Tag: ইউপিডিএফ

  • খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে দুই ইউপিডিএফ কর্মী নিহত

    খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে দুই ইউপিডিএফ কর্মী নিহত

    খাগড়াছড়ির মহালছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তের গুলিতে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক ইউপিডিএফ কর্মী আহত হয়েছেন।

    বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে খাগাড়ছড়ির মহালছড়ির দূর্গম দূরছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- রবি কুমার চাকমা (৬৪) ও বিমল চাকমা (৫৫)।

    পুলিশ মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে রওনা দিয়েছে বলে জানিয়েছেন মহালছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন।

    এ ঘটনায় ইউপিডিএফ সংস্কারপন্থীদের দায়ী করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ’র সংগঠক অংগ্য মারমা বলেন, ঘটনার সময় আমাদের তিনজন ছিলেন। তাদের মধ্যে দুজনকে হত্যা করা হয়েছে।

    এর আগে গত বছরের ১১ ডিসেম্বর প্রতিপক্ষের গুলিতে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সাবেক কেন্দ্রীয় সভাপতি বিপুল চাকমাসহ চারজন নিহত হন।

  • পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফের ৪ নেতা-কর্মী নিহত

    পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফের ৪ নেতা-কর্মী নিহত

    খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ (প্রসীতপন্থী) ৪ নেতা-কর্মী নিহত হয়েছেন। এছাড়াও ইউপিডিএফ নেতা হরি কমল ত্রিপুরা, নীতি দত্ত চাকমা ও প্রকাশ ত্রিপুরা নিখোঁজ রয়েছে বলে ইউপিডিএফির দাবি।

    নিহতরা হলো- ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, জেলা সহ-সভাপতি লিটন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা ও ইউপিডিএফ সদস্য রুহিনসা ত্রিপুরা।

    সোমবার (১২ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ১ নম্বর লোগাং ইউপির অনিল পাড়ায় এ ঘটনা ঘটনা ঘটে।

    ইউপিডিএফ ঘটনার দাবি করলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোন কিছু নিশ্চিত করা হয়নি।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি জেলা ইউপিডিএফ জেলা সংগঠক অংগ্য মারমা জানান, মঙ্গলবার এলাকায় যুব সম্মেলন হওয়ার কথা ছিল তাই সেখানে তারা অবস্থান করছিল। ইউপিডিএফ গণতান্ত্রিক এ ঘটনা ঘটিয়েছে বলে তাদের দাবি।

    স্থানীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক কাজের জন্য বিপুল চাকমাসহ সাতজন নেতা-কর্মী গতকাল লোগাঙ এলাকায় যান। তাঁরা রাতে অনিলপাড়া নামক গ্রামে এক ব্যক্তির বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় রাত আনুমানিক ১০টা থেকে ১১টার মধ্যে রাষ্ট্রীয় বাহিনীর মদদপুষ্ট ঠ্যাঙারে নব্যমুখোশ দুর্বৃত্তদের একটি সশস্ত্র দল ওই বাড়িতে হানা দিয়ে সশস্ত্র হামলা চালায়। তারা ঠান্ডা মাথায় একে একে বিপুল চাকমা, সুনীল ত্রিপুরা, লিটন চাকমা ও রুহিন বিকাশ ত্রিপুরাকে গুলি করে হত্যা করে। তাদের হত্যার পর সন্ত্রাসীরা সেখান থেকে চলে যায়।

    এ ঘটনায় নিখোঁজ তিনজনের মধ্যে নীতিদত্ত ও হরি কমলকে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে গেছে বলে স্থানীয়রা ধারণা করছেন।

    পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিউল আজম বলেন, গোলাগুলি ও হতাহতের ঘটনা বিভিন্নভাবে শুনেছি। দুর্গম এলাকা হওয়ায় এখন পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছাতে পারিনি।

  • সাধারণ পাহাড়িদের ইচ্ছের বিরুদ্ধে বিভিন্ন সংগঠনে নাম ব্যবহার করছে প্রসিতপন্থী ইউপিডিএফ

    সাধারণ পাহাড়িদের ইচ্ছের বিরুদ্ধে বিভিন্ন সংগঠনে নাম ব্যবহার করছে প্রসিতপন্থী ইউপিডিএফ

    খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলা ও আশেপাশের এলাকায় প্রসিত খীসা’র নেতৃত্বাধীন ইউপিডিএফ কর্তৃক সাধারণ পাহাড়িদের ইচ্ছের বিরুদ্ধে বিভিন্ন ভূইফোঁড় সংগঠনে নাম ব্যহারের মাধ্যমে অশান্তি ও অস্বস্থিকর পরিবেশ সৃষ্টির অভিযোগ উঠেছে।

    বৃহস্পতিবার দুপুর (২ টায়) খাগড়াছড়ি শহরের প্লেংসা রেস্টুরেন্টে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে বলা হয়, প্রসিত খীসা’র নেতৃত্বাধীন ‘ইউপিডিএফ’ গত ১২ ডিসেম্বর বিভিন্ন এলাকার ইউপি চেয়ারম্যান-মেম্বার-হেডম্যান-কার্বারি এবং বিভিন্ন স্তরের পাহাড়িদের অজান্তে বিভিন্ন সংগঠনে নাম ব্যবহার করছেন।

