Tag: ইপসা

  • সীতাকুণ্ড প্রেস ক্লাবে ইপসার পুরস্কার পেলেন ৩ সাংবাদিক

    সীতাকুণ্ড প্রেস ক্লাবে ইপসার পুরস্কার পেলেন ৩ সাংবাদিক

    কামরুল ইসলাম দুলু: উন্নয়ন সংস্থা ‘ইপসা’ প্রদত্ত ‘সীতাকুণ্ড প্রেস ক্লাব সাংবাদিকতা পুরস্কার- ২০২৩’ পেয়েছেন ক্লাবের তিনজন সাংবাদিক। উন্নয়নমুলক সংবাদের প্রেক্ষিতে তাদেরকে এ পুরস্কার দেয়া হয়।

    উন্নয়ন বিষয়ক ক্যাটাগরিতে দৈনিক কালেরকন্ঠ প্রতিনিধি সৌমিত্র চক্রবর্তী, মানবিক আবেদন বিষয়ক ক্যাটাগরিতে দৈনিক আজাদী প্রতিনিধি লিটন কুমার চৌধুরী এবং পরিবেশ বিষয়ক ক্যাটাগরিতে ‘প্রথম আলো প্রতিনিধি কৃষ্ণ চন্দ্র দাস এ পুরস্কার দেওয়া হয়।

    শনিবার (১৭ ফেব্রুয়ারী) বিকালে সীতাকুণ্ড প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিন সাংবাদিকের হাতে এ পুরস্কার তুলে দেন স্থানীয় সাংসদ আলহাজ্ব এসএম আল মামুন।

    ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমান বলেন, এ ধরনের প্রতিযোগিতা উপজেলা ভিত্তিক দেশের প্রথম। এতে সাংবাদিকদের মধ্যে ভালো প্রতিবেদন করার আরো বেশি আগ্রহ সৃষ্টি হবে।

    ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমান এর সভাপতিত্বে এবং ইপসার সমন্বয়কারী মোহাম্মদ আলী শাহিন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ বদিউল আলম। বিশেষ অতিথি ছিলেন মডেল থানার ওসি মো. কামাল উদ্দিন (পিপিএম), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বাহার, উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহাজাহান, আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন আহমেদ মঞ্জু, এম এ সামাদ ও মো. সোহেল প্রমুখ।

  • শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সাথে ইপসা প্রধান নির্বাহীর মতবিনিময়

    শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সাথে ইপসা প্রধান নির্বাহীর মতবিনিময়

    মানবিক সহায়তা কার্যক্রমের জন্য বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেল। সহ্রাব্দ উন্নয়ন লক্ষমাত্রা (এমডিজি) ২০১৫ অর্জনে সাফল্য এবং চলমান টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) ২০৩০’র লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ বিশ্বকে দেখিয়ে দিয়েছে অসম্ভবকে সম্ভব করার মতো অনেক উন্নয়ন এজেন্ডা। ইপসা ১৯৮৫ সালে জাতিসংঘ ঘোষিত যুব বর্ষে প্রতিষ্ঠা লাভ করে প্রায় ৩ যুগের অধিক কাল ধরে বৃহত্তর চট্টগ্রামে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। ইপসা ২০১৭ সাল থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক (এফডিএমএন) বা রোহিঙ্গা মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে।

    আজ (৩ নভেম্বর) শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার ও যুগ্ম সচিব মোহাম্মদ মিজানুর রহমানের সাথে ইপসা’র প্রধান নির্বাহী মোঃ আরিফুর রহমান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, কক্সবাজার কার্যালয়ে মতবিনিময় সভা হয়।

