাম সুজি, ১টি সাবান, চাপাতাসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সামগ্রী।

    এসময় পূজা পরিষদের নেতৃবৃন্দের মাধ্যমে গুরুতর আহত প্রমিলা সিংহসহ অন্যান্য আহতদের খোঁজখবর নেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত।

    গত ১৫মে আনোয়ারা উপজেলার কর্ণফুলী থানার আওতাধীণ বৈরাগ ইউনিয়নের বন্দর গ্রামের সিংহ পাড়ায় ভূমি বিরোধ নিয়ে হামলায় আহত হয় প্রমিলা সিংহসহ ১৫ পরিবার।

    ইতিমধ্যে প্রশাসনের উদ্দ্যোগে সিংহপাড়ার বাসিন্দা ভূমি মালিক ও বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উভয়পক্ষের উপস্থিতিতে বৈঠকের মাধ্যমে প্রশাসন সিংহপাড়ার বাসিন্দাদের ভূমি পরিমাপ করে বুঝিয়ে দেয়ায় জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং আহতদের সুচিকিৎসার জন্য প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আহবান জানান শ্যামল কুমার পালিত।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • চট্টগ্রামে মাস্কের দাম কমবেশি নিয়ে মারামারি : আহত এক যুবক হাসপাতালে ভর্তি

    চট্টগ্রামে মাস্কের দাম কমবেশি নিয়ে মারামারি : আহত এক যুবক হাসপাতালে ভর্তি

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাঙ্গুনিয়া প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাস্কের দাম কমবেশি নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে রুপ নেয় সংঘর্ষে। এতে গুরুতর আহত হয়েছে একজন। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

    আজ শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের মালিরহাট এলাকায় এই ঘটনা ঘটে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আহতের স্বজনরা।

    আহত যুবকের নাম মো. ওসমান (৩০)। সে ওই এলাকার তাজুল ইসলামের ছেলে। তিনি মালিরহাটের ঔষধের দোকানের ব্যবসা করেন।

    স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আহত ঔষধের দোকানী বাজারের অন্যান্য দোকানের চেয়ে কম দামে মাস্ক বিক্রি করছিলেন। দামে কম বেশি নিয়ে একই বাজারের অপর স্টেশনারী দোকানদার মুহাম্মদ সুমনের সাথে তার বাকবিতন্ডা হয়। একপর্যায়ে সুমন ও তার ভাই সুজনের সাথে ঔষধের দোকানদার ওসমানের সংঘর্ষ বেধে যায়।

    এতে গুরুতর আহত হয় ঔষধের দোকানদার ওসমান। প্রথমে তাকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

    এই ব্যাপারে মালিরহাট বাজারের অপর ব্যবসায়ী মো. পারভেজ বলেন, “৫০টাকা দামে মাস্ক বিক্রি করছিলেন স্টেশনারী দোকানদার মো. সুজন। কিন্তু পাশের ঔষধের দোকানদার ওসমান একই মাস্ক বিক্রি করছিলেন ৩০টাকা দামে। এই নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হচ্ছিল। একপর্যায়ে সুমন ও তার ভাই সুজন ওসমানের দোকানের মধ্যে গিয়ে সংঘর্ষ বাধিয়ে ফেলে। সংঘর্ষে গুরুতর আহত হয় ব্যবসায়ী ওসমান।”

    রাঙ্গুনিয়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘এই ব্যাপারে থানায় এখনও কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

    ২৪ ঘন্টা/আর এস পি

  • সল্টগোলায় দুই কাউন্সিলর প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ : প্রার্থী ও ছেলেসহ আহত ৬

    সল্টগোলায় দুই কাউন্সিলর প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ : প্রার্থী ও ছেলেসহ আহত ৬

    ২৪ ঘন্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডের সল্টগোলা ক্রসিং এলাকায় আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর প্রাথী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

    চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে গতকাল শনিবার (১৪ মার্চ) দুপুর পৌনে ৩টার দিকে এ হামলার ঘটনাটি ঘটে। এতে আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী হাসান মুরাদ এবং তার ছেলে আদনান সামির (১৮)সহ অন্তত ৬ জন আহত হয়।

    বর্তমানে হাসান মুরাদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে এবং তার ছেলে আদনান মাথায় গুরুতর আঘাত নিয়ে একই হাসপাতালের ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধিন রয়েছে বলে জানা গেছে।

    স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর গণসংযোগে অংশ গ্রহণের জন্য মেয়র প্রার্থী আসার আগেই মিছিল সহকারে যোগ দেন উভয় প্রার্থীর সমর্থকরা। এসময় মিছিলে শ্লোগান দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

    এতে বন্দর থানার ২ নম্বর সাইট মালুম পাড়ার লালমিয়া সওদাগরের বাড়ির মৃত হারেজের পুত্র ও ৩৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসান মুরাদ (৫৫)। তার ছেলে সাদমান সামি (১৪), ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন (৪৫) ও বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলমসহ অন্তত ৬জন আহত হয়েছে জানালেন স্থানীয়রা।

