খেলা শুরুর সময় ভারতীয় সময় দুপুর ১টায়। কিন্তু ইডেন গার্ডেন্সের সামনে ভিড় শুরু সেই সকাল থেকেই। পিঙ্ক টেস্ট বলে কথা! এই উপমহাদেশের টেস্ট ক্রিকেটে গোলাপি বলে এটাই প্রথম কোনো ম্যাচ। সেই অভিষেকের সাক্ষী হতে এতো ভিড়।
কলকাতায় এই ম্যাচ দেখতে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জাতীয় সঙ্গীতের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুজনে মিলে একসঙ্গে ইডেনে ঘণ্টা বাজিয়ে খেলা শুরুর ঘোষণা দেন।
বহুল আলোচিত ইডেনের এই পিঙ্ক টেস্টে টসে জিতেছে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে। ইডেনের তাজা উইকেটে গোলাপি বলে আগে ব্যাটিং করাটা সত্যিকার অর্থেই সাহসী সিদ্ধান্ত। ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার কারণ ব্যাখ্যায় বাংলাদেশ অধিনায়ক মুমিনুল জানাচ্ছিলেন-‘উইকেট দেখে আমার মনে হচ্ছে এটা শুকনো এবং বেশ শক্ত। তাই আগে ব্যাটিংয়ের সিদ্ধান্তটা আমার কাছে সঠিক মনে হয়েছে। এই টেস্টে দলে দুটি বদল এনেছে বাংলাদেশ। তৃতীয় পেসার হিসেবে আল আমিন খেলতে নামছেন তাইজুলের জায়গায়। আর স্পিনার নাঈম হাসান খেলছেন মেহেদি হাসান মিরাজের স্থলে।
যথারীতি এই টেস্টেও একাদশে জায়গা হয়নি মুস্তাফিজুর রহমানের। ভারত তাদের একাদশে কোনো বদল আনেনি। ইন্দোরের জয়ী দল নিয়েই খেলছে তারা।
আগের দিন ইডেনের উইকেট যেরকম সবুজ দেখাচ্ছিল ম্যাচ ডে’তে সেই চেহারায় কিছুটা বদল মিলল। সবুজ আছে তবে অতোটা না। ভারত অধিনায়ক বিরাট কোহলিও জানান-‘এই উইকেটে টসে জিতলে তিনিও আগে ব্যাটিংই বেছে নিতেন। উইকেটে কিছুটা ঘাস আছে। তবে ব্যাট করার জন্য উইকেট বেশ শক্ত। শুরুতে এই উইকেট ভাঙার কোনো সম্ভাবনা নেই। দেখা যাক এখানে আগে বোলিং করতে হচ্ছে আমাদের। পিঙ্ক বলে শুরুর ১৫ ওভারে বোলারদের জন্য অনেক কিছুই করার থাকে। দেখি সেই সুযোগটা এখন আমাদের কাজে লাগাতে হবে। দক্ষতা দেখাতে হবে। এই বলের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়ও থাকছে। পিঙ্ক বলের গতি খুব বেশি। দ্রুত ছুটে। ফিল্ডিংয়ে দক্ষতা প্রদর্শনের একটা ব্যাপার আছে। আমরা প্রথমবারের মতো এই বলে খেলতে নেমেছি। একটা ভালো উদাহরণ তৈরি করতে চাই প্রথম ম্যাচেই।’
দুই ম্যাচের সিরিজে ভারত ইন্দোরে ইনিংস ও ১৩০ রানে জিতে এগিয়ে আছে।
বাংলাদেশ দল:
ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস (উইকেটকিপার), নাঈম হাসান, আল আমিন, এবাদত হোসেন ও আবু জায়েদ রাহী
ভারত দল:
রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, মোহাম্মদ শামি ও ইশান্ত শর্মা।