Tag: ইংলিশ লিগ চ্যাম্পিয়ন

  • কোহলিদের হারিয়ে শীর্ষে ধোনির চেন্নাই

    কোহলিদের হারিয়ে শীর্ষে ধোনির চেন্নাই

    আইপিএলের আরব আমিরাত পর্বে টানা দ্বিতীয় হারের স্বাদ নিয়েছে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্যদিকে টানা দ্বিতীয় জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। এতে লিগ টেবিলের শীর্ষে চলে গেল ধোনিরা।

    শুক্রবার রাতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ধোনির চেন্নাই ৬ উইকেটে হারিয়েছে কোহলির বেঙ্গালুরুকে। বিধ্বংসী সূচনা করা রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হঠাৎ চেপে ধরেন মহেন্দ্র সিং ধোনির দলের বোলাররা। ফলে প্রত্যাশিত পুঁজি আর পায়নি কোহলিবাহিনী।

    এই জয়ে প্লে অফের আরও কাছে পৌঁছে গেছে তিনবারের চ্যাম্পিয়নরা। ৯ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট। আর এক ম্যাচ জিতলেই প্লে অফ নিশ্চিত হবে ধোনিদের। অন্যদিকে ৯ ম্যাচ থেকে ১০ পয়েন্ট সংগ্রহ করে বেঙ্গালুরু আছে তৃতীয় স্থানে।

    ১৫৭ রানের টার্গেটে নেমে একদম হেসেখেলে পার হলো চেন্নাই। ১১ বল আর ৬ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় চেন্নাই। টপঅর্ডারের সবাই রান পেয়েছেন।

    ঋতুরাজ গায়কোয়াড় ও ফাপ ডু প্লেসিস ৮.২ ওভারে ৭১ রান তুলে ফেলেন এই দুই ওপেনার। এরপর যুজবেন্দ্র চাহালের বলে কোহলির হাতে ক্যাচ দিয়ে আউট হন ঋতুরাজ। ৪টি চার ও ১ ছক্কায় ২৬ বলে ৩৮ রান করে যান ঋতুরাজ। একই রানে ডু প্লেসিসকে ফেরান গ্লেন ম্যাক্সওয়েল। ২ চার ও ২ ছক্কায় ২৬ বলে ৩১ করেন তিনি।

    ১৪তম ওভারের শেষ বলে মঈন আলীর উইকেট তুলে নেন হার্সাল প্যাটেল। ১৮ বলে ২ ছক্কায় ২৩ রান করেন মঈন আলী। ১৫.৪ ওভারের মাথায় প্যাটেলের বলেই আউট হন আম্বাতি রাইডু। ২২ বলে ৩টি চার ও ১ ছক্কায় ৩২ রান করে যান তিনি।

    তখনও জয়ের জন্য চেন্নাইর প্রয়োজন ছিল ২৪ রান। সেখান থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন সুরেশ রায়না ও মহেন্দ্র সিং ধোনি। রায়না ১০ বলে ১৭ ও ধোনি ৯ বলে ১১ রানে অপরাজিত থাকেন।

    এর আগে শারজায় টস হেরে ব্যাট করতে নেমে বিধ্বংসী সূচনা করেছিল ব্যাঙ্গালুরু। বিরাট কোহলি আর দেবদূত পাডিক্কেল ১১.১ ওভারেই দলকে পৌঁছে দেন শতরানে। সেই জুটি ভাঙতে চেন্নাই বোলারদের অপেক্ষা করতে হয়েছে ১৪তম ওভার পর্যন্ত।

    ডোয়াইন ব্রাভোকে ফ্লিক করে ছক্কা হাঁকাতে গিয়ে ডিপ মিডউইকেটে ক্যাচ দেন কোহলি। ৪১ বলে ৬ চার আর ১ ছক্কায় ব্যাঙ্গালুরু অধিনায়ক করে যান ৫৩ রান। ওই আউটেই বদলে গেছে দৃশ্যপট। কোহলি ফেরার পরই যেন খেই হারিয়ে ফেলে ব্যাঙ্গালুরু। এরপর দ্রুত ৫টি উইকেট হারায় তারা।

    পাডিক্কেল নিজের মতো করে খেলে যাচ্ছিলেন বটে! তবে শার্দুল ঠাকুরের করা ইনিংসের ১৮তম ওভারে জোড়া উইকেট হারায় ব্যাঙ্গালুরু। ১১ বলে ১২ করে ডি ভিলিয়ার্স ফেরেন কভারে সুরেশ রায়নাকে ক্যাচ দিয়ে। পরের বলে আম্বাতি রাইডুর ক্যাচ হন পাডিক্কেল। বাঁহাতি এই ওপেনার ৫০ বলে ৭০ রানের ইনিংসটি সাজিয়েছিলেন ৫ বাউন্ডারি আর ৩ ছক্কায়।

    এরপর টিম ডেভিড ১ রান করে আউট হন দীপক চাহারের শিকার। ৯ বলে ১১ রানে থামেন গ্লেন ম্যাক্সওয়েলও। শেষদিকে চেন্নাই বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রত্যাশিত পুঁজি আর পাওয়া হয়নি ব্যাঙ্গালুরুর। শেষ ৫ ওভারে বিরাট কোহলির দল তুলতে পেরেছে মাত্র ৩৮ রান, উইকেট হারিয়েছে ৫টি।

    চেন্নাই বোলারদের মধ্যে সবচেয়ে সফল ডোয়াইন ব্রাভো, ২৪ রানে নিয়েছেন ৩টি উইকেট। শার্দুল ঠাকুর ২ উইকেট নেন ২৯ রান খরচায়। ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন ডোয়াইন ব্রাভো।

    এন-কে

  • দীর্ঘ ৩০ বছরের খরা কাটিয়ে ইংলিশ লিগ চ্যাম্পিয়ন লিভারপুল

    দীর্ঘ ৩০ বছরের খরা কাটিয়ে ইংলিশ লিগ চ্যাম্পিয়ন লিভারপুল

    সেই ১৯৮৯-৯০ মৌসুম। এরপর একে একে কেটে গেল ৩০টি বছর। এর মাঝে একবারও ইংলিশ প্রিমিয়ার লিগের(ইপিএল) শিরোপা ছুঁয়ে দেখা হয়নি লিভারপুলের। অবশেষে দীর্ঘ অপেক্ষা শেষ হলো। তিন দশক পর ইংলিশ লিগের চাম্পিয়ন হলো লিভারপুল।

    অবশ্য কাগজে-কলমে এবারের মৌসুমে লিভারপুলের শিরোপা জেতার সম্ভাবনা জাগে আগেই। জয়ের ছন্দে উড়তে থাকা দলটি নিজেদের অনেকটা এগিয়ে রেখেছিল। অপেক্ষা ছিল সময়ের। অবশেষে সেই সময় এলো। সাত ম্যাচ হাতে রেখেই ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হলো ইয়ুর্গেন ক্লপের দল।

    আগের দিন দারুণ জয়ে শিরোপার মঞ্চ ঠিক করে রেখেছিল লিভারপুল। চেলসি ও ম্যানচেস্টার সিটির ম্যাচটি অপেক্ষা বাড়ায়। ম্যাচটিতে চেলসির কাছে ম্যানচেস্টার সিটি হারলেই ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ইয়ুর্গেন ক্লপের দল। এমন সমীকরণ নিয়ে স্ট্যামফোর্ড ব্রিজে মাঠে নামে দুই দল। গতকাল বৃহস্পতিবার রাতে সেটাই হলো। সিটিকে ২-১ গোলে হারাল চেলসি। ফলে শিরোপা উল্লাস করল লিভারপুল।

    লিগে চ্যাম্পিয়ন লিভারপুল ৩১ ম্যাচে ২৮ জয় ও দুই ড্রয়ে ৮৬ পয়েন্ট নিয়ে আছে সবার শীর্ষে। ২০ জয় ও তিন ড্রয়ে দ্বিতীয়তে থাকা ম্যান সিটির পয়েন্ট ৬৩।

    ৩১ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে তিনে আছে লেস্টার সিটি। দারুণ এই জয়ে লেস্টার সিটির সঙ্গে ব্যবধান ১ পয়েন্টে নিয়ে এলো চেলসি। সমান ৩১ ম্যাচ খেলে ৫৪ পয়েন্ট নিয়ে চতুর্থতে আছে দলটি। ৩১ ম্যাচে ১৩ জয় ও ১০ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে সুলশারের ম্যানচেস্টার ইউনাইটেড।

    গতকাল দিনের আরেক ম্যাচে সাউথ্যাম্পটনকে ২-০ গোলে হারিয়ে জয়ের পথে ফিরেছে আর্সেনাল। ৪৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে তারা।

    ২৪ ঘণ্টা/এম আর