Tag: ইউপি সদস্য

  • ম্যাজিস্ট্রেটকে ঘুষের প্রস্তাব দিয়ে বরখাস্ত ইউপি সদস্য

    ম্যাজিস্ট্রেটকে ঘুষের প্রস্তাব দিয়ে বরখাস্ত ইউপি সদস্য

    সাতকানিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে। বরখাস্ত ইউপি সদস্যের নাম নাসির উদ্দিন। তিনি উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য।

    সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরা ইউপি সদস্য নাসির উদ্দিনকে চূড়ান্তভাবে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কয়েকদিনের মধ্যে ইউপি সদস্যের পদটি শূন্য ঘোষণাসংক্রান্ত নোটিস জারি করা হবে। প্রজ্ঞাপন ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৩ জানুয়ারি উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের পাশে জমি থেকে টপসয়েল কাটার সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরাফাত সিদ্দিকী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

    এ সময় ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নাসির উদ্দিন ম্যাজিস্ট্রেটকে প্রথমে ঘুষের প্রস্তাব দিয়ে তার আদালত পরিচালনায় বাধা দেন। তিনি ম্যাজিস্ট্রেটের বাসায় গিয়ে ঘুষ দিয়ে আসারও প্রস্তাব দেন।

    এরই পরিপ্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ৫ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ওই সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন করেন। একই দিন ইউএনও আবেদনটি জেলা প্রশাসক বরাবর পাঠান। পরে জেলা প্রশাসক ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ে সুপারিশ করেন।

  • মানিকছড়িতে ভিজিডি কার্ডের প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

    মানিকছড়িতে ভিজিডি কার্ডের প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

    খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ১নং মানিকছড়ি ইউনিয়নের দুস্থ ও অসহায় নারীদের ভিজিডির তালিকায় নাম দেওয়ার কথা বলে ইউপি সদস্যসহ এক গ্রাম সর্দারের বিরুদ্ধে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

    অভিযুক্ত ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম ১নং মানিকছড়ি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও একই এলাকার গ্রাম সর্দার মো. আমির হোসেন।

    অভিযোগ সূত্রে জানা যায়, গত ডিসেম্বর মাসের শুরুতে মো. শফিকুল ইসলাম ভিজিডির তালিকায় নাম অন্তর্ভুক্ত করার কথা বলে একই এলাকার গ্রাম সর্দার মো. আমির হোসেন কহিনূর বেগম’র কাছ থেকে ৩ হাজার টাকা চান। পরে তাঁকে ৩ হাজার টাকা, দুই কপি ছবি ও জাতীয় পরিচয়পত্র জমা দেন। কিন্তু ২১ ডিসেম্বর চূড়ান্ত তালিকায় কহিনূর বেগম’র নাম না থাকায় তিনি ক্ষুব্ধ হন।

    গতকাল রবিবার ৯ নম্বর ওয়ার্ডের রহমান নগর এলাকার অভিযোগকারী মোসা. শাহিদা বেগমের সঙ্গে কথা বলতে গেলে তিনি জানান, ভিজিডি কার্ড দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকেও ছবি, জাতীয় পরিচয়পত্রসহ ৩ হাজার টাকা নেন। পরে জানতে পারেন, তালিকায় তাঁর নামও নেই।

    একই ধরনের অভিযোগ করেন ঐ গ্রামের আরও বেশ কয়েকজন নারী। তবে তাঁরা এখনও লিখিত অভিযোগ করেননি। ঐ গ্রামের শারমিন আক্তার বলেন, বিগত সময়েও এ ওয়ার্ডের ইউপি সদস্য ও গ্রাম সর্দার মিলে বিভিন্ন সময়ে তাঁর লোকজন দিয়ে সরকারি সহায়তা প্রদানে অর্থ হাতিয়ে নিয়েছেন।

    এ ব্যাপারে গ্রাম সর্দার অভিযুক্ত আমির হোসেন’র কাছে জানতে চাইলে তিনি অর্থ আত্মসাতের কথা স্বীকার করে বলেন, স্থানীয় ইউনিয়ন সদস্য মো. শফিকুল ইসলাম’র যোগসাজস্যে ভুক্তভোগীদের কাছ থেকে ৩ হাজার টাকা করে নিয়ে ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম’র কাছে জমা দিয়েছেন। টাকা নিয়ে ভিজিডি কার্ড করে দেয়ারও আশ্বাস দেন ইউপি সদস্য। ভিজিডি কার্ড না হওয়ায় গত ২৮ ডিসেম্বর টাকা ফেরত দেয়ারও কথা ছিল। কিন্তু এখনও দেয়নি।