    ইপসা’র প্রধান নির্বাহী মতবিনিময়কালে ইপসা কর্তৃক বাস্তবায়িত জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক (এফডিএমএন) বা রোহিঙ্গা মানবিক সহায়তা চলমান কার্যক্রমসমূহ নিয়ে অবহিত করেন। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সরকারের নীতিমালা অনুসরণ ও সমন্বয় করে ইপসা কর্তৃক ধারাবাহিকভাবে বাস্তবায়িত রোহিঙ্গা মানবিক সহায়তা কার্যক্রম ও হোস্ট কমিউনিটির চাহিদাভিত্তিক উন্নয়ন কার্যক্রমসমূহের প্রশংসা করেন। স্বচ্ছতা ও জবাবদিহীতার মাধ্যমে মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করার জন্য তিনি ইপসা’কে ধন্যবাদ জানান এবং এ কার্যক্রমসমূহের ধারাবাহিকতা বজায় রাখা ও সম্প্রসারণে পরামর্শ প্রদান করেন।

    মতবিনিময়কালে ইপসা’র হেড অব রোহিঙ্গা রেসপন্স প্রোগ্রাম ও সহকারি পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
    ২৪ঘণ্টা/এসএ

  • ইপসা’র প্রধান নির্বাহী আরিফুর রহমান এনজিও ফাউন্ডেশন’র সাধারণ পরিষদের সদস্য নির্বাচিত

    ইপসা’র প্রধান নির্বাহী আরিফুর রহমান এনজিও ফাউন্ডেশন’র সাধারণ পরিষদের সদস্য নির্বাচিত

    সীতাকুণ্ড প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণায়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অঙ্গ প্রতিষ্ঠান বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)‘র উদ্যোগে টেকসই উন্নয়ন আভীষ্ট অর্জনের কার্যক্রমের উন্নয়ন অগ্রযাত্রা গতিশীল রাখা এবং বাংলাদেশের সামাজিক উন্নয়নে মানসম্পন্ন কার্যক্রম বাস্তবায়নে অবদান রাখার স্বীকৃতি হিসেবে স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা’র প্রধান নির্বাহী মোঃ আরিফুর রহমানকে পরবর্তী দুই বছরের জন্য “বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন”র সাধারণ পরিষদের সদস্য নির্বাচিত করা হয়েছে।

    বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন’র পরিচালনা পরিষদের ১৪০তম সভায় ফাউন্ডেশনের আর্টিকেল অব এসোসিয়েশনের ৫.২ (III) বিধান মতে সহযোগি সংস্থা সমূহের মধ্যে হতে ফাউন্ডেশনের সাধারণ পরিষদের সম্মানিত সদস্য হিসেবে মোঃ আরিফুর রহমানকে নির্বাচিত করা হয়।

    উল্লেখ্য যে, ইপসা ১৯৮৫ সালে আন্তর্জতিক যুব বর্ষে প্রতিষ্ঠা লাভ করে প্রায় ৩ যুগের অধিক কাল ধরে বৃহত্তর চট্টগ্রামে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। ইপসা বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকাল থেকে সহযোগি সংস্থা হিসেবে সামাজিক ও মানবিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

    ইপসা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উন্নয়ন প্রতিষ্ঠান পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগি সংস্থা হিসাবে বহত্তর চট্টগ্রামে বিভিন্ন সমাজ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং অর্থনৈতিক ক্ষমতায়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। পাশাপাশি ইপসা প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনজিও বিষয়ক ব্যুরো’র নিবন্ধিত একটি বেসরকারি সমাজ উন্নয়ন ও স্বেচ্ছাসেবী সংস্থা।

    ইপসা জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ”United Nations Economic and Social Council (UN ECOSOC)” এর কনসালটেটিভ স্ট্যাটাস প্রাপ্ত একটি স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের সহযোহি সয়স্থা হিসেবে ইপসা তৃণমূল পর্যায়ে তথ্য প্রযুক্তির ব্যাবহার ও উন্নয়ন এবং তথ্য প্রযুক্তিতে প্রতিবন্ধী ব্যাক্তিদের প্রবেশগম্যতা বিষয়ে কার্যক্রম বাস্তবায়ন করছে।

    বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি স্ব-শাসিত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের অর্থে দেশের জাতীয় পর্যায়ে এবং প্রত্যন্ত আঞ্চলে আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে কর্মরত এনজিও সমূহের মধ্যে অনুদান প্রদান করে থাকে।

    ২৪ ঘণ্টা/রিহাম/দুলু

  • কোভিড-১৯ মোকাবেলা বিষয়ে সীতাকুণ্ডে সাংবাদিকদের সাথে ইপসা’র মতবিনিময়

    কোভিড-১৯ মোকাবেলা বিষয়ে সীতাকুণ্ডে সাংবাদিকদের সাথে ইপসা’র মতবিনিময়

    সীতাকুণ্ড প্রতিনিধি : বৈশ্বিক মহামারি কোভিড-১৯ মোকাবেলা বিষয়ে সীতাকুণ্ডের স্থানীয় সাংবাদিকদের সাথে ইপসা (ইয়াং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় ইপসা’র পক্ষ থেকে সাংবাদিকদেরকে উপহার সামগ্রী প্রদান করা হয়।

    শুক্রবার বিকাল ৪ টায় উপজেলার ইপসা কার্যালয়ের বীর মুক্তিযুদ্ধা একেএম মফিজুর রহমান মিলনায়তনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    এসময় বিশ্বব্যাপী মহামারী করোনা মোকাবেলায় ইপসা (ইয়াং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন) এর পক্ষ থেকে উপজেলার প্রতিটি ইউনিয়নে গরীব,অসহায় ও কর্মহীনদের মাঝে উপহার সামগ্রী বিতরণ নিয়ে সাংবাদিকদেরকে অবহিত করা হয়।

    ইপসার কো-অর্ডিনেটর মোহাম্মদ আলী শাহিন জানান, সীতাকুণ্ড থেকে গড়ে উঠা সামাজিক সংগঠন ইপসা দুর্যোগ মূহুর্তে সবসময় মানুষের পাশে থাকে। এর ধারাবাহিকতায় সাম্প্রতিক করোনা প্রাদুর্ভাবে কর্মহীন শ্রমিক ও দুস্থ ৫ হাজার পরিবারের খাদ্য উপহার বিতরণের সিদ্ধান্ত নেয়।

    তিনি আরও জানান, প্রতিটি এলাকায় দুঃস্থ, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং জেলে সম্প্রদায়ের লোকদেরকে এলাকার চেয়ারম্যান দ্বারা স্বীকৃত কর্মহীন ব্যাক্তিদের ক্রমান্বয়ে এ খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে। বিভিন্ন দূর্যোগকালীন সময়ে ইপসার সহযোগীতা চলমান থাকবে বলে তিনি জানান।

    মতবিনিয়ম সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সহ-সভাপতি জহিরুল ইসলাম, প্রেসক্লাব কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান এম.হেদায়েত, সাবেক সাভাপতি এম.সেকান্দর হোসাইন।

    এসময় প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে ইপসার পক্ষ থেকে সাংবাদিকদের হাতে উপহার সামগ্রী তুলে দেন ইপসার কো-অর্ডিনেটর মোহাম্মদ আলী শাহিন।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু

  • সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ইপসার উদ্যেগে কর্মহীন ও দুস্থ শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ইপসার উদ্যেগে কর্মহীন ও দুস্থ শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ভাটিয়ারী ইমামনগর রহমান মঞ্জিলে ইপসার উদ্যেগে ২৫জন কর্মহীন ও দুস্থ শ্রমিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

    এর মধ্যে ছিল চাল, ডাল, আলু, চিনি, লবন ও ঔষুধ সামগ্রীসহ ৩২ কেজি বিভিন্ন খাদ্য সামগ্রী রয়েছে।

