Tag: ইতিহাস কলংকিত

  • পাকবাহিনীর দোসররা বুদ্ধিজীবীদের হত্যা করে ইতিহাস কলংকিত করেছে-হাসিনা মহিউদ্দিন

    পাকবাহিনীর দোসররা বুদ্ধিজীবীদের হত্যা করে ইতিহাস কলংকিত করেছে-হাসিনা মহিউদ্দিন

    ২৪ ঘন্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক : শহীদ বুদ্ধিজীবী দিবসে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেছেন মুক্তিযুদ্ধের বিজয়ের ঊষালগ্নে বাঙালি জাতিরসত্ত্বার মানবসম্পদ বুদ্ধিজীবীদের হত্যা করে ইতিহাসের একটি কলংকিত অধ্যায় রচনা করেছে।

    পৃথিবীতে এরকম কোন মানবতাবিরোধী ঘটানর নজির নেই। তাই যারা এই অপকর্ম করেছে তাদের বিরুদ্ধে আমাদের ঘৃণা ও দহন কখনো শেষ হবে না।

    শনিবার ১৪ ডিসেম্বর সকালে নগরীর ষোলশহরস্থ বাসভবনে বুদ্ধিজীবীদের স্মরণে নগর মহিলা লীগ আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

    এসময় তিনি আরো বলেন, আমাদের সন্তানদের শহীদ বুদ্ধিজীবী দিবস সম্পর্কে সঠিক তথ্য জানিয়ে তাদের মধ্যেও ঘৃণা সৃষ্টি করতে হবে। এই ঘৃণার মধ্যদিয়ে নতুন প্রজন্ম পরিশুদ্ধ হবে।

    নগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর নীলু নাগের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি মমতাজ খান, যুগ্ম সাধারণ সম্পাদক মালেকা চৌধুরী, হাসিনা আকতার টুনু, হুরে আরা বিউটি, লায়লা আক্তার এটলী, শারমিন ফারুক, আয়েশা আলম, ফাতেমা আকতার, ঝর্ণা বড়ুয়া, আয়েশা আক্তার পান্না, ইশরাত জাহান, মনোয়ারা বাহাদুর, আয়েশা ছিদ্দিকা, জেনিফার, শিরীন আক্তার শিল্পী, আফরিন জাহান, মনিষা, কান্তা ইসলাম, আফরোজা খানম, আফরিন জাহান, নাসিমা বেগম, শাহীন ফেরদৌস, শবনম ফেরদৌস, সোনিয়া কবির, শিল্পী বড়ুয়া প্রমুখ।

    সংক্ষিপ্ত স্মরণ সভা শেষে শহীদ বু্িদ্ধজীবী দিবসে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।