    আহত নুরুল আলম বলেন, ‘মেয়র প্রার্থীর আগমন উপলক্ষে আমরা সল্টগোলা ক্রসিং এলাকায় অপেক্ষা করছিলাম। উনি তখন আগ্রাবাদে গণসংযোগ করছিলেন। তার ঠিক আধঘণ্টা আগে মহানগর আওয়ামী লীগের সিনিয়র সভাপতি খোরশেদুল আলম সুজন সল্টগোলা এলাকায় পৌঁছান।

    এ সময় ৩৮ নম্বর বর্তমান কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে তার সমর্থকরা আমাদের উপর হামলা চালায়। এতে আমি, কাউন্সিলর প্রার্থী তার ছেলেসহ প্রায় ৫-৬ জন আহত হয়েছি। তিনজন মেডিকেলে চিকিৎসার জন্য গেছে। বাকিরা এখানে প্রাইভেট হাসপাতালে চিকিৎসারত।’

    বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক আলাউদ্দিন বলেন, গত শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে প্রতিপক্ষের হামলার শিকার হয়ে বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী হাসান মুরাদ তার ছেলেসহ মোট তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।

    জানা যায়, ঘটনার দিন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী ওই এলাকায় গণসংযোগ করার কথা ছিলো। তবে সংঘর্ষের ঘটনার পর ওই ওয়ার্ডে প্রচারণার শিডিউল বাতিল করে পার্শ্ববর্তী ৩৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করে নৌকার প্রার্থী রেজাউল করিম।

    গণসংযোগে মহানগর আওয়ামী লীগ নেতা খোরশেদুল আলম সুজন, মুক্তিযোদ্ধা এনামুল হক, নগর কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য মাহবুবুল হক মিয়া ও আব্দুল আহাদসহ স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

    এ বিষয়ে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন গণমাধ্রমকে বলেন, “আমাদের মেয়র প্রার্থী সেখানে আসার আগেই দুই কাউন্সিলর প্রার্থীর লোকজনের মধ্যে ঝগড়া হয়েছে। ঘটনার পর প্রচারণা না করেই আমরা ৩৭ নম্বর ওয়ার্ডে চলে যাই। তাছাড়া ৩৮ নম্বর ওয়ার্ডটি অনেক বড় হওয়ায় প্রচারণার শিডিউল বদল করা হয়েছে।

  • ফটিকছড়িতে বেড়ার ঘরের ছপ্পর ভেঙ্গে গৃহবধুর মৃত্যু, আহত-২

    ফটিকছড়িতে বেড়ার ঘরের ছপ্পর ভেঙ্গে গৃহবধুর মৃত্যু, আহত-২

    ২৪ ঘন্টা ডট নিউজ।ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়িতে ভেড়ার ঘরের ছাদ (ছপ্পর) ভেঙ্গে জিনিয়া আক্তার (২৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

    বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলার সমিতির হাট ইউনিয়নের ছাদেকনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিনিয়া আক্তার স্থানীয় আবুল কাশেমের স্ত্রী বলে জানা গেছে।

    জানা যায়, একচালা বেঁড়ার ঘরের ছাদে অতিরিক্ত লাকড়ী রাখায় হঠাৎ ছাদটি ভেঙ্গে নিহত গৃহবধুর মাথার উপর পড়লে প্রতিবেশিরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত গৃহবধুর দুই কন্যা সন্তানও আহত হয়েছে।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, মুমূর্ষু অবস্থায় ওই গৃহবধূকে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • সীতাকুণ্ডে পৃথক ৪টি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ১০

    সীতাকুণ্ডে পৃথক ৪টি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ১০

    ২৪ ঘন্টা ডট নিউজ।সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে গত ২৪ ঘন্টায় পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে।

    শনিবার রাত ৯ টায় ও রাত ১ টায় বাড়বকুণ্ড ও সলিমপুরের ফকিরহাট এলাকায় পৃথক সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়। রাতে বাড়কুন্ড এলাকার সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যাক্তি আহত হয়।

    কুমিরা হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থান মারা যান। নিহতের পরিচয় পাওয়া যায়নি।

    অন্যদিকে রাত ২টার দিকে উপজেলার কালুশাহ্ মাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় রুহুল আমিন (৬০) নামের একজন নিহত হয়। তিনি শাহাজালাল সার্ভিস সেন্টার নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তার বাড়ি নোয়াখালী বলে জানা গেছে।

    অপর দিকে শনিবার কুমিরায় মিনিবাস ও সিমেন্ট বুঝায় ট্রাকের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়। রবিবার সকাল ১১টার সময় ফৌজদার হাট লিংক রোডে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হন।