    এতে এসব মানুষ পাহাড়ের চারভাগে বিভক্ত বিভিন্ন আঞ্চলিক সংগঠনের চাপে নিরাপত্তাহীনতায় ভুগছেন। ‘ভ্রাতৃঘাতী সংঘাত প্রতিরোধ কমিটি’ গঠনের নামে কারো কোন মতামত না নিয়ে কমিটি গঠন ও বিভিন্ন মিডিয়ায় তা প্রকাশের ফলে তাঁরা সামাজিক ও প্রশাসনিকভাবে ঝুঁকিতে পড়ছেন বলেও সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যক্তিবর্গ অভিযোগ তোলেন।

    সংবাদ সম্মেলনে উপস্থিত জনপ্রতিনিধি ও প্রথাগত নেতারা বলেন, পাহাড়ে শান্তির জন্য ভ্রাতিঘাতী সংঘাত বন্ধ হওয়া প্রয়োজন। কিন্তু সেটি প্রত্যন্ত এলাকার তৃণমূল জনপ্রতিনিধি ও প্রথাগত নেতাদের মাধ্যমে অসম্ভব। এজন্য প্রয়োজন তিন পার্বত্য জেলার সর্বোচ্চ পর্যায়ের গণমান্য বিশিষ্ঠ ব্যক্তিদের।

    প্রেস ব্রিফ্রিংয়ে উপস্থিত ছিলেন সাজেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অতুলাল লাল চাকমা, ইউপি মেম্বার পরিচয় চাকমা, হীরানন্দ ত্রিপুরা ও সুশীলা চাকমা, পাড়া পাড়া প্রধান বিশ্ব মনি চাকমা এবং ব্যবসায়ী খগেন্দ্র চাকমা।

    ২৪ ঘণ্টা/প্রদীপ চৌধুরী

  • খাগড়াছড়ি কারাগারে থাকা ইউপিডিএফ (মূল) নেতা পুলক চাকমা’র মৃত্যু

    খাগড়াছড়ি কারাগারে থাকা ইউপিডিএফ (মূল) নেতা পুলক চাকমা’র মৃত্যু

    খাগড়াছড়ি প্রতিনিধি:পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর মূল অংশের তরুণ নেতা পুলক জ্যোতি চাকমা খাগড়াছড়ি জেলে অন্তরীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

    গণতান্ত্রিক ‘ইউপিডিএফ’-এর প্রতিষ্ঠাতা সভাপতি তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা হত্যা মামলার আসামী পুলক জ্যোতি চাকমা বুধবার দুপুরে খাগড়াছড়ি জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালের নেয়ার পথে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

    খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পূর্ণ জীবন চাকমা জানান, খাগড়াছড়ি জেলা কারাগার থেকে এক কয়েদিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই মৃত্যু হওয়ায় কর্তব্যরত চিকিৎসক কোন চিকিৎসা দিতে পারেনি। কারা কর্তৃপক্ষ তার বুকে ব্যথা ছিল বলে জানিয়েছে। মৃত ব্যক্তির করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

    প্রসঙ্গত, ২০১৮ সালের ৩ মে রাঙ্গামাটির নানিয়াচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমা ও ৪ মে ইউপিডিএফ গণতান্তিকের প্রতিষ্ঠাতা সভাপতি তপন জ্যোতি চাকমাকে হত্যা মামলায় অভিযুক্ত হয়ে গ্রেফতার হয়ে কারাগারে ছিল খাগড়াছড়ির মহাজন পাড়া এলাকার চম্পা লাল চাকমার ছেলে পুলক জ্যোতি চাকমা। নিহত পুলক জ্যোতি চাকমা ইউপিডিএফ প্রসীত গ্রুপের সক্রিয় কর্মী ছিল।

    ২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ

  • খাগড়াছড়িতে চাঁদাবাজীর টাকাসহ ইউপিডিএফ’র চিফ কালেক্টর  আটক

    খাগড়াছড়িতে চাঁদাবাজীর টাকাসহ ইউপিডিএফ’র চিফ কালেক্টর আটক

    খাগড়াছড়ি প্রতিনিধি:- খাগড়াছড়ির দীঘিনালায় চাঁদাবাজির প্রায় ১২ লাখ টাকাসহ প্রসীত বিকাশ খীসা সমর্থিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) চিফ কালেক্টর আকাশ চাকমা ওরফে অ্যাকশন চাকমাকে (৩৮) আটক
    করেছে নিরাপত্তা বাহিনী।

    রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে বাবুছড়া মগ্য কার্বারিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় । এ সময় তার কাছ থেকে নগদ ১১লাখ ৮৪ হাজার ৫৪৫ টাকাসহ স্বর্ণালংকার উদ্ধার করা হয় ।

    আটক আকাশ চাকমা ওরফে অ্যাকশন চাকমা দীঘিনালার বাবুছড়ার নলেন্দু চাকমার ছেলে। তিনি ইউপিডিএফের বাঘাইহাট ( গংগারাম) এলাকার চিফ কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করতেন।

    নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, রোববার রাতে আকাশ চাকমা মোটরসাইকেল যোগে যাওয়ার সময় নিরাপত্তাবাহিনীর একটি টহল দল তাকে থামার জন্য সংকেত দেয়। এ সময় সংকেত উপেক্ষা করে আকাশ দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয় ।

    সোমবার (২৪ফেব্রুয়ারি) সকালের দিকে তাকে দিঘীনালা থানায় হস্তান্তর করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, আটক আকাশ চাকমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।