Tag: ইংল্যান্ড

  • জার্মানির বিদায়,কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

    জার্মানির বিদায়,কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

    বিশ্বকাপ কিংবা ইউরো- বড় আসরে যতবারই জার্মানির মুখোমুখি হয়েছে ইংল্যান্ড, প্রতিবারই পরাজয় হয়েছে সঙ্গী। ১৯৯৬ সালে ইংল্যান্ডের বর্তমান কোচ গ্যারেথ সাউথগেটের পেনাল্টি মিসের কারণে হারতে হয়েছিল ইংল্যান্ডকে।

    এবার আর ইতিহাসের পুনরাবৃত্তি হতে দিল না হ্যারি কেইনরা। বরং, ইতিহাসটাই বদলে দিয়েছে তারা। জার্মানিকে ২-০ গোলে হারিয়ে কোর্টার ফাইনালে জায়গা করে নিলো ইংল্যান্ড।

    লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের হয়ে জয়সূচক গোল দুটি করেন রাহিম স্টার্লিং এবং হ্যারি কেইন।

  • প্রথম পেসার হিসেবে টেস্টে ৬০০ উইকেটের মাইলস্টোন ছুঁলেন অ্যান্ডারসন

    প্রথম পেসার হিসেবে টেস্টে ৬০০ উইকেটের মাইলস্টোন ছুঁলেন অ্যান্ডারসন

    নতুন কীর্তি গড়েছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। অভিজ্ঞ এই পেসার ইতিহাসের চতুর্থ ক্রিকেটার হিসেবে টেস্টে ৬০০ উইকেট শিকারের মাইলফলক গড়েছেন।

    অ্যান্ডারসনের আগে এই কীর্তি গড়েছেন আর মাত্র ৩ জন ক্রিকেটার। তারা হলেন- মুত্তিয়া মুরালিধরন, শেন ওয়ার্ন ও অনিল কুম্বলে।

    টেস্টের চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারির চেয়ে অবশ্য অনেক এগিয়ে মুরালিধরন ও ওয়ার্ন। তবে শীঘ্রই কুম্বলেকে টপকে যাওয়ার সুযোগ পাচ্ছেন অ্যান্ডারসন।

    মুরালিধরন (৮০০ উইকেট) ও ওয়ার্নকে (৭০৮ উইকেট) স্পর্শ করতে হলে সামনের দিনগুলোতে রীতিমত অতিমানবীয় পারফরম্যান্স দেখাতে হবে অ্যান্ডারসনকে। তবে কুম্বলের ঘাড়ে ঠিকই ফেলছেন নিঃশ্বাস। ভারতের সর্বকালের অন্যতম সেরা এই স্পিনার শিকার করেছিলেন ৬১৯ উইকেট। অনেক আগেই অবসর নেওয়া কুম্বলেকে ছাড়িয়ে যাওয়া তাই অ্যান্ডারসনের জন্য ‘সময়ের ব্যাপার’।

    সাউদাম্পটনে স্বাগতিক ইংল্যান্ড ও সফরকারী পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের আগে অ্যান্ডারসনের মোট উইকেট ছিল ৫৯৩টি। ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে প্রয়োজন ছিল আর মাত্র ৭টি উইকেট। অ্যান্ডারসনের যেন তড় সইছিল না! পাকিস্তানের প্রথম ইনিংসের শুরুতেই মুড়িমুড়কির মত উইকেট শিকার করা শুরু করেন ৩৮ বছর বয়সী পেসার। কীর্তি গড়তে তাই খুব বেশি সময় নেননি, এই টেস্টে ছুঁয়েছেন মাইলফলক।

