Tag: ইউপি সদস্য বরখাস্ত

  • ম্যাজিস্ট্রেটকে ঘুষের প্রস্তাব দিয়ে বরখাস্ত ইউপি সদস্য

    ম্যাজিস্ট্রেটকে ঘুষের প্রস্তাব দিয়ে বরখাস্ত ইউপি সদস্য

    সাতকানিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে। বরখাস্ত ইউপি সদস্যের নাম নাসির উদ্দিন। তিনি উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য।

    সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরা ইউপি সদস্য নাসির উদ্দিনকে চূড়ান্তভাবে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কয়েকদিনের মধ্যে ইউপি সদস্যের পদটি শূন্য ঘোষণাসংক্রান্ত নোটিস জারি করা হবে। প্রজ্ঞাপন ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৩ জানুয়ারি উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের পাশে জমি থেকে টপসয়েল কাটার সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরাফাত সিদ্দিকী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

    এ সময় ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নাসির উদ্দিন ম্যাজিস্ট্রেটকে প্রথমে ঘুষের প্রস্তাব দিয়ে তার আদালত পরিচালনায় বাধা দেন। তিনি ম্যাজিস্ট্রেটের বাসায় গিয়ে ঘুষ দিয়ে আসারও প্রস্তাব দেন।

    এরই পরিপ্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ৫ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ওই সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন করেন। একই দিন ইউএনও আবেদনটি জেলা প্রশাসক বরাবর পাঠান। পরে জেলা প্রশাসক ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ে সুপারিশ করেন।

  • বালিয়াডাঙ্গীতে নারী ইউপি সদস্য বরখাস্ত

    বালিয়াডাঙ্গীতে নারী ইউপি সদস্য বরখাস্ত

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় হতদরিদ্রের জন্য ওএমএস ও ভিজিডির বরাদ্দকৃত সরকারি চাল চুরির ঘটনায় ৪ নং বড় পলাশবাড়ী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য কুলসুম বেগমসহ ৬ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

    সোমবার (১৮ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধূরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।

    প্রজ্ঞাপনে বলা হয়, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৪ নং বড় পলাশবাড়ী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য কুলসুম বেগম এর বিরুদ্ধে সরকারি চাল আত্মসাত ও মজুদ রাখার অভিযোগের প্রেক্ষিতে তাকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ (১) অনুযায়ী তার স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো। এ আদেশ জনস্বার্থে জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে।

    প্রসঙ্গত, গত ৯ এপ্রিল ভোরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৪ নং বড় পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের নারী সদস্য কুলসুম বেগমের কুসলডাঙ্গী বাজারস্থ গুদামে চাল মজুদ করার সময় স্থানীয় লোকজন দেখে ফেলে তারা ইউএনওকে খবর দেন।

    ইউএনও পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে একটি নসিমন থেকে ৬৮ বস্তা ওএসএসের চাল নামিয়ে গুদামজাত করার সময় হাতেনাতে ধরে ফেলেন। একই ধরনের ৫৬২ বস্তা চাল ওই গুদামে পাওয়া যায়। এসময় ইউএনও গুদাম সিলগালা করেন। এই গুদামে কুলসুমের স্বামী আমিরুল চালের ব্যবসা করেন। পরে সিলগালাকৃত গুদামগুলোতে অভিযান চালিয়ে আরও ২৫৯ বস্তা একই ধরনের চালের বস্তা আটক করা হয়।

    এ ঘটনায় পরদিন ১০ এপ্রিল ৬ জন অভিযুক্তের নাম উল্লেখ করে বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা দায়ের করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (ফুড অফিসার) নিখিল চন্দ্র বর্মণ।

    অভিযুক্তরা হলেন- নসিমন চালক পান্না কউসার, হাস্কিং মিলের মালিক আমিরুল ইসলাম, ইউপি সদস্য কুলসুম বেগম, সামিরুল ইসলাম, আব্দুর রশিদ, আমিরুল ইসলামের ভাই জামিরুল ইসলাম।

    ২৪ ঘণ্টা/এম আর/গৌতম