Tag: ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

  • আ’লীগের সংসদীয় বোর্ডের সদস্য হলেন ইঞ্জি. মোশাররফ হোসেন

    আ’লীগের সংসদীয় বোর্ডের সদস্য হলেন ইঞ্জি. মোশাররফ হোসেন

    বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে দলের সংসদীয় বোর্ডের সদস্য পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

    রবিবার (১৯ মার্চ) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তাঁর ওপর অর্পিত ক্ষমতাবলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সদস্য পদে মনোনয়ন প্রদান করেছেন।

  • নিজামের পরামর্শে আমরা অনেক উন্নয়ন কাজ করেছি: ইঞ্জি. মোশাররফ

    নিজামের পরামর্শে আমরা অনেক উন্নয়ন কাজ করেছি: ইঞ্জি. মোশাররফ

    মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:::‘মরহুম সাংবাদিক নিজাম আমার খুব কাছের ছিলো। এলাকার নানা উন্নয়নের পরামর্শ নিয়ে সে আমার কাছে আসতো। তার পরামর্শ নিয়ে আমরা মিরসরাইয়ের অনেক উন্নয়ন কাজ করেছি।’ শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মিরসরাই উপজেলা অডিটোরিয়ামে মিরসরাইয়ের সাংবাদিকতার বাতিঘরখ্যাত মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মরহুম সাংবাদিক মুহাম্মদ নিজাম উদ্দিনের নাগরিক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মিরসরাইয়ের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

    এসময় তিনি আরো বলেন, ‘সাংবাদিক নিজামের সাথে আমার অনেক স্মৃতি আছে। তার স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি এবং তার বিদেহি আত্মার মাগফেরাত কামনা করছি। আমি সবসময় তার পরিবারের পাশে থাকবো।’

    ৮০’র দশকে মিরসরাইয়ের স্থানীয় সাংবাদিকতার পুরোধা নিজাম উদ্দিনের নাগরিক শোক সভায় সভাপতিত্ব করেন মিরসরাই উপজেলা নাগরিক কমিটির চেয়ারম্যান অধ্যাপক নুরুল আফছার, স্বাগত বক্তব্য রাখেন মহাসচিব এনায়েত হোসেন নয়ন। প্রধান সমন্বয়কারী এনায়েত হোসেন মিঠু ও যুগ্ম মহাসচিব আশরাফ উদ্দিনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর চট্টগ্রাম ব্যুরো প্রধান কলিম সরওয়ার। বিশেষ অথিথি হিসেবে বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, বিজিএমইএ এর পরিচালক লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য আজহার মাহমুদ, সমাজসেবক স্বপন চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের গ্রন্থাগার সম্পাদক আহমেদ কুতুব, নাগরিক কমিটির কো চেয়ারম্যান সাংবাদিক শারফুদ্দীন কাশ্মীর, জাফর উদ্দিন, পার্টেক্স গ্রুপের নির্বাহী পরিচালক নুরুন নবী আজাদ, মজহারুল হক উচ্চ বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক হেদায়েত উল্যা চৌধুরী, নাগরিক কমিটির যুগ্ম মহাসচিব সাংবাদিক নুরুল আলম, বিপুল দাশ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু প্রমুখ।

    ওইদিন সকাল ১১টা থেকে শুরু হওয়া নাগরিক শোক সভায় শোক বহিতে মন্তব্য ও স্বাক্ষর, কালো ব্যাচ ধারণ ছাড়া মরহুম সাংবাদিক নিজাম উদ্দিনের বর্ণাঢ্য জীবনের ওপর নির্মিত প্রমাণ্য চিত্র প্রদর্শন করা হয়। যা প্রযোজনা করে মিরসরাই উপজেলা নাগরিক কমিটি।

  • করোনামুক্ত হলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

    করোনামুক্ত হলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

    চট্টগ্রাম ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসের আগ্রাসন থেকে মুক্ত হয়েছেন সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

    টানা তৃতীয়বারের মত নমুনা পরীক্ষার ফলাফলে পজেটিভ রিপোর্ট এলেও বৃহস্পতিবার (৫ নভেম্বর) ৪র্থবারের মতো তার নমুনা নেয় সিএমএইচ কর্তৃপক্ষ।

    চতুর্থ দফায় রিটেস্টের ফলাফলে তার করোনা নেগেটিভ আসে। করোনার সাথে ২৮ দিন লড়াই করে আজ শুক্রবার (৬ নভেম্বর) অবশেষে করোনামুক্ত হলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রবীণ এই নেতা।

    স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নিজেই করোনা জয়ের তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের এপিএস মোহাম্মদ নুর খান জানান, বর্তমানে তার শারিরীক অবস্থা ভাল আছে। আজ হাসপাতাল থেকে ছাড়া পেলেও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি কয়েকদিন ঢাকার বাসায় কোয়ারেন্টিনে থাকবেন।

    গত ৮ অক্টোবর স্যারের করোনা পজিটিভ আসে। ওইদিন রাতেই চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। পরদিন প্রধানমন্ত্রীর দফতরের নির্দেশে তাকে ঢাকায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। ৯ অক্টোবর থেকে ওই হাসপাতালেই তিনি চিকিৎসাধীন ছিলেন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • মাদার্শা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ইঞ্জিনিয়ার মোশাররফের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

    মাদার্শা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ইঞ্জিনিয়ার মোশাররফের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

    চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে চট্টলা আওয়ামী রাজনীতির অভিভাবক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সফল মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম পি ও বেগম মোশাররফ হোসেনের দ্রুত আরোগ্য কামনায় আজ শুক্রবার বাদে আসর হযরত আকবর শাহ জামে মসজিদ প্রাঙ্গণে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

    এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক (প্রস্তাবিত কমিটির) সিডিএর বোর্ড সদস্য জসিম উদ্দিন শাহ্, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোহাম্মদ জাফর আহম্মদ, ইউছুপ সরোয়ার, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ডাক্তার নুরুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ চেয়ারম্যান, সাধারণ সম্পাদক সেলিম মাষ্টার, সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মিয়াজি,সাবেক সহ সভাপতি নুরুল আমিন, সাবেক সহ সভাপতি জয়নাল আবেদীন বাহাদুর, কেন্দ্রীয় যুবলীগের সদস্য রাশেদ খান মেনন, মোহাম্মদ সেলিম, সাবেক ছাত্র নেতা মোহাম্মদ ইলিয়াস, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মুস্তাফা কামাল, মোহাম্মদ আজম, যুবলীগ নেতা মোহাম্মদ নাজিম উদ্দীন,৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আবছার, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক ছাত্র নেতা মোহাম্মদ শরিফ, মোহাম্মদ ইলিয়াস,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলী শাহ্, যুবলীগ নেতা জামির উদ্দিন, সাবেক ছাত্র নেতা আমিনুল ইসলাম মুন্না,মোহাম্মদ ফারুক, হাবিবুর রহমান,স্বেচ্ছাসেবকলীগ নেতা শামসুল আলম, মোহাম্মদ রোবেল,থানা ছাত্রলীগের সহ সম্পাদক মোজাম্মেল হোসেন, সদস্য মহিউদ্দিন, ইউনিয়ন শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি তানভীর শাহ্, সাংগঠনিক সম্পাদক সাইফুল, মনির শাহ্ মোহাম্মদ কায়েস,উমর ফারুক ইমন,রকি,জনি শাহ্ প্রমুখ।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে হাসপাতালে দেখতে গেলেন সাংসদ ফজলে করিম চৌধুরী

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে হাসপাতালে দেখতে গেলেন সাংসদ ফজলে করিম চৌধুরী

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : করোনায় আক্রান্ত বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (এম.পি) কে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে দেখতে গেলেন রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এম পি।

    এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা যুবলীগের সভাপতি ও রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য জমির উদ্দিন পারভেজ।

    মঙ্গলবার (১৩ অক্টোবর) সাংসদ ফজলে করিম চৌধুরী সামরিক হাসপাতালে গিয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের চিকিৎসার খোঁজ খবর নেন এবং তাঁঁর সুস্থতা কামনা করেন।

    ২৪ ঘণ্টা/রিহাম/নেজাম

  • ইঞ্জিনিয়ার মোশাররফের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

    ইঞ্জিনিয়ার মোশাররফের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

    বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ও তাঁর স্ত্রীর রোগমুক্তি কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (১২ অক্টোবর) বনজুর রেস্টুরেন্টের পরিচালক অপারেশন আক্কাছ উদ্দিন এ দোয়ার আয়োজন করেন।

    তিনি বলেন, চট্টগ্রামের আওয়ামী রাজনীতির অভিভাবক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বরাবরই মাননীয় প্রধানমন্ত্রীর আস্থাভাজন। ৭ বারের নির্বাচিত সংসদ সদস্য ছাড়াও কয়েক দফায় বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে সফলতার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

    তিনি আরও বলেন, এই করোনাকালীণ সময়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে থেকে নিরলস কাজ করেছেন।

    এতে উপস্থিত ছিলেন, খাগরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ডঃ খুরশেদ আলম, শাহজাহান, বেলাল, আবু বক্কর, ছাত্রলীগ নেতা রাছিব, সোহেল, আরিফ, হাসান, মিনহাজ সহ ছাত্রলীগ-যুবলীগের কর্মীগণ এবং এলাকার মান্য গন্য ব্যক্তিবর্গ।

    মুনাজাত করেন মাওলানা শফিকুল্লাহ মাহমুদ।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের এবার স্ত্রীরও করোনা পজেটিভ

    সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের এবার স্ত্রীরও করোনা পজেটিভ

    চট্টগ্রাম ডেস্ক : প্রাণঘাতী করোনার নমুনা পরীক্ষার পর এবার পজেটিভ রিপোর্ট আসে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের স্ত্রী আয়েশা সুলতানার। 

    সোমবার (১২ অক্টোবর) করোনা টেস্টে করার পর একই দিন রাতে প্রকাশিত ফলাফলে তার করোনা সংক্রমণ ধরা পড়ে।

    বর্তমানে তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং সুস্থ আছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে মাহবুবুর রহমান রুহেল।

    স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ৮ অক্টোবর আমার আব্বার করোনা শনাক্ত হওয়ার পর আজ সোমবার (১২ অক্টোবর) আমার আম্মার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।

    আম্মা এখন চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন এবং আল্লাহ পাকের অসীম কৃপায় ভালো আছেন। সবার প্রতি আমার আব্বা-আম্মার জন্য দোয়ার আর্জি থাকলো।

    দয়া করে সবাই করোনা প্রতিরোধে সচেতন হোন এবং করোনা বিস্তার রোধে সর্বোচ্চ মনোযোগ দিন, যেমন শারীরিক দূরত্ব বজায় রাখা, নিয়মিত হাত ধোয়া, মাস্ক পরা ইত্যাদি| আমরা সচেতন থাকলে করোনা ভাইরাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে জয়ী হবো ইনশাআল্লাহ।

    উল্লেখ্য, বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বিআইটিআইডি ল্যাবে নমুনা পরীক্ষা শেষে রাত ১০টায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

    ওদিন রাতেই চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পরের দিন প্রধানমন্ত্রীর পরামর্শে চট্টগ্রাম থেকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচে) পাঠানো হয় তাঁকে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ইঞ্জিনিয়ার মোশাররফ। বর্তমানে শারীরিক অবস্থা ভালো বলেই তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

    করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

    আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি করোনা আক্রান্ত হয়েছেন।

    গতকাল বৃহস্পতিবার (৮ ‌অক্টোবর) সকালে তিনি নমুনা প্রদান করেন এবং রাতেই তাঁর করোনা পজিটিভ নিশ্চিত হয়।

    করোনা পজিটিভ হওয়ার পর ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে নগরীর পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    তাঁর শারীরিক কোনো সমস্যা নেই এবং সবকিছু স্বাভাবিক রয়েছে বলে চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে ব্যক্তিগত সহকারী নুর খান জানিয়েছেন।

    তিনি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • মিরসরাইয়ে ১২ হাজার পরিবারকে খাদ্য সহায়তার ঘোষণা এমপি মোশাররফের

    মিরসরাইয়ে ১২ হাজার পরিবারকে খাদ্য সহায়তার ঘোষণা এমপি মোশাররফের

    আশরাফ উদ্দিন মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:::
    করোনাভাইরাসের প্রাদুর্ভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে কর্মহীন হয়ে পড়া অসহায়দের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

    আগামী ২২ এপ্রিল প্রথম ধাপে প্রতি ইউনিয়নে ২শ ৭৫ জন এবং ১৫ রমজানে দ্বিতীয় ধাপে পুনরায় প্রতি ইউনিয়নে ২শ ৭৫ জন করে পুরো উপজেলায় সর্ব মোট ১২ হাজার পরিবারকে এ খাদ্য সহায়তা দেওয়া হবে।

    বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী।

    তিনি বলেন, ‘মিরসরাইবাসীর কল্যাণে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন অক্লান্ত শ্রম দিয়ে যাচ্ছেন। মিরসরাইবাসীর কর্মসংস্থানের পাশাপাশি এখন তিনি সবার জন্য খাদ্য নিশ্চিত করার কাজ করছেন। উপজেলার কোনো লোক যাতে অনাহারে না থাকেন সেজন্য উনার ব্যক্তিগত পক্ষ থেকে মিরসরাইয়ে ৫০ লাখ টাকার খাদ্য সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।’

    তিনি আরও বলেন, ‘২ ধাপে প্রায় ১২ হাজার পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা দেওয়া হবে। যেখানে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, ছোলা, মুড়ি, খেজুর, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার থাকবে। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং উনার ছেলে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রুহেল এ খাদ্য সহায়তা দেওয়ার সময় উপস্থিত থাকবেন।’

    উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া। তিনি বলেন, ‘করোনার কারণে কর্মহীন হয়ে পড়া ও সমাজের অসহায় দুস্থদের মাঝে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এরইমধ্যে ২ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। সরকারি সহায়তার পাশাপাশি উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার মেয়র, চেয়ারম্যান এবং ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগের উদ্যোগেও খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।’

  • চিকিৎসার জন্য অর্থ সাহায্য শেখ হাসিনার অনন্য উদ্যোগ

    চিকিৎসার জন্য অর্থ সাহায্য শেখ হাসিনার অনন্য উদ্যোগ

    মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক উপজেলার ১৮টি নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে নগদ ১৭ হাজার ৫০০ টাকা অনুদানের চেক বিতরণ করা হয়।

    আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

    এসময় বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের হাতে ২০১৮-১৯ অর্থবছরে এককালীন অনুদানের চেক তুলে দেন প্রধান অতিথি। মিরসরাইয়ের উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন, ভাইস চেয়ারম্যান মো. আলাউদ্দিন ও ইসমত আরা ফেন্সি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রওশন আরা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।

    এসময় ক্যান্সার, কিডনী, লিভার সেরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের মাঝে ২৬ জনকে ৫০ হাজার করে ১৩ লাখ টাকা এককালীন অনুদান এবং প্রতিবন্ধী ৭২ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়।

    প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এসময় বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন গুলোকে মাদকের বিরুদ্ধে জনগনকে সচেতন করতে হবে। জনগন সচেতন হলেই মাদকমুক্ত সমাজ গঠন সহজ হবে।

    তিনি বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন গুলোকে বৃক্ষরোপনে এগিয়ে আসতে হবে। প্রয়োজনে বৃক্ষরোপনে তিনি অর্থায়ন করবেন বলে জানান। চিকিৎসার জন্য দেওয়া অর্থ সম্পর্কে বলেন, এগুলো শেখ হাসিনার অনন্য উদ্যোগ।

    বিভিন্ন ধরনের ভাতা চালু করে শেখ হাসিনা অসহায় মানুষের দুর্দশা লাঘবের চেষ্টা করে যাচ্ছেন। তিনি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

    ২৪ ঘন্টা/আশরাফ/রাজীব..