    একনজরে টেস্ট ক্রিকেটের শীর্ষ ১০ জন উইকেট শিকারি

    নাম ম্যাচ উইকেট
    মুত্তিয়া মুরালিধরন ১৩৩ ৮০০
    শেন ওয়ার্ন ১৪৫ ৭০৮
    অনিল কুম্বলে ১৩২ ৬১৯
    জেমস অ্যান্ডারসন ১৫৬* ৬০০
    গ্লেন ম্যাকগ্রা ১২৪ ৫৬৩
    কোর্টনি ওয়ালশ ১৩২ ৫১৯
    ক্রিস ব্রড ১৪৩ ৫১১
    ডেল স্টেইন ৯৩ ৪৩৯
    কপিল দেব ১৩১ ৪৩৪
    রঙ্গনা হেরাথ ৯৩ ৪৩৩

    ২৪ ঘণ্টা/এম আর

  • ইংল্যান্ড বাদে সব দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ: পররাষ্ট্রমন্ত্রী

    ইংল্যান্ড বাদে সব দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ: পররাষ্ট্রমন্ত্রী

    ইউরোপসহ যেসব দেশে অতিরিক্ত মাত্রায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে সেসব দেশের জন্য ৩১ মার্চ পর্যন্ত সব ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে ইংল্যান্ডের ফ্লাইট বহাল থাকবে বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। আগামীকাল মধ্যরাত থেকে ফ্লাইট বন্ধের বিষয়টি কার্যকর হবে।

    তিনি আরো জানিয়েছেন, বিদেশ ফেরতদের দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টাইন বাধ্যতামূলক।
    এছাড়া আগামী দুই সপ্তাহ করোনা আক্রান্ত সকল দেশ থেকে অন অ্যারাইভাল ভিসা বন্ধও বন্ধ রাখা হবে বলেও তিনি জানিয়েছেন। শনিবার (১৪ মার্চ) রাতে এ তথ্য জানিয়েছেন তিনি।

    এদিকে, ইতালি ফেরত ১৪২ জনকে আশকোনার হজ ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। করোনার কোনো উপসর্গ না পাওয়ায় ১৪২ জনকেই নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখা হবে। এছাড়া ৫৯ জনকে গাজীপুরে নেয়া হবে। তাদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

    এর আগে পরিবার, স্বজন সর্বোপরি দেশের মানুষের স্বার্থে বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ জানানো হলেও সদ্য ইতালির রোম থেকে ফেরা ১৪২ জন সরকারি নির্দেশনা মেনে চলতে অস্বীকৃতি জানায়। পরীক্ষা নিরীক্ষার জন্য তাদের আশকোনা হজ ক্যাম্পে নেয়া হলে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এক পর্যায়ে তাদের নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় সেনাসদস্য।

    পরে তাদের প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কিন্তু কারো শরীরে করোনার লক্ষ্যণ ধরা না পড়ায় তাদর নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নেয় আইইডিসিআর।

  • আর্চারের কাছে নিউজিল্যান্ডের ‘দুঃখপ্রকাশ’

    আর্চারের কাছে নিউজিল্যান্ডের ‘দুঃখপ্রকাশ’

    আর্চার যখন ব্যাট হাতে ইংল্যান্ডের হয়ে ম্যাচ বাঁচানোর চেষ্টা করছেন, তখন তার সাথে বর্ণবাদী আচরণ করেছিলেন ইংল্যান্ডের কোনো এক দর্শক। ব্যাপারটি স্বভাবতই মেনে নিতে কষ্ট হয়েছে আর্চারের। হতাশা প্রকাশ করে তাই টুইট করেছিলেন ইংলিশ পেসার।

    ব্যাপারটি দৃষ্টি এড়ায়নি ইংলিশদের আতিথেয়তা দেওয়া নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেড)। তারা তাই দুঃখ প্রকাশ করেছে আর্চারের কাছে।

    মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ড পেয়েছে বড় জয়। ম্যাচের শেষ দিন আর্চার প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন, তবে সফল হননি। এ সময় একজন দর্শক তার সাথে বর্ণবাদী আচরণ করেন কটূক্তির মাধ্যমে।

