ঠাকুরগাঁও প্রতিনিধি :২৯ মাইল প্রবেশদার থেকে এ্যাম্বুলেন্সে আসা ছয় যাত্রীকে ফেরত পাঠিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম।
শুধু ফেরত পাঠিয়েই দায় সারেনি তাঁরা, বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বীরগঞ্জ থানার ওসির কাছ থেকে ক্লিয়ারেন্স নিয়ে তবেই ঘটনাস্থল ত্যাগ করেন তারা।
এ ঘটনাটি ঘটেছে ১৬ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের প্রবেশদার ২৯ মাইল চেকপোস্ট এলাকায়।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলার প্রবেশদার ২৯ মাইল এলাকায় এ্যাম্বুলেন্সে আসা ৬ যাত্রী জেলায় প্রবেশের চেস্টাকালে আটক হয়েছে এমন খবর পেয়ে সদর থানার অফিসার ইনচার্জকে সাথে নিয়ে ঘটনাস্থলে যান সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। সেখানে গিয়ে এ্যাম্বুলেন্সে আসা ছয়যাত্রীকে ফেরত যেতে বলা হয়। কথা মতো এ্যাম্বুলেন্সটি যাত্রীদের নিয়ে ফিরে যায়।এসময় সদর ইউএনও বীরগঞ্জের ইউএনওকে মোবাইল মারফৎ বিষয়টি অবগত করেন এ্যাম্বুলেন্সটি দিনাজপুর সীমানা অতিক্রম করা পর্যন্ত সেখানেই অবস্থান নেন।
অন্যদিকে সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল বীরগঞ্জ থানার সাথে যোগাযোগ করে এ্যাম্বুলেন্সটি দিনাজপুর সীমানা পার হওয়া নিশ্চিত করলে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।
এ্যাম্বুলেন্সে আসা ৬ যাত্রীকে ফেরত পাঠানোকালে সদর ইউএনও ও ওসি সহ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মর্তূজা উপস্থিত ছিলেন।