    রোববার বিকেলে উক্ত সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ইপসার কো-অর্ডিনেটর মোহাম্মদ আলী শাহিন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি মো.সেকান্দর হোসাইন, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকলীগের কৃষিপণ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ হোসেন, গাউছিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা শাখার অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার আলহাজ্ব রফিক উদ্দিন আহমেদ।

    ইপসার কো-অর্ডিনেটর মোহাম্মদ আলী শাহিন জানান, সীতাকুণ্ড থেকে গড়ে উঠা সামাজিক সংগঠন ইপসা দুর্যোগ মূহুর্তে সবসময় মানুষের পাশে থাকে। এর ধারাবাহিকতায় সাম্প্রতিক করোনা প্রাদুর্ভাবে কর্মহীন শ্রমিক ও দুস্থ ৫ হাজার পরিবারের খাদ্য উপহার বিতরণের সিদ্ধান্ত নেয়।

    তিনি আরও জানান, প্রতিটি এলাকায় দুঃস্থ, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং জেলে সম্প্রদায়ের লোকদেরকে এলাকার চেয়ারম্যান দ্বারা স্বীকৃত কর্মহীন ব্যাক্তিদের ক্রমান্বয়ে এ খাদ্য সামগ্রী প্রদান করা হবে।

    গরীবদের মাঝে ইপসার খাদ্য সামগ্রী বিতরণে ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমান এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি সেকান্দর হোসাইন বলেন, দেশের সুনামধন্য এনজিও সংস্থা ইপসা সারা দেশে বছরব্যাপী গরীব, দুঃখী মানুষের সাহায্যে কাজ করে থাকে। ইপসার মাধ্যমে হাজার হাজার মানুষ উপকারভোগী। তারা সামনের দিকে আরো বেশী পরিমাণ দেশের কল্যাণে, গরীব-অসহায়দের কল্যাণে অবদান রাখবে বলে তিনি আশাব্যক্ত করেন।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু

  • সীতাকুণ্ডে ইপসার পক্ষ থেকে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

    সীতাকুণ্ডে ইপসার পক্ষ থেকে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

    কামরুল ইসলাম দুলুঃ দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নারীর ক্ষমতায়ন প্রকল্প। ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

    মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সীতাকুণ্ডে ইপসা’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা এ.কে. এম মফিজুর রহমান মিলনায়তনে উক্ত সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে ৪০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেলাই মেশিন বিতরণ করেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

    এ সময় তিনি বলেন, নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য সরকার নারী উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন। এক সময় নারীরা পিছিয়ে থাকলেও বর্তমানে সর্বক্ষেত্রে অবদান রাখছে নারীরা।

    তিনি আরো বলেন, দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য অর্থনৈতিক কর্মকান্ডে নারী জনগোষ্ঠীর অংশগ্রহণের কোন বিকল্প নেই। নারীরা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে এর ফলে বর্তমান সরকারের অর্থনৈতিক কর্মকান্ড- সম্প্রসারিত হবে এবং দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।

    ইপসা’র অর্থ সম্পাদক পলাশ কুমার চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়,সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল হক, জেলা পরিষদ সদস্য আ.ম.ম দিলসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি, ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমান, মুরাদপু্র ইউপি চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী বাবু, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার,প্রাথমিক শিক্ষা অফিসার মো.নুরুচ্ছফা, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সুমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী প্রমূখ।

  • সরকারি অফিসসহ প্রায় শতভাগ পাবলিক প্লেসে ভঙ্গ হচ্ছে তামাক নিয়ন্ত্রণ আইন

    সরকারি অফিসসহ প্রায় শতভাগ পাবলিক প্লেসে ভঙ্গ হচ্ছে তামাক নিয়ন্ত্রণ আইন

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর প্রায় শতভাগ পাবলিক প্লেস ও পাবলিক পরিবহণে ভঙ্গ হচ্ছে তামাক নিয়ন্ত্রণ আইন। নগরীর ৯৯ শতাংশ সরকারি অফিস, শতভাগ শিক্ষা প্রতিষ্ঠান, ৯৭ শতাংশ স্বাস্থ্য সেবাকেন্দ্র, ৯৯ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠান ও শতভাগ গণপরিবহণে তামাক নিয়ন্ত্রণ আইনের ভঙ্গ হচ্ছে।

