Tag: ইউএস বাংলা

  • ইউএস-বাংলার বহরে যুক্ত হলো ৪৩৬ আসনের এয়ারবাস

    ইউএস-বাংলার বহরে যুক্ত হলো ৪৩৬ আসনের এয়ারবাস

    বেসরকারি এয়ারলাইন্স সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সে যুক্ত হয়েছে এয়ারবাস। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৩০-৩০০ মডেলের এই এয়ারবাস। এভিয়েশন রীতি অনুযায়ী ওয়াটার ক্যানন স্যালুট প্রদানের মাধ্যমে সেটিকে অভ্যর্থনা জানান ইউএস-বাংলার কর্মকর্তারা। বৃহদাকার এ উড়োজাহাজের আসন সংখ্যা ৪৩৬টি। দেশের কোনো এয়ারলাইন্সে এই প্রথম কোনো এয়ারবাস যুক্ত হলো।

    রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ দেশের বেসরকারি এয়ারলাইন্সগুলোতে আমেরিকার কোম্পানি বোয়িংয়ের উড়োজাহাজের আধিক্য বেশি। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও আগামি কয়েক বছরে এয়ারবাস থেকে ১০ টি উড়োজাহাজ কেনার প্রক্রিয়া নিয়ে কথাবার্তা চালাচ্ছে।

    ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম কালবেলাকে বলেন, এয়ারবাসটি চীনের গুয়াংজু থেকে শুক্রবার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আনুষ্ঠানিকভাবে নতুন সংযোজিত এয়ারক্রাফটকে গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইনসের চিফ এক্সিকিউটিভ অফিসার ক্যাপ্টেন লুৎফর রহমান।

    তিনি জানান, নতুন যুক্ত হওয়া এয়ারবাসের এয়ারক্রাফটটি ছাড়াও বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে বিভিন্ন মডেলের আরও ২২টি উড়োজাহাজ রয়েছে। এরমধ্যে ৯টি বোয়িং ৭৩৭-৮০০, ১০টি এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট। শিগগিরই আরও একটি এয়ারবাস ৩৩০-৩০০ যুক্ত হচ্ছে বহরে।

    পেঁয়াজ-চিনি আমদানি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা
    নতুন যুক্ত হওয়া এয়ারবাসটি দিয়ে ভবিষ্যতে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, দাম্মাম সহ লন্ডন ও রোম রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা জানিয়ে ইউএস-বাংলার এই কর্মকর্তা বলেন, বর্তমানে দুবাই, শারজাহ, মাস্কাট দোহা ও কুয়ালালামপুর রুটে এটি পরিচালিত হবে।

    ইউএস-বাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এয়ারবাস ছাড়াও গতকাল ভোরে বোয়িং ৭৩৭-৮০০ মডেলের অপর একটি উড়োজাহাজ যুক্ত হয় তাদের বহরে। বেসরকারি এই এয়ারলাইন্স সংস্থাটি বর্তমানে অভ্যন্তরীণ সব রুটসহ নিয়মিত কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজু রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করে আসছে।

  • থাইল্যান্ড থেকে দেশে ফিরল ৪৮ বাংলাদেশি-এক মরদেহ

    থাইল্যান্ড থেকে দেশে ফিরল ৪৮ বাংলাদেশি-এক মরদেহ

    করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে ব্যাংককে চিকিৎসা নিতে যাওয়া এবং পর্যটক হিসেবে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।

    শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৪টা ২০ মিনিটে ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৮ জন যাত্রী ও একজন বাংলাদেশির মরদেহ নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে উড়োজাহাজটি।

    করোনায় দুর্যোগকালীন বাংলাদেশিদের ফিরিয়ে আনতে প্রথম কোনো স্পেশাল ফ্লাইট পরিচালনা করলো ইউএস-বাংলা কৃর্তপক্ষ।

    এছাড়া আগামী ২০ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত মোট ছয়টি ফ্লাইটে চেন্নাই থেকে ঢাকা এবং ২১ ও ২৩ এপ্রিল দু’টি ফ্লাইটে কলকাতা থেকে ঢাকায় ফ্লাইটি পরিচালিত হবে। চেন্নাই থেকে দুপুর ১২: ১৫ মিনিটে এবং কলকাতা থেকে সকাল ১১: ৩০ মিনিটে ফ্লাইটগুলো ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

    ইউএস-বাংলা এয়ারলাইন্সই একমাত্র বাংলাদেশি এয়ারলাইন্স যা সপ্তাহে প্রতি শনিবার একটি ঢাকা-গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া দুর্যোগকালীন ইউএস-বাংলা এয়ারলাইন্সকে প্যাসেঞ্জার ফ্লাইট পরিচালনা ছাড়াও কার্গো ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

    বিশেষ ফ্লাইটগুলোতে শুধুমাত্র বাংলাদেশিরাই ভ্রমণ করতে পারবে।

    টিকেট রিজার্ভেশন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ নম্বরে যোগাযোগ করা যাবে।

  • ঘন কুয়াশা : আজও চট্টগ্রামের বদলে কলকাতা ফিরে গেল ৩ বিমান

    ঘন কুয়াশা : আজও চট্টগ্রামের বদলে কলকাতা ফিরে গেল ৩ বিমান

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : ঘন কুয়াশার কবলে পড়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ না করে কলকাতা ফিরে গেছে ৩টি আন্তর্জাতিক বিমান।

