Tag: ইকোনমিকস এন্ড ব্যাংকিং ডে

  • আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইকোনমিকস এন্ড ব্যাংকিং ডে উৎযাপন

    আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইকোনমিকস এন্ড ব্যাংকিং ডে উৎযাপন

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : আন্তর্জাতিক ইসলামাী বিশ্ববিদ্যালয়ে ইবি ডে উৎযাপিত হয়েছে। ইকোনমিকস এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের আয়োজনে শনিবার (৪ জানুয়ারী) সীতাকু- উপজেলার কুমিরাস্থ ক্যাম্পাসে উক্ত ইবি ডে অনুষ্ঠিত হয়।

    ১৫ টি ব্যাচের প্রায় ৭শ জন ছাত্র-ছাত্রী ইবি ডে তে অংশ নেয়। ক্যাম্পাসজুড়ে সাবেক আর বর্তমান মেলবন্ধনে নতুন এক উল্লাসে মেতেছিলো ইকোনমিকস এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের পরিবার। চোখ ধাঁধানো আলোকসজ্জা, ব্যানার ফেস্টুনে বর্ণীল ছিলো ক্যাম্পাস চত্ত্বর। সকালে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি গোটা ক্যাম্পাস ঘুরে শেষ হয়।ইকোনমিকস এন্ড ব্যাংকিং ডে উৎযাপন ২

    শোভাযাত্রা শেষে দিনভর ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, নিজ নিজ ফ্যাকাল্টি আর হলে হলে নিজেদের রুমে যাওয়াসহ দিনভর চলে স্মৃতিচারণ, আড্ডা।

    স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস প্রফেসর ড.মো. আলী আজাদী। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌ., ট্রেজারার প্রফেসর ড. আব্দুল হামিদ, ডিপার্টমেন্ট এডভাইজার প্রফেসর ড.মো. সাইফুল ইসলাম।

    পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইকোনমিকস এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান ড. মোঃ শরিফুল হক।