Tag: ইউটিউব

  • টিকাবিরোধী সব ভুল তথ্য সরাবে ইউটিউব

    টিকাবিরোধী সব ভুল তথ্য সরাবে ইউটিউব

    জনপ্রিয় ভিডিও শেয়ারিং এবং সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউব জানিয়েছে, অনুমোদিত কোভিড টিকা সম্পর্কে ভুল তথ্য ছড়ায়—এমন সব ধরনের কনটেন্ট প্ল্যাটফর্মটি থেকে সরিয়ে ফেলা হবে। এর পাশাপাশি টিকাবিষয়ক অসত্য কোনো কিছু দাবি করলে নিষেধাজ্ঞা আরোপের ব্যবস্থা তো থাকছেই। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

    ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমোদিত টিকাগুলো বিপজ্জনক এবং অটিজম, ক্যানসার বা বন্ধ্যাত্ব সৃষ্টি করে—এমন বার্তা দেওয়া ভিডিওগুলো প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা হবে। নতুন নীতিমালায় টিকার বিরুদ্ধে প্রচারকারীদের অ্যাকাউন্ট বন্ধ করাও অন্তর্ভুক্ত থাকছে।

    শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের প্ল্যাটফর্মে স্বাস্থ্যবিষয়ক ভুয়া তথ্য মোকাবিলায় বেশি কিছু করছে না বলে সমালোচনা শুনে আসছে।

    চলতি বছরের জুলাইয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অনুযোগ করেছিলেন—কোভিড টিকা নিতে মানুষ সন্দিহান হওয়ার পেছনে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে থাকা ভুল তথ্য অনেকাংশে দায়ী। বাইডেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে এ সমস্যা সমাধানের আহ্বানও জানিয়েছিলেন।

    গুগলের মালিকানাধীন ইউটিউব জানিয়েছে, কোভিড টিকা সম্পর্কে ভুল তথ্য ছড়ানো কনটেন্টের ওপর নিষেধাজ্ঞা জারির পর, গত বছর থেকে এ পর্যন্ত প্ল্যাটফর্মটি থেকে এক লাখ ৩০ হাজার ভিডিও সরানো হয়েছে।

    এক ব্লগ পোস্টে ইউটিউব জানিয়েছে—কেবল কোভিড টিকা সম্পর্কে মিথ্যা তথ্যই নয়, অন্যান্য টিকা সম্পর্কেও ভুল তথ্য ছড়ানো হচ্ছে—এমন কনটেন্টও প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। নতুন নীতিমালায় দীর্ঘদিন ধরে অনুমোদিত অন্যান্য টিকা, যেমন হাম বা হেপাটাইটিস বি’র টিকা নিয়ে ভুল তথ্য ছড়ালেও একই ব্যবস্থা নেবে ইউটিউব।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা উল্লেখ করে ইউটিউব বলেছে, ‘আমরা স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ও ডব্লিউএইচও অনুমোদন দিয়েছে এবং নিরাপদ ও কার্যকর বলে নিশ্চিত করেছে—এমন প্রচলিত টিকাগুলোর ব্যাপারে নতুন নির্দেশিকাসহ ইউটিউবের চিকিৎসা ও স্বাস্থ্য-সংক্রান্ত ভুল তথ্য বিষয়ক নীতিমালা পরিবর্ধন করছি।’

    এ ছাড়া টিকা সম্পর্কিত ব্যক্তিগত সাক্ষ্য, টিকাবিষয়ক নীতিমালা সম্পর্কিত বিষয়বস্তু, নতুন টিকার পরীক্ষা এবং টিকারর সফলতা বা ব্যর্থতা সম্পর্কিত ইতিহাস ভিত্তিক ভিডিওগুলো প্ল্যাটফর্মে থাকলে আপত্তি নেই বলে ইউটিউব জানিয়েছে।

    এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে শীর্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কোভিড টিকাবিষয়ক ভুয়া তথ্য মোকাবিলায় একই ধরনের নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছিল। কিন্তু, নিষেধাজ্ঞা বাস্তবায়নে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে ফেসবুককে।

