Tag: ইডেন গার্ডেন

  • ইডেনে গোলাপি বলের টেস্ট শুরুর ঘণ্টা বাজালেন হাসিনা-মমতা

    ইডেনে গোলাপি বলের টেস্ট শুরুর ঘণ্টা বাজালেন হাসিনা-মমতা

    খেলা শুরুর সময় ভারতীয় সময় দুপুর ১টায়। কিন্তু ইডেন গার্ডেন্সের সামনে ভিড় শুরু সেই সকাল থেকেই। পিঙ্ক টেস্ট বলে কথা! এই উপমহাদেশের টেস্ট ক্রিকেটে গোলাপি বলে এটাই প্রথম কোনো ম্যাচ। সেই অভিষেকের সাক্ষী হতে এতো ভিড়।

    কলকাতায় এই ম্যাচ দেখতে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জাতীয় সঙ্গীতের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুজনে মিলে একসঙ্গে ইডেনে ঘণ্টা বাজিয়ে খেলা শুরুর ঘোষণা দেন।

    বহুল আলোচিত ইডেনের এই পিঙ্ক টেস্টে টসে জিতেছে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে। ইডেনের তাজা উইকেটে গোলাপি বলে আগে ব্যাটিং করাটা সত্যিকার অর্থেই সাহসী সিদ্ধান্ত। ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার কারণ ব্যাখ্যায় বাংলাদেশ অধিনায়ক মুমিনুল জানাচ্ছিলেন-‘উইকেট দেখে আমার মনে হচ্ছে এটা শুকনো এবং বেশ শক্ত। তাই আগে ব্যাটিংয়ের সিদ্ধান্তটা আমার কাছে সঠিক মনে হয়েছে। এই টেস্টে দলে দুটি বদল এনেছে বাংলাদেশ। তৃতীয় পেসার হিসেবে আল আমিন খেলতে নামছেন তাইজুলের জায়গায়। আর স্পিনার নাঈম হাসান খেলছেন মেহেদি হাসান মিরাজের স্থলে।

    যথারীতি এই টেস্টেও একাদশে জায়গা হয়নি মুস্তাফিজুর রহমানের। ভারত তাদের একাদশে কোনো বদল আনেনি। ইন্দোরের জয়ী দল নিয়েই খেলছে তারা।

    আগের দিন ইডেনের উইকেট যেরকম সবুজ দেখাচ্ছিল ম্যাচ ডে’তে সেই চেহারায় কিছুটা বদল মিলল। সবুজ আছে তবে অতোটা না। ভারত অধিনায়ক বিরাট কোহলিও জানান-‘এই উইকেটে টসে জিতলে তিনিও আগে ব্যাটিংই বেছে নিতেন। উইকেটে কিছুটা ঘাস আছে। তবে ব্যাট করার জন্য উইকেট বেশ শক্ত। শুরুতে এই উইকেট ভাঙার কোনো সম্ভাবনা নেই। দেখা যাক এখানে আগে বোলিং করতে হচ্ছে আমাদের। পিঙ্ক বলে শুরুর ১৫ ওভারে বোলারদের জন্য অনেক কিছুই করার থাকে। দেখি সেই সুযোগটা এখন আমাদের কাজে লাগাতে হবে। দক্ষতা দেখাতে হবে। এই বলের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়ও থাকছে। পিঙ্ক বলের গতি খুব বেশি। দ্রুত ছুটে। ফিল্ডিংয়ে দক্ষতা প্রদর্শনের একটা ব্যাপার আছে। আমরা প্রথমবারের মতো এই বলে খেলতে নেমেছি। একটা ভালো উদাহরণ তৈরি করতে চাই প্রথম ম্যাচেই।’

    দুই ম্যাচের সিরিজে ভারত ইন্দোরে ইনিংস ও ১৩০ রানে জিতে এগিয়ে আছে।

    বাংলাদেশ দল:

    ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস (উইকেটকিপার), নাঈম হাসান, আল আমিন, এবাদত হোসেন ও আবু জায়েদ রাহী

    ভারত দল:

    রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, মোহাম্মদ শামি ও ইশান্ত শর্মা।

  • ইডেনে খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে শেখ হাসিনাকে মোদির চিঠি

    ইডেনে খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে শেখ হাসিনাকে মোদির চিঠি

    কলকাতার ইডেন গার্ডেনে আগামী ২২ নভেম্বর শুরু হতে যাওয়া বাংলাদেশ-ভারতের দ্বিতীয় টেস্ট ম্যাচে অতিথি হওয়ার আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    বুধবার (১৩ নভেম্বর) রাতে শেখ হাসিনাকে এ চিঠি দেন মোদি।

    বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, টেস্ট ম্যাচ শুরুর দিন ২২ নভেম্বর সকালে কলকাতায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইডেন গার্ডেনে প্রথম দিনের খেলায় অতিথি হিসেবে থেকে তিনি সন্ধ্যায় চলে আসবেন। তবে এ সফরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে।

  • প্রধানমন্ত্রীর জন্য সৌরভের ৫০ পদের ভোজ

    প্রধানমন্ত্রীর জন্য সৌরভের ৫০ পদের ভোজ

    বাংলাদেশ-ভারত কলকাতার ইডেন গার্ডেনে প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট খেলতে নামবে। আগামী ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে ফ্লাড লাইটের আলোতে বাংলাদেশ-ভারত এর সিরিজের শেষ টেস্ট ম্যাচ। ঐতিহাসিক এই টেস্ট ম্যাচকে নিয়ে জাকজমকপূর্ণ আয়োজন করবে বিসিসিআই নতুুন সভাপতি সৌরভ গাঙ্গুলি। যেখানে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আর তাইতো হরেকরকম ভোজের আয়োজন করবে বিসিসিআই এর সভাপতি দাদাগিরির দাদা সৌরভ গাঙ্গুলী।

