Tag: ইপিজেড

  • করোনা সংক্রমণ উচ্চ ঝুঁকির মধ্যে ২ ইপিজেড/আইসোলেশন সেন্টার ও পরীক্ষাগার চালুর আহ্বান

    করোনা সংক্রমণ উচ্চ ঝুঁকির মধ্যে ২ ইপিজেড/আইসোলেশন সেন্টার ও পরীক্ষাগার চালুর আহ্বান

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন দেশের অর্থনৈতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ খাত চট্টগ্রামের ২টি ইপিজেড এখন করোনা সংক্রমণ উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। ঝুঁকিতে রয়েছে হাজার হাজার শ্রমিকের প্রাণ।

    এসব ইপিজেডে কর্মরত শ্রমিকদের প্রাণ রক্ষার লক্ষ্যে আজ মঙ্গলবার সকালে নিজ উদ্দ্যেগে সিইপিজেড এবং কেইপিজেড এর মহাব্যবস্থাপকদ্বয়ের সাথে দীর্ঘক্ষণ টেলিফোনে আলোচনা করেন জনদুর্ভোগ লাঘবে জনতার ঐক্য চাই শীর্ষক নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা খোরশেদ আলম সুজন।

    এসময় ইপিজেডসমূহে আইসোলেশন সেন্টার এবং করোনা পরীক্ষাগার চালু করতে তিনি মহাব্যবস্থাপকদ্বয়ের কাছে বিনীত আহ্বান জানান। মঙ্গলবার বিকেলে খোরশেদ আলমের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

    বিজ্ঞপ্তিতে খোরশেদ আলম সুজন বলেন, করোনা ভাইরাস সংক্রমণে অর্থনৈতিক আঘাত থেকে বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বাঁচাতে সর্বপ্রথম গার্মেন্টস সেক্টরে পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনার ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    প্রধানমন্ত্রীর দূরদর্শী এ সিদ্ধান্তে দেশের রপ্তানিমূখী শিল্পের সাথে সংশ্লিষ্ট মালিক এবং শ্রমিকসহ সকলের মাঝে স্বস্তি নেমে এসেছে। পরবর্তীতে সরকার দেশের রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রাখার স্বার্থে স্বাস্থ্য বিধি মেনে ইপিজেডসমূহ চালু করার নির্দেশনা প্রদান করেছে।

    অত্যন্ত গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে বেশীরভাগ প্রতিষ্টানেই স্বাস্থ্য বিধি না মেনে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়া সামাজিক দূরত্বও পুরোপুরি উপেক্ষিত হচ্ছে প্রতিষ্টানসমূহে।

    এতে করে দেশের অর্থনৈতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ খাত ইপিজেডসমূহে করোনা সংক্রমণ উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। তাছাড়া কোন প্রতিষ্টানের কর্মী অসুস্থ হলে তাকে বাধ্যতামূলকভাবে বাড়ীতে অবস্থানের জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে।

    অথচ একজন গার্মেন্টস কর্মী যে পরিবেশে দিনাতিপাত করে সে পরিবেশে এ পরিস্থিতিতে বাড়ীতে অবস্থান করা কোনভাবেই সম্ভব নয়। তারপরও তাঁকে নিরূপায় হয়ে প্রতিষ্টানের নির্দেশনা মেনে বাড়ীতে অবস্থান করতে হচ্ছে।

    ফলত দেখা যাচ্ছে যে ঐ গার্মেন্টস কর্মীর পরিবারসহ এলাকাবাসীরও সংক্রমিত হওয়ার আশংকা থেকে যাচ্ছে। বিশেষ করে নগরীর গার্মেন্টস অধ্যুষিত এলাকাসমূহ যেমন ৩৭,৩৮,৩৯,৪০ এবং ৪১নং ওয়ার্ডের প্রায় বাসা বাড়ীতে জ্বর, সর্দি, কাঁশিসহ বিভিন্ন রোগের উপসর্গ দেখা দিচ্ছে। এতে করে ঐ সকল এলাকার অধিবাসীদের মাঝেও উদ্বেগ উৎকন্ঠা ছড়িয়ে পড়ছে।

