Tag: ইত্যাদি

  • পানির ওপরে এবারের ইত্যাদি

    পানির ওপরে এবারের ইত্যাদি

    দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে পদ্মা-মেঘনা-ধলেশ্বরী-ইছামতি নদী বিধৌত মুন্সীগঞ্জে। মঞ্চ নির্মাণ করা হয়েছে ইছামতি নদীর তীরে ঐতিহ্যবাহী প্রত্ন নিদর্শন ইদ্রাকপুর কেল্লার সামনে পুকুরের মাঝখানে।

    কেল্লার আদলে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন ভাসমান মঞ্চ। দূর থেকে দেখে মনে হচ্ছিল কেল্লার সামনে আরেকটি ভাসমান কেল্লা। অনুষ্ঠানটি ধারণ করা হয় হয়েছে গত ১৪ জুলাই।

    জানা গেছে, ইত্যাদির এবারের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন মুন্সীগঞ্জের সন্তান জনপ্রিয় সংগীত শিল্পী তাহসান খান। একটি গান পরিবেশন করেছেন তিনি। গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। আমাদের লোকগানের সম্রাট আবদুল আলীমের গাওয়া একটি গান নতুন সংগীতায়োজনে গেয়েছেন সৈকত শিশু জাহিদ, বাদশা আর শাহজাহান। গানটির সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ। রয়েছে মুন্সীগঞ্জ জেলাকে নিয়ে একটি পরিচিতিমূলক গানের সঙ্গে স্থানীয় প্রায় শতাধিক নৃত্যশিল্পীর নাচ। পদ্মাপাড়ে ধারণকৃত গানটির কথা লিখেছেন কবির বকুল ও সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদি, কণ্ঠ দিয়েছে পুলক ও তানজিনা রুমা।

    নির্বাচিত দর্শকদের সঙ্গে অংশগ্রহণ করেছেন পূর্ব প্রজন্মের শিল্পী ফেরদৌস ওয়াহিদ এবং বর্তমান প্রজন্মের শিল্পী বালাম। যাদের বাড়িও মুন্সীগঞ্জে। নির্বাচিত দর্শক এবং আমন্ত্রিত শিল্পীদ্বয় গেয়েছেন ফেরদৌস ওয়াহিদের একটি জনপ্রিয় গানসহ তার প্রয়াত ৪ বন্ধু আজম খান, ফিরোজ সাঁই, ফকির আলমগীর এবং পিলু মমতাজের একটি করে জনপ্রিয় গানের অংশবিশেষ।

    এবারের অনুষ্ঠানে নিরাপদ খাদ্য সম্পর্কে সবার সচেতনতা বাড়াতে একটি ছোট্ট নাটিকা করা হয়। এতে অভিনয় করেছেন অভিনয় তারকা মীর সাব্বির, শাহেদ আলী ও শামীম আহমেদ।

    রয়েছে মুন্সীগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, বিভিন্ন প্রত্ননিদর্শন এবং কীর্তিমান ব্যক্তিদের উপর তথ্যভিত্তিক প্রতিবেদন। রয়েছে মুন্সীগঞ্জের ঐতিহ্যে পরিণত হওয়া টিনের ঘর নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন। বরগুনা জেলার তালতলী উপজেলার একটি গ্রামের ৪ বোনের জীবন চিত্র তুলে ধরা হয়েছে। এছাড়াও মুন্সীগঞ্জ মঞ্চে যথারীতি সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে রয়েছে নানি-নাতির কথার মাতামাতি।

    ইত্যাদির এই পর্বটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে আগামী ২৮ জুলাই শুক্রবার-রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

  • ঈদের ইত্যাদি আজ

    ঈদের ইত্যাদি আজ

    প্রতি বছরের মত এবারো ঈদের বিনোদনে দর্শকদের বাড়তি আনন্দ দেয়ার চেষ্টা নিয়ে আসছে তিন দশকের নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি।

    এবার ঈদের ‘ইত্যাদি’ ধারণ করা হয়েছে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। যা বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার করা হবে আজ রাত রাত ৮টার বাংলা সংবাদের পর।