    তবে অভিযুক্ত ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই।

    সংশ্লিষ্ট ১নং মানিকছড়ি ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক জানান, ভিজিডি কার্ড করার জন্য কোনো টাকা নেওয়া হয়নি। যাঁরা তালিকাভুক্ত হয়েছেন তাদের কেউ এ ধরনের অভিযোগ করতে পারবেন না। কার্ড না পেয়ে এ ধরনের অভিযোগ অনেকে করতে পারেন।

    উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ জানান, সংশ্লিষ্ট ইউপি সদস্যের বিরুদ্ধে আনিত অভিযোগ তিনি স্বীকার করেছেন। ফলে তার সম্মানি ভাতা থেকে ভুক্তভোগী চারজনকে ৫ হাজার টাকা করে প্রদানের জন্য ইউপি চেয়ারম্যানকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/প্রদীপ

  • কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে জখম করলেন ইউপি সদস্য

    কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে জখম করলেন ইউপি সদস্য

    লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে ইউনিয়ন পরিষদ সদস্য মিজানুর রহমান। ঘটনাটি ঘটেছে লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নের ১নং ওয়ার্ডে।

    লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগের ভিত্তিতে জানা গেছে- চর লরেন্স ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান দীর্ঘদিন ধরে একই এলাকার প্রবাসী মোসলেহ উদ্দিনের স্ত্রী ছকিনা বেগমকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে সায় না পেয়ে মোটা অংকের টাকা চাঁদা দাবি করে মিজান। তাতেও চাঁদা না পেয়ে ও কুপ্রস্তবে ব্যর্থ হয়ে স্থানীয় চৌকিদার তাজুল ইসলামকে দিয়ে পাশের বাড়ির হাজী আলাউদ্দিনের গরুর খামারের কাজের ছেলে বেল্লালের সাথে মিথ্যা গুজব রটিয়ে ছকিনা বেগমকে রাত নয়টার দিকে নিয়ে বেদম মারধর করে ও বেঁধে রাখে। শারীরিক নির্যাতন করাসহ স্পর্শকাতর স্থানসমূহে অবর্ণনীয় বর্ববর নির্যাতন ও মারধোর করে। পরদিন ভোর বেলায় মামলা-মোকদ্দমা না করার শর্তে মিজান মেম্বার সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে বাঁধন খুলে দিলে স্থানীয়রা উদ্ধার করে আহত ও নির্যাতিত ছকিনা বেগমকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

    ইউপি সদস্য মিজানুর রহমানের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ও দাবীকৃত চাঁদা না পেয়ে মধ্যযুগীয় কায়দায় ওই নারীকে পেটানোর বিচার চেয়ে পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেন ওই নারী।

    ইউপি সদস্য মিজানুর রহমানের ভয়ে এলাকায় কেউ মুখ খোলার সাহস করে না। এমনকি নির্যাতিত ওই নারীও অভিযোগ দায়ের করে পালিয়ে বেড়াচ্ছেন বলে জানা গেছে। মিজানুর রহমান এতটাই কুপ্রভাব বিস্তারী করেন যে- মারধোর খেয়ে, বর্বর নির্যাতনের শিকার হয়েও বিচার প্রত্যাশা করা দূরে থাক ভয়ে মুখ খোলার সাহস করে না কেউ।

    অভিযোগের আলোকে মিজানুর রহমানের বাড়িতে গিয়ে ও মোবাইল ফোনে একাধিক কল করেও তার বক্তব্য নেয়া যায়নি।

    জেলা গোয়েন্দা সংস্থার ওসি ফজলুল করিম জানান- ওই নারী পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সে বিষয়ে ইউপি সদস্য মিজানকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাকে আটক বা গ্রেফতার করা হয়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

    অভিযোগ সূত্রে ও নির্যাতিত নারী জানান- শুক্রবার রাত ৯টার দিকে প্রবাসীর স্ত্রী তার বোনের বাড়ি থেকে মেয়েকে সঙ্গে নিয়ে নিজ বাড়ীর দিকে যাচ্ছিলেন। বাড়ির পাশের আলাউদ্দিনের প্রজেক্ট এর সামনে এলে পূর্বপরিকল্পিতভাবে ওঁৎপেতে থাকা লিটন ও কামালসহ কয়েকজন যুবক মিথ্যা অপবাদ দিয়ে ওই নারীর প্রতিরোধ করে। পরে স্থানীয় ইউপি সদস্য মিজান ও চৌকিদার তাজুল ইসলাম ঘটনাস্থলে তাৎক্ষণিক উপস্থিত হয়ে মিথ্যা অপবাদ দিয়ে বেদম প্রহার করেন ও সারারাত বেঁধে রাখেন।

    বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) লক্ষ্মীপুর জেলার সভাপতি শামসুল করিম খোকন উক্ত ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ও তীব্র নিন্দা জানান। একই সাথে কেনো নারী নির্যাতনকারী আসামীকে আটক বা গ্রেপ্তার দেখানো হলো না সে বিষয়ে বিস্ময় প্রকাশ করেন।

    কমলনগর উপজেলা বিএইচআরসির সাধারণ সম্পাদক সার্জেন্ট সোলায়মান চৌধুরী নারী নির্যাতন ও বেঁধে রাখার ঘটনায় প্রশাসনের সুদৃষ্টি কামনা করে তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

     

  • গোপালগঞ্জে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

    গোপালগঞ্জে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

    গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য হামিদুল শরীফ (৪০) সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।

    পুলিশ জানায়, শনিবার রাত ৮টার দিকে হামিদুল গোপীনাথপুর বাজার থেকে ভ্যানে করে বাড়ি যাওয়ার পথে গোপীনাথপুর স্কুলের সামনে পৌঁছালে সন্ত্রাসীরা তাকে খুব কাছ থেকে চারটি গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে গিয়ে নিহতের স্বজনদের সাথে কথা বলেছেন পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান।

    নিহত হামিদুল শেখ গোপীনাথপুর শরীফপাড়া এলাকার মৃত কালা শরীফের ছেলে।

    কি কারণে তাকে হত্যা করা হয়েছে এখনও এ বিষয়ে কিছু জানা যায়নি, পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

  • ফটিকছড়িতে ধর্ষণ চেষ্টা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

    ফটিকছড়িতে ধর্ষণ চেষ্টা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

    ফটিকছড়ি প্রতিনিধি : নারায়নহাট ইউপি সদস্য আবুল মনসুরকে এক নৃগোষ্ঠী মহিলাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

    গ্রেফতারকৃত আবুল মনসুর উক্ত ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায়
    তাকে গ্রেফতার করা হয়।

    অভিযোগকারী মহিলার নাম কসমতি ত্রিপুরা। সে নারায়নহাট ইউনিয়নের পশ্চিম চাঁন্দপুর হরিনমারা গ্রামের মৃত কর্ণরাম ত্রীপুরার মেয়ে।

    এ ব্যাপারে ভুজপুর থানার অফিসার মুহাম্মদ খায়ের বলেন, আবুল মনসুর নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকেলে তার বিরুদ্ধে কসমতি ত্রিপুরা নামের নৃগোষ্ঠীর একজন মহিলা তাকে ধর্ষন চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করে ভুজপুর থানায় একটি মামলা করে। অভিযোগ পেয়ে পুলিশ বুধবার রাতেই তাকে গ্রেফতার করে।

    জানতে চাইলে নারায়নহাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হারুন উর রশীদ বলেন, আবুল মনসুরকে গ্রেফতার করেছে বলে শুনেছি। তার বিরুদ্ধে আগেও এরকম অভিযোগ রয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর/জুনায়েদ

  • বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতন: ইউপি সদস্যসহ আরও ২ জন গ্রেফতার

    বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতন: ইউপি সদস্যসহ আরও ২ জন গ্রেফতার

    নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক নারীকে (৩৭) বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর ঘটনায় একলাশপুর ইউপির নয় নম্বর ওয়ার্ডের সদস্য সোহাগ মেম্বার ও সাজু (২১) কে গ্রেফতার করেছে পুলিশ।

    সোমবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে ইউপি সদস্যসহ আরও ২ জনকে গ্রেফতার করে।

    দেশব্যাপী আলোচিত সমালোচিত এই ঘটনার মূলহোতা দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার, মামলার প্রধান আসামি বাদলসহ পুলিশ এ পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছে।

    মঙ্গলবার বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • বিচারের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষিতাকে ফের ধর্ষণ করল ইউপি সদস্য

    বিচারের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষিতাকে ফের ধর্ষণ করল ইউপি সদস্য

    গাজীপুরের শ্রীপুরে ধর্ষণের বিচারের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে (২০) ফের ধর্ষণ করেছেন ইউপি সদস্য (মেম্বার)। উপজেলার নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

    এ ঘটনায় শ্রীপুর উপজেলার নয়াপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে পারভেজ আহম্মেদ (২৮) ও কাওরাইদ ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য (ইউপি মেম্বার) কলিম উদ্দিনকে (৪০) অভিযুক্ত করে শনিবার দুপুরে শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

    অভিযোগে জানা গেছে, নির্যাতিতা স্থানীয় একটি কারখানার পোশাক শ্রমিক।

    অভিযুক্ত পারভেজ আহম্মেদ পিকাপচালক। তার গাড়িতে যাতায়াতের সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ওই সম্পর্কের জেরে ১৮ জুলাই রাতে পারভেজ তরুণীকে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বাড়ি থেকে পালিয়ে যায়।

    অভিযুক্ত ইউপি সদস্য কলিম উদ্দিন পরদিন ১৯ জুলাই রাত আটটার দিকে ওই বাড়িতে যায়।

    তাকে তার প্রেমিক পারভেজের সাথে বিয়ের বন্দোবস্ত করে দেয়ার কথা বলে ওই তরুণীকে মোটরসাইকেলে করে তার বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে রাত আনুমানিক ১০টার দিকে শালবনের ভেতরে নিয়ে অভিযুক্ত ইউপি সদস্য কলিম উদ্দিন তরুণীকে ধর্ষণ করে ফেলে যায়। সেখান থেকে তার স্বজনেরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

    শ্রীপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মনিরুজ্জামান জানান, এ ঘটনায় শনিবার মামলা রুজু হয়েছে। প্রধান অভিযুক্ত পারভেজ আহম্মেদকে গ্রেপ্তার করা হয়েছে।

    অপর অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভিকটিমের শরীরিক পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে (শতামেক) পাঠানো হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইউপি সদস্যসহ দুই মাদক ব্যবসায়ী নিহত

    টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইউপি সদস্যসহ দুই মাদক ব্যবসায়ী নিহত

    কক্সবাজার জেলার টেকনাফের হ্নীলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে উখিয়ার এক ইউপি সদস্যসহ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

    শুক্রবার (২৪ জুলাই) ভোরে টেকনাফের হ্নীলা ওয়াব্রাং-এ সৌদি প্রবাসী নুর হোসেনের আকাশী গাছের বাগানে এ ঘটনা ঘটে।

    পুলিশ জানায়, তারা দুজনই শীর্ষ মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে। এ ঘটনায় ৫টি দেশীয় তৈরি এলজি, ইয়াবা বিক্রির ১০ লাখ নগদ টাকা, ১৭ রাউন্ড কার্তুজ, ১৩ রাউন্ড কার্তুজের খোসা এবং ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

    নিহতরা হলেন- উখিয়ার কুতুপালং এলাকার মৃত কালা মিয়ার ছেলে মৌলভী বখতিয়ার ওরফে বখতিয়ার উদ্দিন মেম্বার (৫৫) ও একই এলাকার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ইউছুপ আলীর ছেলে রোহিঙ্গা মো. তাহের (২৭)। নিহত বখতিয়ার মেম্বার উখিয়ার রাজাপালং ইউনিয়নের ইউপি সদস্য ছিলেন।

    এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ।

    পুলিশ জানায়, ওই দিন রাতে টেকনাফের হ্নীলা ওয়াব্রাং-এ অভিযান চালিয়ে স্থানীয় বাসিন্ধা মো. ইউনুছকে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক করে। তার স্বীকারোক্তিতে পুলিশ উখিয়া কুতুপালং ই ব্লকে রোহিঙ্গা মো. তাহেরকে আটক করেন।

    শুক্রবার ভোরে তাদেরকে নিয়ে মিয়ানমার থেকে আনা হ্নীলার ওয়াব্রাংয়ে আকাশী গাছের বাগানে ইয়াবা ও অস্ত্র উদ্ধারে গেলে তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে।

    এসময় কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এতে আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুড়ে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ীদের উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজারে প্রেরণ করেন এবং সেখানকার চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

    এ বিষয়ে ওসি প্রদীপ কুমার দাশ বলেন, মাদক বিরোধী অভিযানে ইউপি সদস্যসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে ইয়াবা, অস্ত্রসহ গুলি উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ঠাকুরগাঁওয়ে দুই শিশু নির্যাতনকারী ইউপি সদস্যসহ গ্রেফতার ২

    ঠাকুরগাঁওয়ে দুই শিশু নির্যাতনকারী ইউপি সদস্যসহ গ্রেফতার ২

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনগাঁও গ্রামে মোবাইল চুরির অভিযোগ তুলে সালিশ বৈঠকে দুই শিশুকে বর্বর নির্যাতন করার অভিযোগে  ইউপি সদস্য জহিরুল ইসলাম ও তার সহযোগী জিয়াবুল ইসলামকে গ্রেফতার করেছে আইনশৃংখলা বাহিনী।

    রবিবার (১৪ জুন) সকালে পীরগঞ্জ এলাকা থেকে সেনগাঁও ইউনিয়নের ওয়ার্ড সদস্য জহিরুল ইসলামকে গ্রেফতার করে র‍্যাব ১৩।

    এর আগের দিন ১৩ জুন (শনিবার বিকালে) ইউপি সদস্য জহিরুলের সহযোগী জিয়াবুল ইসলাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

    পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

    শিশু নির্যাতনের ঘটনায় পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউপি সদস্যসহ ৭ জনের বিরুদ্ধে গত ৫ জুন মামলা দায়ের করে শিশু সুমনের মা শরিফা খাতুন।

    মামলার ৭ দিন পর সংবাদ প্রকাশ হলে নড়ে চড়ে বসে প্রশাসন। মামলার ৮ দিন পর দুই আসামীকে গ্রেফতার করা হয়।

    ২৪ ঘণ্টা/এম আর/গৌতম

  • সীতাকুণ্ডের ভাটিয়ারীতে গাউছিয়া কমিটিকে পিপিই দিল ইউপি সদস্য

    সীতাকুণ্ডের ভাটিয়ারীতে গাউছিয়া কমিটিকে পিপিই দিল ইউপি সদস্য

    সীতাকুণ্ড প্রতিনিধি:ভাটিয়ারীতে মৃত ব্যক্তির দাফনের জন্য গাউছিয়া কমিটিকে পিপিই দিল ইউপি সদস্য সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য আলমগীর হোসেন মাসুম ও ৭ নং ওয়ার্ড সদস্য মঈন উদ্দিনের পক্ষ থেকে মৃত ব্যক্তির দাফন কাফনের কাজে ব্যবহারের জন্য গাউছিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী শাখাকে ১০টি পিপিই প্রদান করা হয়েছে।

    আজ শনিবার (১৩ জুন) সকালেে উক্ত পিপিই প্রদানকালে উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন। গাউছিয়া কমিটির পক্ষে পিপিই গ্রহণ করেন মামুনুর রশিদ, মোহাম্মদ নুরউদ্দিন, আলহাজ্ব মাওলানা মাহমুদুল হাসান।

    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক এম,সেকান্দার হোসেন, মামুনুর রশিদ মামুন, ইউপি সদস্য আলমগীর হোসেন মাসুম, মঈন উদ্দিন, কাজী আবুল বসর, মোহাম্মদ আলমগীর প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু

  • ভাটিয়ারীতে ইউপি সদস্যের নিজ উদ্যেগে পুকুর ঘাটে ছাউনি নির্মাণ

    ভাটিয়ারীতে ইউপি সদস্যের নিজ উদ্যেগে পুকুর ঘাটে ছাউনি নির্মাণ

    সীতাকুণ্ড প্রতিনিধি:সীতাকুণ্ডের ভাটিয়ারীতে নিজ উদ্যেগে
    গ্রামবাসীর সুবিধার্ধে পুকুর ঘাটে ছাউনি নির্মাণ করে দিয়েছেন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মাসুম।

    তিনি এর আগেও করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া গ্রামের গরীব-অসহায় মানুষদেরকে নিজ উদ্যেগে বিভিন্ন রকমের ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

    শুক্রবার উক্ত তৈরী ছাউনী উদ্বোধনের সময় মোনাজাত পরিচালনা করেন নেছারিয়া কামিল মাদ্রাসার প্রধান মুফতি ড.কামাল উদ্দিন আল আযহারী।

    এসময় উপস্থিত ছিলেন, ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন, সাংবাদিক এম.সেকান্দর হোসাইন, উত্তর জেলা যুবলীগের অর্থ সম্পাদক খোরশেদ আলম,মামুনুর রশিদ মামুন,গিয়াস উদ্দিন প্রমুখ।

    এ সময় ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন বলেন, গ্রামের পুকুরটিতে জলঘাট নির্মান হওয়ার পর থেকে গ্রামের মানুষ যাতে রোদ, বৃষ্টি থেকে পরিত্রান পেতে পারেন এমন চিন্তা থেকেই ছাউনীটি নির্মাণ করা হয়েছে। বর্তমানে ইমামনগর গ্রামে একটি পাবলিক টয়লেট এর প্রয়োজন রয়েছে সেটিও পযার্য়ক্রমে করা হবে।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু

  • ত্রাণ আত্মসাৎ-এর অভিযোগে ৭ ইউপি চেয়ারম্যান ও ৩ সদস্য বরখাস্ত

    ত্রাণ আত্মসাৎ-এর অভিযোগে ৭ ইউপি চেয়ারম্যান ও ৩ সদস্য বরখাস্ত

    ত্রাণ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগে আরও ৭ জন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও ৩ জন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

    আজ বৃহষ্পতিবার স্থানীয় সরকার বিভাগ হতে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

    এ নিয়ে মোট ৩৫ জন জনপ্রতিনিধিকে বরখাস্ত করা হলো। তাদের মধ্যে ১৫ জন ইউপি চেয়ারম্যান, ১৯ জন ইউপি সদস্য এবং ১ জন জেলা পরিষদ সদস্য।

    সাময়িক বরখাস্তকৃত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা হলো: বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউপি’র মোঃ নূরে আলম বেপারী, ভোলা জেলার সদর উপজেলার রাজাপুর ইউপি’র মোঃ মিজানুর রহমান খান, পটুয়াখালী জেলার সদর উপজেলার কমলাপুর ইউপি’র মোঃ মনির রহমান মৃধা, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউপি’র শাহ আল শফি আনসারী, রাজবাড়ী জেলার পাংশা উপজেলার যশাই ইউপি’র মোঃ সিদ্দিকুর রহমান মন্ডল, নড়াইল জেলার কালিয়া উপজেলার পেড়লী ইউপি’র জারজিদ মোল্লা এবং কালিয়া উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান আলাউদ্দিন চৌধুরী।

    এছাড়াও সাময়িক বরখাস্তকৃত ইউনিয়ন পরিষদ সদস্যরা হলো: নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউপি’র ৮ নং ওয়ার্ডের মোঃ রফিকুল ইসলাম, পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গলাচিপা ইউপি’র ২ নং ওয়ার্ডের সদস্য মহিউদ্দিন সোহেল এবং একই উপজেলার কেশবপুর ইউপি’র সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ লিপি বেগম।

    উল্লেখিত চেয়ারম্যান ও সদস্যগণ কর্তৃক সংঘটিত অপরাধ মূলক কার্যক্রম জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী তাদের স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়।

    একইসময় পৃথক পৃথক কারণ দর্শানো নোটিশে কেন তাদেরকে চূড়ান্তভাবে তাদের পদ থেকে অপসারণ করা হবে না তার জবাব পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণের জন্য অনুরোধ করা হয়।

    ২৪ ঘণ্টা/এম আর