    তিনি আরো বলেন সরকার প্রণোদনার একটি বিরাট অংশ গার্মেন্টস শিল্পের জন্য ব্যয় করছে অথচ করোনা পরিস্থিতিতে দেশের রপ্তানি আয়ের প্রধানতম খাত গার্মেন্টস শিল্পের মালিকদের রহস্যজনক নীরবতা আমাদেরকে হতবাক করছে।

    বর্তমান করোনা পরিস্থিতিতে বিভিন্ন প্রতিষ্টান নানারকম সামাজিক দায়িত্ব পালন করলেও গার্মেন্টস মালিকরা কোন প্রকার সামাজিক দায়িত্ব পালন করেনাই। উপরন্তু যে শ্রমিকদের রক্ত, ঘামে তাদের এতো বিত্ত বৈভব, প্রতিপত্তি সে সকল শ্রমিকদের প্রতি মালিকদের এরকম নিষ্টুরতা আমাদেরকে ব্যথিত করেছে প্রতিনিয়ত।

    তিনি অবিলম্বে গার্মেন্টস কর্মীদের জন্য নিজস্ব ব্যবস্থাপনায় আইসোলেশন সেন্টার এবং করোনা পরীক্ষাগার চালু করার উদাত্ত আহবান জানান।এছাড়া কোন গার্মেন্টস কর্মী আইসোলেশন থাকা অবস্থায় কোম্পানী প্রদত্ত বেতন ভাতা থেকে যেন বঞ্চিত না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য সিইপিজেড এবং কেইপিজেড এর মহাব্যবস্থাপকদ্বয়ের দৃষ্টি আকর্ষন করেন।

    তিনি কেইপিজেডে অবস্থিত নারী উন্নয়ন কেন্দ্রটি আইসোলেশন সেন্টার হিসেবে প্রস্তুত করা যেতে পারে বলেও মত প্রকাশ করেন এবং মহাব্যবস্থাপকদ্বয়কে উপরোক্ত বিষয়ে দ্রুততার সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানান সুজন।

    তিনি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ কর্তৃপক্ষের কর্মকান্ড গভীরভাবে পর্যবেক্ষণ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন যদি কর্তৃপক্ষ দ্রুততার সাথে উপরোক্ত বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হন তাহলে দেশের বৃহত্তম রপ্তানি কেন্দ্র সচল এবং নিরাপদ রাখার স্বার্থে নগরবাসীকে সাথে নিয়ে ইপিজেডসমূহে অবস্থান নিতে বাধ্য হবেন।

    সিইপিজেড এর মহাব্যবস্থাপক মোঃ খুরশিদ আলম এবং কেইপিজেড এর মহাব্যবস্থাপক মসিউদ্দিন বিন মেজবাহ অত্যন্ত আন্তরিকতার সাথে সুজনের প্রস্তাবনার সাথে সহমত পোষন করেন। তারা বর্তমান পরিস্থিতিতে বাস্তবসম্মত প্রস্তাবনার জন্য সুজনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

    মহাব্যবস্থাপকগণ নিজেরাও এর প্রয়োজনীয়তা অনুধাবন করতে সক্ষম হন এবং দেশের রপ্তানি বাণিজ্যের অন্যতম গার্মেন্টস খাতকে নিরাপদ রাখতে নিজস্ব ব্যবস্থাপনায় আইসোলেশন সেন্টার চালুর উপরও গুরুত্ব আরোপ করেন।

    মহাব্যবস্থাপকদ্বয় সুজনের উত্থাপিত প্রস্তাবনাসমূহ লিখিত আকারে বেপজা কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

    ২৪ ঘণ্টা/রাজীব সেন প্রিন্স

  • মিস্টি ও দইতে প্রতিশ্রুত ওজনে কম : জরিমানা দিল হাইওয়ে সুইটস

    মিস্টি ও দইতে প্রতিশ্রুত ওজনে কম : জরিমানা দিল হাইওয়ে সুইটস

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : হাইওয়ে সুইটস চট্টগ্রামের লালখান বাজার শাখায় তদারকিমূলক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় ও জেলা কার্যালয়। এসময় প্রতিশ্রুত ওজন অপেক্ষা কম ওজনে মিষ্টি ও দই বিক্রয় করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।

    একই এলাকার গাউ‌সিয়া সুইটস‌কে মেয়াদ উত্তীর্ণ চ‌কো‌লেট সিরাপ ব‌্যবহার করায় ১০ হাজার টাকা জ‌রিমানা ক‌রে সতর্ক করে অধিদপ্তরের কর্মকর্তারা।

    আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত নগরীর ই‌পি‌জেড, খুল‌শি ও পাঁচলাইশ থানায় এ তদার‌কিমূলক অ‌ভিযান প‌রিচা‌লিত হয়।

    অভিযানে হাই‌ড্রোজ, ঘন‌চি‌নি, অননু‌মো‌দিত রং, মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য, বা‌সি খাবার, ছাপা সংবাদপ‌ত্রে র‌ক্ষিত খাদ‌্যদ্রব‌্য, কৃ‌ত্রিম রং মি‌শ্রিত করমচা (নকল চে‌রি) ধ্বংসসহ কম ওজ‌নের বাটখারা জব্দ করা হয়। এছাড়া ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় ১০ প্রতিষ্ঠানকে ১ লক্ষ আঠাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।তদারকিমূলক অভিযান

    অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপ‌রিচালক শা‌হিদা ফা‌তেমা চৌধুরীর নেতৃ‌ত্বে পৃথক এসব অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম বিভাগীয় কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক নাস‌রিন আক্তার, সহকারী প‌রিচালক (মে‌ট্রো) বিকাশ চন্দ্র দাস এবং চট্টগ্রাম জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান। অ‌ভিযা‌নের সা‌র্বিক নিরাপত্তায় এ‌পি‌বিএন, ৯ এর সদস্যবৃ‌ন্দ নি‌য়ো‌জিত ছি‌লেন।

    ‌চট্টগ্রাম জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, চট্টগ্রা‌ম নগরীর সি‌মেন্ট ক্রসিং বাজা‌রের গাউ‌সিয়া স্টোরকে লে‌বেল বিহীন রং, হাই‌ড্রোজ, ঘন‌চি‌নি বিক্রয়ের জন‌্য সংরক্ষণ করায় ১০ হাজার টাকা জ‌রিমানা ক‌রে ব‌র্ণিত দ্রব‌্যা‌দি ধ্বংস করা হয়।পোড়াতেল ও কৃত্রিম রং মিশ্রিত খাবার

    এক্রই এলাকায় অস্বাস্থ‌্যকর প‌রি‌বে‌শে মুর‌গি প্রসেস করায় আলী হো‌সে‌নের মুর‌গির দোকান‌কে ১০ হাজার টাকা জ‌রিমানা ক‌রে সতর্ক করা হয়। এছাড়া ওজনে কারচুপি ক‌রে মাছ বিক্রয় করায় সালউদ্দিনের মাছের দোকানকে ৩ হাজার টাকা জ‌রিমানা ক‌রে ৫‌টি কম ওজ‌নের বাটখারা জব্দ করা হয়।

    নগরীর বন্দর‌টিলা এলাকায় পৃথক অপর অভিযানে সংবাদপত্রে খাবার সংরক্ষণের জন্য তাকবীর রেস্তোরাঁকে ৫ হাজার, একই অপরা‌ধে রু‌বেল হো‌টেল‌কে ১০ হাজার টাকা এবং কৃ‌ত্রিম রং মি‌শ্রিত করমচা (নকল চে‌রি) বিক্রয়ের জন‌্য সংরক্ষণ করায় আল আ‌মিন ফল ভান্ডার‌কে ১০ হাজার টাকা জ‌রিমানা ক‌রে প্রায় ৪ কিলোগ্রাম নকল চে‌রি ধ্বংস করা হয়।পোড়াতেল ও কৃত্রিম রং মিশ্রিত খাবার

    তিনি বলেন, একই দিনের তদারকিমূলক অভিযান পরিচালিত হয় নগরীর ২নং গেইট এলাকায়। এতে নোংরা পা‌নি‌তে বাসন‌-কোসন ধৌত করায় মোহনা কু‌লিং কর্নার‌কে ৫ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়। এছাড়া নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ, একই ফ্রিজে কাঁচা মাং‌সের সা‌থে অন‌্যান‌্য খাবার সংরক্ষণ ও তেলাপোকাযুক্ত স্থানে খোলা অবস্থায় খাবার সংরক্ষণের জন্য ফিনলে স্কয়ারের সিক্সটিন ক্যাফেকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    জনস্বা‌র্থে এই কার্যক্রম অব্যাহত থাক‌বে বলে জানান জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর ‌চট্টগ্রাম জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।

  • সড়ক দুর্ঘটনা : বায়েজিদে কারের ধাক্কায় শিশু ও ইপিজেডে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

    সড়ক দুর্ঘটনা : বায়েজিদে কারের ধাক্কায় শিশু ও ইপিজেডে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর বায়েজিদ ও ইপিজেড এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার ২৫ ডিসেম্বর সকাল সাড়ে ৭টা থেকে ৯টার মধ্যে পৃথক ঘটনা দুটি ঘটে।

    জানা যায়, বুধবার সকাল সাড়ে ৭টার সময় নগরীর ইপিজেড থানার যমুনা ওয়েলের সামনে সড়ক পারাপারের সময় বাসের ধাক্কায় হাবিবা আক্তার (১৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

    হাবিবা কুমিল্লা জেলার লাকসাম উপজেলার তাহেরপুর গ্রামের হাফেজ আহমেদের মেয়ে এবং ইপিজেডের ইউমিবুদ গার্মেন্টস শ্রমিক বলে জানা গেছে। নিহতের লাশ বর্তমানে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

    চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার তথ্যটি নিশ্চিত করেন।

    এদিকে এ ঘটনার মাত্র দেড় ঘন্টার ব্যবধানে নগরীতে পৃথক আরো একটি সড়ক দুর্ঘটনায় তাসনিয়া আক্তার লামিয়া নামে তিনবছর বয়সী এক শিশু কণ্যার মৃত্যু হয়েছে। নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকার আনন্দবাজারের মুখে একটি চলন্ত প্রাইভেট কার শিশুটিকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।

    প্রত্যক্ষদর্শীরা গুরুতর আহত অবস্থায় শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত লামিয়া ফেনী জেলার সদর থানার ফাজিলপুর গ্রামের ডাইল মার্কেট বৈদ্য বাড়ির ফজলুল হকের মেয়ে।

    এ ঘটনায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ফেরদৌস আহমদকে আটক করা হয়েছে বলে জানান বায়েজিদ বোস্তামি থানার ওসি প্রিটন সরকার। তিনি বলেন, নিহত শিশুটির পরিবারের পক্ষে কেউ মামলা করলে ওই মামলার সূত্র ধরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • চট্টগ্রামের ইপিজেডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬

    চট্টগ্রামের ইপিজেডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক :  চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

    বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত পৌনে ১১টায় ওই এলাকার জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের একটি ওয়ার্কশপে ঘটনাটি ঘটে। আহতরা সবাই ওই ওয়ার্কশপের শ্রমিক।

    আহতরা হলেন, ওসমান গণি (৪৫), রাজিব দাশ (৩০), রাকিব(১৮), নুরুল আলম (৩৫), এনায়েত এবং আজম। বর্তমানে আহতরা সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।

    ফায়ার সার্ভিসের ইপিজেড স্টেশনের লিডার হেলাল উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার সুত্রপাত ঘটে বৃহস্পতিবার রাত ১০ টা ৫০ মিনিটে। খবর পায় ১১ টা ১০ এ।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছানোর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালের নিয়ে যান।

    ফায়ার স্টেশনের এ কর্মকর্তা জানান, ওয়ার্কশপটির বাইরে রাস্তার উপর বসে শ্রমিকরা ওয়েল্ডিংয়ের কাজ করার সময় একটি গ্যাস সিলিন্ডার গরম হয়ে হঠাৎ বিস্ফোরিত হয়। বিস্ফোরণে সিলিন্ডারটি টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে।

    ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হুদা বলেন, বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সদস্য হামিদুর রহমান জানান, রাত সাড়ে ১১টার সময় ইপিজেড এলাকার জাহাজ কাটার এক ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আহত পাঁচজনকে চমেক হাসপাতালে আনা হয়। তাদের অনেকের অবস্থা গুরুতর।

  • চট্টগ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রী খুন, স্বামী পলাতক

    চট্টগ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রী খুন, স্বামী পলাতক

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ব্যাংক কলোনি এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয়েছে রোকসানা আক্তার (২৯) নামে এক গৃহবধূর মরদেহ। রোববার রাতে পুলিশ লাশ উদ্ধারের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন।

    পুলিশ নিহতের স্বজনদের বরাতে জানায়, বিগত ১২ বছর আগে বরিশাল জেলার বাবুগঞ্জ এলাকার দেলোয়ার হোসেনের সাথে রোকসানা সংসার জীবনে আবদ্ধ হলেও সম্প্রতি বছরখানেক আগে দেলোয়ার আরেকটি বিয়ে করে। এরপর থেকে রোকসানা আর দেলোয়ারের মধ্যে শুরু হয় পারিবারিক কলহ।

    এ বিষয়ে স্বামী দেলোয়ারের বিরুদ্ধে মামলাও করেছে রোকসানা। তবে সামাজিকভাবে বিষয়টি সমাধানের পর তারা দুজনে আবার সংসার শুরু করে।

    জানা যায়, রোকসানা ও দেলোয়ার নগরীর ইপিজেড থানার বন্দরটিলা এলাকার ব্যাংক কলোনীতে একটি ভাড়া বাসায় থেকে সিইপিজেডে পৃথক দুটি পোশাক কারখানায় চাকরি করতেন। গত দুই মাস আগে তারা দুজনই চাকরি ছেড়ে বরিশালের গ্রামের বাড়িতে চলে যায়। কয়েকদিন আগে কারখানা থেকে বকেয়া টাকা নেওয়ার উদ্দ্যেশে দুজনই চট্টগ্রামে আসেন এবং ওই এলাকার দেলোয়ারের ভাইয়ার বাসায় উঠেন।

    ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহম্মদ নুরুল হুদা জানান, রবিবার দেলোয়ারের ভাই তার গ্রামের বাড়ি এবং পোশাক শ্রমিক ভাবি কর্মস্থলে গেলে দিনের কোন এক সময়ে রোকসানাকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যায় তার স্বামী দেলোয়ার হোসেন।

    সন্ধ্যার পর রোকসানার ভাবি কর্মস্থল থেকে ফিরে তার ননদকে খাটের ওপর শোয়া অবস্থায় দেখতে পান। অনেক ডাকাডাকির পরও রোকসানার ঘুম না ভাঙ্গলে প্রতিবেশিদের সহযোগীতা নিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। ইডিজেড থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে রোকসানার লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন।

    ওসি বলেন, পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রথমিকভাবে ধারণা করছি। তার গলায় কালো দাগ দেখে মনে হচ্ছে শ্বাসরোধ করে রোকসানাকে হত্যা করা হয়েছে। হত্যার পর তার স্বামী দেলোয়ার পালিয়ে যাওয়ায় সন্দেহের তীর তার দিকেই বর্তায়।

    তাছাড়া এ ঘটনায় নিহত রোকসানার বোন লাকি আক্তার বাদি হয়ে স্বামী দেলোয়ারকে আসামি করে ইপিজেড থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। দেলোয়ারকে গ্রেফতারে পুলিশের চেষ্টা চলছে বলে জানান ওসি নুরুল হুদা।