    বাংলাদেশের প্রধানমন্ত্রীর আয়োজনকে বর্ণাঢ্য ও স্মরণীয় করে রাখতে ইডেন টেস্টের প্রথমদিন রাজকীয় মধ্যাহ্নভোজ আয়োজন করতে যাচ্ছে সিএবি। ম্যাচের প্রথমদিন টসের আগে থেকে শুরু করে কয়েক ঘণ্টা ইডেনে উপস্থিত থাকার কথা রয়েছে শেখ হাসিনার। আর এ সময়ের মাঝেই প্রায় ৫০ পদের রাজকীয় মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হবে তার জন্য।

    কী থাকবে সেই মধ্যাহ্নভোজে? ভারতীয় দৈনিক এই সময়ের প্রতিবেদন মতে, গঙ্গার ইলিশ, পাবদা সর্ষে, ভেটকি পাতুরি, ডাব চিংড়ি- মাছের এই পদগুলো ছাড়াও দুই বাংলার প্রথামাফিক সবরকম জনপ্রিয় পদই থাকবে অতিথি আপ্যায়নে। যার মধ্যে থাকছে শুক্তো, আলু পোস্ত, ফুলকপির রোস্ট, ছানার ডালনাসহ অন্তত ৫০’র বেশি পদ।

    এছাড়া ভাত, রুটি, পোলাও, পায়েস, চাটনির মতো পদগুলি তো থাকছেই। যেসব অতিথির মাছ পছন্দ নয়, তাদের জন্য থাকবে মুরগি ও খাসির হরেকরকম পদ। মঙ্গলবার সিএবি কর্তাদের সঙ্গে এ নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে শহরের এক পাঁচ তারকা হোটেলের। মধ্যাহ্নভোজের চূড়ান্ত মেন্যু অবশ্য ঠিক করবেন বিসিসিআইয়ের নতুন সভাপতি ও সিএবির সাবেক প্রধান সৌরভ গাঙ্গুলি।

    শুধু মধ্যাহ্নভোজ দিয়েই থামছে না শেখ হাসিনাকে আপ্যায়নের আয়োজন। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উপহার দেয়ার জন্য আন্তর্জাতিক মানের বিশেষ পোশাক প্রস্তুতকারককে দিয়ে ডিজাইনার শাড়ি ও শাল বানাচ্ছে সিএবি। এছাড়া বাংলার ঐতিহ্য মেনে রাজ্য সরকারের পক্ষ থেকেও দেওয়া হবে বিশ্ব বাংলার নানা উপহার।

  • ইডেনে বেল বাজাবেন প্রধানমন্ত্রী,প্রথম টেস্টের সবাই আমন্ত্রিত

    ইডেনে বেল বাজাবেন প্রধানমন্ত্রী,প্রথম টেস্টের সবাই আমন্ত্রিত

    ভারত-বাংলাদেশ ইডেন টেস্ট নিয়ে বেশ উৎসাহ কলকাতায়। নভেম্বর বাংলাদেশ দল ভারত সফরে যাওয়ার কথা। ক্রিকেটারদের ধর্মঘটের কারণে সেই সফর শঙ্কায় পড়লেও ভারত বাংলাদেশের সফর নিয়ে বেশ আশাবাদী।

    শেষ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দল ভারত সফরে গেলে কলকাতায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ঐতিহাসিক মুহূর্তের অবতারণ হবে। ২২ নভেম্বর কলকাতায় শুরু হবে স্বাগতিক ভারত ও সফরকারী বাংলাদেশের মধ্যকার ইডেন টেস্ট। ঐ টেস্টে উপস্থিত থাকার কথা রয়েছে দুই দেশের প্রধানমন্ত্রীর।

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকার বিষয়টি অনেকটাই নিশ্চিত। আমন্ত্রণ করা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও।

    ইডেনে দুই দলের প্রথম টেস্টে ভেন্যুটির ঐতিহাসিক বেল বাজিয়ে ম্যাচ শুরু করবেন শেখ হাসিনা। নরেন্দ্র মোদি ছাড়াও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শেখ হাসিনার সাথে থাকার কথা রয়েছে।

    ২০০০ সালের নভেম্বরে বাংলাদেশ নিজেদের প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল ভারতের বিপক্ষে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সেই ম্যাচে অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলি, দলের নেতা হিসেবে যা ছিল তার প্রথম টেস্ট।

    সৌরভ কদিন আগেই ছিলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) প্রধান, এখন আবার তিনি ভারত ক্রিকেটের অভিভাবক তথা বিসিসিআইয়ের প্রেসিডেন্ট। ইডেন টেস্ট স্মরণীয় করে রাখতে তার চেষ্টার কমতি নেই। টেস্ট অধিনায়ক হিসেবে সৌরভের অভিষেক ম্যাচে অর্থাৎ বাংলাদেশ-ভারতের ইতিহাসের প্রথম টেস্টে বাংলাদেশের হয়ে যারা খেলেছিলেন, তাদেরও আমন্ত্রণ জানানো হবে ইডেন টেস্টে।

    ইডেন টেস্ট শুরুর দিন শেখ হাসিনাকে সংবর্ধনা জানাবে সিএবি। এছাড়া সম্মাননা জানানো হবে বাংলাদেশের প্রথম টেস্টের সদস্যদেরও, যারা সম্মানিত অতিথি হিসেবে ভারতের মাটিতে টাইগারদের ইতিহাসের তৃতীয় টেস্ট ম্যাচে উপস্থিত থাকবেন।