    এই বিষয়ে বারআউলিয়া হাইওয়ে থানার এস আই মিজান জানান, আমরা খবরে পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।

  • রাউজানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভিক্ষুকের : আহত ২

    রাউজানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভিক্ষুকের : আহত ২

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় আলী আকবর নামে ৪৮ বছর বয়সী এক ভিক্ষুক প্রাণ হারিয়েছে। একই ঘটনায় আহত হয়েছে আরো দুজন।

    আজ ১ মার্চ রবিবার সকাল ৯টার সময় উপজেলার গহিরায় রাঙামাটিমুখী পাহাড়িকা বাসের চাকা ব্লাস্ট হয়ে একটি সিএনজি চালিত অটো রিকশাকে ধাক্কা দিলে হতাহতের ঘটনাটি ঘটে।

    নিহত আলী আকবর (৪৮) রাউজান ‍উপজেলার দক্ষিণ পাঠান পাড়ার মৃত লাল মিয়ার ছেলে। এবং আহতরা হলেন-দুলাল দাশ (৩৫) ও সুমন দাশ (৩৫)। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে বলে জানা গেছে।

  • বাঁশখালীতে যাত্রীবাহী বাস খাদে, এক নারীসহ আহত ১০

    বাঁশখালীতে যাত্রীবাহী বাস খাদে, এক নারীসহ আহত ১০

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালী থেকে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে এক নারীসহ ১০ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলার সাধনপুর চারা বটতল এলাকার প্রধান সড়কে দুর্ঘটনাটি ঘটে।

    আহতদের উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    আহতরা হলেন, বৈলছড়ি মাইদার পাড়া এলাকার আহমদ মিয়া চৌধুরীর স্ত্রী নাছিমা আক্তার (৩০), শীলকূপ এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে বদিউল আলম ও মো. নাজিম উদ্দীন (২৭), দক্ষিণ কাথরিয়া বাইলা খলিফা জামে মসজিদের খতিব ও উপজেলার মিনজিরীতলা এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে মাওলানা আবুল কাশেম (৫৫), উ. জলদী এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. কাউচার (৪২), গুনাগরি এলাকার মৃত গনী চৌধুরী ছেলে নাছিমুল গনী চৌধুরী (৪৯), নাপোড়া এলাকার শাহ আলমের ছেলে আব্দুল খালেক (৩৬), খানখানাবাদ কদম রসুল এলাকার মৃত নুর আহমদের ছেলে শামশুল আলম (৬০), শেখেরখীল এলাকার মৃত কবির আহমদের ছেলে মো. রিদুয়ান (৩০) এবং মোস্তাফা আলীর ছেলে রেজাউল করিম (৩৬)। এদের মধ্যে নাজিম উদ্দিন ও আব্দুল খালেককে চমেকে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

    স্থানীয়রা জানিয়েছে প্রায় ৪০ থেকে ৪৫ জন যাত্রী নিয়ে বাঁশখালী থেকে চট্টগ্রামের উদ্দ্যেশে ছেড়ে আসা যাত্রী বাহী (কক্সবাজার-জ-১১-০০২৬) স্পেশাল বাসটিতে ভাড়া আদায় নিয়ে যাত্রীর সাথে বাস কন্ট্রাকটারের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর বাস ফেলে চালক পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানান।

    ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার। তিনি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

  • মিরসরাইতে পৃথক সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু, আহত ৬

    মিরসরাইতে পৃথক সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু, আহত ৬

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইতে পৃথক সড়ক দুর্ঘটনায় দীপক চন্দ্র নাথ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। পৃথক দুটি ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন।

    রবিবার সকাল সাড়ে ৭টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বড়তাকিয়া বাজার এলাকায় এবং দুপুর ২টার সময় জোরারগঞ্জের সোনাপাহাড়ে পৃথক সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ৭টার সময় বড়তাকিয়া বাজার বাইপাস রোডে বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান সামনে থাকা একটি সবজিবাহী রিকশাভ্যানকে চাপা দেয়। এতে রিকশায় থাকা কৃষক দীপক চন্দ্র নাথ (৫০) ঘটনাস্থলেই মারা যান এবং একই ঘটনায় রিকশা ভ্যান চালক গুরুতর আহত হয়।

    নিহত দীপক চন্দ্র উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন পূর্ব খৈয়াছড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য এস এম নুরুল আবছার।

    অন্যদিকে একই দিন দুপুর ২টার সময় মিরসরাইয়ের জোরারগঞ্জের সোনাপাহাড়ে চট্টগ্রামগামী এনা পরিবহনের একটি বাস (ঢাকামেট্রো-ব-১৪-৮২৮২) ওমেরা গ্যাসবাহী একটি লরির পেছনে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। এতে বাসের ৫ যাত্রী আহত হয়।

    আহতদের স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে এবং ক্ষতিগ্রস্থ বাসটি উদ্ধার করে পুলিশ জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।