    টুইট বার্তায় আর্চার উল্লেখ করেন, ‘যখন দলকে বাঁচানোর চেষ্টা করছিলাম, তখন একজনের বর্ণবাদী মন্তব্য জ্বালাতন করছিল। পুরো সপ্তাহজুড়ে দর্শকরা দারুণ ছিল, শুধু ঐ লোকটা ছাড়া।’

    আর্চারের এই টুইটের পর নড়েচড়ে বসে নিউজিল্যান্ড ক্রিকেট। আর্চারের কাছে দুঃখ প্রকাশ করে নিউজিল্যান্ড ক্রিকেট এক বিবৃতিতে জানায়, ‘আমরা বিষয়টি দেখব। আর্চারের কাছে দুঃখপ্রকাশ করছি। অপ্রত্যাশিত এই ঘটনার পর কাল আর্চারের সাথে নিউজিল্যান্ড ক্রিকেট দেখা করবে। দুই দল হ্যামিল্টনে পরের টেস্টে যখন মুখোমুখি হবে, তখন আমরা বর্ণবাদী আচরণের বিরুদ্ধে সতর্ক থাকব। নিউজিল্যান্ড ক্রিকেট কখনোই এমন কর্মকাণ্ডকে সমর্থন করে না।’

  • ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে হবিগঞ্জের হামজা

    ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে হবিগঞ্জের হামজা

    ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল ক্লাব লেস্টারসিটিতে খেলেন বাংলাদেশের হবিগঞ্জের হামজা চৌধুরী।

    তার মা বাংলাদেশি হলেও বাবা গ্রানাডিয়ান। বাংলাদেশে যারা ইউরোপিয়ান ফুটবল নিয়ে খোঁজখবর রাখেন তারা হামজা চৌধুরীর সঙ্গে আগে থেকেই পরিচিত।

    লেস্টারসিটির যুব দল থেকে উঠে আসা এই মিডফিল্ডার সম্প্রতি মূল দলে থিতু হয়েছেন। চলতি মৌসুমে নিয়মিত শুরুর একাদশে জায়গা পাচ্ছেন হামজা।

    দক্ষিণ এশিয়া বংশোদ্ভূত দুজন ফুটবলার এখন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছেন। একজন লেস্টারসিটির হামজা, অন্যজন নেইল টেইলর, যিনি অ্যাস্টনভিলার হয়ে খেলছেন।

    হামজা তার উত্থান নিয়ে একটা কথা বেশ কৃতজ্ঞতার সুরে বলেছেন, সেটি হলো- ব্রিটিশ-এশিয়ান কমিউনিটিতে যারা ফুটবল ভালোবাসেন তারা হামজাকে সবসময় সমর্থন করেছেন।

    ইংলিশ লিগগুলোতে হাতেগোনা কয়েকজন এশিয়ান ফুটবলার থাকা সত্ত্বেও এই সমর্থন হামজাকে অনুপ্রাণিত করে।

    হামজা তার এই ক্যারিয়ারের পেছনে তার বাংলাদেশি মা রাফিয়া, তার সৎবাবা মুরশিদ এবং তার চাচা ফারুকের ত্যাগের কথা স্বীকার করেন।

    তাদের ত্যাগের প্রতিদান হামজা দিয়েছেন ২০১৭ সালে, যখন তিনি প্রথমবারের মতো লেস্টারসিটির হয়ে মাঠে নামেন। তৎকালীন ম্যানেজার ক্রেইগ শেকসপিয়ারের অধীনে ইএফএল কাপে বদলি হিসেবে ম্যাচ খেলেন হামজা।

    এর পর ম্যানচেস্টার সিটির সঙ্গে ১-১ গোলে ড্র, আর্সেনালের সঙ্গে ৩-০ গোলের জয়ে মিডফিল্ডার হিসেবে যে ভূমিকা রাখেন, তা দলে জায়গা পাকা করতে সাহায্য করে।

    চলতি মৌসুমে প্রতি ম্যাচেই মাঠে নামছেন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে অবস্থান করছে লেস্টারসিটি।