    তাছাড়া মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের কোনো ফ্লাইট অবতরণ করেনি বলে জানা গেছে।

    জানা যায়, এ সময়ের মধ্যে দোহা থেকে আসা ইউএস বাংলা, মাসকাট থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজ ও শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট ঘন কুয়াশার কারণে চট্টগ্রামে নামতে না পেরে কলকাতা বিমান বন্দরে অবতরণ করে।

    বিষয়টি নিশ্চিত করেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারি ব্যবস্থাপক খাইরুল কবির। তিনি বলেন, মঙ্গলবার ভোর থেকে সকাল পৌণে ১০টা পর্যন্ত ফ্লাইট কুয়াশার কারণে দৃষ্টিসীমা কম থাকায় ৩টি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করতে না পেরে কলকাতা বিমান বন্দরে অবতরণ করেন।

    তিনি বলেন, কুয়াশা কেটে যাওয়ার পর এসব ফ্লাইট চট্টগ্রাম নিয়ে আসা হচ্ছে। তাছাড়া কুয়াশা কেটে যাওয়ার পর বিমানবন্দরটিতে আগের শিডিউল অনুযায়ী ফ্লাইট চলাচল করছে বলে তিনি জানিয়েছেন।

    মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সময শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপন উইং কমান্ডার সারওয়ার-ই-জাহান জানিয়েছেন কুয়াশা কেটে যাওয়ার পর কলতাকায় ফিরে যাওয়া ফ্লাইটগুলো একে একে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ফিরিয়ে আনা হচ্ছে।

    এর মধ্যে সকাল পৌণে ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আবুধাবি থেকে আসা ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ করে। তিনি বলেন দুপুর ১টার মধ্যেই বাকি দুটি ফ্লাইটও চট্টগ্রাম বিমান বন্দরে অবতরণ করবে বলে তিনি জানিয়েছেন।

    এরআগে সোমবার সকালে মাস্কট থেকে আসা বিমান বাংলাদেশের একটি ফ্লাইট ঘন কুয়াশার কারনে চট্টগ্রাম নামতে না পেরে কলকাতায় ফিরে যায়। পরে কুয়াশা কেটে গেলে বিমানটিকে ফের চট্টগ্রাম বিমান বন্দরে নিয়ে আসা হয়।

  • নভো এয়ার ও ইউএস বাংলার সিডিউল বিপর্যয়,সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীরা চরম ভোগান্তিতে

    নভো এয়ার ও ইউএস বাংলার সিডিউল বিপর্যয়,সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীরা চরম ভোগান্তিতে

    সৈয়দপুর বিমানবন্দরে নির্ধারিত সময়ে ফ্লাইট না হওয়ায় তিনটি কোম্পানীর এয়ারক্রাফটে ঢাকায় যাওয়ার জন্য আগত যাত্রীরা দূর্ভোগে পড়েছে।

    শনিবার (২ নভেম্বর) সকালে নভো এয়ারের একটি ফ্লাইট প্রায় ২ ঘন্টা বিলম্বে আসে। এসময় শতাধিক যাত্রী ভোগান্তি পোহায়ে অবশেষে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়।

    একইভাবে বিকালে একই কোম্পানীর আরেকটি ফ্লাইট পৌনে একঘন্টা বিলম্বে আসে এবং সৈয়দপুর ছেড়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে অপেক্ষমান যাত্রীরা। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নৌবাহিনীর প্রশিক্ষণ মহড়া চলার কারণে এমনটি হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেলেও বিলম্বের কারণ সম্পর্কে সৈয়দপুর বিমানবন্দর ম্যানেজার কিছুই জানেন না বলে জানিয়েছেন।

    এদিকে ইউএস বাংলার একটি ফ্লাইট বিকালে আসার কথা থাকলেও সন্ধ্যা পেরিয়ে রাত হলেও দেখা নেই। বিমানবন্দরের প্যাসেঞ্জার লাউঞ্জে অপেক্ষমান যাত্রীরা প্রায় ৩ ঘন্টা অপেক্ষা করেও কোন সঠিক উত্তর পাচ্ছেন না কর্তৃপক্ষের কাছ থেকে।

    সন্ধ্যায় সরেজমিনে গিয়ে বিমানবন্দরে দেখা যায় অসংখ্য যাত্রী ফ্লাইটের অপেক্ষায়। ইউএস বাংলার একটি ফ্লাইট বিকাল ৪ টায় আসার কথা থাকলেও তা সন্ধা ৭ টায় আসবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।

    এ ব্যাপারে সৈয়দপুর বিমানবন্দর ম্যানেজার সুশান্ত দত্তের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সকালে বা বিকালে কোন ফ্লাইট বিলম্বে এসেছে বা চলে গেছে এ ধরণের কোন তথ্য তার জানা নেই। একইভাবে ৪টার ইউএস বাংলার ফ্লাইট সন্ধা ৭টায় আসবে এমন খবরও তিনি জানেন না।

    একইদিনে ৩ টি ফ্লাইটের দীর্ঘ বিলম্বের কারণে প্রায় সহস্রাধিক যাত্রী ভোগান্তিতে পড়েন এবং অসহনীয় অপেক্ষার পর সকালে ও বিকালে নভো এয়ারের যাত্রীরা যেতে পারলেও ইউএস বাংলার যাত্রীরা আদৌ যেতে পারবেন কি না এ নিয়ে চরম সংশয়ে আছেন।