    এ ছাড়া গত মার্চে মাইক্রো ব্লগিং এবং সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম টুইটার ঘোষণা করেছিল— টিকা সম্পর্কে বারবার ভুল তথ্য শেয়ার করা ব্যবহারকারীদের প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ করা হবে।

    এন-কে

  • গুগল-ফেসবুক-ইউটিউবসহ ইন্টারনেট ভিত্তিক কোম্পানিগুলোকে ভ্যাট দিতে হবে: হাইকোর্টের রায়

    গুগল-ফেসবুক-ইউটিউবসহ ইন্টারনেট ভিত্তিক কোম্পানিগুলোকে ভ্যাট দিতে হবে: হাইকোর্টের রায়

    ডেস্ক নিউজ : গুগল-ফেসবুক, ইউটিউব, অ্যামাজনসহ ইন্টারনেট ভিত্তিক কোম্পানিগুলোকে পরিশোধিত অর্থ থেকে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী সব ধরনের ট্যাক্স, ভ্যাট এবং অন্যান্য রাজস্ব আদায় করতে নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট।

    আজ রবিবার (৮ নভেম্বর) বিচারপতি মো. আশরাফুল কামাল এবং বিচারপতি রাজিক আল জলিলের হাইকোরের্ট দ্বৈত বেঞ্চ জনস্বার্থে দায়ের করা রিট পিটিশনের চূড়ান্ত শুনানি শেষে এই রায় দেন।

    আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ কাওছার, ব্যারিস্টার মো. মাজেদুল কাদের, ব্যারিস্টার মোজাম্মেল হক ও ব্যারিস্টার সাজ্জাদুল ইসলাম।

    ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব সাংবাদিকদের জানান, গুগল-ফেসবুক এবং অন্যান্য ইন্টারনেট ভিত্তিক কোম্পানির বিরুদ্ধে রাজস্ব ফাঁকি দেওয়ার বিষয় এবং বাংলাদেশের রাজস্ব আদায়ের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধনের লক্ষে জনস্বার্থে দায়ের করা রিট পিটিশন এর চূড়ান্ত শুনানি নিয়ে রুল যথাযথ ঘোষণা করে বিবাদীদের প্রতি পাঁচটি নির্দেশনা জারি করেছেন।

    আদালতের ৫ দফা নির্দেশনার প্রথমটিতে বলা হয়, অনতিবিলম্বে সব ইন্টারনেট সেবাপ্রদানকারী কোম্পানি যেমন গুগল-ফেসবুক, ইউটিউব, অ্যামাজন কোম্পানিগুলোকে পরিশোধিত অর্থ থেকে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী সব প্রকার ট্যাক্স, ভ্যাট এবং অন্যান্য রাজস্ব আদায় করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক, বিটিআরসিসহ সংশ্লিষ্ট সরকারি দফতরগুলোকে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

    ২য় নির্দেশনার বলা হয়, ইন্টারনেটভিত্তিক কোম্পানিগুলোকে বাংলাদেশ থেকে বিগত পাঁচ বছরে পরিশোধিত অর্থের বিপরীতে আনুপাতিক হারে বকেয়া রাজস্ব আদায় করতে হবে।

    নির্দেশনার তৃতীয় দফায় বলা হয় উক্ত রাজস্ব আদায়ের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড প্রতি ছয় মাস অন্তর অন্তর হলফনামা আকারে অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করবে।

    চতুর্থ নির্দেশনায় আদালত বলেন, এই রায় একটি চলমান আদেশ বা কন্টিনিউয়াস ম্যানডেমাস হিসেবে বলবৎ থাকবে। এবং ৫ নাম্বার নির্দেশনায় বলা হয় এই রায়ের বাস্তবায়নে কোনও ধরনের ব্যত্যয় ঘটলে বাংলাদেশের যে কোনো নাগরিক যে কোনো সময় আদালতে আবেদন দাখিল করে প্রতিকার চাইতে পারবেন।