    বিশেষ এই পর্ব শুরু করা হয়েছে- ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ এ গানটি দিয়ে।

    রয়েছে একটি দেশাত্মবোধক গান। এতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন। গানের চিত্রায়ণে সাবিনা ইয়াসমিনের সাথে অংশ নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল এবং বাংলাদেশ নারী ক্রিকেট দল।

    ‘পতাকার লাল সূর্যটা মাগো, প্রতিটি হৃদয়ে জ্বেলে দাও’ শিরোনামে গানটির কথা লিখেছেন গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, সুর ও সংগীত পরিচালনা করেছেন তরুণ সুরকার আকাশ মাহমুদ।

    এবারের ইত্যাদিতে নৃত্যেও বৈচিত্র্য এনেছেন হানিফ সংকেত। ত্রিমাত্রিক নাচটি পরিবেশন করেন নৃত্যজুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা।

    ছন্দে ছন্দে একটি ব্যতিক্রমী আড্ডার আলোচনায় অংশগ্রহণ করেছেন অভিনয় তারকা শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, মীর সাব্বির ও শাহরিয়ার নাজিম জয়।

    তিনজন অভিনয় তারকা আজমেরী হক বাঁধন, সাবিলা নূর ও নাজিফা তুষিকে দিয়ে তিনটি ভিন্ন ভিন্ন বিষয়ে অভিনয় করানো হয়।

    মিউজিক্যাল ড্রামায় দেখা যাবে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে তিনটি ভিন্ন মিউজিক্যাল ড্রামা। রিচি সোলায়মানকে দীর্ঘদিন পর এ পর্বের মাধ্যমে দর্শকরা দেখতে পাবেন।

    ছোটবেলায় ‘আদর্শলিপি’ কিংবা ‘বাল্যশিক্ষা’য় পড়া কিছু নীতিবাক্য নিয়ে তৈরি করা হয়েছে দলীয় সংগীত। এ পর্বে অংশগ্রহণ করেছেন অভিনেতা মাহফুজ আহমেদ এবং চিত্রনায়িকা বুবলী।

    ইত্যাদিতে বিদেশি নাগরিকদের দিয়েও আমাদের লোকজ সংস্কৃতি, বিভিন্ন গ্রামীণ খেলাধুলা, ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরা হচ্ছে। নির্বাচিত চারজন দর্শকের মুখোমুখি হয়েছেন অভিনেতা জাহিদ হাসান। রয়েছে নাতি আর নানিও।

    ইত্যাদির শিল্প নিদের্শনা করেছেন মুকিমূল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী ছিলেন রানা সরকার ও মামুন মোহাম্মদ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

  • এবার ইত্যাদি ফেনীতে

    এবার ইত্যাদি ফেনীতে

    বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। অনুষ্ঠানটি পছন্দ করেন না এমন দর্শক খুঁজে পাওয়া দুষ্কর। প্রতি পর্বেই যেন নতুন চমক নিয়ে হাজির হন জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত।

    এবারের অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে দেশের ইতিহাসসমৃদ্ধ জেলা ফেনীতে। মঞ্চ নির্মাণ করা হয়েছে দেশের প্রাচীনতম বিদ্যালয় ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে।

    ইত্যাদির নতুন পর্বে আধুনিক ও ফোক গান থাকবে। কবির বকুলের কথা ও সুরে গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই এবং ডলি সায়ন্তনী। গানটির সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ। সেই সঙ্গে রয়েছে ফেনী জেলা নিয়ে একটি পরিচিতিমূলক গানের সঙ্গে স্থানীয় নৃত্যশিল্পীদের নাচ। মনিরুজ্জামান পলাশের কথায় সুর করেছেন হানিফ সংকেত এবং গানটি যৌথভাবে গেয়েছেন তানজিনা রুমা, পুলক ও রিয়াদ। এর সংগীতায়োজন করেছেন মেহেদি এবং নৃত্য পরিচালনা করেছেন মনিরুল ইসলাম।

    নতুন পর্বে থাকছে ফেনীর প্রচারবিমুখ সমাজকর্মী মঞ্জিলা আক্তারের ওপর একটি বিশেষ প্রতিবেদন। যিনি অসহায় মানুষদেরকে নিয়ে কাজ করেন। তাদের সহায়তা দেওয়ার জন্য প্রতিষ্ঠা করেছেন মানবিক ও সামাজিক সংগঠন ‘সহায়’। পাশাপাশি বিদেশি প্রতিবেদন পর্বে দেখা যাবে যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের রচেস্টার শহরে অবস্থিত মেয়ো ক্লিনিক নিয়ে আরেকটি প্রতিবেদন।

    অনুষ্ঠানটির নানান আয়োজনের পাশাপাশি এবারো থাকবে দর্শকপর্ব। এই পড়বে নির্বাচিতরা নিজেদের আঞ্চলিক ভাষায় একটি নাট্যাংশে অভিনয় করেন। সেই সঙ্গে দর্শকদের হাতে পুরস্কার তুলে দেন অভিনেত্রী ও ফেনীর কন্যা শমী কায়সার।

    এ ছাড়া প্রতি পর্বের মতো এবারও থাকছে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে নানি-নাতি পর্ব। ইত্যাদির ধারণ উপলক্ষে রীতিমতো উৎসবের আমেজ ছিল ফেনীতে। অনুষ্ঠানটির ধারণ পর্বে সহযোগিতা করেন জেলা প্রশাসন ও ফেনী পৌরসভা। তাদের সহযোগিতায় ধারণ কার্য চলে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত। গেল শনিবার (১৭ ডিসেম্বর) অনুষ্ঠানটি ধারণ করা হয়।

    প্রসঙ্গত, শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত আটটার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ইত্যাদি। এটি রচনা, পরিচালনা ও উপস্থাপনায় বরাবরের মতো থাকবেন হানিফ সংকেত। আর এটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

  • আজ বিটিভিতে ঈদের ইত্যাদি

    আজ বিটিভিতে ঈদের ইত্যাদি

    কয়েক যুগ ধরে দর্শকদের কাছে আলাদা স্থান দখল করে আছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। আর ঈদের ইত্যাদিতে তো আলাদা চমক থাকে।

    জনপ্রিয় এই ম্যাগাজিন অনুষ্ঠানটি আজ বাংলাদেশ টেলিভিশনে রাত আটটার বাংলা সংবাদের পর প্রচার হবে।

    নানা চমক নিয়ে এবারের ঈদ ইত্যাদি সাজিয়েছেন জনপ্রিয় নির্মাতা হানিফ সংকেত। এবারের পর্ব ধারণ করা হয়েছে মিরপুর শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে।

    বরাবরের মতো এবারও ‘ইত্যাদি’ শুরু হয়েছে ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’ এ গানটি দিয়ে। থাকছে দেশাত্মবোধক গান, গেয়েছেন বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনসহ পাঁচ সংগীত তারকা। বাকিরা হলেন—রবি চৌধুরী, শুভ্রদেব, এস আই টুটুল ও বাপ্পা মজুমদার।
    গানটি লিখেছেন খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীত পরিচালনা করেছেন মেহেদী।

    বাড়তি চমক হিসেবে থাকছে বিদেশে ঈদের খাবার এবং গ্রিস প্রবাসী কয়েকজন কৃষিকর্মীর প্রবাসের ঈদের অনুভূতি নিয়ে প্রতিবেদন। এ ছাড়া ঈদকে ঘিরে ডজনখানেক বিদ্রূপাত্মক রসালো নাট্যাংশ রয়েছে এবারের পর্বে।

    সুরে সুরে গানের গল্পে ফেরদৌস তারিনের অভিনয়ের মাধ্যমে উঠে এসেছে এক দম্পতির তিন সময়ের ঈদের কথা।

    দলীয় সংগীত পর্বে অংশগ্রহণ করেছেন তারকা জুটি সিয়াম আহমেদ ও পূজা চেরি।

    ব্যতিক্রমী উপকরণের মাধ্যমে নির্বাচিত ছয় জন দর্শকের মুখোমুখি হয়েছেন অভিনয় তারকা অপূর্ব ও পূর্ণিমা।

    ঈদ ইত্যাদির এই আয়োজনে অংশ নিয়েছেন -সোলায়মান খোকা, জিয়াউল হাসান কিসলু, শবনম পারভীন, বড়দা মিঠু, আফজাল শরীফ, সুভাশিষ ভৌমিক, জিল্লুর রহমান, আমিন আজাদ, কামাল বায়েজিদ, জিয়াউল হক পলাশ, সাব্বির আহমেদ, নাদিয়া আফরিন মিম, বিলু বড়ুয়া, জামিল হোসেন, সজল, সাজ্জাদ সাজু, মতিউর রহমান, জাহিদ শিকদার, নাফা, সঞ্জীব আহমেদ, আবু হেনা রনি, তারিক স্বপন, নজরুল ইসলাম, রতন খান, নিপু, সাবরিনা নিসা, সুবর্ণা মজুমদার, সঞ্জয় রাজ, সিলভিয়া, রবিন চৌধুরী, তিন্নি গ্লোরিয়া, মনজুর আলম, বেলাল আহমেদ মুরাদ ও আরো অনেকে।

    ইত্যাদির শিল্প নিদের্শনা দিয়েছেন মুকিমূল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী হিসাবে ছিলেন রানা সরকার ও মামুন মোহাম্মদ।

    ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

  • আজ বিটিভিতে ইত্যাদি

    আজ বিটিভিতে ইত্যাদি

    হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় বিটিভিতে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’।

    গত ১৬ নভেম্বর বান্দরবান শহরের প্রাণকেন্দ্রে টাইগার পাহাড়ের চূড়ায় অবস্থিত পর্যটনকেন্দ্র নীলাচলে ধারণ করা হয় এবারের ইত্যাদি।

    গত কয়েক বছর ধরে দেশের ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা স্থানগুলোয় নির্মাণ করা হচ্ছে এই জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠানটি। সেই ধারাবাহিকতায় এবারের পর্বের জন্য পাহাড়ি জেলা বান্দরবানের নীলাচলকে নির্বাচন করা হয়।

    আয়োজকরা জানান, এই পর্বে থাকছে বান্দরবানের ঐতিহ্য ও দর্শনীয় স্থানগুলো নিয়ে তথ্যভিত্তিক প্রতিবেদন, আঁখি আলমগীর ও মারমা গানের শিল্পী মান মান সিংয়ের দ্বৈত গান, ১১টি নৃগোষ্ঠী ও বাঙালি শিল্পীদের সম্মিলিত নাচ, দর্শক পর্ব এবং সমসাময়িক বিভিন্ন ঘটনা নিয়ে বেশ কিছু সরস নাট্যাংশ। এ ছাড়াও থাকছে আরও বেশ কিছু আয়োজন।

    এক ঝাঁক শিল্পীর অংশগ্রহণে এবার ইত্যাদি দর্শকের মাঝে অন্যরকম আনন্দ দেবে। ফাগুন অডিও ভিশনের নির্মাণে ইত্যাদির স্পন্সর কেয়া কসমেটিকস লিমিটেড।

  • আজ বিটিভিতে প্রচারিত হবে ‘ইত্যাদি’

    আজ বিটিভিতে প্রচারিত হবে ‘ইত্যাদি’

    বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় টিভি ম্যাগাজিন অনুষ্ঠানের নাম ‘ইত্যাদি’। ১৯৮৯ সালে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) এটির প্রচার শুরু হয়। সেই থেকে তিন মাস পর পর বিটিভিতে প্রচারিত হচ্ছে কৌতুকাশ্রয়ী ব্যাঙ্গাত্মক এই অনুষ্ঠানটি।

    সেই ধারাবাহিকতায় ‘ইত্যাদি’র এবারের পর্বটি প্রচার হবে আজ শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর। একযোগে দেখা যাবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে।

    শুরু থেকেই ‘ইত্যাদি’ অনুষ্ঠানটি রচনা ও পরিচালনা করেন হানিফ সংকেত। তার মালিকানাধীন ফাগুন অডিও ভিশনের প্রযোজনায় প্রতিবারই দেশের নানা ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ এলাকায় এই অনুষ্ঠানের মঞ্চ তৈরি ও দৃশ্যধারণ করা হয়। তুলে ধরা হয় সেসব এলাকার শিক্ষা, সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও গ্রামীণ সংস্কৃতি।

    সেই ধারাবাহিকতায় এবারের ইত্যাদির মঞ্চ তৈরি ও দৃশ্যধারণ করা হয় ভাটির দেশ কিশোরগঞ্জের মিঠামইনে। রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ির সামনে তৈরি হয় মঞ্চ। নৈসর্গিক সৌন্দর্যের নান্দনিক দৃশ্যাবলিতে সাজানো হাওড়ের মাঝখানে দ্বীপের মতো ভেসে থাকা জায়গাটি ‘হামিদ পল্লী’ হিসেবে পরিচিত। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সঙ্গতি রেখে তৈরি করা হয় মঞ্চ। শুটিংও হয় সেভাবে।

    এবারের ‘ইত্যাদি’তে কিশোরগঞ্জের হাওড় অঞ্চলের জীবন-জীবিকা, প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরে পানিতে ও ডাঙায় শতাধিক নৌকা রেখে নির্মাণ করা হয় নান্দনিক মঞ্চ। সবসময় রাতের আলোকিত মঞ্চে ‘ইত্যাদি ধারণ’ করা হলেও মিঠামইনের হামিদ পল্লীর নৈসর্গিক রূপ রাতের বেলায় দেখানো সম্ভব নয় বলে দিনের আলোর পড়ন্ত আভায় ধারণ করা হয়েছে ‘ইত্যাদি’র এবারের পর্ব। সেসবই দেখা যাবে আজ রাতে।

    হানিফ সংকেতের তুমুল জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র প্রধান আকর্ষণীয় দিক হলো সমাজের নানা অসঙ্গতিকে বিদ্রুপ ও রসময় করে উপস্থাপন করা। সেখানে থাকে নানা ও নাতির খুঁনসুটি। তবে নানার চরিত্রে অভিনয় করা অমল বোস মারা যাওয়ায় পর্বটি এখন নানি ও নাতির। এছাড়া বাংলাদেশে অবস্থানরত প্রবাসী বিদেশিদের নিয়ে ঈদের ইত্যাদিতে থাকে একটি বিশেষ উপস্থাপনা।

  • কিশোরগঞ্জের হামিদ পল্লীতে এবারের ইত্যাদি

    কিশোরগঞ্জের হামিদ পল্লীতে এবারের ইত্যাদি

    জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদির এবারের পর্ব ধারণ করা হয়েছে নৈসর্গিক সৌন্দর্যের আধার কিশোরগঞ্জের হাওরের মাঝে দ্বীপের মতো ভেসে থাকা মিঠামইনের হামিদ পল্লীতে।

    রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ির সামনে অবস্থিত এই হাওরের হাজার নৌকা-ট্রলারের সারি এক অভূতপূর্ব দৃশ্যের সৃষ্টি করেছিল শুটিংয়ের সময়।

    এবারের পর্বে হাওর অঞ্চলের জীবন-জীবিকা, প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরা হয়েছে। জলে ও ডাঙ্গায় শতাধিক নৌকা রেখে নির্মাণ করা হয় নান্দনিক মঞ্চ।

    এ বিষয়ে সাংস্কৃতিক ব্যক্তিত্ব হানিফ সংকেত বলেন, সাধারণ মানুষের সমর্থন, সহযোগিতা, ভালোবাসার কারণেই ইত্যাদি এই দীর্ঘ পথ পাড়ি দিতে পেরেছে। ইত্যাদি সব সময় ব্যতিক্রম কিছু তৈরি করতে পছন্দ করেন। আশা করি এবারের পর্ব দর্শকদের ভালো লাগবে।

    ইত্যাদি’র এই মিঠামইনের পর্বটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ৪ অক্টোবর রাত ৮টার বাংলা সংবাদের পর।

    ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।