Tag: ইউরোপ

  • ইংল্যান্ড বাদে সব দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ: পররাষ্ট্রমন্ত্রী

    ইংল্যান্ড বাদে সব দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ: পররাষ্ট্রমন্ত্রী

    ইউরোপসহ যেসব দেশে অতিরিক্ত মাত্রায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে সেসব দেশের জন্য ৩১ মার্চ পর্যন্ত সব ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে ইংল্যান্ডের ফ্লাইট বহাল থাকবে বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। আগামীকাল মধ্যরাত থেকে ফ্লাইট বন্ধের বিষয়টি কার্যকর হবে।

    তিনি আরো জানিয়েছেন, বিদেশ ফেরতদের দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টাইন বাধ্যতামূলক।
    এছাড়া আগামী দুই সপ্তাহ করোনা আক্রান্ত সকল দেশ থেকে অন অ্যারাইভাল ভিসা বন্ধও বন্ধ রাখা হবে বলেও তিনি জানিয়েছেন। শনিবার (১৪ মার্চ) রাতে এ তথ্য জানিয়েছেন তিনি।

    এদিকে, ইতালি ফেরত ১৪২ জনকে আশকোনার হজ ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। করোনার কোনো উপসর্গ না পাওয়ায় ১৪২ জনকেই নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখা হবে। এছাড়া ৫৯ জনকে গাজীপুরে নেয়া হবে। তাদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

    এর আগে পরিবার, স্বজন সর্বোপরি দেশের মানুষের স্বার্থে বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ জানানো হলেও সদ্য ইতালির রোম থেকে ফেরা ১৪২ জন সরকারি নির্দেশনা মেনে চলতে অস্বীকৃতি জানায়। পরীক্ষা নিরীক্ষার জন্য তাদের আশকোনা হজ ক্যাম্পে নেয়া হলে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এক পর্যায়ে তাদের নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় সেনাসদস্য।

    পরে তাদের প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কিন্তু কারো শরীরে করোনার লক্ষ্যণ ধরা না পড়ায় তাদর নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নেয় আইইডিসিআর।