Tag: ইটভাটায়

  • ফটিকছড়িতে অবৈধ ইটভাটায় ভ্রামমান আদালতের অভিযান, জরিমানা

    ফটিকছড়িতে অবৈধ ইটভাটায় ভ্রামমান আদালতের অভিযান, জরিমানা

    ২৪ ঘন্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়িতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রামমান আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

    আজ ২৩ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলার পাইন্দং ইউনিয়নে অবস্থিত জনতা ব্রিক ফিল্ডে এই অভিযান পরিচালিত হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৫(১) ধারায় ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। আদায়কৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।

    ভ্রামমান আদালত অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জানে আলম। এ সময় ফটিকছড়ি থানা পুলিশের এস আই জালাল আহম্মদের নেতৃত্বে একটি টিম ও উপজেলা ভূমি অফিসের নাজির আবু তাহেরসহ অন্যান্যরা ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট জানে আলম ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, উপজেলা প্রশাসনের পক্ষে সকল ধরনের অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।