    এরমধ্যে ৫৪ শতাংশ সরকারি অফিসে ধূমপান হচ্ছে, ৮১ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠান, ৩৪ শতাংশ স্বাস্থ্য সেবাকেন্দ্র, ৫০ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠান ও ৮৫ শতাংশ আইন ভঙ্গ হচ্ছে গণপরিবহণে।

    ক্যাম্পেইন ফর ট্যোবেকো ফ্রি কিডস্রে (সিটিএফকে) সহায়তায় স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা পরিচালিত ‘চট্টগ্রাম নগরীতে পাবলিক প্লেস ও গণপরিবহণে তামাক নিয়ন্ত্রণ আইন প্রতিপালনের অবস্থা’ শীর্ষক এক জরিপে উঠে এসেছে আইন ভঙ্গের এই চিত্র।

    শনিবার (১৪ ডিসেম্বর) নগরীর প্রেসক্লাবের এস রহমান হলে এক সংবাদ সম্মেলন করে জরিপের ফলাফল তুলে ধরে সংস্থাটি।

    সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সকল পাবলিক প্লেস ও পাবলিক পরিবহণে ধূমপান হতে বিরত থাকার সতর্কতামূলক নোটিশ প্রদর্শন বাধ্যতামূলক হলেও এই নিয়ম মানছে না কেউই।

    জরিপের তথ্যে উঠে এসেছে ৯৮ শতাংশ সরকারি অফিস, শতভাগ শিক্ষা প্রতিষ্ঠান, ৯৪ শতাংশ স্বাস্থ্য সেবাকেন্দ্র, ৯৮ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠান ও শতভাগ গণপরিবহণে সতর্কতামূলক নোটিশ প্রদর্শন করা হচ্ছে না।

    ইপসার প্রোগ্রাম অফিসার মো. ওমর শাহেদ হিরোর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল উপস্থাপন করেন উপ পরিচালক নাছিম বানু। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইপসার প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান।

    তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। তবে জনস্বাস্থ্য সুরক্ষিত না হলে এই লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে না। দেশে তামাক ব্যবহারের কারণে প্রতি বছর ১ লাখ ৬১ হাজার মানুষ মারা যাচ্ছে। জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ তাই এখন সময়ের দাবি।

    সংবাদ সম্মেলনে বিশেষ ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর বার্তা সম্পাদক ওমর কায়সার। তামাক নিয়ন্ত্রণ আই ভঙ্গের এই চিত্র তুলে ধরে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

    সম্মেলনে আরো বক্তব্য দেন সিটিএফকের গ্র্যান্টস ম্যানেজার আবদুস সালাম মিয়া, এন্টি ট্যোবেকো মিডিয়া এলায়েন্সের আহ্বায়ক আলমগীর সবুজ, সদস্য লতিফা আনসারি রুনা প্রমুখ।

    উল্লেখ্য, ইপসা ২০০৯ সাল থেকে চট্টগ্রামে তামাক নিয়ন্ত্রণে কাজ করছে। চলতি বছর জুন মাসে তামাকমুক্ত চট্টগ্রাম শহর গড়ে তোলার চট্টগ্রামে তামাক নিয়ন্ত্রণ আইন প্রতিপালনের অবস্থা নিরুপণে ইপসা এই জরিপ পরিচালনা করা হয়।

    জরিপের কাজে ২৮২টি সরকারি অফিস, ১২৫টি শিক্ষা প্রতিষ্ঠান, ১৮৭টি স্বাস্থ্য সেবাকেন্দ্র, ৪২৩টি রেস্টুরেন্ট ও ৪১৯টি পাবলিক বাস থেকে তথ্য সংগ্রহ করা হয়।