    ২০১৮ সালে একটি পত্রিকার প্রতিবেদন সংযুক্ত করে এবং সারা বিশ্বে গুগল-ফেসবুক কর্তৃক ট্যাক্স ফাঁকি দেওয়ার বিভিন্ন ঘটনা তুলে ধরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. হুমায়ন কবির পল্লব, ব্যারিস্টার মোহাম্মদ কাওছার, ব্যারিস্টার মোহাম্মদ মাজেদুল কাদের, ব্যারিস্টার মো. সাজ্জাদুল ইসলামসহ ৬ জন আইনজীবী জনস্বার্থে রিট পিটিশন দাখিল করেছিলেন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • আইপি টিভি-ইউটিউব সংবাদ পরিবেশন করতে পারবে না: তথ্যমন্ত্রী

    আইপি টিভি-ইউটিউব সংবাদ পরিবেশন করতে পারবে না: তথ্যমন্ত্রী

    ইন্টারনেট প্রটোকল টেলিভিশন (আইপিটিভি) ও ইউটিউব চ্যানেল নিয়মিত সংবাদ পরিবেশন করতে পারবে না বলে জানিয়েছেন।তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

    বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

    অনুষ্ঠানে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক শামীম আহমেদসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতা এবং প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার উপস্থিত ছিলেন।

    অনেক ইউটিউব চ্যানেল আছে যারা অনলাইনে নানা বিষয়ে সম্প্রচার চালাচ্ছে- এ বিষয়ে কোনো দিক নির্দেশনা আসছে কি না জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, “ইউটিউব চ্যানেল বা আইপিটিভি নিবন্ধনের জন্য আমরা দরখাস্ত আহ্বান করেছি। সেগুলো তদন্তের কাজ চলছে। প্রাথমিক তদন্তের কাজ শুরু হয়েছে। সেটি হওয়ার পর আমরা নিবন্ধন দেওয়ার কাজ শুরু করব।”

    তিনি বলেন, ‘আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আইপিটিভিগুলো শুধু এন্টারটেইনমেন্ট চ্যানেল হিসেবে কাজ করবে। সমস্ত বিষয়গুলো নরমাল টেলিভিশন চ্যানেলের মতো করার কথা নয়, এ রকম সিদ্ধান্ত ছিল।’

    আইপিটিভির সংবাদ পরিবেশনে বিধি-নিষেরধর কথা জানিয়ে মন্ত্রী বলেন, “ইউটিউব চ্যানেল ও আইপিটিভির ক্ষেত্রে নিয়মিত সংবাদ পরিবেশ করতে পারবে না। এমনিতেই কোনো টেলিভিশন চ্যানেল যখন অনুমতি পায় শুরুতে তারা সংবাদ পরিবেশনের অনুমতি পায় না। সেজন্য তাদের কিছু প্যারামিটার পূরণ করতে হয়, আবার দরখাস্ত করতে হয়। তারপর তারা সংবাদ প্রকাশের অনুমতি পায়। সুতরাং আইপিটিভির ক্ষেত্রেও অন্যান্য সব কিছু করতে পারবে, কিন্তু সংবাদ পরিবেশনের কাজটি তারা আপাতত করতে পারবে না- এটি আমাদের মন্ত্রণালয় নয়, আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত। এখনকার সিদ্ধান্ত হচ্ছে তারা সংবাদ পরিবেশন করতে পারবে না।”

    তথ্যমন্ত্রী বলেন, “পরে পরিস্থিতির প্রেক্ষাপটে সরকার যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। এখনকার সিদ্ধান্ত হচ্ছে তারা নিয়মিত সংবাদ পরিবেশন করতে পারবে না।”

    অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন কবে শেষ হবে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, “অনলাইন নিবন্ধনের কাজ চলছে। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি অনলাইনকে নিবন্ধনের জন্য অনুমতি প্রদান করেছি। বাকিগুলো আমরা ধীরে ধীরে দেব। যেহেতু কয়েক হাজার অনলাইন এগুলো সম্পন্ন করতে কয়েক মাস সময় লাগবে। কারণ বিভিন্ন তদন্ত সংস্থা তদন্ত রিপোর্ট দেওয়ার পরই কিন্তু আমরা দিতে পারছি। এর আগে তো দিতে পারছি না। সেই কারণেই একটু সময় লাগছে।”

    বেশিরভাগকে নিবন্ধন দেওয়ার কাজ এই বছরের মধ্যে শেষ করার চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “অনলাইন নিবন্ধনের কাজ এই বছর শেষ হলেই শেষ হয়ে যাবে তা নয়। কারণ অনলাইন তো ভবিষ্যতেও অনেকগুলো প্রকাশিত হবে।”

    তথ্যমন্ত্রী বলেন, ‘পত্রিকা প্রকাশ করতে হলে অনুমতি লাগে, টেলিভিশন চ্যানেল খুলতে হলে লাইসেন্স লাগে। ভবিষ্যতে যখন অনলাইন নিবন্ধনের কাজটি শেষ পর্যায়ে নিয়ে যেতে পারব তখন আমরা ভবিষ্যতে অনলাইন খোলার ক্ষেত্রেও অনুমতির বিষয়টি সংযুক্ত করব।’

    ২৪ ঘণ্টা/রিহাম

  • ইউটিউবে উত্তাপ ছড়াচ্ছেন নায়লা নাঈম

    ইউটিউবে উত্তাপ ছড়াচ্ছেন নায়লা নাঈম

    দেশের আলোচিত মডেল নায়লা নাঈম। সাহসী পোশাকে তিনি জয় করেছেন তরুণদের হৃদয়। সম্প্রতি তার নতুন একটি মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশ হয়েছে।

    এর শিরোনাম ‘আসমানেতে উঠে চাঁদ’। এই গানটির ভিডিওতেও ভিন্ন এক নায়লা নাঈমকে দর্শকরা দেখতে পেলেন। উত্তাপ ছড়াচ্ছেন এই তারকা।

    এ ব্যাপারে নায়লা নাঈম বলেন, সম্প্রতি এফডিসিতে এর দৃশ্যধারনের কাজ হয়েছে। রেশাদ মাহমুদের কথা, সুর ও সংগীতে গানটিতে কন্ঠ দিয়েছেন রোজিনা করিম খান।

    গানটির কোরিওগ্রাফি করেছেন আরিফ আলী। মূলত তার কোরিওগ্রাফি আমার বেশ পছন্দের। তিনি গানের ভিডিওতে মডেল হওয়ার প্রস্তাব দেবার পর আর না করিনি। কাজটি গত ৫ ডিসেম্বর ফ্লোরিডার পিএসপি মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।

  • গুজব বন্ধে সার্ভিস প্রোভাইডাররা আইনের আওতায় আসছে

    গুজব বন্ধে সার্ভিস প্রোভাইডাররা আইনের আওতায় আসছে

    তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, উন্নত দেশের মতো বাংলাদেশেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ালে ফেসবুক,ইউটিউবসহ সার্ভিস প্রোভাইডারের বিরুদ্ধে জরিমানার বিধিমালা তৈরী করা হচ্ছে।

    এছাড়াও বিটিভি চট্টগ্রাম কেন্দ্র আগামী মাস থেকে ১২ ঘন্টা সম্প্রচারে যাবে জানিয়ে তিনি বলেন, বর্তমানে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র শুধু ক্যাবল টেলিভিশন হিসেবে সারাদেশে ও বিদেশে দেখা যায়। কিন্তু আগামী কয়েক মাসের মধ্যে এটিকে টেরিস্টেরিয়াল চ্যানেল হিসেবেও উন্নীত করা হবে।

    হাছান মাহমুদ আজ চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে “বিশ্ব টেলিভিশন দিবস” উপলক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    বিটিভি চট্টগ্রাম কেন্দ্র, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে।

    বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক নিতাই কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, বাংলাদেশ টেলিভিশনের উপ মহাপরিচালক (বার্তা) অনুপ কুমার খাস্তগীর।

    বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি, চরিত্রহনন ও গুজব ছড়ানো এখন বড় সমস্যা উল্লেখ করে তিনি বলেন, সম্প্রচার নীতিমালা ইতিমধ্যে প্রণয়ন করা হয়েছে। সম্প্রচার আইনও পাস হবে। সেটি হলে সম্প্রচার মাধ্যমের সাংবাদিকদের আইনি সুরক্ষা দেওয়া সম্ভব হবে।
    মন্ত্রী বলেন, যেহেতু সম্প্রচার নীতিমালা বিদ্যমান আছে, এই নীতিমালার আলোকে কিভাবে আইনি সুরক্ষা দেওয়া যায়, সেটি নিয়েও আমরা চিন্তা-ভাবনা করছি।’

    তথ্যমন্ত্রী বলেন, দেশে বেসরকারি টিভির যাত্রা শুরু হয় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। এখন ৩৪টি চ্যানেল সম্প্রচার করছে। আরও ১১টি সম্প্রচারে আসার অপেক্ষায় আছে। ১১ বছরে বেসরকারি টিভির সংখ্যা সাড়ে তিন গুণ বেড়েছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে এই খাতে। টেলিভিশন নতুন প্রজন্মের মনন তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কৃষ্টি-সংস্কৃতি লালনের পাশাপাশি দেশ- জাতি গঠনেও ভূমিকা রাখতে হবে।

    টেলিভিশন যেন ব্যক্তিগত বা ব্যবসায়িক স্বার্থে ব্যবহার না হয়, সে বিষয়ে গুরুত্বারোপ করে হাছান মাহমুদ বলেন, শিশু-কিশোরসহ আমাদের পুরো জনগোষ্ঠীর ওপর টেলিভিশনের প্রভাব ব্যাপক। যে মাধ্যমের এতবড় প্রভাব, সেটিকে আমরা জাতিগঠনের বিশাল কাজে লাগাতে পারি।

    তিনি বলেন, নতুন প্রজন্মের মনন তৈরি এবং একইসাথে ভবিষ্যতের স্বপ্নের ঠিকানায় দেশকে পৌঁছানোর জন্য মেধা, মূল্যবোধ ও দেশাত্মবোধসম্পন্ন জনগোষ্ঠী তৈরির সক্ষমতা আমাদের টেলিভিশনের রয়েছে।

    ক্যাবল অপারেটরদের জন্য টিভিগুলোর সিরিয়াল করে দেওয়া হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ছয় দশকে ভারতে কখনো আমাদের টেলিভিশন দেখা যেত না। প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দেওয়ার ছয় মাসের মধ্যে এ কাজটি সম্পন্ন করেছি। টিভি বাড়ায় বিজ্ঞাপন ভাগ হয়ে যাচ্ছে। আগে ৪০০-৫০০ কোটি টাকার বিজ্ঞাপন বিদেশে চলে যেত, যা বন্ধ করা হয়েছে।

    চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, এখন টিভির গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। আগামী দিনের টিভি চ্যালেঞ্জগুলো নিয়ে এখনই ভাবতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সংবাদ পরিবেশন করা উচিত উল্লেখ করে তিনি বলেন, তাহলে দর্শকের আস্থা বাড়বে।

    বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান বলেন, মিডিয়া মুক্তিযুদ্ধের সরকারের অনুকূলে কাজ করছে। যেসব তরুণ টিভিতে কাজ করছে তাদের উন্নত জীবন নিশ্চিত করতে হবে। তাদের ঝুঁকি বেশি। তাদের ব্যাপারে সরকারের দিক থেকে অনেক কিছু করার আছে।

    ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান অনুপম শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন বিএফইউজের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বাসসের চট্টগ্রাম ব্যুরো প্রধান কলিম সরওয়ার, একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদার, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা, সাধারণ সম্পাদক লতিফা আনসারী রুনা ও টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজিব।