Tag: ইউপি সদস্যের ভাইয়ের মৃত্যু

  • সীতাকুণ্ডে করোনা উপসর্গে ইউপি সদস্যের ভাইয়ের মৃত্যু

    সীতাকুণ্ডে করোনা উপসর্গে ইউপি সদস্যের ভাইয়ের মৃত্যু

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাটে করোনার উপসর্গ নিয়ে আবদুর রহিম (৩০) নামের যুবকের মৃত্যু হয়েছে।

    শুক্রবার (২৪ জুলাই) বিকালে নগরীর ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    রহিম উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নিজাম উদ্দিনের ছোট ভাই এবং খাদিমপাড়া গ্রামের আলহাজ ইসমাইল সওদাগরের ছেলে।

    জানা জায়, কিছুদিন আগে আবদুর রহিম ও ইউপি সদস্য নিজাম উদ্দিন তারা দুই জ্বর-সর্দি ও শ্বাসকষ্টে আক্রান্ত হন। ৬ জুলাই সকালে ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন অসুস্থ দু’জনকে ভাটিয়ারীর বিজয় স্মরণী হাসপাতালের অস্থায়ী আইসোলেশনে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে পরীক্ষা করে দুই জনের অবস্থা গুরুতর দেখে তাদেরকে নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেকে) হাসপাতালে পাঠিয়ে দেন। পরে তারা নগরীর ম্যাক্স হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় আবদুর রহিম শুক্রবার মারা যান। এর এক সাপ্তহ আগে ইউপি সদস্য নিজাম উদ্দিন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেন।

    মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন এবং ইউপি সদস্য নিজাম উদ্দিন।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু