Tag: ইন্দোনেশিয়া

  • ইন্দোনেশিয়ায় বিয়ের আগে শারীরিক সম্পর্ক নিষিদ্ধ

    ইন্দোনেশিয়ায় বিয়ের আগে শারীরিক সম্পর্ক নিষিদ্ধ

    বিয়ের আগে শারীরিক সম্পর্ক নিষিদ্ধের একটি আইন অনুমোদন দিয়েছে ইন্দোনেশিয়ার পার্লামেন্ট। আজ মঙ্গলবার দেশটির পার্লামেন্টে এই আইন পাস হয়। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি থেকে এ খবর জানা গেছে।

    আইনে বলা হয়েছে, বিয়েবহির্ভূত যৌন সম্পর্কের দায়ে কেউ দোষী সাব্যস্ত হলে তাকে ছয় মাস থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হবে।

    নতুন এই আইনের সমালোচকরা বলেছেন, এটি দেশের মানুষের স্বাধীনতার ওপর এক ধরনের আঘাত। তবে নতুন ফৌজদারি এই আইন আগামী তিন বছর কার্যকর হবে না। একই আইনে দেশটির প্রেসিডেন্টকে অপমান এবং রাষ্ট্রীয় মতাদর্শের বিপরীত মতামত প্রকাশের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। চলতি সপ্তাহে জাকার্তায় দেশটির পার্লামেন্টের বাইরে অল্প কিছু মানুষ এ আইনের বিরোধিতায় বিক্ষোভ করেছেন।

  • ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে পদদলিত হয়ে নিহত ১২৯

    ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে পদদলিত হয়ে নিহত ১২৯

    ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের মালাং শহরে ফুটবল খেলায় জয়-পরাজয়কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও পদদলিত হয়ে ১২৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮০ জন। স্থানীয় সময় শনিবার (১ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। দেশটির পুলিশ নিশ্চিত করে এসব তথ্য।

    জানা গেছে, শহরের কানজুরুহান ফুটবল স্টেডিয়ামে ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল। আরেমা এফসি ও পেরসেবায়া সুরাবায়া নামের দুটি ফুটবল ক্লাবের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় আরেমাকে ৩-২ গোলে হারায় পেরসেবায়া। দুই দশকের বেশি সময়ের মধ্যে পেরসেবায়ার কাছে এই প্রথম কোনো ম্যাচে হারলো আরেমা। কিন্তু হার মানতে নারাজ তারা।

    দেশটির পুলিশ জানিয়েছে, স্টেডিয়ামে থাকা আরেমার দর্শকরা মাঠে নেমে বিশৃঙ্খলা শুরু করে। তাদের থামাতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এতে দর্শকরা আতঙ্কিত হয়ে হুড়াহুড়ি করে দৌড়াতে থাকে। এ সময় পদদলিত হয়ে নিহত হন অনেকে। এ ঘটনাকে দাঙ্গা বলে উল্লেখ করেছে পুলিশ।

    এক বিবৃতিতে পূর্ব জাভা পুলিশের প্রধান নিকো আফিন্তা বলেন, ‘এ ঘটনায় ১২৭ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুইজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। স্টেডিয়ামের ভেতরে ৩২ জন মারা গেছেন। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে অন্যদের’।

    এ ঘটনায় ক্ষমা চেয়েছে দেশটির সরকার। বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে তারা। দেশটির ক্রীড়া ও যুবমন্ত্রী জাইনুদিন আমালি বলেন, দুঃখজনক এ ঘটনা এমন সময় ঘটলো, যখন ফুটবলপ্রেমীরা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার সুযোগ পাচ্ছেন।

    ইন্দোনেশিয়ায় আগামী বছর মে ও জুন মাসে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আয়োজন করার কথা রয়েছে।

    ২৪ঘণ্টা/বিআর

  • মুরগির চামড়ার জুতা, দাম ১২ হাজার টাকা

    মুরগির চামড়ার জুতা, দাম ১২ হাজার টাকা

    ইন্দোনেশিয়ার একটি প্রতিষ্ঠান মুরগির চামড়া দিয়ে জুতা তৈরি করে রাতারাতি খ্যাতি অর্জন করেছে । জুতা তৈরিকারক ওই প্রতিষ্ঠানের নাম ‘হিরকা’। হিরকা’র যাত্রা শুরু ২০১৭ সালে।

    এই ব্যান্ডের জুতা তৈরি করতে ব্যবহার করা হয় মুরগির পায়ের চামড়া। একটি জুতা তৈরি করতে লাগে ৪৫ টি মুরগির পা। সেই জুতা বিক্রি করা হয় ৩৫ ডলার থেকে ১৪০ ডলারে।

    ইন্দোনেশিয়ায় তরুণ উদ্যোক্তা নুরমান ফারিয়েকা রামধানির হাত ধরে যাত্রা শুরু হয় জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিরকা’র। মূলত বর্জ্যকে কাজে লাগানোর ভাবনা থেকেই নেয়া হয় এমন অভিনব উদ্যোগ।

    নুরমান বলেন, সাপ কিংবা কুমিরের মতো, চামড়া ব্যবহৃত হয় এমন অনেক প্রজাতির প্রাণীর অস্তিত্বই এখন হুমকির মুখে। তাই জীববৈচিত্র্য রক্ষার চিন্তা থেকেই এমন উদ্যোগ নিয়েছি।

    এই জুতা একইসঙ্গে সাশ্রয়ী ও টেকসই হয় বলেও জানান হিরকার প্রতিষ্ঠাতা।

  • ৮ হাজার বছরের ধর্ম বিশ্বাস ছেড়ে ৩০০ জনের ইসলাম গ্রহণ

    ৮ হাজার বছরের ধর্ম বিশ্বাস ছেড়ে ৩০০ জনের ইসলাম গ্রহণ

    বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ার তাওতাওয়ানা উপজাতির ৩০০ নারী-পুরুষ তাদের ৮ হাজার বছরের পুরনো পুুনরুজ্জীবন মতবাদের ধর্মবিশ্বাস ছেড়ে একসঙ্গে মুসলিম হয়েছেন। সুলাওসি দ্বীপের এসব অধিবাসী উত্তর মোরওয়ালির আল ফোরকান মসজিদে এসে কালেমা পাঠ করেন।

    শুক্রবার ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপের মসজিদে জুমাআর নামাজের পর তাঁরা ইসলাম ধর্মে দীক্ষিত হন।

    শনিবার আল-জাজিরার প্রতিবেদনে জানা যায়, ৩০০ নওমুসলিমের সকলেই পুনরুজ্জীবন মতবাদে বিশ্বাসী ছিলেন। এসব নওমুসলিম তাওতাওয়ানা উপজাতীর সদস্য ছিলেন। তারা মধ্য সুলাওসি দ্বীপের টোকালা পর্বতের বাসিন্দা।

    গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) আল-ফোরকান মসজিদে ৩০০ মানুষ একত্রিত হয়ে ইসলাম গ্রহণের আগে তাদের সামনে ইসলামের সৌন্দর্য সম্পর্কে বয়ান করা হয়। এরপর সম্মিলিত কণ্ঠে তাঁরা কালেমা শাহাদাত পড়েন।

    উল্লেখ্য যে, সুলাওসি দ্বীপের টোকালা পর্বতে বসবাসকারী তাওতাওয়ানা উপজাতির এসব মানুষ দীর্ঘ ৮ হাজার বছর যাবত পুনরুজ্জীবন মতবাদে বিশ্বাস স্থাপন করে আসছিলেন বলে জানা যায়।

  • ইসলামি পবিত্রতা রক্ষায় ইন্দোনেশিয়ায় ভ্যালেন্টাইন নিষিদ্ধ

    ইসলামি পবিত্রতা রক্ষায় ইন্দোনেশিয়ায় ভ্যালেন্টাইন নিষিদ্ধ

    ইসলামী পবিত্রতা রক্ষায়’ ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে বা বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন নিষিদ্ধ করেছে ইন্দোনেশিয়ার বান্দা আচেহ শহর কর্তৃপক্ষ।

    দিনটি উপলক্ষে বিশেষ কোনও অনুষ্ঠান আয়োজনের বিষয়ে সতর্ক করা হয়েছে সেখানকার সব হোটেল, রেস্টুরেন্ট, বিনোদনকেন্দ্রগুলোকে।

    শহরটির মেয়র আমিনুল্লাহ উসমান বলেন, ইসলামী মূল্যবোধের পবিত্রতা রক্ষা এবং ইসলামি আইন শক্তিশালী করতে আমরা জনগণকে জানাচ্ছি যে, ভ্যালেন্টাইনস ডে ইসলামী আইন পরিপন্থী এবং আচেহর সংস্কৃতির সঙ্গে যায় না।

    মেয়র জানান, তিনি এ বিষয়ে গত সোমবার একটি সার্কুলার জারি করেছেন। এতে তরুণ যুগলদের ভ্যালেন্টাইনস ডে উদযাপন বিষয়ক যেকোনও কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে।

    এদিকে ভ্যালেন্টাইনস ডে উদযাপন নিষিদ্ধে একই ধরনের ঘোষণা দিয়েছে দেশটির পশ্চিম জাভা প্রদেশের ব্যানডাং শিক্ষা সংস্থাও। গত সোমবার তারা প্রাথমিক ও জুনিয়র হাইস্কুলের শিক্ষার্থীদের ভ্যালেন্টাইনস ডে উদযাপন থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে।

    ব্যানডাং শিক্ষা সংস্থার সেক্রেটারি কুকু সাপুত্রা জানান, তার বিশ্বাস, ভ্যালেন্টাইনস ডে ইন্দোনেশীয় রীতি ও সংস্কৃতির বিরোধী। তাই এটি উদযাপনের নিষেধাজ্ঞা অন্তত আগামী কয়েক বছর জারি থাকবে।